প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
অত্র নিবন্ধটি প্রথম-শ্রেণীর ক্রিকেটভূক্ত বর্তমান দলসমূহের তালিকাবিশেষ। প্রথমত দেশ ও পরবর্তীতে অক্ষরক্রমিক অনুযায়ী তালিকাটি সাজানো হয়েছে। প্রথম-শ্রেণীর মর্যাদার বিষয়ে পূর্ণাঙ্গ ধারনার জন্য প্রথম-শ্রেণীর ক্রিকেট নিবন্ধ দেখুন। যখন একটি দল নিজ দেশের একাধিক মাঠে খেলায় অংশগ্রহণ করে, তখন ঐ দেশের প্রধান মাঠটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
আফগানিস্তান
সম্পাদনাজাতীয় দল: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল১
ফেব্রুয়ারি, ২০১৭ সাল থেকে আফগানিস্তান ঘরোয়া ক্রিকেটের খেলাগুলো প্রথম-শ্রেণীর মর্যাদা লাভ করে। এ প্রক্রিয়াটি সেপ্টেম্বর, ২০১৭ সালে অনুষ্ঠিত আহমদ শাহ আবদালী প্রতিযোগিতার পর থেকে কার্যকর হবে। আফগানিস্তানে ছয়টি ঘরোয়া দল প্রথম-শ্রেণীর ক্রিকেট ও টি২০ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। এখানে ৫০-ওভারের কোন প্রতিযোগিতা নেই।
দলের নাম | নিজ মাঠ | সূত্র |
---|---|---|
অ্যামো অঞ্চল | প্রযোজ্য নয় | |
বন্দ-ই-আমির অঞ্চল | প্রযোজ্য নয় | |
বুস্ট অঞ্চল | প্রযোজ্য নয় | |
কাবুল গ্রীন | কাবুল জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, কাবুল | |
মিস আইনাক অঞ্চল | প্রযোজ্য নয় | |
স্পিন ঘর অঞ্চল | প্রযোজ্য নয় |
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতা কিংবা টেস্টভূক্ত দলের বিপক্ষে অংশগ্রহণকালীন খেলাগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
অস্ট্রেলিয়া
সম্পাদনাজাতীয় দল: অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল [১]
বাংলাদেশ
সম্পাদনাজাতীয় দল: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল [৮]
মন্তব্য:
- বাংলাদেশ এ ও বাংলাদেশ একাদশের খেলাগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেট মর্যাদাপ্রাপ্ত।
সাবেক দল:
ক্রিকেট কোচিং স্কুল; দুরন্ত রাজশাহী; গাজী ট্যাংক ক্রিকেটার্স; কলাবাগান ক্রিকেট একাডেমি; রাজশাহী রয়্যালস
ইংল্যান্ড এবং ওয়েলস
সম্পাদনাজাতীয় দল: ইংল্যান্ড ক্রিকেট দল [৯]
সাবেক দল:
অ্যাডিংটন ক্রিকেট ক্লাব; উইলিয়াম ক্লার্ক অল-ইংল্যান্ড ইলাভেন ক্রিকেট দল; আলফাবেটিক্যাল ক্রিকেট দল; অ্যালরেসফোর্ড ক্রিকেট ক্লাব; আর্মি ও নেভি ক্রিকেট দল; আরুনডেল ক্রিকেট ক্লাব; দ্য বিস; বার্কশায়ার কাউন্টি ক্রিকেট দল; বোর্ন ক্রিকেট ক্লাব; ব্রেন্টফোর্ড ক্রিকেট ক্লাব; ব্রাইটন ক্রিকেট ক্লাব; ব্রিটিশ আর্মি ক্রিকেট দল; ব্রোমলি ক্রিকেট ক্লাব; কেমব্রিজ টাউন ক্লাব; কেমব্রিজশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব; ক্যাটারহাম ক্রিকেট ক্লাব; চ্যাটহাম ক্রিকেট ক্লাব; চার্টসি ক্রিকেট ক্লাব; চিজলহার্স্ট ক্রিকেট ক্লাব; সিভিল সার্ভিস ক্রিকেট দল; কর্নেল এল. সি. স্টিভেন্স একাদশ ক্রিকেট দল; কম্বাইন্ড সার্ভিসেস ক্রিকেট দল; কোলসডন ক্রিকেট ক্লাব; ক্রয়ডন ক্রিকেট ক্লাব; ডার্টফোর্ড ক্রিকেট ক্লাব; ডিমোবিলাইজড অফিসার্স ক্রিকেট দল; ইস্ট ও ওয়েস্ট কেন্ট ক্রিকেট দল; ইংল্যান্ড ইস্ট ক্রিকেট দল; এপসম ক্রিকেট ক্লাব; এসেক্স কাউন্টি ক্রিকেট দল; ফ্রি ফরেস্টার্স ক্রিকেট ক্লাব; ক্রিকেট দল; আয়ারল্যান্ড জেন্টলম্যান; গ্রীনিচ ক্রিকেট ক্লাব; হ্যাডলো ক্রিকেট ক্লাব; হ্যাম্বলডন ক্লাব; হ্যাম্পশায়ার কাউন্টি ক্রিকেট দল; হ্যাম্পটন ক্রিকেট ক্লাব; হার্লেকুইন্স ক্রিকেট ক্লাব; হার্টফোর্ডশায়ার কাউন্টি ক্রিকেট দল; হোম কাউন্টিজ ক্রিকেট দল; হোমারটন ক্রিকেট ক্লাব; হর্নচার্চ ক্রিকেট ক্লাব; আই জিঙ্গারি; কেন্ট কাউন্টি ক্রিকেট দল; কিংস্টন ক্রিকেট ক্লাব; লিচেস্টারশায়ার এন্ড রাটল্যান্ড ক্রিকেট ক্লাব; লিংফিল্ড ক্রিকেট ক্লাব; লিভারপুল ও জেলা ক্রিকেট দল; লন্ডন কাউন্টিজ ক্রিকেট দল; লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব; লন্ডন ক্রিকেট ক্লাব; ম্যানচেস্টার ক্রিকেট ক্লাব; মিডলসেক্স কাউন্টি ক্রিকেট দল; মিডল্যান্ডস কাউন্টিজ ক্রিকেট দল; মিচাম ক্রিকেট ক্লাব; মন্টপেলিয়ার ক্রিকেট ক্লাব; নরফোক কাউন্টি ক্রিকেট দল; ইংল্যান্ড নর্থ ক্রিকেট দল; নটিংহাম ক্রিকেট ক্লাব; ওল্ড ক্যাম্ব্রিয়ান্স স্পোর্টস ক্লাব; ওল্ড এটোনিয়ান্স ক্রিকেট দল; ওল্ড ওয়াইকেহামিস্টস ক্রিকেট দল; অরলিয়েন্স ক্লাব; ৩০ ঊর্ধ্ব বনাম ৩০ নিম্ন; পেটওয়ার্থ ক্রিকেট ক্লাব; প্লেয়ার্স ক্রিকেট দল; আর. লেই একাদশ ক্রিকেট দল; রিচমন্ড ক্রিকেট ক্লাব (১৮শ শতাব্দী); রচেস্টার পাঞ্চ ক্লাব ক্রিকেট দল; রয়্যাল এয়ার ফোর্স ক্রিকেট দল; রয়্যাল নেভি ক্রিকেট ক্লাব; শেফিল্ড ক্রিকেট ক্লাব; স্লিনডন ক্রিকেট ক্লাব; ইংল্যান্ড সাউথ ক্রিকেট দল; সাউথ ওয়েলস ক্রিকেট দল; সাউথগেট ক্রিকেট ক্লাব; সাফোক কাউন্টি ক্রিকেট দল; সানবারি ক্রিকেট ক্লাব; সারে কাউন্টি ক্রিকেট দল; সাসেক্স কাউন্টি ক্রিকেট দল; টি. এন. পিয়ার্স একাদশ ক্রিকেট দল; টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড অনূর্ধ্ব-২৫ একাদশ ক্রিকেট দল; টেস্ট ও কাউন্টি ক্রিকেট বোর্ড একাদশ ক্রিকেট দল; ইউনিকর্নস ক্রিকেট দল; ইউনাইটেড অল-ইংল্যান্ড একাদশ ক্রিকেট দল; ইউনাইটেড নর্থ ইংল্যান্ড একাদশ ক্রিকেট দল; ইউনাইটেড সাউথ ইংল্যান্ড একাদশ ক্রিকেট দল; ওয়েম্বলি পার্ক ক্রিকেট ক্লাব; ইংল্যান্ড ওয়েস্ট ক্রিকেট দল; হোয়াইট কন্ডুইট ক্লাব; ওবার্ন ক্রিকেট ক্লাব; উডব্রুক ক্রিকেট ক্লাব; উলউইচ ক্রিকেট ক্লাব
ভারত
সম্পাদনাজাতীয় দল: ভারত জাতীয় ক্রিকেট দল [২৮]
মন্তব্য:
১ ভারতের বাদ-বাকী একাদশ (ইরানি ট্রফিতে), ভারত এ ও বিভিন্ন সভাপতি একাদশের খেলাগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটরূপে গণ্য।
২ আঞ্চলিক দল ও ইংল্যান্ড লায়ন্সের ন্যায় অতিথি দল এতে খেলতে পারে।
সাবেক দল:
আহমেদাবাদ রকেটস; অ্যাসোসিয়েটেড সিমেন্ট কোম্পানি ক্রিকেট দল; সেন্ট্রাল প্রভিন্সেস ও বেরার ক্রিকেট দল; চণ্ডীগড় লায়ন্স; চেন্নাই সুপারস্টার্স; ডেকান চার্জার্স; দিল্লি জায়ান্টস; ঢাকা ওয়ারিয়র্স; ইস্টার্ন পাঞ্জাব ক্রিকেট দল; ইউরোপিয়ান্স ক্রিকেট দল; ফ্রিলুটার্স ক্রিকেট দল; হিন্দু ক্রিকেট দল; হায়দ্রাবাদ হিরোজ; ইন্ডিয়ান স্টারলেটস; ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ ক্রিকেট দল; কোচি তুস্কার্স কেরালা; মুম্বই চ্যাম্পস; মুসলিম ক্রিকেট দল; নর্দার্ন