গালে (শ্রীলঙ্কা)
গালে (সিংহলি: ගාල්ල; তামিল: காலி) (পূর্বতন: Point de Galle) হচ্ছে শ্রীলঙ্কার অন্যতম প্রধান শহর। কলম্বো থেকে ১১৯ কিলোমিটার (৭৪ মা) দক্ষিণ-পূর্বাংশে এ শহরের অবস্থান। শহরটি শ্রীলঙ্কার দক্ষিণাঞ্চলীয় প্রদেশের প্রশাসনিক রাজধানী হওয়ার পাশাপাশি গালে জেলারও রাজধানী। ষোড়শ শতকে পর্তুগীজরা এখানে আসে। তখন এটি গিমাথিথ্থা নামে পরিচিত ছিল।[১] এরপূর্বে চতুর্দশ শতকে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এ শহরটিকে ‘কালি’ নামে উল্লেখ করেছিলেন।[২] ঐ সময় দ্বীপরাষ্ট্রটির প্রধান বন্দর হিসেবে এটি পরিচিতি পায়। ডাচ ঔপনিবেশিক আমলে ১৮ শতকে গালে তার বিকাশের উচ্চতায় পৌঁছেছিল। পর্তুগিজ স্থাপত্য শৈলী এবং দেশীয় ঐতিহ্যের মধ্যে মিথস্ক্রিয়া প্রদর্শন করে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় পর্তুগিজদের দ্বারা নির্মিত একটি সুরক্ষিত শহরের সেরা উদাহরণ হল গ্যাল। ১৬৪৯ সাল থেকে ১৭ শতকে ডাচদের দ্বারা শহরটি ব্যাপকভাবে সুরক্ষিত ছিল। গালে দুর্গ ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আওতাভূক্ত এবং ইউরোপীয় দখলদারদের দ্বারা নির্মিত এশিয়ার বৃহত্তম অবশিষ্ট দুর্গ।
গালে ගාල්ල காலி | |
---|---|
শহর | |
গালে শহর | |
স্থানাঙ্ক: ৬°৩′১৩″ উত্তর ৮০°১২′৪২″ পূর্ব / ৬.০৫৩৬১° উত্তর ৮০.২১১৬৭° পূর্ব | |
দেশ | শ্রীলঙ্কা |
প্রদেশ | দক্ষিণাঞ্চলীয় প্রদেশ |
সরকার | |
• ধরন | গালে মিউনিসিপ্যাল কাউন্সিল |
• মেয়র | মেথসিরি ডি সিলভা |
• সদর দফতর | গালে টাউন হল |
আয়তন | |
• মোট | ১৬.৫২ বর্গকিমি (৬.৩৮ বর্গমাইল) |
উচ্চতা | ০ মিটার (০ ফুট) |
জনসংখ্যা (2020) | |
• মোট | ৯৩,১১৮ |
• জনঘনত্ব | ৫,৭১২/বর্গকিমি (১৪,৭৯০/বর্গমাইল) |
বিশেষণ | গালীয় |
সময় অঞ্চল | শ্রীলঙ্কা মান সময় (ইউটিসি+০৫:৩০) |
এলাকা কোড | 091 |
ওয়েবসাইট | galle.mc.gov.lk |
গ্যালের অন্যান্য বিশিষ্ট ল্যান্ডমার্কের মধ্যে রয়েছে শহরের প্রাকৃতিক পোতাশ্রয়, ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম, জেসুইট পাদ্রিদের দ্বারা প্রতিষ্ঠিত সেন্ট মেরি'স ক্যাথেড্রাল, দ্বীপের অন্যতম প্রধান শিব মন্দির এবং ঐতিহাসিক বিলাসবহুল হোটেল আমঙ্গল্লা।২৬ ডিসেম্বর ২০০৪ তারিখে ইন্দোনেশিয়ার উপকূল থেকে হাজার মাইল দূরে ভারত মহাসাগরে উদ্ভূত ধ্বংসাত্মক সুনামীতে শহরটি ব্যাপকভাবে আক্রান্ত হয়। কেবলমাত্র এ শহর থেকেই হাজার হাজার লোক মৃত্যুবরণ করে। কেউ কেউ শহরটিকে ক্রিকেটের স্বর্গভূমিও বলে থাকে। গালে শহরেই গালে আন্তর্জাতিক স্টেডিয়াম অবস্থিত। পৃথিবীর অন্যতম দর্শনীয় ও ছবিসদৃশ্য স্টেডিয়ামটি বিশ্বের সবচেয়ে মনোরম ক্রিকেট মাঠ হিসেবে বিবেচিত হয়। এই মাঠটিও সুনামিতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে মাঠটি পুনর্নির্মাণ করা হয় এবং ১৮ ডিসেম্বর ২০০৭ তারিখে সেখানে টেস্ট ম্যাচ পুনরায় শুরু হয়।
গালের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভৌগোলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে উনাওয়াতুনার রুমাসালা, একটি বড় ঢিবির মতো পাহাড় যা গালে হারবারের পূর্ব দিকের প্রতিরক্ষামূলক বাধা তৈরি করে। স্থানীয় ঐতিহ্য এই পাহাড়টিকে রামায়ণের কিছু ঘটনার সাথে যুক্ত করে, যা মহান হিন্দু মহাকাব্যগুলির মধ্যে একটি। এই এলাকার প্রধান নদী হল জিন গঙ্গা, যা গোঙ্গালা কান্দা থেকে শুরু হয়, নেলুওয়া, নাগোদা, বাদ্দেগামা, থেলিকাদা এবং ওয়াকওয়েলার মতো গ্রামগুলি অতিক্রম করে এবং গিন্টোটায় সমুদ্রে পৌঁছে। নদীটি ওয়াকওয়েলা ব্রিজ দ্বারা ওয়াকওয়েলায় সেতু করা হয়েছে।
ব্যুৎপত্তি
সম্পাদনাইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
মানদণ্ড | সাংস্কৃতিক: iv |
সূত্র | 451 |
তালিকাভুক্তকরণ | ১৯৮৮ (১২তম সভা) |
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান | |
---|---|
মানদণ্ড | Cultural: iv |
সূত্র | 451 |
তালিকাভুক্তকরণ | 1988 (১২তম সভা) |
গল প্রাচীনকালে গিমহাথিথা নামে পরিচিত ছিল। শব্দটি ধ্রুপদী সিংহলী শব্দ থেকে উদ্ভূত বলে মনে করা হয় যার অর্থ "জিন নদীর কাছে বন্দর"। এটা বিশ্বাস করা হয় যে দ্বীপের প্রত্যন্ত অঞ্চল থেকে দীর্ঘ ধীর যাত্রার পর এই এলাকায় আশ্রয় নেওয়া গরুর গাড়ির সংখ্যার ফলে মাতৃভাষায় এই শহরটির নাম গাল্লা হয়েছে। সিংহলি ভাষায় গালা মানে যেখানে গবাদি পশু একসাথে পালন করা হয়; তাই গালের সিংহলি নাম, ගාල්ල, গালা থেকে এর উৎপত্তি। [৩][৪] আরেকটি তত্ত্ব হল গ্যালে শব্দটি ল্যাটিন শব্দ গ্যালাস থেকে এসেছে, যার অর্থ ' মোরগ '।[তথ্যসূত্র প্রয়োজন] ডাচরা গালের প্রতীক হিসেবে মোরগ ব্যবহার করত, যদিও সম্ভবত শব্দটি এসেছে পর্তুগিজ গ্যালো (মোরগ) থেকে।
ইতিহাস
সম্পাদনাজেমস এমারসন টেনেন্টের মতে, গল ছিল তার্শিশের প্রাচীন সমুদ্রবন্দর, যেখান থেকে রাজা সলোমন হাতির দাঁত, ময়ূর এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র সংগ্রহ করতেন। দারুচিনি ১৪০০ খ্রিস্টপূর্বাব্দের প্রথম দিকে শ্রীলঙ্কা থেকে রপ্তানি করা হয়েছিল এবং শব্দের মূল হিব্রু হওয়ায়, গালে মশলার জন্য একটি প্রধান উদ্যোক্তা হতে পারে।[৫]
