কোরে অ্যান্ডারসন

নিউজিল্যান্ডীয় ক্রিকেটার
(Corey Anderson থেকে পুনর্নির্দেশিত)

কোরে জেমস অ্যান্ডারসন (ইংরেজি: Corey James Anderson; জন্ম: ১৩ ডিসেম্বর, ১৯৯০) ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী নিউজিল্যান্ডের বিখ্যাত ক্রিকেটারআন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে নর্দান ডিস্ট্রিক্টস দলের হয়ে খেলে থাকেন।[] ২০১৪ সালের নববর্ষের দিনে তিনি সফরকারী ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং আক্রমণকে ছিন্ন-বিচ্ছিন্ন করে ৩৬ বলে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার নতুন বিশ্বরেকর্ড গড়েন।পরে যা এবি ডি ভিলিয়ার্স ভেঙে দেন,ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩১ বলে সেঞ্চুরী করে।

কোরে অ্যান্ডারসন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কোরে জেমস অ্যান্ডারসন
জন্ম (1990-12-13) ১৩ ডিসেম্বর ১৯৯০ (বয়স ৩৩)
ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬১)
৯ অক্টোবর ২০১৩ বনাম বাংলাদেশ
শেষ টেস্ট১৯ ডিসেম্বর ২০১৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৮১)
১৬ জুন ২০১৩ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১ জানুয়ারি ২০১৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৬-২০১১ক্যান্টারবারি
২০১১-বর্তমাননর্দার্ন ডিস্ট্রিক্টস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৪ ২৮
রানের সংখ্যা ২২২ ২৫৮ ১,৭৪১ ৭০৭
ব্যাটিং গড় ৩৭.০০ ৫১.৬০ ৩৭.০৪ ৩২.১৩
১০০/৫০ ১/০ ১/০ ৩/৬ ১/৪
সর্বোচ্চ রান ১১৬ ১৩১* ১৬৭ ১৩১*
বল করেছে ৫২৮ ২২১ ২,২২৯ ৩৪৭
উইকেট ১১ ৩৩ ১৫
বোলিং গড় ১৯.৩৬ ২৪.৬২ ৩৫.২৪ ১৯.২০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৩/৪৭ ৪/৪০ ৫/২২ ৫/২৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৩/– ১/– ২১/– ৯/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ১ জানুয়ারি ২০১৪

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০১২ সালে দক্ষিণ আফ্রিকা সফরে দলের টি২০আই ও একদিনের আন্তর্জাতিকে দলের সফরসঙ্গী হন। কিংসমিড ডারবানে অনুষ্ঠিত খেলায় টুয়েন্টি২০ আন্তর্জাতিকে তার অভিষেক ঘটে। খেলায় তিনি ৫ রান করেন ও এক ওভারে ১১ রান দেন। দ্বিতীয় খেলায় ২ ওভার বোলিং করে ২১ রান দেন। তৃতীয় খেলায় ৯ বলে ১২ রান করেন ও রায়ান ম্যাকলারিনের হাতে রান আউট হন।

২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের ওডিআই একাদশের অন্যতম সদস্য ছিলেন। ১৬ জুন, ২০১৩ তারিখে কার্ডিফে অনুষ্ঠিত খেলায় ইংল্যান্ডের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের মাধ্যমে ক্যাপ পরিধান করেন।[]

২০১৩ সালের অক্টোবর মাসে চট্টগ্রামে বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে অনুষ্ঠিত টেস্ট খেলার মাধ্যমে তার টেস্ট অভিষেক ঘটে।

সাফল্যগাঁথা

সম্পাদনা

১ জানুয়ারি, ২০১৪ তারিখে তিনি একদিনের ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন। কুইন্সটাউন ইভেন্টস সেন্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওডিআইয়ে ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে তিনি এ রেকর্ড স্থাপন করেন। মাত্র ৩৬ বলে দ্রুততম সেঞ্চুরি করার ফলে তিনি শহীদ আফ্রিদি’র ১৯৯৬ সালে ৩৭ বলের সেঞ্চুরির ১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে দেন। এছাড়াও, খেলায় তিনি ১৩১ রান করে অপরাজিত ছিলেন, যাতে ১৪টি ছক্কা ও ৬টি চারের মার ছিল।[] সঙ্গী জেসি রাইডারকে সাথে নিয়ে একদিনের আন্তর্জাতিকে যে-কোন খেলায় দলগত সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Corey Anderson, CricketArchive, Retrieved 28 April 2009
  2. http://www.espncricinfo.com/ci/engine/match/578624.html
  3. "Corey Anderson smashes ODI world record bringing up century against West Indies in 36 balls"ABC GrandstandAustralian Broadcasting Corporation। ১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৪ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা