২০১৫ ক্রিকেট বিশ্বকাপ

ক্রিকেট বিশ্বকাপের ১১শ আসর

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ আইসিসি কর্তৃক পরিচালিত ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতার[] একাদশ আসর। ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ, ২০১৫ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত এই বিশ্বকাপ অস্ট্রেলিয়ানিউজিল্যান্ড - যৌথভাবে আয়োজন করে। সর্বমোট ৪৯টি খেলা অনুষ্ঠিত হবার কথা থাকলেও বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার খেলাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষিত হয়। তন্মধ্যে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, মেলবোর্ন, পার্থসিডনির ১৪ মাঠে ২৬টি এবং নিউজিল্যান্ডের ৭ শহর - অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ডুনেডিন, হ্যামিল্টন, নেপিয়ার, ওয়েলিংটননেলসনে ২৩টি খেলা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।[]

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৫
২০১৫ ক্রিকেট বিশ্বকাপের আনুষ্ঠানিক লোগো
তারিখ১৪ই ফেব্রুয়ারি – ২৯শে মার্চ
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিননক আউট
আয়োজকঅস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড নিউজিল্যান্ড
বিজয়ী অস্ট্রেলিয়া (৫ম শিরোপা)
রানার-আপ নিউজিল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা১৪[]
খেলার সংখ্যা৪৯
দর্শক সংখ্যা১০,১১,৪৩৯ জন (ম্যাচ প্রতি ২০,৬৪২ জন)
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক
সর্বাধিক রান সংগ্রহকারীনিউজিল্যান্ড মার্টিন গাপটিল (৫৪৭)
সর্বাধিক উইকেটধারীঅস্ট্রেলিয়া মিচেল স্টার্ক (২২)
নিউজিল্যান্ড ট্রেন্ট বোল্ট (২২)
আনুষ্ঠানিক ওয়েবসাইটক্রিকেট বিশ্বকাপ

১৯৯২ সালের ক্রিকেট বিশ্বকাপের পর দেশ দু’টি দ্বিতীয়বারের মতো এ প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করেছে। প্রতিযোগিতার চূড়ান্ত খেলা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে ১৪ দলের অংশগ্রহণে চার শতাধিক স্বীকৃত ক্রিকেটার ও কর্মকর্তা এতে অংশগ্রহণ করেছেন।

পূর্বতন চ্যাম্পিয়ন ও ২০১১ বিশ্বকাপের সহঃ-স্বাগতিক দেশ ভারত চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে পরাভূত করে। বি-গ্রুপে অংশগ্রহণকারী দল ভারত বনাম পাকিস্তানের মধ্যকার খেলা ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে অনুষ্ঠিত হয়। এক প্রতিবেদনে প্রকাশ পায় যে, মাত্র ১২ মিনিটের মধ্যে ঐ খেলার সমস্ত টিকেট বিক্রি হয়ে যায়।[]

শচীন তেন্ডুলকর এ প্রতিযোগিতার জন্য আইসিসি কর্তৃক দূতের মর্যাদা পেয়েছেন। উল্লেখ্য যে, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপেও তিনি দূত হিসেবে মনোনীত হয়েছিলেন।[]

চূড়ান্ত খেলায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলায় অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয়ী হয়ে পঞ্চমবারের মতো শিরোপা লাভ করে।

স্বাগতিক নির্ধারণ

৩০ এপ্রিল, ২০০৬ তারিখে আইসিসি ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালে স্বাগতিক দেশ নির্ধারণ করে। প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রতিযোগিতা আয়োজনের আগ্রহ প্রকাশ করলে তা দ্বিধাবিভক্ত হয়ে যায় যা নির্ধারণে সমঝোতার প্রয়োজন পড়ে। ২০১৯ সালের প্রতিযোগিতা পরবর্তীতে ইংল্যান্ডকে স্বাগতিক হিসেবে ঘোষণা করা হয়। চারটি এশীয় টেস্টভূক্ত দেশ - বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজনে ১০-৩ ভোটে সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী আক্রমণের ফলে পাকিস্তান এ মর্যাদা থেকে বঞ্চিত হয়।

ইতিহাস

দুবাইয়ে অবস্থিত আইসিসি’র সদর দফতরে ১ মার্চের পূর্বদিন ট্রান্স-তাসমান দরপত্র জমা পড়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের মতে, উন্নততর মাঠ ও অবকাঠামো, অস্ট্রেলীয় ও নিউজিল্যান্ড সরকারের প্রতিযোগিতা চলাকালে ট্যাক্স ও কাস্টম সংক্রান্ত সহায়তা এ দরপত্রের অন্যতম বিবেচ্য বিষয় ছিল।[] এ প্রেক্ষিতে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ আয়োজনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে যৌথ আয়োজকের মর্যাদা দেয়া হয়।[][] এছাড়াও, নিউজিল্যান্ড সরকার জিম্বাবুয়ের রাজনৈতিক আলোচনায় জিম্বাবুয়ে ক্রিকেট দলের প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়েও ২০০৫ সালের সফরে নিশ্চিত করা হয়।

আইসিসি প্রেসিডেন্ট এহসান মানি বলেছিলেন চার-দেশীয় এশীয় দলের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন পড়ায় তাদের দরপত্র ক্ষতিগ্রস্ত হয়। ভোটের ফলাফলে এশীয় দেশগুলো জয়ী হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায় যে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ভোটই এ বিষয়ে সহায়তা করে। পাকিস্তানি সংবাদপত্র ডন এক প্রতিবেদনে ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে তহবিল সংগ্রহের বিষয়ে এশীয় দেশগুলো প্রতিশ্রুতিবদ্ধ ছিল যা ভোটে প্রভাববিস্তার করে।[] কিন্তু, এশীয় দরপত্রের মনিটরিং কমিটির সভাপতি আই.এস. বিন্দ্রা তা অস্বীকার করেন। অতিরিক্ত $৪০০ মিলিয়ন মার্কিন ডলার মুনাফা লাভের প্রস্তাবনাই ভোট সংখ্যা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।

ফলশ্রুতিতে আইসিসি ট্রান্স-ট্রান্সমান দরপত্রের সার্বিক দিক বিবেচনান্তে ২০১৫ সালের পরবর্তী বিশ্বকাপ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে আয়োজনের সিদ্ধান্ত নেয়।[১০] এরপূর্বে সর্বশেষ দেশ দুইটি ১৯৯২ সালে ক্রিকেট বিশ্বকাপ খেলার আয়োজন করেছিল। ২০১৫ সালের বিশ্বকাপে উভয় দেশের সর্ববৃহৎ ক্রীড়া বিষয় হিসেবে আখ্যায়িত হবে বলে ধারণা করা হয়।[১১]

প্রতিযোগিতার ধরন

২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের ন্যায় এ আসরেও ১৪-দল অংশগ্রহণ করে। তন্মধ্যে টেস্টভূক্ত দলসহ সহযোগী ও অনুমোদনলাভকারী সদস্য দলগুলোও ক্রিকেটের এ বৈশ্বিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।[১২][১৩]

প্রতিযোগিতার ধরনও ২০১১ সালের ন্যায়। ১৪-দলকে নিয়ে প্রারম্ভিক পর্যায়ে দুই গ্রুপে বিভক্ত হয়ে প্রত্যেক গ্রুপে ৭-দল থাকে। সাতটি দল একে-অপরের বিপক্ষে একবার করে খেলবে। প্রত্যেক গ্রুপের শীর্ষ চার দল কোয়ার্টার-ফাইনালে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। এরফলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিলেও প্রত্যেক দলই কমপক্ষে ছয়টি খেলায় অংশ নিতে পারবে।[১৪]

২৯ জানুয়ারি, ২০১৫ তারিখে আইসিসি কর্তৃপক্ষ সুপার ওভার ব্যবস্থা পুণর্বহাল রাখে। নক-আউট পর্যায়ের কোন খেলা টাই হলে এ ব্যবস্থা প্রযোগ করবে। তবে, চূড়ান্ত খেলা যদি টাই হয় তাহলে উভয় দলকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হবে। এ সিদ্ধান্ত ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে প্রয়োগ ঘটবে।[১৫]

উদ্বোধনী অনুষ্ঠান

মূল খেলা আয়োজনের দুইদিন পূর্বে ১২ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ ও অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৃথকভাবে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অর্থ পুরস্কার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতায় $১০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার প্রদানের ঘোষণা করে। অর্থ পুরস্কারের এ সংখ্যাটি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের তুলনায় ২০ শতাংশ বেশি। দলের সাফল্যের উপর ভিত্তি করে নিম্নরূপ অর্থ পুরস্কার প্রদান করা হবে:-[১৬]

পর্যায় অর্থ পুরস্কার (US$) মোট
বিজয়ী $৩,৯৭৫,০০০ $৩,৯৭৫,০০০
রানার-আপ $১,৭৫০,০০০ $১,৭৫০,০০০
সেমি-ফাইনালে পরাজিত দল $৬০০,০০০ $১,২০০,০০০
কোয়ার্টার-ফাইনালে পরাজিত দল $৩০০,০০০ $১,২০০,০০০
প্রত্যেক গ্রুপ-পর্বে বিজয়ী $৪৫,০০০ $১,৮৯০,০০০
গ্রুপ-পর্ব থেকে বিতাড়িত দল $৩৫,০০০ $২১০,০০০
সর্বমোট $১০,২২৫,০০০

কোন দল যদি অপরাজিত অবস্থায় গ্রুপ-পর্ব থেকে চ্যাম্পিয়ন হয় তাহলে তারা গ্রুপ-পর্বের $৪৫,০০০ অর্থসহ সর্বমোট $৪,২৪৫,০০০ অর্থ পাবে। অন্যদিকে গ্রুপ-পর্ব থেকে জয়বিহীন অবস্থায় বিদায়ী দল কেবলমাত্র $৩৫,০০০ ডলার পাবে।

বাছাই-পর্ব

 
লাল রঙে চিহ্নিত দেশগুলো ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে অংশ নিবে।
  বাছাইপর্বে খেললেও যোগ্যতা লাভে ব্যর্থ হয়

আইসিসি’র নিয়ম অনুযায়ী ১০-পূর্ণাঙ্গ সদস্য স্বয়ংক্রিয়ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০১১ সালের বিশ্বকাপের পরপরই সিদ্ধান্ত নেয়া হয় যে, কেবলমাত্র পূর্ণাঙ্গ সদস্যদের মধ্যেই এ সুযোগ সীমাবদ্ধ থাকবে।[১৭] এরফলে সহযোগী সদস্য দেশগুলো তীব্রভাবে আপত্তি জানায়। বিশেষ করে ২০০৭ ও ২০১১ সালের বিশ্বকাপে ভাল ফলাফল অর্জনকারী আয়ারল্যান্ড বেশ সোচ্চার হয়। আইসিসি ক্রিকেট কমিটির যোগ্যতা মানদণ্ড বিভাগ এ বিষয়ে তাদের সমর্থন ব্যক্ত করে।[১৮] জুন, ২০১১ সালে আইসিসি তাদের পরিকল্পনা পূর্বাবস্থায় নিয়ে যায় ও ২০১৫ সালের বিশ্বকাপে ১৪-দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বলে জানায়। তন্মধ্যে ৪টি সহযোগী অথবা অনুমোদন লাভকারী সদস্য দেশ অংশ নিতে পারবে।[১৯]