প্রাচীন গ্রিক এবং রোমান ভূগোলবিদরা গ্যালে সম্পর্কে জানতেন, যাকে তারা কেপ অফ বার্ডস বলে থাকতে পারে। টলেমি বন্দর সম্পর্কেও জানতেন যা তিনি ওডোকা নামে উল্লেখ করেছিলেন। মরোক্কোর পর্যটক ইবনে বতুতা ১৩৪২ সালে গালে (বা কালি নামে পরিচিত) পরিদর্শন করেন। ১২ এবং ১৩ শতকের সময়, উত্তর থেকে তামিল সেনাবাহিনী থেকে পালিয়ে আসা সিংহলি উদ্বাস্তুরা গালে এবং অন্যান্য আশেপাশের এলাকায় বসতি স্থাপন করতে শুরু করে। [৬]
দেশে পশ্চিমা শাসনের অনেক আগে থেকেই গল একটি বিশিষ্ট সমুদ্রবন্দর ছিল। পারস্য, আরব, গ্রীক, রোমান, মালয়, ভারতীয় এবং চীনারা গালের বন্দর দিয়ে ব্যবসা করত। ১৪১১ সালে গালে ত্রিভাষিক শিলালিপি নির্মাণ করা হয়েছিল। এটি হচ্ছে চীনা, তামিল এবং ফার্সি এই তিনটি ভাষায় একটি পাথরের ট্যাবলেট শিলালিপি। চীনা অ্যাডমিরাল ঝেং হে -এর দ্বিতীয় সিলন সফরের স্মরণে এটি নির্মাণ করা হয়েছিল। ১৫০২ সালে লরেনকো দে আলমেদার নেতৃত্বে পর্তুগিজ জাহাজের একটি ছোট বহর মালদ্বীপে যাওয়ার পথে একটি ঝড়ের কবলে পড়ে। রাজা কলম্বোর কাছাকাছি কোটেতে বসবাস করছেন বুঝতে পেরে, লরেঙ্কো গালে কিছুক্ষণ থামার পর সেখানে চলে যান।
১৬৪০ সালে, পর্তুগিজরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। ১৬৬৩ সালে ডাচরা বর্তমান দুর্গটি তৈরি করে। তারা একটি সুদৃঢ় গ্রানাইট প্রাচীর এবং তিনটি বুরুজ নির্মাণ করেছিল যা "সূর্য", "চাঁদ" এবং "তারকা" নামে পরিচিত।
ব্রিটিশরা ১৭৯৬ সালে ডাচদের কাছ থেকে দেশটি দখল করার পর, তারা দুর্গটিকে অপরিবর্তিত রাখে এবং এটিকে জেলার প্রশাসনিক কেন্দ্র হিসাবে ব্যবহার করে।
জলবায়ু
সম্পাদনাগালের জলবায়ু ক্রান্তীয় অতিবৃষ্টি অরণ্য প্রকৃতির। শহরটিতে সত্যিকার অর্থে কোন শুষ্ক মৌসুম নেই, যদিও জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে লক্ষণীয়ভাবে শুষ্ক থাকে। এই ধরনের জলবায়ু সহ অনেক শহরের সাথে সাধারণ হিসাবে সারা বছর ধরে তাপমাত্রা সামান্য পরিবর্তন দেখায়। বছর জুড়ে গড় তাপমাত্রা প্রায় ২৬ °সে (৭৯ °ফা) -এর কাছাকাছি থাকে।
সিটিস্কেপ
সম্পাদনাওয়ার্ড
সম্পাদনাগ্যালের বিশটি ওয়ার্ড রয়েছে:[৭]
- গিন্টোটা
- দাদাল্লা
- বোপে
- কুম্বলওয়েলা
- মাদাওয়ালামুল্লা
- ডেড্ডুগোদা
- মাইটিপে
- ডাঙ্গেদাড়া
- বাটাগানভিলা
- সঙ্গমিত্থপুরা
- গালওয়াদুগোদা
- কান্দেওয়াত্থ
- কালুওয়েলা
- গল টাউন
- ওয়েলিওয়াথ্থ
- থালাপিটিয়া
- মাকুলুয়া
- মিলিদ্দুয়া
- মাগালে
- কাতুগোদা
- ইমাডুয়া
প্রাশাসন
সম্পাদনাগালে মিউনিসিপ্যাল কাউন্সিল ১৮৬৫ সালের মিউনিসিপ্যালিটিস অর্ডিন্যান্সের অধীনে প্রতিষ্ঠিত গ্যালে শহরকে পরিচালনা করে। তখন এটি ছিল দেশের তৃতীয় পৌরসভা। শহরের প্রথম মেয়র বিজয়ানন্দ দহনায়েক ১৯৩৯ সালে নিযুক্ত হন। পরে তিনি সিলনের পঞ্চম প্রধানমন্ত্রী হন।