ইন্ডিয়া ক্রিকেট দল; নর্দার্ন পাঞ্জাব ক্রিকেট দল; পার্সিস ক্রিকেট দল; পাতিয়াল ক্রিকেট দল; পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া; আর. কে. মোদি একাদশ ক্রিকেট দল; র্যাঙ্গুন জিমখানা ক্রিকেট দল; বাদ-বাকী ক্রিকেট দল; রিট্রাইভার্স ক্রিকেট দল; রয়্যাল বেঙ্গল টাইগার্স ক্রিকেট দল; সাউদার্ন পাঞ্জাব ক্রিকেট দল; ইন্ডিয়া স্টেট ব্যাংক ক্রিকেট দল; ত্রাভ্যাঙ্কোর-কোচিন ক্রিকেট দল; ইউ-ফোম ক্রিকেট দল; বাজির সুলতান টোব্যাকো ক্রিকেট দল
আয়ারল্যান্ড
সম্পাদনাজাতীয় দল: আয়ারল্যান্ড ক্রিকেট দল১
অক্টোবর, ২০১৬ সালে আইসিসি কর্তৃক আয়ারল্যান্ডের আন্তঃপ্রাদেশিক চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে। প্রথম-শ্রেণীর মর্যাদার বিষয়টি ২০১৭ সালের প্রতিযোগিতা থেকে কার্যকরী হবে।[৪][৫]
দলের নাম | নিজ মাঠ | সূত্র |
---|---|---|
আন্তঃপ্রাদেশিক দল | ||
লিনস্টার লাইটনিং | মেলাহাইড ক্রিকেট ক্লাব মাঠ ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ড |
ডাবলিন |
নর্দার্ন নাইটস | স্টরমন্ট ক্রিকেট ক্লাব গ্রাউন্ড | বেলফাস্ট |
নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স | ব্রিডি ক্রিকেট গ্রাউন্ড | মাগেরামাসন, ডেরি’র কাছাকাছি, স্ট্রাব্যান |
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন অথবা, স্কটল্যান্ডের বিপক্ষে খেলাগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
নিউজিল্যান্ড
সম্পাদনাজাতীয় দল: নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল [৩৭]
সাবেক দল:
হকস বে ক্রিকেট দল; মাইনর অ্যাসোসিয়েশন্স ক্রিকেট দল; নেলসন ক্রিকেট দল; সাউথল্যান্ড ক্রিকেট দল; তারানাকি ক্রিকেট দল; ওয়েস্ট কোস্ট ক্রিকেট দল
পাকিস্তান
সম্পাদনাজাতীয় দল: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল
সাবেক দল:
অ্যালাইড ব্যাংক লিমিটেড ক্রিকেট দল; আটক গ্রুপ ক্রিকেট দল; কম্বাইন্ড সার্ভিসেস ক্রিকেট দল (পাকিস্তান); দাদু ক্রিকেট দল; দাউদ ইন্ডাস্ট্রিজ ক্রিকেট দল; ডিফেন্স হাউজিং অথরিটি ক্রিকেট দল; দেরা ইসমাইল খান ক্রিকেট দল; পূর্ব পাকিস্তান প্রথম-শ্রেণীর ক্রিকেট দল; গুজরানওয়ালা ক্রিকেট দল; হাজারা ক্রিকেট দল; হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন ক্রিকেট দল; ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ক্রিকেট দল; পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক ক্রিকেট দল; কালাত ক্রিকেট দল; করাচী এডুকেশন বোর্ড ক্রিকেট দল; করাচী পোর্ট ট্রাস্ট ক্রিকেট দল; করাচী বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল; খৈরপুর ক্রিকেট দল; লাহোর বাদশাজ; লাহোর এডুকেশন বোর্ড ক্রিকেট দল; মুসলিম কমার্শিয়াল ব্যাংক ক্রিকেট দল; পাকিস্তান এয়ারফোর্স ক্রিকেট দল; পাকিস্তান অটোমোবাইলস করপোরেশন ক্রিকেট দল; পাকিস্তান কম্বাইন্ড স্কুলস; পাকিস্তান কাস্টমস ক্রিকেট দল; পাকিস্তান ঈগলেটস, পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশন ক্রিকেট দল; পাকিস্তান রেলওয়েজ ক্রিকেট দল; পাকিস্তান সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন ক্রিকেট দল; পাকিস্তান স্টিল ক্রিকেট দল; পাকিস্তান টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড ক্রিকেট দল; পাকিস্তান ইউনিভার্সিটিজ ক্রিকেট দল; পাকিস্তান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ক্রিকেট দল; পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট ক্রিকেট দল; পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ক্রিকেট দল; রেডকো পাকিস্তান লিমিটেড ক্রিকেট দল; সারগোদা ক্রিকেট দল; সার্ভিস ইন্ডাস্ট্রিজ ক্রিকেট দল; শেখুপুরা ক্রিকেট দল; শুক্কুর ক্রিকেট দল
দক্ষিণ আফ্রিকা
সম্পাদনাজাতীয় দল: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল [৪৪]
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
সাবেক দল:
কেপ প্রভিন্স ক্রিকেট দল; কেই ক্রিকেট দল; লিমপোপো ক্রিকেট দল; এমপুমালাঙ্গা ক্রিকেট দল; সাউথ আফ্রিকা আফ্রিকান একাদশ; সাউথ আফ্রিকা আর্মি ক্রিকেট দল; সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্স ক্রিকেট দল; সাউথ আফ্রিকান ফেজেলা একাদশ ক্রিকেট দল; সাউথ আফ্রিকান ইউনিভার্সিটিজ ক্রিকেট দল
শ্রীলঙ্কা
সম্পাদনাজাতীয় দল: শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল [৪৫]
সাবেক দল:
বাসনাহিরা ক্রিকেট ডান্ডি; ক্রিকেট দল; কন্দুরাতা ওয়ারিয়র্স; মাতারা স্পোর্টস ক্লাব; নাগেনাহিরা নাগাস; নোম্যাডস স্পোর্টস ক্লাব; রিও স্পোর্টস ক্লাব; রুহুনা রয়্যালস; সিংহ স্পোর্টস ক্লাব; উথুরা রুদ্রজ; ইউভা নেক্সট; ওয়েয়াম্বা ইউনাইটেড; ওয়েয়াম্বা ক্রিকেট দল; ওয়েস্টার্ন প্রভিন্স ক্রিকেট দল
ওয়েস্ট ইন্ডিজ
সম্পাদনাজাতীয় দল: ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল [৪৬]
মন্তব্য: ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ একাদশের খেলাগুলোও প্রথম-শ্রেণীর খেলারূপে গণ্য।
সাবেক দল:
বারবাইস ক্রিকেট দল; সেন্ট্রাল ত্রিনিদাদ ক্রিকেট দল; কম্বাইন্ড আইল্যান্ডস ক্রিকেট দল; ডেমেরারা ক্রিকেট দল; ইস্ট ত্রিনিদাদ ক্রিকেট দল; এসেকুইবো ক্রিকেট দল; নর্থ ও ইস্ট ত্রিনিদাদ ক্রিকেট দল; নর্থ ত্রিনিদাদ ক্রিকেট দল; সাউথ ও সেন্ট্রাল ত্রিনিদাদ ক্রিকেট দল; সাউথ ত্রিনিদাদ ক্রিকেট দল; টোবাগো ক্রিকেট দল; ত্রিনিদাদ নাইট রাইডার্স
জিম্বাবুয়ে
সম্পাদনাজাতীয় দল: জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দল [৬]
সাবেক দল:
সেন্ট্রালস ক্রিকেট দল; সিএফএক্স একাডেমি ক্রিকেট দল; ইস্টার্নস ক্রিকেট দল; মনিকাল্যান্ড ক্রিকেট দল; ম্যাশোনাল্যান্ড এ ক্রিকেট দল; ম্যাশোনাল্যান্ড কান্ট্রি ডিস্ট্রিক্টস ক্রিকেট দল; ম্যাশোনাল্যান্ড ক্রিকেট দল; ম্যাশোনাল্যান্ড অনূর্ধ্ব-২৪ ক্রিকেট দল; মাতাবেলেল্যান্ড ক্রিকেট দল; মিডল্যান্ডস ক্রিকেট দল; নর্দার্নস ক্রিকেট দল; সাউদার্ন রক্স; সাউদার্নস ক্রিকেট দল; ওয়েস্টার্নস ক্রিকেট দল
আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন প্রথম-শ্রেণীর ক্রিকেটভূক্ত দেশ
সম্পাদনানিম্নবর্ণিত দেশসমূহ আন্তর্জাতিক দল হিসেবে নিশ্চিত পরিস্থিতিতে প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে থাকে:
হংকং
