সিলেট বিভাগ ক্রিকেট দল
সিলেট বিভাগ ক্রিকেট দল হল বাংলাদেশের একটি প্রথম শ্রেণীর ক্রিকেট দল, যেটি জাতীয় ক্রিকেট লীগে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব করে। দলটি সিলেট স্টেডিয়ামে সবচেয়ে বেশি ম্যাচ খেলে থাকে। ২০০১/০২ মৌসুমে একদিনের ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হয়।[১][২][৩]
কর্মীবৃন্দ | |
---|---|
মালিক | বাংলাদেশ ক্রিকেট বোর্ড |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ১৯৮৩ |
ধারণক্ষমতা | n/a |
ইতিহাস | |
জাতীয় ক্রিকেট লীগ জয় | ০ |
একদিনের ক্রিকেট লীগ জয় | ১ |
রেকর্ড
সম্পাদনামৌসুম | প্রথম শ্রেণী | সীমিত ওভার |
---|---|---|
২০০০-০১ | ৭ম | |
২০০১-০২ | ৬ষ্ঠ | ১ম |
২০০২-০৩ | ৬ষ্ঠ | ৩য় |
২০০৩-০৪ | ২য় | ৪র্থ |
২০০৪-০৫ | ৫ম | ৪র্থ |
২০০৫-০৬ | ৫ম | ৪র্থ |
২০০৬-০৭ | ৫ম | ৩য় |
২০০৭-০৮ | ৬ষ্ঠ | ৪র্থ |
২০০৮-০৯ | ৬ষ্ঠ | ৬ষ্ঠ |
২০০৯-১০ | ৬ষ্ঠ | অনুষ্ঠিত হয়নি |
২০১০-১১ | ৩য় | ৬ষ্ঠ |
২০১১-১২ | ৩য় | অনুষ্ঠিত হয়নি |
২০১২-১৩ | ৫ম | |
২০১৩-১৪ | ৫ম | |
২০১৪-১৫ | ৬ষ্ঠ |
খেলোয়াড়েরা
সম্পাদনাজাকের আলী, অমিত আহমেদ, আবু জায়েদ রাহী, রেজাউর রহমান, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, রাহাতুল ফেরদৌস, ইবাদত হোসাইন, তৌফিক খান, শাহানূর রহমান, অলোক কাপালি, এনামুল হক জুনিয়র, সায়েম আলম , শাহনাজ আহমেদ, জাকির হাসান,
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সিলেটে প্রথমবার খেলবে জাতীয় ক্রিকেট দল"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ "সিলেটে প্রথম বিভাগ ক্রিকেট"। সমকাল (ইংরেজি ভাষায়)। ২০২১-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- ↑ sylhetview24.com। "অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে টানা চতুর্থবার চ্যাম্পিয়ন সিলেট"। www.sylhetview24.net। ২০১৯-০৭-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।