সর্বশেষ নিযুক্ত মেয়র ছিলেন মেথসিরি ডি সিলভা। তিনি ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। গল প্রশাসন কর্তৃক শহরটির মেয়র ব্যবস্থাকে ভেঙে দেওয়া হয়েছে, বর্তমানে শহরটি একজন কমিশনার দ্বারা পরিচালিত হয়েছে। শহরের প্রধান দৃষ্টিভঙ্গি হল "গ্যালে মিউনিসিপ্যাল কাউন্সিলকে কর প্রদানকারী নাগরিকদের তুলনামূলকভাবে বর্ধিত ইউটিলিটি পরিষেবা সরবরাহের মাধ্যমে মধ্যপন্থী শহরের বিনির্মান"। অন্য দৃষ্টিভঙ্গি হ'ল গালেকে "গ্রিন সিটি-গ্রিন গালে" হিসাবে ব্র্যান্ড করা যাতে একটি পরিষ্কার সবুজ ছাউনি সহ গলকে শ্রীলঙ্কার শীতল এবং স্বাস্থ্যকর উপকূলীয় শহরগুলির মধ্যে একটি হিসাবে তৈরি করা এবং প্রচার করা।
জনসংখ্যা
সম্পাদনাশ্রীলঙ্কার মান অনুসারে গ্যালে একটি বিশাল শহর। এর জনসংখ্যা ১০১,৭৪৯ জাদের অধিকাংশই সিংহলি জাতিসত্তার। এখানে শ্রীলঙ্কার মুর (মুসলিম) দের একটি বিশাল জনসংখ্যা রয়েছে। তারা যারা আরব বণিকদের বংশধর। তাররা বিশেষ করে দুর্গ এলাকায় বাস করে। গালে প্রাচীন বন্দরে বসতি স্থাপন করে তারা সিংহলী ও শ্রীলঙ্কান তামিল নারীদের বিয়ে করেছিল। গল তার বিদেশী জনসংখ্যার জন্যও উল্লেখযোগ্য। তাদের মধ্যে বাসিন্দা এবং ছুটি কাটানোর বাড়ি উভইয়েরই মালিক রয়েছে।
শিক্ষা
সম্পাদনাস্কুল
সম্পাদনাগল শ্রীলঙ্কার প্রাচীনতম নেতৃস্থানীয় কিছু স্কুলের আবাসস্থল। এখানে ২৯টি সরকারি স্কুল এবং পাঁচটি আন্তর্জাতিক স্কুল শহরের শিক্ষা ব্যবস্থা গঠন করে। গ্যালে শহরে অবস্থিত কয়েকটি স্কুল নিচে তালিকাভুক্ত করা হয়েছে।
বিদ্যালয় | সংস্থাপন তারিখ |
---|---|
অল সেন্টস কলেজ | ১৮৬৭ |
অনুলা দেবী বালিকা বিদ্যালয় | ১৯৪১ |
ব্রিটিশ কলেজ শ্রীলঙ্কা | |
বুওনা ভিস্তা কলেজ | ১৮৪৮ |
সিলিনকো সাসেক্স কলেজ | |
গল ইন্টারন্যাশনাল কলেজ | |
কিংস্টন ইন্টারন্যাশনাল স্কুল | |
লিডস ইন্টারন্যাশনাল স্কুল | |
মাহিন্দা কলেজ | ১৮৯২ |
মালহারুস সুলহিয়া ন্যাশনাল কলেজ | ১৯১৮ |
মুসলিম লেডিস কলেজ | |
ওলকট মহা বিদ্যালয় গল | ১৯৩৭ |
রিচমন্ড কলেজ | ১৮৭৬ |
রিপন গার্লস কলেজ | ১৮১৭ |
সেক্রেড হার্ট কনভেন্ট | ১৮৯৬ |
সেন্ট অ্যালোসিয়াস কলেজ | ১৮৯৫ |
সংঘমিতা গার্লস কলেজ | ১৯১৯ |
শ্রীধাম্মা কলেজ | ১৯৯৫ |
সুধর্মা কলেজ | ১৮৯৫ |
সাউথল্যান্ডস কলেজ গল | ১৮৮৫ |
টমাস গল ইন্টারন্যাশনাল স্কুল | ২০০৬ |
বিদ্যালোকা কলেজ | ১৯৪১ |
জনধিপতি বালিকা বিদ্যালয় | ২০০৭ |
বিশ্ববিদ্যালয়গুলো
সম্পাদনারুহুনা বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রধান অনুষদ গালে অবস্থিত। প্রকৌশল অনুষদ হাপুগালায় অবস্থিত। যা শহরের কেন্দ্র থেকে প্রায় ৬ কিমি. দূরে অবস্থিত। মেডিসিন অনুষদ কারাপিটিয়া টিচিং হাসপাতালের কাছে কারাপিটিয়াতে অবস্থিত। রুহুনা বিশ্ববিদ্যালয়ের অ্যালাইড হেলথ সায়েন্সেস অনুষদটি শহরের সীমানায় উলুইতিকে অবস্থিত। শ্রীলঙ্কার ওপেন ইউনিভার্সিটির একটি অধ্যয়ন কেন্দ্রও লাবুডুয়া জংশনে গালে অবস্থিত।
- প্রকৌশল অনুষদ, রুহুনা বিশ্ববিদ্যালয়
- মেডিসিন অনুষদ, রুহুনা বিশ্ববিদ্যালয়
- সহযোগী স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, রুহুনা বিশ্ববিদ্যালয়
- অধ্যয়ন কেন্দ্র, শ্রীলঙ্কার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনালাবুদুওয়া, গলের অ্যাডভান্সড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট ২০০০ সালে শুরু হয়েছিল এবং এটি তথ্য প্রযুক্তিতে উচ্চতর জাতীয় ডিপ্লোমা এবং কৃষি প্রযুক্তিতে উচ্চতর জাতীয় ডিপ্লোমা - এইচএনডিটি (কৃষি) প্রদানের পরিকল্পনা করেছিল। তারপর থেকে, লাবুডুওয়া এটিআই শ্রীলঙ্কায় প্রযুক্তিগত শিক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তথ্য প্রযুক্তি ও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে উচ্চশিক্ষার সুযোগ প্রদানের জন্য ২০১০ সালে গলের ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠিত হয়েছিল। রুহুনু ন্যাশনাল কলেজ অফ এডুকেশন, শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত, কুরুন্ডুওয়াট্টা, গলের সরকারি স্কুলগুলির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেয়। উপরন্তু, সরকারি স্কুলের শিক্ষকদের জন্য আমারাসুরিয়া টিচার্স ট্রেনিং কলেজটি গালের উনাওয়াতুনায় অবস্থিত।
- অ্যাডভান্সড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট (এটিআই)
- ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিজনেস ম্যানেজমেন্ট (এনআইবিএম)
- রুহুনু ন্যাশনাল কলেজ অব এডুকেশন
- অমরাসুরিয়া টিচার্স ট্রেনিং কলেজ
- মার্চেন্টাইল সিম্যান ট্রেনিং ইনস্টিটিউট (MSTI)
পরিবহন
সম্পাদনাগালে শ্রীলঙ্কা রেলওয়ের উপকূলীয় লাইন দ্বারা পরিবেশিত হয় এবং কলম্বো এবং মাতারার সাথে রেলপথে সংযুক্ত। গালে রেলওয়ে স্টেশন লাইনের একটি প্রধান স্টেশন এবং লাইনের পশ্চিম- এবং দক্ষিণ-উপকূল অংশের মিলনস্থল হিসেবে কাজ করে। [৮] সাধারণত গল রোড নামে পরিচিত এ২ হাইওয়ে শহরের মধ্য দিয়ে চলে এবং পশ্চিম-উপকূল অংশ দ্বারা কলম্বো এবং দক্ষিণ-উপকূল অংশ দ্বারা হাম্বানথোটা পর্যন্ত সংযোগ স্থাপন করে। সাউদার্ন এক্সপ্রেসওয়ে, শ্রীলঙ্কার প্রথম ই ক্লাস হাইওয়ে, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোকে গলের সাথে সংযুক্ত করে এবং বর্তমানে নিয়মিত এ ২ হাইওয়ে দ্বারা গৃহীত তিন ঘন্টা থেকে এক ঘন্টা ভ্রমণের জন্য ব্যয় করা সময় কমিয়ে দেয়।
