আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা
অত্র নিবন্ধটি আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকাবিশেষ। এ তালিকায় টেস্ট, একদিনের আন্তর্জাতিক কিংবা টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটের সাথে জড়িত খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়াসম্পাদনা
অল্ডারম্যান/এমারসনসম্পাদনা
আর্চারসম্পাদনা
ব্যানারম্যানসম্পাদনা
বেনোসম্পাদনা
ব্ল্যাকওয়েলসম্পাদনা
ক্যাম্পবেল/পন্টিংসম্পাদনা
চ্যাপেল/রিচার্ডসনসম্পাদনা
ডার্লিংসম্পাদনা
গ্রিগরিসম্পাদনা
হার্ভেসম্পাদনা
হিলি/স্টার্কসম্পাদনা
হাসিসম্পাদনা
লাফলিনসম্পাদনা
লিসম্পাদনা
লেহম্যান/হোয়াইটসম্পাদনা
- ড্যারেন লেহম্যান
- ক্রেগ হোয়াইট (ইংল্যান্ড)
মার্শসম্পাদনা
শন ও মিচেল মার্শের পিতা হচ্ছেন জিওফ মার্শ।[১]
প্যাটিনসনসম্পাদনা
শিভিল/ব্লেডসম্পাদনা
- এসি শিভিল
- লিলি শিভিল
- ফার্নি ব্লেড
- রেন শিভিল
এসি শিভিল ও লিলি শিভিল ৬ এপ্রিল, ১৯০৮ তারিখে যমজ ভগ্নি হিসেবে জন্মগ্রহণ করেন।[২] ফার্নি ব্লেড ও রেনে ব্লেড - যমজ ভগ্নিদ্বয় ২০ আগস্ট, ১৯১০ তারিখে জন্মগ্রহণ করেন।
ট্রটসম্পাদনা
ট্রাম্বলসম্পাদনা
ওয়াহসম্পাদনা
বাংলাদেশসম্পাদনা
ইকবাল/খানসম্পাদনা
মাহমুদুল্লাহ/রহিমসম্পাদনা
কানাডাসম্পাদনা
মোল্লাসম্পাদনা
ইংল্যান্ডসম্পাদনা
বেয়ারস্টোসম্পাদনা
ব্রডসম্পাদনা
বুচারসম্পাদনা
কম্পটনসম্পাদনা
কাউড্রেসম্পাদনা
ক্রিস কাউড্রে ও গ্রাহাম কাউড্রের পিতা হচ্ছেন কলিন কাউড্রে। ফ্যাবিয়ান কাউড্রে, ক্রিস কাউড্রের সন্তান।[৩]
কারেনসম্পাদনা
- কেভিন কারেন (জিম্বাবুয়ে)
- টম কারেন
- স্যাম কারেন
এডরিচসম্পাদনা
জিলিগানসম্পাদনা
গ্রেসসম্পাদনা
গ্রেগসম্পাদনা
গানসম্পাদনা
হার্ডস্টাফসম্পাদনা
হার্নসম্পাদনা
হলিউকসম্পাদনা
হাটনসম্পাদনা
জোন্সসম্পাদনা
লয়েডসম্পাদনা
মানসম্পাদনা
পার্কসসম্পাদনা
প্যাটিনসনসম্পাদনা
প্রাইডক্স/ওয়েস্টব্রুকসম্পাদনা
প্রিঙ্গলসম্পাদনা
রণজিতসিংজী/দিলীপসিংজীসম্পাদনা
রিচার্ডসনসম্পাদনা
সাইডবটমসম্পাদনা
স্মিথসম্পাদনা
ক্রিস ও রবিন একে-অপরের ভ্রাতা।
মাইক ও নীল একে অপরের পিতা-পুত্র।
স্টুয়ার্ট/বুচারসম্পাদনা
স্টাডসম্পাদনা
টেটসম্পাদনা
টাউনসেন্ডসম্পাদনা
ট্রেমলেটসম্পাদনা
টিল্ডসলে/ভনসম্পাদনা
হোয়াইট/লেহম্যানসম্পাদনা
- ড্যারেন লেহম্যান (অস্ট্রেলিয়া)
- ক্রেগ হোয়াইট
ড্যারেন লেহম্যান সম্পর্কে ক্রেগ হোয়াইটের ভগ্নীপতি হন। ড্যারেন লেহম্যান ক্রেগের বোন আন্দ্রিয়া’র সাথে পরিণয়সূত্রে আবদ্ধ হন।
উইলসনসম্পাদনা
হংকংসম্পাদনা
আহমেদসম্পাদনা
ভারতসম্পাদনা
আলীসম্পাদনা
অমরনাথসম্পাদনা
সিং/রামজিসম্পাদনা
আপ্তেসম্পাদনা
বিনিসম্পাদনা
এডুলজিসম্পাদনা
গায়কোয়াড়সম্পাদনা
গাভাস্কারসম্পাদনা
আহমেদ/ইকবালসম্পাদনা
গুপ্তেসম্পাদনা
জাদেজা/রণজিতসিংজী/দিলীপসিংজীসম্পাদনা
কানিতকরসম্পাদনা
কার্তিক/ইত্তিচেরিয়াসম্পাদনা
খান/জিলানিসম্পাদনা
কিরমানী/আলীসম্পাদনা
২০০২ সালে কিরমানীর কন্যাকে সৈয়দ আবিদ আলী’র পুত্র বিবাহ করে।[৪] তবে, ২০০৮ সালে মৃত্যুবরণ করে।[৫]
