হ্যাগলে ওভাল নিউজিল্যান্ডের একটি ক্রিকেট মাঠক্রাইস্টচার্চের মধ্যস্থলে অবস্থিত হ্যাগলে পার্কে এ মাঠের অবস্থান। ২০১৩ সালে সালে ক্যান্টারবারি ক্রিকেট দল মাঠটিকে আন্তর্জাতিকমানের ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তরের পদক্ষেপ গ্রহণ করলে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে পরিবেশবিষয়ক আদালত থেকে উন্নয়নের অনুমোদনের লাভ করে।[]

হ্যাগলে ওভাল
২০০৭ সালে হ্যাগলে ওভাল
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানক্রাইস্টচার্চ, ক্যান্টারবারি, নিউজিল্যান্ড
স্থানাঙ্ক৪৩°৩২′০২″ দক্ষিণ ১৭২°৩৭′০৮″ পূর্ব / ৪৩.৫৩৪° দক্ষিণ ১৭২.৬১৯° পূর্ব / -43.534; 172.619
প্রতিষ্ঠা(আনুমানিক) ১৮৮৬
ধারণক্ষমতা২০,০০০
প্রান্তসমূহ
প্রযোজ্য নয়
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্ট২৬ ডিসেম্বর ২০১৪:
নিউজিল্যান্ড  বনাম  শ্রীলঙ্কা
প্রথম পুরুষ ওডিআই২৩ জানুয়ারি ২০১৪:
কানাডা  বনাম  স্কটল্যান্ড
সর্বশেষ পুরুষ ওডিআই৩০ জানুয়ারি ২০১৪:
কেনিয়া  বনাম  স্কটল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
ক্যান্টারবারি (১৮৮৬ –)
২০ জুন ২০১৪ অনুযায়ী
উৎস: ক্রিকেটআর্কাইভ.কম

ইতিহাস

সম্পাদনা

১৮৬৭ সালে সর্বপ্রথম এ মাঠে খেলা আয়োজনের রেকর্ড ধারণ করা হয়। ঐ খেলায় স্বাগতিক ক্যান্টারবারি ক্রিকেট দল ওতাগো ক্রিকেট দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। ১৯২০-এর দশক পর্যন্ত ক্যান্টারবারি মাঠটিকে অনিয়মিতভাবে ব্যবহার করতো। ডিসেম্বর, ১৯০৭ সালে প্লাঙ্কেট শিল্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয় যাতে ক্যান্টারবারি অকল্যান্ড দলের মোকাবেলা করে।[] ১৯৭৯ সালে ক্যান্টারবারি দল এ মাঠে ফিরে আসে। দলটি ১৯৯৩/৯৪ মৌসুমের শেল কাপে নিজেদের বেশ কিছুসংখ্যক খেলায় এ মাঠে খেলে।

২৩ জানুয়ারি, ২০১৪ তারিখে প্রথমবারের মতো এ স্টেডিয়ামে একদিনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়। ঐদিন স্কটল্যান্ডকানাডা ক্রিকেট দল ২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়েছিল। এছাড়াও এ মাঠে তিনটি মহিলাদের টেস্ট ও ছয়টি মহিলাদের একদিনের আন্তর্জাতিক খেলা অনুষ্ঠিত হয়েছে।

২০১৪ সালে নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ হ্যাগলে ওভালকে দেশের অষ্টম টেস্ট ক্রিকেট মাঠ হিসেবে ঘোষণা করে। ২০১১ সালে বিধ্বংসী ভূমিকম্পের পর ক্রাইস্টচার্চে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য বক্সিং ডে টেস্টে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড দল প্রতিদ্বন্দ্বিতা করবে।[]

তথ্যসূত্র

সম্পাদনা

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা