হিন্দু ক্রিকেট দল

প্রথম-শ্রেণীর ক্রিকেট দল

হিন্দু ক্রিকেট দল ভারতের সাবেক প্রথম-শ্রেণীর ক্রিকেট দল। সাংবার্ষিকভিত্তিতে বোম্বে প্রতিযোগিতায় দলটি অংশগ্রহণ করতো। বোম্বেতে অবস্থানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দলটি গঠন করে।

হিন্দু ক্রিকেট দল
কর্মীবৃন্দ
মালিকহিন্দু জিমখানা
দলের তথ্য
প্রতিষ্ঠা১৯০২
স্বাগতিক মাঠপিজে হিন্দু জিমখানা মাঠ

১৯০৬ সালে হিন্দু দল বোম্বে প্রতিযোগিতায় যোগ দেয়। এ পর্যায়ে দলটি ইউরোপীয়পার্সি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলে প্রতিযোগিতার নাম পরিবর্তন করে বোম্বে ত্রি-দলীয় প্রতিযোগিতা হিসেবে পুণঃনামকরণ করতে হয়। ১৯৪৫-৪৬ মৌসুমে প্রতিযোগিতাটির বিলুপ্তির পূর্ব-পর্যন্ত হিন্দু দল প্রতিযোগিতায় অংশ নিতে থাকে। ১১বার দলটি প্রতিযোগিতার শিরোপা লাভে সক্ষমতা দেখায়।

পালোয়ানকর বালু হিন্দু দলের উল্লেখযোগ্য খেলোয়াড়ের মর্যাদা পেয়েছিলেন। তাকে ভারতে প্রথমদিকের সেরা স্পিন বোলার হিসেবে বিবেচনা করা হতো।

তথ্যসূত্র সম্পাদনা

  • বসন্ত রায়জি, ইন্ডিয়াস হ্যাম্পলডন মেন, ট্যাই প্রেস, ১৯৮৬
  • মিহির বোস, এ হিস্টোরি অফ ইন্ডিয়ান ক্রিকেট (ভারতীয় ক্রিকেটের ইতিহাস), আন্দ্রে-ডয়েচ, ১৯৯০
  • রামচন্দ্র গুহ, আ কর্নার অফ আ ফরেন ফিল্ড - এন ইন্ডিয়ান হিস্ট্রি অফ আ ব্রিটিশ স্পোর্ট (বিদেশের মাঠের কর্নার - একটি ব্রিটিশ খেলার একটি ভারতীয় ইতিহাস), পিকাডোর, ২০০১

বহিঃসংযোগ সম্পাদনা