কৃপাল/মিল্খাসম্পাদনা
মাঞ্জরেকারসম্পাদনা
মানকড়সম্পাদনা
নায়ড়ুসম্পাদনা
পাণ্ড্যসম্পাদনা
পতৌদিসম্পাদনা
পাঠানসম্পাদনা
রায়সম্পাদনা
রাঠোরসম্পাদনা
শর্মাসম্পাদনা
সিংসম্পাদনা
আয়ারল্যান্ডসম্পাদনা
জয়েসসম্পাদনা
মুনিসম্পাদনা
ও’ব্রায়েনসম্পাদনা
পয়েন্টারসম্পাদনা
কেনিয়াসম্পাদনা
ওধিয়াম্বো/ওদয়োসম্পাদনা
ওধিয়াম্বো/ওনিয়াঙ্গো/এনগোচিসম্পাদনা
ওবুয়া/ওটিয়েনোসম্পাদনা
ওদুম্বেসম্পাদনা
সুজিসম্পাদনা
টিকোলোসম্পাদনা
নামিবিয়াসম্পাদনা
বার্জারসম্পাদনা
কোৎজসম্পাদনা
নেদারল্যান্ডসসম্পাদনা
কুপারসম্পাদনা
মলসম্পাদনা
জঙ্কম্যানসম্পাদনা
নিউজিল্যান্ডসম্পাদনা
অ্যান্ডারসনসম্পাদনা
অ্যাসলে/ম্যাকমিলানসম্পাদনা
ব্রেসওয়েলসম্পাদনা
ব্র্যাডবার্নসম্পাদনা
কেয়ার্নসসম্পাদনা
ক্রোসম্পাদনা
হ্যাডলিসম্পাদনা
ব্যারি, ডেল ও রিচার্ড হ্যাডলির পিতা হচ্ছেন ওয়াল্টার হ্যাডলি। ১৯৭৭-৭৮ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড মহিলা দলের খেলোয়াড় কারেন রিচার্ড হ্যাডলিকে বিয়ে করেন।[৬]
হ্যারিসসম্পাদনা
হার্টসম্পাদনা
হর্নসম্পাদনা
হাওয়ার্থসম্পাদনা
ল্যাথামসম্পাদনা
মার্শালসম্পাদনা
ম্যাককুলামসম্পাদনা
ম্যাকগ্ল্যাশানসম্পাদনা
পার্কারসম্পাদনা
রেডমন্ডসম্পাদনা
রিডসম্পাদনা
রাদারফোর্ডসম্পাদনা
সিগন্যালসম্পাদনা
স্নেডেনসম্পাদনা
ভিভিয়ানসম্পাদনা
ওয়েবসম্পাদনা
পাকিস্তানসম্পাদনা
হকসম্পাদনা
আফ্রিদিসম্পাদনা
আকমল/কাদিরসম্পাদনা
বার্কি / খানসম্পাদনা
দলপত/কানেরিয়াসম্পাদনা
এলাহীসম্পাদনা
আহমেদ/মালিকসম্পাদনা
ফারহাতসম্পাদনা
ইকবাল/মিয়াঁদাদসম্পাদনা
খানসম্পাদনা
মোহাম্মদসম্পাদনা
হানিফ, মুশতাক, সাদিক ও ওয়াজির একে-অপরের ভ্রাতা। পঞ্চম ভ্রাতা রইছ মোহাম্মদ একবার পাকিস্তান দলের পক্ষে দ্বাদশ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তন্মধ্যে, হানিফ, মুশতাক ও সাদিক একযোগে ১৬৯-৭০ মৌসুমে করাচীতে সফরকারী নিউজিল্যান্ড দলের বিপক্ষে খেলেন। শোয়েব মোহাম্মদের পিতা হচ্ছেন হানিফ মোহাম্মদ।[৯]
নজরসম্পাদনা
নজর মোহাম্মদের সন্তান হচ্ছেন মুদাসসর নজর।[১০]
রাজাসম্পাদনা
স্কটল্যান্ডসম্পাদনা
ড্রুমন্ডসম্পাদনা
হক/হোসেনসম্পাদনা
উভয়েই একে-অপরের কাকাতো ভাই।[১১]
শ্রীলঙ্কাসম্পাদনা
ডি অলউইস/সিলভাসম্পাদনা
কালুপেরুমাসম্পাদনা
রানাতুঙ্গাসম্পাদনা
সামারাবীরাসম্পাদনা
ওয়ার্নাপুরাসম্পাদনা
ওয়েতিমুনিসম্পাদনা
দক্ষিণ আফ্রিকাসম্পাদনা
ব্লাঙ্কেনবার্গ/রাইনেভেল্ডসম্পাদনা
কালাহান/ক্যাম্পসম্পাদনা
কার্স্টেনসম্পাদনা
- পিটার কার্স্টেন
- গ্যারি কার্স্টেন
- অ্যান্ডি কার্স্টেন
- পল কার্স্টেন
মরকেলসম্পাদনা
নোর্সসম্পাদনা
পিদিসম্পাদনা
পোলকসম্পাদনা
ট্যানক্রেডসম্পাদনা
ট্যাপস্কটসম্পাদনা
ওয়েস্ট ইন্ডিজসম্পাদনা
ব্র্যাভোসম্পাদনা
ব্রাউন/ব্রাউন-জনসম্পাদনা
ক্যামেরনসম্পাদনা
ক্রফ্ট/হান্টসম্পাদনা
কলিন্স/এডওয়ার্ডসসম্পাদনা
গিবস/লয়েডসম্পাদনা
গ্র্যান্টসম্পাদনা
হেডলিসম্পাদনা
হলফোর্ড/সোবার্সসম্পাদনা
কালীচরণ/নাগামুতুসম্পাদনা
কানহাই/নাগামুতুসম্পাদনা
মারে/উইকসসম্পাদনা
- ডেভিড মারে
- স্যার এভারটন উইকস
স্যামুয়েলসসম্পাদনা
সেন্ট হিলসম্পাদনা
- উইল্টন সেন্ট হিল
- এডউইন সেন্ট হিল
- সিল সেন্ট হিল
শিলিংফোর্ডসম্পাদনা
গ্রেসন ও আরভিন একে-অপরের কাকাতো ভাই।[১২] অন্যদিকে, শেন উভয়ের সাথে সম্পর্কযুক্ত।[১৩] তিনজনই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে টেস্ট খেলেন। অন্যদিকে, আরভিন ওডিআইয়েও জড়িত ছিলেন।
স্টলমেয়ারসম্পাদনা
জিম্বাবুয়েসম্পাদনা
কারেনসম্পাদনা
আরভিনসম্পাদনা
ফ্লাওয়ারসম্পাদনা
জার্ভিসসম্পাদনা
মাসাকাদজাসম্পাদনা
রেনিসম্পাদনা
স্ট্র্যাংসম্পাদনা
- মন্তব্য: ফ্লাওয়ার, রেনি ও স্ট্র্যাং - এ তিন জোড়া যমজ ভ্রাতা সেপ্টেম্বর, ১৯৯৭ সালে হারারেতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে একযোগে খেলেন।[১৪]
ওয়ালারসম্পাদনা
অ্যান্ডি, ম্যালকমের পিতা।[১৫]
হুইটলসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ Wu, Andrew (১৬ ডিসেম্বর ২০১৪)। "Shaun Marsh wants end to boom or bust days when he teams up with brother Mitchell"।
- ↑ Lynch, Stephen (১৩ ফেব্রুয়ারি ২০০৬)। "A catching problem, and the first twins"। ESPNcricinfo। ESPN Inc.। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪।
- ↑ "Fabian Cowdrey follows father and grandfather into Kent side"। BBC Sport। ২ মে ২০১২।
- ↑ "Kirmani's daughter weds Abid Ali's son"। Rediff। সংগ্রহের তারিখ ১১ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Faaqer Ali"। CricketArchive। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৬।
- ↑ Partnerships - at the crease, and in the church[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ][স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Nadeem Khan's profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ এপ্রিল ২০২২ তারিখে PCB. Retrieved 16 January 2011
- ↑ Moin Khan's profile ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৭ নভেম্বর ২০২০ তারিখে PCB. Retrieved 16 January 2011
- ↑ Hanif Mohammad cricinfo 25 October 2011
- ↑ Nazar Mohammad cricinfo Retrieved 25 October 2011
- ↑ http://www.sundaymail.co.uk/sport/cricket/tm_headline=majid%2D-cousin-omer-can-help-saltires-maul-the-bears--%26method=full%26objectid=19273780%26siteid=64736-name_page.html
- ↑ Grayson Shillingford espncricinfo profile Retrieved 22 April 2012
- ↑ Shillingford's grandstand finish 21 April 2012 espncricinfo.com Retrieved 22 April 2012
- ↑ Cricinfo: Zimbabwe v New Zealand, 1997/98, 1st Test
- ↑ Andy Waller cricinfo 25 October 2011
বহিঃসংযোগসম্পাদনা
- Cricinfo: Related Test Players
- Gajab Chij: Cricketers who have most beautiful wives ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে