শ্রী জয়বর্ধনপুর কোট্টে
শ্রী জয়বর্ধনপুর কোট্টে[১] (এছাড়াও শুধু কোট্টে নামেও পরিচিত) হল শ্রীলঙ্কার প্রশাসনিক রাজধানী[২] ও পরিকল্পিত নতুন শহর। পূর্বে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে ছিল, ১৯৮২ সালে কলম্বো থেকে শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে স্থানান্তর করা হয়।
শ্রী জয়বর্ধনপুর কোট্টে ශ්රී ජයවර්ධනපුර කෝට්ටේ ஶ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டை | |
---|---|
প্রশাসনিক রাজধানী | |
স্থানাঙ্ক: ৬°৫৪′৩৯″ উত্তর ৭৯°৫৩′১৬″ পূর্ব / ৬.৯১০৮৩° উত্তর ৭৯.৮৮৭৭৮° পূর্ব | |
দেশ | শ্রীলঙ্কা |
প্রদেশ | পশ্চিম প্রদেশ, শ্রীলঙ্কা |
জেলা | কলম্বো জেলা |
সরকার | |
• মেয়র | আর.এ.ডি জনক রানাওয়াকা (শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি) |
আয়তন | |
• প্রশাসনিক রাজধানী | ১৭ বর্গকিমি (৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০১)[১] | |
• প্রশাসনিক রাজধানী | ১,১৫,৮২৬ |
• জনঘনত্ব | ৩,৩০৫/বর্গকিমি (৮,৫৬০/বর্গমাইল) |
• মহানগর | ২২,৩৪,২৮৯ |
পোস্টাল কোড | ১০১০০ |
এলাকা কোড | ০১১ |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনামিউনিসিপালিটি কাঠামো
সম্পাদনা১৯৩০ এর দশকে রাজাগিরিয়ার একটি আধুনিক বিল্ডিংকে কেন্দ্র করে কোট্টে গ্রামীণ উন্নয়ন কাউন্সিল প্রতিষ্ঠিত হয়েছিল। এটাই পরে কোট্টে আরবান কাউন্সিলে পরিনত হয়। ১৯৯৭ সালে কোট্টে আরবান কাউন্সিলকে শ্রী জয়াবর্ধেনেপুরা কোট্টে মিউনিসিপালিটি কাউন্সিলে রুপান্তরিত করা হয় এবং এর প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন চন্দ্র সিলভা।
জোন সমূহ
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনাকোট্টে হল এমন একটি শহর যা বহু জাতিগোষ্ঠী ও বহু ধর্মের লোকের মিলনস্থল। এখানে বসবাসকারী অধিকাংশ মানুষ সিংহলী জাতিভভুক্ত সাথে তামিল, মুসলমান, মালয় এবং বারঘের মিশ্রিত (বেশিরভাগ মুসলমান ও ভারতীয় তামিলরা রাজাগিরিয়া এলাকায় বসবাস করে)।
ক্রীড়া
সম্পাদনাক্রিকেট দেশের পাশাপাশি এই শহুরেও সর্বাধিক জনপ্রিয় খেলা এবং এটি নগরীর প্রায় প্রত্যেক মাঠে খেলা হয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ http://www.parliament.lk/en/secretariat/vacancies/view/65
- ↑ "The Administrative Capital of Sri Lanka since 1982 is Sri Jayewardenepura Kotte."। Official Sri Lanka government website। ২০১৪-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০১-০৭।