সম্পাদনাজাতীয় দল: হংকং জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
নামিবিয়া
সম্পাদনাজাতীয় দল: নামিবিয়া জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে। এছাড়াও, দক্ষিণ আফ্রিকান এসএএ প্রাদেশিক চ্যালেঞ্জ প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকান প্রথম-শ্রেণীর দলের বিপক্ষে খেলাগুলো প্রথম-শ্রেণীর মর্যাদা পায়।
নেদারল্যান্ডস
সম্পাদনাজাতীয় দল: নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
পাপুয়া নিউগিনি
সম্পাদনাজাতীয় দল: পাপুয়া নিউগিনি জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
স্কটল্যান্ড
সম্পাদনাজাতীয় দল: স্কটল্যান্ড জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন কিংবা আয়ারল্যান্ড ও ইংরেজ প্রথম-শ্রেণীর কাউন্টি দলসমূহের বিপক্ষে অনুষ্ঠিত খেলাগুলো প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
সংযুক্ত আরব আমিরাত
সম্পাদনাজাতীয় দল: সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল
সম্পাদনাবারমুডা
সম্পাদনাজাতীয় দল: বারমুডা জাতীয় ক্রিকেট দল[৫০]
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
কানাডা
সম্পাদনাজাতীয় দল: কানাডা জাতীয় ক্রিকেট দল[৫১]১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
কেইম্যান দ্বীপপুঞ্জ
সম্পাদনাজাতীয় দল: কেইম্যান দ্বীপপুঞ্জ জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
কেনিয়া
সম্পাদনাজাতীয় দল: কেনিয়া জাতীয় ক্রিকেট দল [৫২]১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন ও সফরকারী প্রথম-শ্রেণীর দলের বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
সাবেক দল:
কোস্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন
মালয়েশিয়া
সম্পাদনাজাতীয় দল: মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
নেপাল
সম্পাদনাজাতীয় দল: নেপাল জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
উগান্ডা
সম্পাদনাজাতীয় দল: উগান্ডা জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
মার্কিন যুক্তরাষ্ট্র
সম্পাদনাজাতীয় দল: মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দল১
মন্তব্য:
১ আইসিসি আন্তর্মহাদেশীয় কাপ প্রতিযোগিতায় অংশগ্রহণকালীন প্রথম-শ্রেণীর ক্রিকেটের মর্যাদা লাভ করে।
সাবেক দল:
ফিলাডেলফিয়ান ক্রিকেট দল
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ India, Nerve - News and Analysis of। "Cricket Association Of Bengal"। www.nerve.in। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৮।
- ↑ "Punjab Cricket Association"। Punjab Cricket Association।
- ↑ "Rajasthan Cricket Association"। Rajasthan Cricket Association। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৮।
- ↑ "Ireland domestic competition awarded first-class status"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬।
- ↑ "Ireland's Inter-Provincial Championship awarded first-class status"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৬।
- ↑ "Zimbabwe"। Cricinfo।