২০১৩-১৪ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৩ ডিসেম্বর, ২০১৩ তারিখ থেকে ১৫ জানুয়ারি, ২০১৪ তারিখ পর্যন্ত পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক নিউজিল্যান্ড সফর করে। সফরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ৩টি টেস্ট, ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ও ২টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে নিউজিল্যান্ড ক্রিকেট দলের মুখোমুখি হয়।

২০১৩-১৪ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নিউজিল্যান্ড সফর
 
  নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ৩ ডিসেম্বর, ২০১৩ – ১৫ জানুয়ারি, ২০১৪
অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম ড্যারেন স্যামি (টেস্ট ও টি২০আই)
ডোয়েন ব্র্যাভো (ওডিআই)
টেস্ট সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান রস টেলর (৪৯৫) ড্যারেন ব্র্যাভো (২৬২)
সর্বাধিক উইকেট ট্রেন্ট বোল্ট (২০) টিনো বেস্ট (৮)
সিরিজ সেরা খেলোয়াড় রস টেলর (নিউজিল্যান্ড)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজ ২–২ ব্যবধানে ড্র হয়
সর্বাধিক রান কোরে অ্যান্ডারসন (১৯০) ড্যারেন ব্র্যাভো (২১৭)
সর্বাধিক উইকেট মিচেল ম্যাকক্লেনাগান (৮) ডোয়েন ব্র্যাভো (৭)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ২–০ ব্যবধানে জয়ী হয়
সর্বাধিক রান লুক রঙ্কি (৯৯) আন্দ্রে ফ্লেচার (৬৩)
সর্বাধিক উইকেট নাথান ম্যাককুলাম (৫) টিনো বেস্ট (৩)

দলের সদস্য সম্পাদনা

  নিউজিল্যান্ড   ওয়েস্ট ইন্ডিজ

টেস্ট সিরিজ সম্পাদনা

১ম টেস্ট সম্পাদনা

৩-৭ ডিসেম্বর
স্কোরকার্ড
৬০৯/৯ডিঃ (১৫৩.১ ওভার)
রস টেলর ২১৭* (৩১৯)
টিনো বেস্ট ৩/১৪৮ (৩৪.১ ওভার)
২১৩ (৬২.১ ওভার)
শিবনারায়ণ চন্দরপল ৭৬ (৮৭)
টিম সাউদি ৪/৫২ (১৬ ওভার)
৭৯/৪ (৩০ ওভার)
কোরে অ্যান্ডারসন ২০* (৪৩)
শেন শিলিংফোর্ড ৪/২৬ (১৫ ওভার)
৫০৭ (ফলো-অন) (১৬২.১ ওভার)
ড্যারেন ব্র্যাভো ২১৮ (৪১৬)
নিল ওয়াগনার ৩/১১২ (৩০ ওভার)
খেলা ড্র
ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: রস টেলর (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টির জন্যে ৫ম দিনে চা-বিরতির পূর্বেই খেলা বন্ধ হয়ে যায়।
  • রস টেলর তার প্রথম ও নিউজিল্যান্ডের পক্ষে ১৭তম টেস্ট ক্রিকেটার হিসেবে ডাবল-সেঞ্চুরি হাঁকান।[১]

২য় টেস্ট সম্পাদনা

১১-১৫ ডিসেম্বর
৪৪১ (১১৫.১ ওভার)
রস টেলর ১২৯ (২২৭)
টিনো বেস্ট ৪/১১০ (২১ ওভার)
১৯৩ (৪৯.৫ ওভার)
মারলন স্যামুয়েলস ৬০ (৮১)
ট্রেন্ট বোল্ট ৬/৪০ (১৫ ওভার)
১৭৫ (এফ/ও) (৫৪.৫ ওভার)
কিরণ পাওয়েল ৩৬ (৭৪)
ট্রেন্ট বোল্ট ৪/৪০ (১২.৫ ওভার)
নিউজিল্যান্ড ইনিংস ও ৭৩ রানে বিজয়ী
ব্যাসিন রিজার্ভ, ওয়েলিংটন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টির জন্যে ২য় দিনে খেলা শুরু হতে বিলম্ব হয় ও ৬২.১ ওভার খেলা সম্পন্ন হয়।

৩য় টেস্ট সম্পাদনা

১৯-২৩ ডিসেম্বর
৩৬৭ (১১৬.২ ওভার)
শিবনারায়ণ চন্দরপল ১২২* (২২৯)
কোরে অ্যান্ডারসন ৩/৪৭ (১৯ ওভার)
৩৯৪ (১১৭.৩ ওভার)
রস টেলর ১৩১ (২৬৪)
সুনীল নারাইন ৬/৯১ (৪২.৩ ওভার)
১০৩ (৩১.৫ ওভার)
ড্যারেন স্যামি ২৪ (১৭)
ট্রেন্ট বোল্ট ৪/২৩ (১০ ওভার)
১২৪/২ (৪০.৪ ওভার)
কেন উইলিয়ামসন ৫৬ (৮৩)
ড্যারেন স্যামি ১/২১ (৯ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে বিজয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও নাইজেল লং (ইংল্যান্ড)
ম্যাচসেরা: রস টেলর (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[২]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
  রস টেলর ৪৯৫ ২৪৭.৫০ ২১৭*
  ড্যারেন ব্র্যাভো ২৬২ ৬৫.৫০ ২১৮
  শিবনারায়ণ চন্দরপল ২৫৬ ৬৪.০০ ১২২*
  দিনেশ রামদিন ১৯২ ৩৮.৪০ ১০৭
  ব্রেন্ডন ম্যাককুলাম ১৭১ ৪২.৭৫ ১১৩

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[৩]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট ইকোনোমি সেরা বোলিং
  ট্রেন্ট বোল্ট ২০ ২.৬৩ ৬/৪০
  টিম সাউদি ১৮ ২.৯৯ ৪/৫২
  কোরে অ্যান্ডারসন ২.৫৭ ৩/৪৭
  নিল ওয়াগনার ৩.৮৩ ৩/১১২
  টিনো বেস্ট ৪.৩৮ ৪/১১০

অর্জনসমূহ সম্পাদনা

নিউজিল্যান্ড

ওয়েস্ট ইন্ডিজ

  • টিনো বেস্ট ১ম টেস্টের ১ম ইনিংসে আরন রেডমন্ডকে আউট করে নিজস্ব ৫০তম উইকেট লাভ করেন।
  • শিবনারায়ণ চন্দরপল ১ম টেস্টের ১ম ইনিংসে ১১,০০০ রান অতিক্রম করেন।
  • ড্যারেন ব্র্যাভো ১ম টেস্টের ২য় ইনিংসে ৫ম টেস্ট সেঞ্চুরি করেন।
  • ড্যারেন ব্র্যাভো ১ম টেস্টের ২য় ইনিংসে ২,০০০ রান অতিক্রম করেন।
  • কিরণ পাওয়েল ২য় টেস্টের ২য় ইনিংসে ১,০০০ রান অতিক্রম করেন।
  • দিনেশ রামদিন ৩য় টেস্টের ১ম ইনিংসে ৫ম টেস্ট সেঞ্চুরি করেন।
  • শিবনারায়ণ চন্দরপল ৩য় টেস্টের ১ম ইনিংসে ২৯তম টেস্ট সেঞ্চুরি করেন।

ওডিআই সিরিজ সম্পাদনা

১ম ওডিআই সম্পাদনা

২৬ ডিসেম্বর ২০১৩
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৫৬ (৪২ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৫৭/৮ (২৭.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটে বিজয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: গ্যারি ব্যাক্সটার (শ্রীলঙ্কা) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ড্যারেন স্যামি (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

২য় ওডিআই সম্পাদনা

২৯ ডিসেম্বর ২০১৩
বৃষ্টিজনিত কারণে কোন বল মাঠে গড়ানো ব্যতিরেকেই খেলা পরিত্যক্ত
ম্যাকলিন পার্ক, নেপিয়ার

৩য় ওডিআই সম্পাদনা

১ জানুয়ারি ২০১৪
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৩৮/৪ (২১ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১২৪/৫ (২১ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টিজনিত কারণে উভয় দলের ইনিংস ২১ ওভারে নির্ধারণ করা হয়।

৪র্থ ওডিআই সম্পাদনা

৪ জানুয়ারি ২০১৪
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৮৫/৬ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৩৪/৫ (৩৩.৪ ওভার)
নিউজিল্যান্ড ৫৮ রানে বিজয়ী (ডি/এল)
স্যাক্সটন ওভাল, নেলসন
আম্পায়ার: বিলি বাউডেন (ইংল্যান্ড) ও ইয়ান গোল্ড (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৫ম ওডিআই সম্পাদনা

৮ জানুয়ারি ২০১৪
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
৩৬৩/৪ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
১৬০ (২৯.৫ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ২০৩ রানে বিজয়ী
সেডন পার্ক, হ্যামিল্টন
আম্পায়ার: ক্রিস গফানি (শ্রীলঙ্কা) ও র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডোয়েন ব্র্যাভো (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[৪]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
  ড্যারেন ব্র্যাভো ২১৭ ১০৮.৫০ ১০৬
  কোরে অ্যান্ডারসন ১৯০ ৯৫.০০ ১৩১*
  জেসি রাইডার ১৬৮ ৪২.০০ ১০৪
  কির্ক এডওয়ার্ডস ১৪৭ ১৪৭.০০ ১২৩*
  ব্রেন্ডন ম্যাককুলাম ১০৪ ২৬.০০ ৫১

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[৫]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান ইকোনোমি সেরা বোলিং
  মিচেল ম্যাকক্লেনাগান ১৫৯ ৬.০৭ ৫/৫৮
  ডোয়েন ব্র্যাভো ১৩৯ ৫.৩৪ ৪/৪৪
  জেসন হোল্ডার ১৬২ ৬.১৯ ২/২১
  নিকিতা মিলার ১৩৬ ৫.৬৬ ৪/৪৫
  কাইল মিলস ১১৮ ৫.৯০ ২/৩৭

অর্জনসমূহ সম্পাদনা

নিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ

টুয়েন্টি২০ সিরিজ সম্পাদনা

১ম টি২০আই সম্পাদনা

১১ জানুয়ারি ২০১৪
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৮৯/৫ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১০৮/৮ (২০ ওভার)
নিউজিল্যান্ড ৮১ রানে বিজয়ী
ইডেন পার্ক, অকল্যান্ড
আম্পায়ার: ক্রিস গাফানি (নিউজিল্যান্ড) ও ডেরেক ওয়াকার (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুক রঙ্কি (নিউজিল্যান্ড)

২য় টি২০আই সম্পাদনা

১৫ জানুয়ারি ২০১৪
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৫৯/৫ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৬৩/৬ (১৯ ওভার)
দিনেশ রামদিন ৫৫* (৩১)
অ্যাডাম মিলনে ২/২২ (৪ ওভার)
লুক রঙ্কি ৫১* (২৮)
আন্দ্রে রাসেল ২/১৬ (৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৪ উইকেটে বিজয়ী
ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম, ওয়েলিংটন
আম্পায়ার: গ্যারি ব্যাক্সটার (নিউজিল্যান্ড) ও ক্রিস গাফানি (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: লুক রঙ্কি (নিউজিল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জেসন হোল্ডারের টি২০আইয়ে অভিষেক ঘটে।

পরিসংখ্যান সম্পাদনা

ব্যাটিং সম্পাদনা

সর্বাধিক রান[৮]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা রান গড় সর্বোচ্চ রান
  লুক রঙ্কি ৯৯ - ৫১*
  ব্রেন্ডন ম্যাককুলাম ৭৭ ৭৭.০০ ৬০*
  আন্দ্রে ফ্লেচার ৬৩ ৩১.৫০ ৪০
  দিনেশ রামদিন ৫৫ - ৫৫*
  জেসি রাইডার ৪৫ ২২.৫০ ২৩

বোলিং সম্পাদনা

সর্বাধিক উইকেট[৯]
খেলোয়াড়ের নাম খেলার সংখ্যা উইকেট প্রদেয় রান ইকোনোমি সেরা বোলিং
  নাথান ম্যাককুলাম ৪১ ৫.১২ ৪/২৪
  অ্যাডাম মিলেন ৩৭ ৪.৬২ ২/২২
  জেমস নিশাম ৫৫ ৬.৮৭ ৩/১৬
  টিনো বেস্ট ৭৭ ১১.০০ ৩/৪০
  জেসন হোল্ডার ৩৪ ১১.৩৩ ২/৩৪

অর্জনসমূহ সম্পাদনা

নিউজিল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Taylor double-century sets up New Zealand"। ESPNcricinfo। ৪ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩ 
  2. "Most runs in Test Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৩ 
  3. "Most wickets in Test Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৩ 
  4. "Most runs in ODI Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৪ 
  5. "Most wickets in ODI Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৯ জানুয়ারি ২০১৪ 
  6. "Corey Anderson smashes ODI world record bringing up century against West Indies in 36 balls"। ABC Grandstand (Australian Broadcasting Corporation)। 1 January 2014। সংগৃহীত 1 January 2014।
  7. New Zealand v West Indies, 5th ODI, Hamilton, ESPNCricinfo.com, Edwards, Bravo set up WI's crushing win over NZ, collect: 9 January, 2014
  8. "Most runs in T20I Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪ 
  9. "Most wickets in T20I Series"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৪ 
  10. New Zealand v West Indies, 2nd T20, Wellington, Ronchi fifty seals series win, espn, collect: 16 January, 2014