যমজ শহর
সম্পাদনাগ্যালের শহরটি এর সাথে যুগল:
দেশ | শহর | রাজ্য/অঞ্চল | থেকে |
---|---|---|---|
Netherlands Netherlands | ভেলসেন | উত্তর হল্যান্ড | ১৯৮৮ |
উল্লেখযোগ্য মানুষ
সম্পাদনাপ্রত্নতত্ত্ববিদ
সম্পাদনা- সেনারথ পারানভিথান
ব্যবসায়ী
সম্পাদনা- দিলীথ জয়াবীরা
শিক্ষা
সম্পাদনা- সিডব্লিউডব্লিউ কান্নাঙ্গারা
- মার্টিন বিক্রমাসিংহে
- এদিরিবীর শরৎচন্দ্র
- সিরিল পোনাম্পেরুমা
- সেনেকা বাইবেল
প্রকৌশল
সম্পাদনা- ডিজে উইমলাসুরেন্দ্র
খেলাধুলা
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Archaeological Sites and Urban Centres: Treasury of world culture (Volume 1 of World Heritage Series) (1st সংস্করণ)। Skira Editore/UNESCO। ২০০২। আইএসবিএন 978-88-8491-393-7।
- ↑ "Medieval Traveller Ibn Battuta was a Guest of the Jaffna King in 1344"। Ilankai Tamil Sangam। ২০০৬।
- ↑ "VOC Galle Dutch Fort, South Coast, Sri Lanka (A World Heritage Site)"। My Sri Lanka Holidays। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Lanka Nest (৯ মার্চ ২০০৮)। "Galle and Galle Fort."। Discover Sri Lanka। ৩ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ District Disaster Management Coordinating Unit- Galle। "Psychosocial Forum District Data Mapping: Galle" (পিডিএফ)। Department of Social Services: Galle। ২০১৪-০৭-২৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ International Dictionary of Historic Places, Volume 5: Asia and Oceania। Fitzroy Dearborn Publishers। ১৯৯৬। পৃষ্ঠা 272। আইএসবিএন 1-884964-04-4।
- ↑ "Galle Municipal Council Ward Map"। Galle city। ২৯ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২২।
- ↑ "Colombo - Galle - Matara by rail"। Colombofort.com। ২০১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিভ্রমণ থেকে গালে (শ্রীলঙ্কা) ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
- গ্যালের ওল্ড টাউন এবং এর দুর্গ, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ
- শ্রীলঙ্কা পর্যটন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট