ম্যাকলিন পার্ক
ম্যাকলিন পার্ক নেপিয়ারে অবস্থিত নিউজিল্যান্ডের খেলাধূলার মাঠ। এ মাঠে ক্রিকেট ও রাগবি ইউনিয়ন - উভয় ধরনের খেলাই অনুষ্ঠিত হয়। নিউজিল্যান্ডের ১০টি সঠিকমানের ক্রিকেট মাঠের মধ্যে এটিও অন্যতম।
স্টেডিয়ামের তথ্যাবলি | |||
---|---|---|---|
অবস্থান | নেপিয়ার, নিউজিল্যান্ড | ||
দেশ | নিউজিল্যান্ড | ||
স্থানাঙ্ক | ৩৯°৩০′৭″ দক্ষিণ ১৭৬°৫৪′৪৬″ পূর্ব / ৩৯.৫০১৯৪° দক্ষিণ ১৭৬.৯১২৭৮° পূর্ব | ||
প্রতিষ্ঠা | ১৯১১[১] | ||
ধারণক্ষমতা | ২২,৫০০ | ||
স্বত্ত্বাধিকারী | নেপিয়ার সিটি কাউন্সিল | ||
পরিচালক | নেপিয়ার সিটি কাউন্সিল | ||
ভাড়াটে | হারিকেন্স, (সুপার রাগবি) হক’স বে রাগবি ইউনিয়ন (আইটিএম কাপ) সেন্ট্রাল স্ট্যাগস (স্টেট চ্যাম্পিয়নশীপ/স্টেট শীল্ড/স্টেট টুয়েন্টি২০) | ||
প্রান্তসমূহ | |||
সেন্টেনিয়াল স্ট্যান্ড এন্ড এমব্যাংকমেন্ট এন্ড | |||
আন্তর্জাতিক খেলার তথ্য | |||
প্রথম পুরুষ টেস্ট | ১৬ ফেব্রুয়ারি ১৯৭৯: নিউজিল্যান্ড বনাম পাকিস্তান | ||
সর্বশেষ পুরুষ টেস্ট | ২৬ জানুয়ারি ২০১২: নিউজিল্যান্ড বনাম জিম্বাবুয়ে | ||
প্রথম পুরুষ ওডিআই | ১৯ মার্চ ১৯৮২: নিউজিল্যান্ড বনাম শ্রীলঙ্কা | ||
সর্বশেষ পুরুষ ওডিআই | ৯ ফেব্রুয়ারি ২০১৩: নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড | ||
ঘরোয়া দলের তথ্য | |||
| |||
১২ ফেব্রুয়ারি ২০১২ অনুযায়ী উৎস: Cricinfo |
এ মাঠের স্বাগতিক দল হিসেবে রয়েছে হক’স বে রাগবি ইউনিয়ন ও সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামের উভয় প্রান্তের নাম রাখা হয়েছে সেন্টেনিয়াল স্ট্যান্ড এন্ড ও এমব্যাংকমেন্ট এন্ড।
বিবরণ
সম্পাদনামূলতঃ বর্গাকৃতির মাঠটি একদিনের ক্রিকেটের উপযোগী করে নির্মিত হয়েছে। ফলে আগ্রাসী ব্যাটসম্যানগণ খুব সহজেই শুরুর দিকের ওভারগুলোয় স্বচ্ছন্দে রান সংগ্রহ করতে সক্ষম হন। ১৯৫২ সাল থেকে প্রথম-শ্রেণীর ক্রিকেট ও ১৯৭৯ সাল থেকে অদ্যাবধি ছয়টি টেস্ট খেলার আয়োজন করেছে। তন্মধ্যে স্বাগতিক নিউজিল্যান্ড ক্রিকেট দল চার টেস্ট ড্র করে ও বাকী দুই টেস্টে পরাজিত হয়েছিল। ১৯৯০ সাল থেকে প্রত্যেক মৌসুমেই কমপক্ষে একটি একদিনের আন্তর্জাতিক খেলার আয়োজন করে আসছে। মাঠের দর্শক ধারণ সক্ষমতা ২১,০০০ ও পীচ টার্ফ সহযোগে নির্মিত।
ব্যবহার
সম্পাদনাএ মাঠে একদিনের আন্তর্জাতিক ও টেস্ট খেলায় ব্যবহৃত হয়ে আসছে। ১৯৮২-৮৩ মৌসুমে অনুষ্ঠিত রথম্যান্স কাপের খেলায় নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার খেলাটি প্রথম ওডিআইরূপে স্বীকৃত। ৭ উইকেটের ব্যবধানে নিউজিল্যান্ড দল জয় পেয়েছিল। ২০১৬ সালের শুরুর দিকে পাকিস্তান দলের টেস্ট খেলায় অংশ নেয়ার কথা রয়েছে।
পুণঃউন্নয়ন
সম্পাদনাপার্কের পুণঃগঠনের কার্যক্রম শেষ হবার পর ১ আগস্ট, ২০০৯ তারিখে নতুন গ্রাহাম লো স্ট্যান্ডের উদ্বোধন করা হয়। এ স্ট্যান্ডটি ২০১১ সালের রাগবি বিশ্বকাপ উপলক্ষে নির্মাণ করা হয় ও ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার খেলা এ মাঠে হবে।
পরিসংখ্যান
সম্পাদনাম্যাকলিন পার্ক বিশ্বের অন্যতম ব্যাটিংবান্ধব উইকেট নামে বিবেচিত হয়ে আসছে।[২] সর্বমোট ৪১১ রান করে ব্রেন্ডন ম্যাককুলাম এবং ১৫ টেস্ট উইকেট নিয়ে আয়ান ও’ব্রায়ান শীর্ষস্থানে রয়েছেন।[৩]
অন্যদিকে, একদিনের ক্রিকেটে এক ইনিংসে অপরাজিত ১৪১ রান করে ব্যক্তিগত পর্যায়ে শীর্ষে রয়েছেন রিকি পন্টিং। দলীয় সর্বোচ্চ রান হচ্ছে ৩৪৭/৫। স্টিফেন ফ্লেমিং ও নাথান অ্যাসলে যৌথভাবে সর্বমোট ৭৪৩ রান করে শীর্ষস্থান দখল করেছেন।[৪] ২৩ উইকেট নিয়ে ড্যানিয়েল ভেট্টোরি শীর্ষে রয়েছেন।[৫]
একদিবসীয় কীর্তি
সম্পাদনাএখনো অব্দি ৩ এশীয় দেশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই মাঠে জয় পেয়েছে ।
দেশ | প্রথম জয়(সেরা খেলোয়াড়) | সর্বশেষ জয়(সেরা খেলোয়াড়) |
---|---|---|
ভারত | ১৯৯৯ (শচীন তেন্ডুলকর) | ২০০৯ (মহেন্দ্র সিং ধোনি) |
শ্রীলঙ্কা | ২০০১ (মুত্তিয়া মুরালিধরন) | ২০০৬ (সনাথ জয়াসুরিয়া) |
পাকিস্তান | ২০১১ (মিসবাহ-উল-হক) | এখনো অব্দি একমাত্র জয় |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.espnscrum.com/newzealand/rugby/ground/16552.html
- ↑ http://www.howstat.com/cricket/Statistics/Grounds/GroundStats.asp?GroundCode=041
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০১৪।