সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ক্রিকেট দল

নিউজিল্যান্ডভিত্তিক ক্রিকেট দল
(Central Districts Cricket Association থেকে পুনর্নির্দেশিত)

সেন্ট্রাল ডিস্ট্রিক্টস নিউজিল্যান্ডের মধ্যাঞ্চলীয় অঞ্চলভিত্তিক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। দলটি সেন্ট্রাল স্ট্যাগস নামেও পরিচিত। এ দলটি সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তৃক পুরুষদের প্রতিনিধিত্বকারী দল।

সেন্ট্রাল স্ট্যাগস
সেন্ট্রাল ডিস্ট্রিক্টস ক্রিকেট দল লোগো.jpg
কর্মীবৃন্দ
অধিনায়কগ্রেগ হে (প্লাঙ্কেট শীল্ড)
টম ব্রুস (টি২০)
ডগ ব্রেসওয়েল (ফোর্ড ট্রফি)
কোচঅলডিন স্মিথ (ফোর্ড ট্রফি ও প্লাঙ্কেট শীল্ড); মিকি আর্থার (টি২০)
দলের তথ্য
রংসবুজ ও সোনালী
প্রতিষ্ঠা১৯৫০
স্বাগতিক মাঠম্যাকলিন পার্ক
পুকেকুরা পার্ক
ফিটজারবার্ট পার্ক
স্যাক্সটন ওভাল
ধারণক্ষমতা৩০,০০০
দাপ্তরিক ওয়েবসাইটCentral Stags

দলটি প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা প্লাঙ্কেট শীল্ড, একদিনের প্রতিযোগিতা ফোর্ড ট্রফি ও টুয়েন্টি২০ প্রতিযোগিতা বার্গার কিং সুপার স্ম্যাশে অংশ নেয়। নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃক পরিচালিত ছয়টি দলের অন্যতম এটি। ১৯৫০-৫১ মৌসুমে প্রথমবারের মতো প্লাঙ্কেট শীল্ডে খেলতে নামে। বর্তমানে দলটি পঞ্চম স্থানে অবস্থান করছে।

হকস বে, হরোহুইনুয়া-কাপিতি, মানাওয়াতু, তারানাকি, ওয়াইরারাপা, মার্লবোরা ও নেলসন - এ আটটি জেলা সংস্থা নিয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টস দল গঠিত হয়েছে।[১] নিউজিল্যান্ডের প্রধান দুইটি বিদ্যালয় - নিউ প্লাইমাউথ বয়েজ হাই স্কুল ও পালমারস্টোন নর্থ বয়েজ হাই স্কুল থেকেই অধিকাংশ স্ট্যাগস খেলোয়াড়ের অন্তর্ভূক্তি ঘটেছে।

সম্মাননাসম্পাদনা

১৯৫৩-৫৪, ১৯৬৬-৬৭, ১৯৬৭-৬৮, ১৯৭০-৭১, ১৯৮৬-৮৭, ১৯৯১-৯২, ১৯৯৮-৯৯, ২০০৫-০৬, ২০১২-১৩, ২০১৭-১৮, ২০১৮-১৯

১৯৮৪-৮৫, ২০০০-০১, ২০০৩-০৪, ২০১১-১২, ২০১৪-১৫[২]

২০০৭-০৮, ২০০৯-১০, ২০১৮-১৯

মাঠসম্পাদনা

উল্লেখযোগ্য খেলোয়াড়সম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা