ব্রেন্ডন ব্রেসওয়েল

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও রাগবি ইউনিয়ন খেলোয়াড়

ব্রেন্ডন পল ব্রেসওয়েল (ইংরেজি: Brendon Bracewell; জন্ম: ১৪ সেপ্টেম্বর, ১৯৫৯) অকল্যান্ডে জন্মগ্রহণকারী প্রথিতযশা ও সাবেক নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭৮ থেকে ১৯৭৫ সময়কালে নিউজিল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[][][]

ব্রেন্ডন ব্রেসওয়েল
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ব্রেন্ডন পল ব্রেসওয়েল
জন্ম (1959-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৫৯ (বয়স ৬৪)
অকল্যান্ড, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
ভূমিকাফাস্ট বোলার, কোচ
সম্পর্কডিডব্লিউ ব্রেসওয়েল, এমএ ব্রেসওয়েল, জেজি ব্রেসওয়েল (ভ্রাতা); ডিএজি ব্রেসওয়েল (পুত্র); এমজি ব্রেসওয়েল (ভাইপো)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৪২)
২৭ জুলাই ১৯৭৮ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট৯ ফেব্রুয়ারি ১৯৮৫ বনাম পাকিস্তান
একমাত্র ওডিআই
(ক্যাপ ২৯)
১৭ জুলাই ১৯৭৮ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৭/৭৮ - ১৯৭৯/৮০সেন্ট্রাল ডিস্ট্রিক্টস
১৯৮১/৮২-১৯৮২/৮৩ওতাগো
১৯৮৩/৮৪-১৯৮৯/৯০নর্দার্ন ডিস্ট্রিক্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৭৭ ২৮
রানের সংখ্যা ২৪ ৯৬৫ ১৩৪
ব্যাটিং গড় ২.৪০ ১১.৭৬ ৭.৮৮
১০০/৫০ –/– –/– –/১ –/–
সর্বোচ্চ রান ০* ৫৭* ১৯
বল করেছে ১০৩৬ ৬৬ ১২০৮১ ১,৩৪৫
উইকেট ১৪ ১৯৪ ৩৭
বোলিং গড় ৪১.৭৮ ৪১.০০ ২৯.০৮ ২৩.০২
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৩/১১০ ১/৪১ ৬/৪৯ ৩/২২
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– -/- ৩২/– ৪/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৯ অক্টোবর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর নিউজিল্যান্ডীয় ক্রিকেটে ওতাগো, নর্দার্ন ডিস্ট্রিক্টসসেন্ট্রাল ডিস্ট্রিক্টস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে নিচেরসারিতে ব্যাটিং করতেন ব্রেন্ডন ব্রেসওয়েল

প্রথম-শ্রেণীর ক্রিকেট

সম্পাদনা

ব্রেন্ডন ব্রেসওয়েলের অপর তিন ভ্রাতাও প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নিয়েছেন। তন্মধ্যে, নিউজিল্যান্ডের প্রথিতযশা ও সাবেক ক্রিকেটার জন ব্রেসওয়েলের কনিষ্ঠ ভ্রাতা তিনি। তোরঙ্গ বয়েজ কলেজে পড়াশোনা করেছেন। ১৯৭৪ থেকে ১৯৭৮ সময়কালে প্রথম একাদশের পক্ষে খেলেন।

১৯৭৭-৭৮ মৌসুম থেকে ১৯৮৯-৯০ মৌসুম পর্যন্ত ব্রেন্ডন ব্রেসওয়েলের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। পুরো খেলোয়াড়ী জীবনেই আঘাত তার নিত্যসঙ্গী ছিল।

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

সমগ্র খেলোয়াড়ী জীবনে ছয়টিমাত্র টেস্ট ও একটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন ব্রেন্ডন ব্রেসওয়েল। ২৭ জুলাই, ১৯৭৮ তারিখে ওভালে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৯ ফেব্রুয়ারি, ১৯৮৫ তারিখে ডুনেডিনে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

তিনটিমাত্র প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অভিজ্ঞ থাকা অবস্থায় ১৮ বছর বয়সী ব্রেন্ডন ব্রেসওয়েলকে ইংল্যান্ড গমনের জন্যে মনোনীত করা হয়। ওভালের অভিষেক ঘটা টেস্টে গ্রাহাম গুচমাইক ব্রিয়ারলিকে শুরুতেই বিদেয় করেছিলেন। তিন টেস্টের ঐ সিরিজে নয় উইকেট পেয়েছিলেন তিনি। তবে, এর পরপরই আঘাতের কবলে পড়তে শুরু করেন। ফলশ্রুতিতে, পরবর্তী সাত বছরে তিনি আর মাত্র তিন টেস্টে অংশ নিতে পেরেছিলেন। ১৯৮৯-৯০ মৌসুমে বিস্ময়করভাবে অস্ট্রেলিয়া গমনে তাকে দলে রাখা হয়। কিন্তু একটি খেলায় অংশ নেয়ার পরই পুনরায় দূর্ভাগ্যের কবলে পড়েন।

ক্রিকেট খেলার পাশাপাশি রাগবি ফুটবলেও দক্ষতা ছিল তার। কিং কান্ট্রির পক্ষে রাগবি খেলায় অংশ নিয়েছেন। ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর ব্রেসওয়েল ক্রিকেট একাডেমি পরিচালনা করছেন। ব্যক্তি মালিকানাধীন এ ক্রিকেট প্রশিক্ষণ কেন্দ্রটি নেপিয়ারে অবস্থিত।

ব্যক্তিগত জীবনে বিবাহিত তিনি। তার পুত্র ডগ ব্রেসওয়েল সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ও নিউজিল্যান্ড দলের পক্ষে খেলছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Players / New Zealand / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "New Zealand ODI Batting Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "New Zealand ODI Bowling Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা