নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট দল
নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট দল নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃক পরিচালিত প্রথম-শ্রেণীর ক্রিকেট দলের অন্যতম।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | ডিন ব্রাউনলি |
কোচ | জেমস পামেন্ট |
প্রধান নির্বাহী | বেন ম্যাককরম্যাক |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯৫৫ |
স্বাগতিক মাঠ | সেডন পার্ক |
ধারণক্ষমতা | ১০,০০০ |
ইতিহাস | |
প্রথম শ্রেণী অভিষেক | অকল্যান্ড ১৯৫৫ সালে হ্যামিল্টন |
দাপ্তরিক ওয়েবসাইট | নর্দার্ন ডিস্ট্রিক্টস ক্রিকেট গো দ্য নাইটস |
নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের উত্তরাংশের মাঝামাঝি অঞ্চলের প্রতিনিধিত্বকারী প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। এছাড়াও দলটি নর্দার্ন ডিস্ট্রিক্টস নামে পরিচিত। নিউজিল্যান্ডের ছয়টি ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট দলের অন্যতম এ দল।
প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা প্লাঙ্কেট শীল্ড, ঘরোয়া একদিনের প্রতিযোগিতা ফোর্ড ট্রফিতে দলটি অংশ নিচ্ছে। এছাড়াও, নাইটস নামে টি২০ প্রতিযোগিতা বার্জার কিং সুপার স্ম্যাশে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছে।
ইতিহাস
সম্পাদনানর্দার্ন ডিস্ট্রিক্টস প্রথম-শ্রেণীর মর্যাদাপ্রাপ্ত বর্তমান ছয়টি দলের মধ্যে সর্বশেষ অন্তর্ভুক্ত হয়। ১৯৫৬-৫৭ মৌসুমে প্লাঙ্কেট শীল্ড প্রতিযোগিতায় যোগ দেয়। নর্থল্যান্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন, কাউন্টিজ মানুকাউ ক্রিকেট অ্যাসোসিয়েশন, ওয়াইকাতো ভ্যালি ক্রিকেট, হ্যামিল্টন ক্রিকেট অ্যাসোসিয়েশন, প্লেন্টি বে ক্রিকেট ও পোভার্টি বে ক্রিকেট অ্যাসোসিয়েশন - এ ছয়টি ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক নর্দার্ন ডিস্ট্রিক্টস দলটি পরিচালিত হয়ে আসছে।[১]
সম্মাননা
সম্পাদনা- প্লাঙ্কেট শীল্ড (৮)
১৯৬২-৬৩, ১৯৭৯-৮০, ১৯৯১-৯২, ১৯৯২-৯৩, ১৯৯৯-০০, ২০০৬-০৭, ২০০৯-১০, ২০১১-১২
- ফোর্ড ট্রফি (৭)
১৯৭৯-৮০, ১৯৯৪-৯৫, ১৯৯৭-৯৮, ২০০২-০৩, ২০০৪-০৫, ২০০৮-০৯, ২০০৯-১০
২০১৩-১৪, ২০১৭-১৮
মাঠ
সম্পাদনা- সেডন পার্ক, হ্যামিল্টন (মূলতঃ নিজেদের খেলা আয়োজনের মাঠ)
- বে ওভাল, ব্ল্যাক পার্ক মাউন্ট মঙ্গানুই
- কোবহ্যাম ওভাল, হোয়াঙ্গারেই
- হ্যারি বার্কার রিজার্ভ, গিসবোর্ন
- ওয়েন ডেলানি পার্ক, তাওপো
দলীয় সদস্য
সম্পাদনা২০১৭-১৮ মৌসুমের জন্যে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা নিম্নরূপ:[২][৩][৪]
- নম্বরের মাধ্যমে খেলোয়াড়দের দলীয় নম্বরকে তাদের শার্টের পিছনে দেখানো হয়েছে।
- মাধ্যমে আন্তর্জাতিক ক্যাপ পরিধানকারী খেলোয়াড়দের বুঝানো হয়েছে।
নম্বর | নাম | জাতীয়তা | জন্ম তারিখ | ব্যাটিংয়ের ধরন | বোলিংয়ের ধরন | মন্তব্য |
---|---|---|---|---|---|---|
ব্যাটসম্যান | ||||||
২২ | কেন উইলিয়ামসন | নিউজিল্যান্ড | ৮ আগস্ট ১৯৯০ | ডানহাতি | ডানহাতি অফ ব্রেক | এনজেডসি চুক্তি |
৪ | ডিন ব্রাউনলি | নিউজিল্যান্ড | ৩০ জুলাই ১৯৮৪ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | অধিনায়ক |
– | ড্যানিয়েল ফ্লিন | নিউজিল্যান্ড | ১৬ এপ্রিল ১৯৮৫ | বামহাতি | স্লো লেফট-আর্ম চায়নাম্যান | মাঝে-মধ্যে উইকেট-রক্ষক |
– | জো কার্টার | নিউজিল্যান্ড | ১৭ ডিসেম্বর ১৯৯২ | ডানহাতি | ||
– | ভরত পপলি | নিউজিল্যান্ড | ৩০ মে ১৯৮৪ | ডানহাতি | ||
অল-রাউন্ডার | ||||||
৭৮ | কোরে অ্যান্ডারসন | নিউজিল্যান্ড | ১৩ ডিসেম্বর ১৯৯০ | বামহাতি | বামহাতি মিডিয়াম-ফাস্ট | এনজেডসি চুক্তি |
– | কলিন ডি গ্র্যান্ডহোম | নিউজিল্যান্ড | ২২ জুলাই, ১৯৮৬ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | এনজেডসি চুক্তি |
– | মিচেল স্যান্টনার | নিউজিল্যান্ড | ২৫ জুলাই ১৯৯৩ | বামহাতি | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | এনজেডসি চুক্তি |
১ | জোনাথন বোল্ট | নিউজিল্যান্ড | ২৯ নভেম্বর ১৯৮৫ | বামহাতি | ডানহাতি অফ ব্রেক | |
– | ব্রেট হ্যাম্পটন | নিউজিল্যান্ড | ৩০ এপ্রিল ১৯৯১ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |
৪৭ | ড্যারিল মিচেল | নিউজিল্যান্ড | ২০ মে ১৯৯১ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম | |
উইকেট-রক্ষক | ||||||
১১ | বিজে ওয়াটলিং | নিউজিল্যান্ড | ৯ জুলাই ১৯৮৫ | ডানহাতি | – | এনজেডসি চুক্তি |
২৪ | টিম সেইফার্ট | নিউজিল্যান্ড | ১৪ ডিসেম্বর ১৯৯৪ | ডানহাতি | – | |
বোলার | ||||||
৮ | ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড | ২২ জুলাই ১৯৮৯ | ডানহাতি | বামহাতি মিডিয়াম-ফাস্ট | এনজেডসি চুক্তি |
১৬ | টিম সাউদি | নিউজিল্যান্ড | ১১ ডিসেম্বর ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | এনজেডসি চুক্তি |
– | নীল ওয়াগনার | নিউজিল্যান্ড | ১৩ মার্চ, ১৯৮৬ | বামহাতি | বামহাতি ফাস্ট-মিডিয়াম | এনজেডসি চুক্তি |
১৭ | ইশ সোধি | নিউজিল্যান্ড | ৩১ অক্টোবর ১৯৯২ | ডানহাতি | ডানহাতি লেগ ব্রেক | এনজেডসি চুক্তি |
৪৪ | স্কট কাগেলিন | নিউজিল্যান্ড | ৩ জানুয়ারি ১৯৯২ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |
– | জেমস বাকের | নিউজিল্যান্ড | ১৬ ফেব্রুয়ারি ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি মিডিয়াম-ফাস্ট | |
– | জ্যাক গিবসন | নিউজিল্যান্ড | ১৯ মার্চ ১৯৯৭ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম | |
– | টনি গুডিন | নিউজিল্যান্ড | ২৩ নভেম্বর ১৯৮৮ | ডানহাতি | ডানহাতি ফাস্ট-মিডিয়াম |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "District Associations"। Northern Districts Cricket। ২৩ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৭।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০১৯।
- ↑ http://www.stuff.co.nz/sport/cricket/81522466/Zak-Gibson-and-Josef-Walker-receive-Northern-Districts-contracts-for-this-summer
- ↑ "ND News – ND Cricket"। Northern Districts Cricket Association। ২২ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মে ২০১৮।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাআরও পড়ুন
সম্পাদনা- উইনস্টন হুপার, এভারেস্ট থেকে ভেট্টোরি: দ্য এনডি স্টোরি, নর্দান ডিস্ট্রিক্টস ক্রিকেট, হ্যামিল্টন, ২০০৬