সেপ্টেম্বর, ২০১১ সালে আইসিসি প্রধান নির্বাহী কমিটির সভায় নতুন ধরনের যোগ্যতা নির্ধারণী মানদণ্ড প্রণয়ন করা হয়। ২০১১-১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ চ্যাম্পিয়নশীপের শীর্ষ দুই দল সরাসরি অংশ নিবে। বাদ-বাকী ছয় দল থেকে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারণে ২০১১ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ দ্বিতীয় বিভাগ ও ২০১৩ আইসিসি বিশ্ব ক্রিকেট লীগ তৃতীয় বিভাগ থেকে শীর্ষ দুই দল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।[২০][২১]

৯ জুলাই, ২০১৩ তারিখে নেদারল্যান্ডসের বিপক্ষে অনুষ্ঠিত টাই খেলার ফলাফলে আয়ারল্যান্ড প্রথম দল হিসেবে বিশ্বকাপে নাম লেখায়।[২২] ৪ অক্টোবর, ২০১৩ তারিখে কেনিয়াকে হারিয়ে আফগানিস্তান দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে সুযোগ পায়। ২০১৪ সালের ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতকে পরাজিত করে স্কটল্যান্ড ও পরাজিত দল সংযুক্ত আরব আমিরাত চতুর্থ দল হিসেবে বিশ্বকাপে অংশ নেয়।[২৩]

দল যোগ্যতার ধরন অতীতে অংশগ্রহণ সর্বশেষ অংশগ্রহণ পূর্বেকার সেরা সাফল্য অবস্থান[ক ১] গ্রুপ
  ইংল্যান্ড পূর্ণাঙ্গ সদস্য ১০ ২০১১ রানার্স-আপ (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২)
  দক্ষিণ আফ্রিকা ২০১১ সেমি-ফাইনাল (১৯৯২, ১৯৯৯, ২০০৭) বি
  ভারত ১০ ২০১১ চ্যাম্পিয়ন (১৯৮৩, ২০১১) বি
  অস্ট্রেলিয়া ১০ ২০১১ চ্যাম্পিয়ন (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭)
  শ্রীলঙ্কা ১০ ২০১১ চ্যাম্পিয়ন (১৯৯৬)
  পাকিস্তান ১০ ২০১১ চ্যাম্পিয়ন (১৯৯২) বি
  ওয়েস্ট ইন্ডিজ ১০ ২০১১ চ্যাম্পিয়ন (১৯৭৫, ১৯৭৯) বি
  বাংলাদেশ ২০১১ সুপার এইট (২০০৭)
  নিউজিল্যান্ড ১০ ২০১১ সেমি-ফাইনাল (১৯৭৫, ১৯৭৯, ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১১)
  জিম্বাবুয়ে ২০১১ সুপার সিক্স (১৯৯৯, ২০০৩) ১০ বি
  আয়ারল্যান্ড ডব্লিউসিএল চ্যাম্পিয়নশীপ ২০১১ সুপার এইট (২০০৭) ১১ বি
  আফগানিস্তান ১২
  স্কটল্যান্ড[২৪] বিশ্বকাপ বাছাইপর্ব ২০০৭ গ্রুপ পর্ব (১৯৯৯, ২০০৭) ১৩
  সংযুক্ত আরব আমিরাত ১৯৯৬ গ্রুপ পর্ব (১৯৯৬) ১৪ বি
  1. ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখ অনুযায়ী আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপে দলীয় অবস্থান।

র‌্যাঙ্কিং

প্রতিযোগিতা শুরুর পূর্বে আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপে নিম্নবর্ণিত র‌্যাঙ্কিং ছিল:[২৫]

আইসিসি ওডিআই চ্যাম্পিয়নশীপ (৩ ফেব্রুয়ারি, ২০১৫)
র‌্যাঙ্ক দল খেলা পয়েন্ট রেটিং
  অস্ট্রেলিয়া ৫২ ৬২৫৪ ১২০
  ভারত ৭০ ৮০১০ ১১৪
  দক্ষিণ আফ্রিকা ৫৫ ৬২১১ ১১৩
  শ্রীলঙ্কা ৮৩ ৮৯৫৫ ১০৮
  ইংল্যান্ড ৫৭ ৫৯৫৩ ১০৪
  নিউজিল্যান্ড ৪৬ ৪৭৪৬ ১০৩
  পাকিস্তান ৬০ ৫৭১৪ ৯৫
  ওয়েস্ট ইন্ডিজ ৫১ ৪৮০৮ ৯৪
  বাংলাদেশ ৩৩ ২৪৬৬ ৭৫
১০   জিম্বাবুয়ে ৩৬ ১৮৯৩ ৫৩
১১   আফগানিস্তান ১৫ ৬২২ ৪১
১২   আয়ারল্যান্ড ১১ ৩৭৭ ৩৪

প্রস্তুতি-পর্ব

স্থানীয় পরিচালনা কমিটি

২০১৫ বিশ্বকাপ সফলভাবে পরিচালনার জন্য প্রতিযোগিতার পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। জন হার্নডেনকে[২৬] প্রধান নির্বাহী, জেমস স্ট্রং[২৭] সভাপতি ও রাল্ফ ওয়াল্টার্সকে[২৮] উপ-সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

ভিসা

পূর্বেই ঘোষণা করা হয়েছে যে, ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে নিউজিল্যান্ডে আগত দর্শকগণ ট্রান্স-তাসমান চুক্তির আওতায় অস্ট্রেলিয়া গমন করতে পারবেন যা অস্ট্রেলিয়ার ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য হবে।[২৯][৩০][৩১]

প্রচারমাধ্যম

প্রতিটি বিশ্বকাপ প্রতিযোগিতায় প্রচারমাধ্যম ব্যবহৃত হয়ে আসছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ২০১৫ বিশ্বকাপের সম্প্রচারস্বত্ত্ব ২ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ইএসপিএন স্টার স্পোর্টসস্টার ক্রিকেটের সাথে চুক্তিতে আবদ্ধ হয়। স্ট্রংয়ের ভাষ্য মোতাবেক স্থানীয় পরিচালনা কমিটি প্রতিযোগিতাটিকে আরও সমর্থক-বান্ধব ক্রীড়া পরিবেশ নিশ্চিতকরণে ও ক্রিকেট সম্প্রসারণে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মাধ্যমে বিস্তৃত করতে চায়।[৩২]

শচীন তেন্ডুলকরকে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য দ্বিতীয়বারের মতো দূত হিসেবে মনোনীত করা হয়। এরপূর্বে ২০১১ সালে তিনি দূতের মর্যাদা পেয়েছিলেন।[]

টেলিভিশন

অবস্থান টেলিভিশন সম্প্রচার রেডিও সম্প্রচার ওয়েব স্ট্রিমিং
  আফগানিস্তান ক্যাবল/স্যাটেলাইট আরিয়ানা টেলিভিশন নেটওয়ার্ক: লিমার টিভি [৩৩]
  অস্ট্রেলিয়া
এবিসি লোকাল রেডিও ফক্স স্পোর্টস
(Foxsports.com.au)
আফ্রিকা সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন
সুপারস্পোর্টস(কেবলমাত্র দক্ষিণ আফ্রিকায়)
সুপারস্পোর্ট
  বাংলাদেশ ক্যাবল/স্যাটেলাইট বাংলাদেশ টেলিভিশনগাজী টেলিভিশন[৩৫] বাংলাদেশ বেতার স্টার স্পোর্টস
  ভুটান স্টার স্পোর্টস
  কানাডা এশিয়ান টেলিভিশন নেটওয়ার্ক ইকোস্টার
মধ্য আমেরিকা ইকোস্টার
  গণচীন স্টার স্পোর্টস
ইউরোপ (যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড ব্যতীত) ইউরোস্পোর্ট২ ইউরোস্পোর্ট
  ফিজি ফিজি টিভি
  ভারত
অল ইন্ডিয়া রেডিও
  আয়ারল্যান্ড ক্যাবল/স্যাটেলাইট (পে): স্কাই স্পোর্টস[৩৭] বিবিসি রেডিও বিস্কাইবি
  জামাইকা টেলিভিশন জামাইকা
  মালদ্বীপ স্টার স্পোর্টস
মধ্যপ্রাচ্য আরব রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক আরব রেডিও ও টেলিভিশন নেটওয়ার্ক
    নেপাল স্টার স্পোর্টস ১ ও ২
  নিউজিল্যান্ড ক্যাবল/স্যাটেলাইট (পে): স্কাই স্পোর্টস[৩৮] স্কাই স্পোর্ট
  পাকিস্তান ক্যাবল/স্যাটেলাইট (পে): পিটিভি স্পোর্টস[৩৯] হাম এফএম স্টার স্পোর্টস
  সিঙ্গাপুর স্টার ক্রিকেট[৪০]
  শ্রীলঙ্কা ক্যাবল/স্যাটেলাইট: সিএসএনস্টার ক্রিকেট শ্রীলঙ্কা ব্রডকাস্টিং কর্পোরেশন স্টার স্পোর্টস
  সংযুক্ত আরব আমিরাত হাম এফএম
  যুক্তরাজ্য ক্যাবল/স্যাটেলাইট (পে): স্কাই স্পোর্টস[৩৭] বিবিসি রেডিও বিস্কাইবি
  যুক্তরাষ্ট্র
  ওয়েস্ট ইন্ডিজ ক্যাবল/স্যাটেলাইট: ক্যারিবিয়ান মিডিয়া কর্পোরেশন[৪২] সিএমসি সিএমসি
বহিঃর্বিশ্ব সুপারস্পোর্ট

খেলা বন্টননামা

২০০৬ সালে বিশ্বকাপের দরপত্র দাখিলের সময় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড খেলা বণ্টনে প্রত্যেকেই অর্ধেক পাবে বলে ঘোষণা করে। ৩০ জুলাই, ২০১৩ তারিখে অস্ট্রেলিয়ায় ২৬টি ও নিউজিল্যান্ড ২৩টি খেলা আয়োজনের দায়িত্ব পাবে বলে জানানো হয়। বিশ্বকাপের ফাইনাল খেলা আয়োজনে মেলবোর্নসিডনি আগ্রহ প্রকাশ করে।[৪৩] কিন্তু ৩০ জুলাই তারিখে মেলবোর্নকে ফাইনালের দায়িত্বভার অর্পণ করা হয়। এছাড়াও, সিডনি ও অকল্যান্ডকে সেমি-ফাইনাল খেলা আয়োজনের দায়িত্ব দেয়া হয়।[৪৪]

মাঠসমূহ

সিডনি, এনএসডব্লিউ মেলবোর্ন, ভিক্টো অ্যাডিলেড, দ. অ. ব্রিসবেন, কুইন্স পার্থ, প. অ.
সিডনি ক্রিকেট গ্রাউন্ড মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অ্যাডিলেড ওভাল ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড ওয়াকা গ্রাউন্ড
ধারনক্ষমতা: ৪৮,০০০ (পরিবর্ধিত) ধারণক্ষমতা: ১০০,০২৪ ধারণক্ষমতা: ৫৩,৫০০ (পরিবর্ধিত) ধারণক্ষমতা: ৪২,০০০ ধারণক্ষমতা: ২৪,৫০০
         
হোবার্ট, তাস ক্যানবেরা, এসিটি
বেলেরিভ ওভাল ম্যানুকা ওভাল
ধারণক্ষমতা: ২০,০০০ (পরিবর্ধিত) ধারণক্ষমতা: ১৩,৫৫০
   
অকল্যান্ড ক্রাইস্টচার্চ
ইডেন পার্ক হ্যাগলে ওভাল
ধারণক্ষমতা: ৪৬,০০০ ধারণক্ষমতা: ২০,০০০
   
হ্যামিলটন নেপিয়ার ওয়েলিংটন নেলসন ডুনেডিন
সেডন পার্ক ম্যাকলিন পার্ক ওয়েলিংটন রিজিওন্যাল স্টেডিয়াম স্যাক্সটন ওভাল ইউনিভার্সিটি ওভাল, ডুনেডিন
ধারণক্ষমতা: ১২,০০০ ধারণক্ষমতা: ২০,০০০ ধারণক্ষমতা: ৩৩,০০০ ধারণক্ষমতা: ৫,০০০ ধারণক্ষমতা: ৬,০০০
       

আম্পায়ার

আম্পায়ার নির্বাচক পরিষদ ২০জন আম্পায়ারকে বিশ্বকাপ পরিচালনার জন্য মনোনীত করে। তন্মধ্যে - অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে ৫, এশিয়া থেকে ৫, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা থেকে ২জন করে এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে ১জন আম্পায়ার খেলা পরিচালনা করবেন।[৪৫]

দলীয় সদস্য

অংশগ্রহণকারী দলগুলো তাদের ৩০-সদস্যের তালিকা প্রকাশ করে। এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে ৭ জানুয়ারি, ২০১৫ তারিখে বা এর পূর্বে দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[৪৬]

প্রস্তুতিমূলক খেলা

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪টি একদিনের আন্তর্জাতিকবিহীন খেলা আয়োজনের ব্যবস্থা নেয়া হয়।[৪৭]

প্রস্তুতিমূলক খেলা
৮ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩৭১ (৪৮.২ ওভার)
  ভারত
২৬৫ (৪৫.১ ওভার)
অস্ট্রেলিয়া ১০৬ রানে বিজয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
দর্শক: ১৩,৯০৯
আম্পায়ার: নাইজেল লং (ইংল্যান্ড) ও ক্রিস গফানি (নিউজিল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ ফেব্রুয়ারি, ২০১৫
১১:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৭৯/৭ (৪৪.৪ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৮৮/৫ (২৪.৩ ওভার)
তিলকরত্নে দিলশান ১০০ (৮৩)
কাইল এ্যাবট ৩/৩৭ (৬.৪ ওভার)
কুইন্টন ডি কক ৬৬ (৫৫)
রঙ্গনা হেরাথ ৩/২২ (৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে বিজয়ী (ডি/এল)
হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড) ও এস. রবি (ভারত)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ৪৪.৪ ওভারের বৃষ্টির কারণে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয়। ফলে, দক্ষিণ আফ্রিকার নতুন লক্ষ্যমাত্রা ২৫ ওভারে ১৮৮ রান নির্ধারণ করা হয়।

৯ ফেব্রুয়ারি, ২০১৫
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৫৭/৭ (৩০.১ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১২২ (২৯.৩ ওভার)
  ইংল্যান্ড
১২৫/১ (২২.৫ ওভার)
লেন্ডল সিমন্স ৪৫ (৫৫)
ক্রিস উকস ৫/১৯ (৭.৩ ওভার)
মইন আলী ৪৬ (৪৩)
কেমার রোচ ১/৩১ (৫ ওভার)
ইংল্যান্ড ৯ উইকেটে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

৯ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
২৪৬ (৪৯.৫ ওভার)
  পাকিস্তান
২৪৭/৭ (৪৮.১ ওভার)
পাকিস্তান ৩ উইকেটে বিজয়ী
ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক, সিডনি
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
২৯৬/৬ (৫০ ওভার)
  আয়ারল্যান্ড
১১৭ (২৭ ওভার)
ম্যাট মচন ১০৩ (১০৮)
ম্যাক্স সোরেনসেন ৩/৫৫ (১০ ওভার)
স্কটল্যান্ড ১৭৯ রানে বিজয়ী
ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক, সিডনি
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১০ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:০০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত  
৩৬৪/৫ (৫০ ওভার)
  আফগানিস্তান
২১১/৮ (৫০ ওভার)
রোহিত শর্মা ১৫০ (১২২)
হামিদ হাসান ১/৪৯ (৮ ওভার)
নওরোজ মঙ্গল ৬০ (৮৫)
রবীন্দ্র জাদেজা ২/৩৮ (১০ ওভার)
ভারত ১৫৩ রানে বিজয়ী
অ্যাডিলেড ওভাল, অ্যাডিলেড
আম্পায়ার: সাইমন ফ্রাই (অস্ট্রেলিয়া) ও মারাইজ ইরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ ফেব্রুয়ারি, ২০১৫
১১:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
৩৩১/৮ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৯৭ (৪৪.২ ওভার)
জেপি ডুমিনি ৮০ (৯৮)
ট্রেন্ট বোল্ট ৫/৫১ (৯.২ ওভার)
নিউজিল্যান্ড ১৩৪ রানে বিজয়ী
হ্যাগলে ওভাল, ক্রাইস্টচার্চ
আম্পায়ার: র‌্যানমোর মার্টিনেজ (শ্রীলঙ্কা) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ ফেব্রুয়ারি, ২০১৫
১১:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৭৯/৮ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
২৮১/৩ (৪৫.২ ওভার)
জিম্বাবুয়ে ৭ উইকেটে বিজয়ী
বার্ট সাটক্লিফ ওভাল, লিঙ্কন
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) ও রিচার্ড ইলিংওর্থ (ইংল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩০৪/৮ (৫০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
১১৬ (৩০.১ ওভার)
অস্ট্রেলিয়া ১৮৮ রানে বিজয়ী
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, মেলবোর্ন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১১ ফেব্রুয়ারি, ২০১৫
১৪:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৫০/৮ (৫০ ওভার)
  পাকিস্তান
২৫২/৬ (৪৮.৫ ওভার)
জো রুট ৮৫ (৮৯)
ইয়াসির শাহ ৩/৪৫ (১০ ওভার)
পাকিস্তান ৪ উইকেটে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও বিলি বাউডেন (নিউজিল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ ফেব্রুয়ারি, ২০১৫
০৯:৩০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
৩১৩/৯ (৫০ ওভার)
  স্কটল্যান্ড
৩১০/৯ (৫০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে বিজয়ী
সিডনি ক্রিকেট গ্রাউন্ড, সিডনি
আম্পায়ার: যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা) ও পল রেইফেল (অস্ট্রেলিয়া)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

১২ ফেব্রুয়ারি, ২০১৫
১০:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৮৯ (৪৮.২ ওভার)
  আয়ারল্যান্ড
১৯০/৬ (৪৬.৫ ওভার)
আয়ারল্যান্ড ৪ উইকেটে বিজয়ী
ব্ল্যাকটাউন অলিম্পিক পার্ক, সিডনি
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) ও কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা)
  • আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

১৩ ফেব্রুয়ারি, ২০১৫
১০:০০
স্কোরকার্ড
আফগানিস্তান  
৩০৮/৯ (৫০ ওভার)
  সংযুক্ত আরব আমিরাত
২৯৪ (৪৮.২ ওভার)
খুররম খান ৮৬ (১০৫)
আফতাব আলম ৩/৪৩ (৬.২ ওভার)
আফগানিস্তান ১৪ রানে বিজয়ী
জংশন ওভাল, মেলবোর্ন
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
  • আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

গ্রুপ পর্ব

প্রতিযোগিতার গ্রুপ-পর্বে রাউন্ড-রবিন পদ্ধতিতে সর্বমোট ৪২টি খেলা অনুষ্ঠিত হয়। প্রত্যেক গ্রুপের শীর্ষস্থানীয় চারদল কোয়ার্টার-ফাইনালে উত্তীর্ণ হয়।

গ্রুপ এ

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  নিউজিল্যান্ড ১২ +২.৫৬৪ নক-আউট পর্বে উন্নীত
  অস্ট্রেলিয়া +২.২৫৭
  শ্রীলঙ্কা +০.৩৭১
  বাংলাদেশ +০.১৩৬
  ইংল্যান্ড −০.৭৫৩
  আফগানিস্তান −১.৮৫৩
  স্কটল্যান্ড −২.২১৮

গ্রুপ বি

অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  ভারত ১২ +১.৮২৭ নক-আউট পর্বে উন্নীত
  দক্ষিণ আফ্রিকা +১.৭০৭
  পাকিস্তান −০.০৮৫
  ওয়েস্ট ইন্ডিজ −০.০৫৩
  আয়ারল্যান্ড −০.৯৩৩
  জিম্বাবুয়ে −০.৫২৭
  সংযুক্ত আরব আমিরাত −২.০৩২

নক-আউট পর্ব

তারিখ ও মাঠ নির্ধারণ করা স্বত্ত্বেও স্বাগতিক দলের যোগ্যতা অর্জনের উপর অনেকাংশে নির্ভরশীল। স্বাগতিক দেশ দুটো কোয়ার্টার ফাইনাল খেলায় সুযোগ পেয়েছে; অস্ট্রেলিয়া কোয়ার্টার-ফাইনালে উন্নীত হওয়ায় ২০ মার্চ অ্যাডিলেডে খেলে। অন্যদিকে নিউজিল্যান্ড কোয়ার্টার-ফাইনালে উন্নীত হওয়ায় ২১ মার্চ ওয়েলিংটনে অংশগ্রহণ করে।[৪৮]

আইসিসি র‌্যাঙ্কিংয়ের পরবর্তী শীর্ষ দল শ্রীলঙ্কা কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করায় সিডনিতে খেলে। অন্যদিক তৃতীয় সর্বোচ্চ র‌্যাঙ্কিংধারী ইংল্যান্ড কোয়ার্টার-ফাইনালে খেলার যোগ্যতা লাভ করলে মেলবোর্নে খেলার কথা ছিল।[৪৯] কিন্তু ইংল্যান্ড কোয়ার্টার-ফাইনাল খেলতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ দল ঐ স্থান দখল করে।[৫০][৫১] বি-গ্রুপের দলগুলো এ-গ্রুপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। খেলার ধারাটি হচ্ছে: এ১ ব বি৪, এ২ ব বি৩, এ৩ ব বি২, এ৪ ব বি১।[৪৯]

অস্ট্রেলিয়া সেমি-ফাইনালে খেলার সুযোগ লাভ করায় সিডনিতে ২৬ মার্চ খেলে। নিউজিল্যান্ড সেমি-ফাইনাল খেলার সুযোগ পাওয়ায় ২৪ মার্চ অকল্যান্ডে খেলে। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সেমি-ফাইনালে মুখোমুখি হলে এ-গ্রুপের শীর্ষস্থানীয় দল হিসেবে নিউজিল্যান্ড খেলা আয়োজনের সুযোগ পাবে।[৪৮][৫২]

কোয়ার্টার-ফাইনাল সেমি-ফাইনাল ফাইনাল
         
এ৩   শ্রীলঙ্কা ১৩৩
বি২   দক্ষিণ আফ্রিকা ১৩৪/১
বি২   দক্ষিণ আফ্রিকা ২৮১/৫
এ১   নিউজিল্যান্ড ২৯৯/৬
এ১   নিউজিল্যান্ড ৩৯৩/৬
বি৪   ওয়েস্ট ইন্ডিজ ২৫০
এ১   নিউজিল্যান্ড ১৮৩
এ২   অস্ট্রেলিয়া ১৮৬/৩
বি৩   পাকিস্তান ২১৩
এ২   অস্ট্রেলিয়া ২১৬/৪
এ২   অস্ট্রেলিয়া ৩২৮/৭
বি১   ভারত ২৩৩
বি১   ভারত ৩০২/৬
এ৪   বাংলাদেশ ১৯৩

কোয়ার্টার-ফাইনাল

সেমি-ফাইনাল

ফাইনাল

পরিসংখ্যান

সর্বাধিক রান

খেলোয়াড় দল খেলা ইনিংস রান গড় স্ট্রাইক রেট সর্বোচ্চ ১০০ ৫০
মার্টিন গাপটিল   নিউজিল্যান্ড ৫৪৭ ৭৬.০০ ১০৮.৭৯ ২৩৭* ৫৮ ১৫
কুমার সাঙ্গাকারা   শ্রীলঙ্কা ৫৪১ ১০৮.২০ ১০৫.৮৭ ১২৪ ৫৭
এবি ডি ভিলিয়ার্স   দক্ষিণ আফ্রিকা ৪৮২ ৯৬.৪০ ১৪৪.৩১ ১৬২* ৪৩ ২১
ব্রেন্ডন টেলর   জিম্বাবুয়ে ৪৩৩ ৭২.১৬ ১০৬.৯১ ১৩৮ ৪৩ ১২
শিখর ধাওয়ান   ভারত ৪১২ ৫১.৫০ ৯১.৭৫ ১৩৭ ৪৮
সর্বশেষ হালনাগাদ: ২৯ মার্চ, ২০১৫[৫৩]

সর্বাধিক উইকেট

খেলোয়াড় দল খেলা ইনিংস উইকেট গড় ইকো সেরা বোলিং স্ট্রাইক রেট
মিচেল স্টার্ক   অস্ট্রেলিয়া ২২ ১০.১৮ ৩.৫৮ ৬/২৮ ১৭.৪০
ট্রেন্ট বোল্ট   নিউজিল্যান্ড ২২ ১৬.৮৬ ৪.৩৬ ৫/২৭ ২১.৪০
উমেশ যাদব   ভারত ১৮ ১৭.৮৩ ৪.৯৮ ৪/৩১ ২১.৪০
মোহাম্মদ শমী   ভারত ১৭ ১৭.২৯ ৪.৮১ ৪/৩৫ ২১.৫০
মরনে মরকেল   দক্ষিণ আফ্রিকা ১৭ ১৭.৫৮ ৪.৩৮ ৩/৩৪ ২৪.০০
সর্বশেষ হালনাগাদ: ২৯ মার্চ, ২০১৫[৫৪]

বিতর্ক

  • গ্রুপ-পর্বে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার খেলায় জেমস অ্যান্ডারসনকে রান আউটের সিদ্ধান্ত পরপরই খেলার সমাপ্তি ঘটে। এরপূর্বে জেমস টেলরকে এলবিডব্লিউ দেয়া হলে সিদ্ধান্ত তৃতীয় আম্পায়ারের কাছে চলে যায় ও ব্যাটসম্যানের অনুকূলে আসে। ফলে টেলর অপরাজিত থাকেন। আইসিসি পরবর্তীতে দুঃখপ্রকাশ করে জানায় যে, সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির ধারা ৩.৬এ এর পরিশিষ্ট ৬-এর নিয়ম অনুযায়ী বলটি ডেড বল ছিল। ফলে অ্যান্ডারসনকে ভুলবশতঃ রান-আউট দেয়া হয়েছে।[৫৫]
  • গ্রুপ-পর্বে ভারত-পাকিস্তানের মধ্যকার খেলার ২৫তম ওভারে উমর আকমলের বিপক্ষে ক্যাচের আবেদন জানায় ভারতীয় ক্রিকেটারগণ। অধিনায়কউইকেট-কিপার মহেন্দ্র সিং ধোনি'র মতে বলটি ব্যাটের কানায় লেগেছিল। কিন্তু ইংরেজ আম্পায়ার রিচার্ড কেটেলবরা তাকে অপরাজিত ঘোষণা করেন। পরবর্তীতে টিভি আম্পায়ার অস্ট্রেলীয় স্টিভ ডেভিস বেশ কয়েকবার ডিআরএস পদ্ধতি ব্যবহার করে আকমলকে আউট ঘোষণা করেন।[৫৬]
  • গ্রুপ পর্বে আয়ারল্যান্ড-জিম্বাবুয়ের মধ্যকার খেলায় শন উইলিয়ামস বাউন্ডারি হাঁকাতে গেলে জন মুনি'র হাতে ধরা পড়েন ও আউট হন। কিন্তু রিপ্লেতে দেখা যায় যে মুনি'র বাম পা বাউন্ডারির সীমানা স্পর্শ করে। ফলে, জিম্বাবুয়ের কোচ ডেভ হোয়াটমোর এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেন।[৫৭]
  • বাংলাদেশ-ভারতের মধ্যকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে রুবেল হোসেনের ফুল টস বলে রোহিত শর্মা স্কয়ার লেগে ক্যাচ দেন। কিন্তু আম্পায়ারের ধারণা ছিল যে, বলটি বেশ উঁচুতে উঠেছিল; ফলে নো বল সঙ্কেত দেয়ার ব্যাটসম্যান অপরাজিত থাকেন। রিপ্লেতে দেখা যায় যে বলটি কোমর উচ্চতায় ছিল ও বৈধ বল হিসেবে বিবেচিত ছিল।[৫৮] আইসিসিতে বাংলাদেশী সভাপতি আ হ ম মোস্তফা কামাল খেলার ফলাফলে আম্পায়ারের মানের বিষয়ে পদত্যাগের হুমকি দেন।[৫৯][৬০][৬১] এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে, ভারতীয় দল খেলায় জয়লাভ করেছে কেননা আম্পায়ারিংয়ে ত্রুটি ছিল।[৬২] এর পরপরই আইসিসি কর্তৃপক্ষ দ্রুত সংবাদ সম্মেলনের আয়োজন করে এবং মোস্তফা কামালের মন্তব্যটি ভিত্তিহীন বলে জানায় ও ব্যক্তিগত আবেগ-অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে। আইসিসি’র প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন মনে করেন যে, অভিযোগটি ভিত্তিহীন ও আম্পায়ারদের ভুলের বিষয়টি অপ্রত্যাশিত ঘটনা।[৬৩] ৫০% - ৫০% অনুপাতে থাকায় আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।[৬৩][৬৪]

অবসরনামা

বিশ্বকাপ শেষে নিম্নবর্ণিত আন্তর্জাতিক ক্রিকেটারগণ একদিনের আন্তর্জাতিক থেকে তাদের অবসরের কথা ঘোষণা করেন।

খেলোয়াড় দেশ সূত্র
মাইকেল ক্লার্ক   অস্ট্রেলিয়া [৬৫]
শহীদ আফ্রিদি   পাকিস্তান [৬৬]
মিসবাহ-উল-হক   পাকিস্তান [৬৬]
মাহেলা জয়াবর্ধনে   শ্রীলঙ্কা [৬৭][৬৮]
কুমার সাঙ্গাকারা   শ্রীলঙ্কা [৬৭][৬৮]
খুররম খান   সংযুক্ত আরব আমিরাত [৬৯]
ব্রেন্ডন টেলর   জিম্বাবুয়ে [৭০]

তথ্যসূত্র

  1. "ICC annual conference: Associates included in 2015 World Cup | Cricket News | Cricinfo ICC Site"। ESPN Cricinfo। ১ জানুয়ারি ১৯৭০। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১১ 
  2. "2015 World Cup Schedule"। from CricketWorld4u। ২০১৪-০৭-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৮-০৪ 
  3. "ICC Cricket World Cup 2015 Launched"। ৪ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫ 
  4. "World Cup 2015: Tickets of India-Pakistan clash sold out in 12 minutes"। ১২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫ 
  5. "Sachin Tendulkar Named As 2015 Cricket World Cup Ambassador", "Affairscloud", 22 December 2014.
  6. "Asia to host 2011 World Cup"ESPNcricinfo। ESPN EMEA। ৩০ এপ্রিল ২০০৬। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৩ 
  7. "Boards 'disappointed' with 2011 World Cup snub"ESPNcricinfo। ৩০ এপ্রিল ২০০৬। 
  8. "Asia to host 2011 World Cup"ESPNcricinfo। ৩০ এপ্রিল ২০০৬। 
  9. "Asia promises spectacular World Cup"Dawn। ২ মে ২০০৫। সংগ্রহের তারিখ ২ মে ২০০৫ 
  10. "England lands Cricket World Cup"। ৩০ এপ্রিল ২০০৬। সংগ্রহের তারিখ ৬ জানুয়ারি ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  11. "ICC Cricket World Cup 2015 - Australia and New Zealand | Official Website"। Cricketworldcup.com। ১৯ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩ 
  12. Nayar, K.R. (২৯ জুন ২০১১)। "International Cricket Council approves 14-team cup"Gulf News। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১১ 
  13. "ICC reinstates associates for 2015 Cricket World Cup"। ৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০১৫ 
  14. Archit Athani (১৫ নভেম্বর ২০১৪)। "The ICC World Cup 2015 format"Sportzwiki। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪ 
  15. "OUTCOMES FROM ICC BOARD AND COMMITTEE MEETINGS"। ICC। ২৯ জানুয়ারি ২০১৫। ২ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ 
  16. "ICC raises prize pool for World Cup"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১৩ নভেম্বর ২০১৪ 
  17. "ICC news: ICC confirms 10 teams for next two World Cups"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১১ 
  18. Irish handed further World Cup boost after ICC meeting
  19. "ICC annual conference: Associates included in 2015 World Cup"ESPNcricinfo। ২৮ জুন ২০১১। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১১ 
  20. "Results of the ICC Chief Executives' Committee meeting in London"। ১২ সেপ্টেম্বর ২০১১। ২৯ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১১ 
  21. "ICC spells out 2015 WC qualification plan"ESPNcricinfo। ESPN Internet Ventures। ১১ অক্টোবর ২০১১। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১১ 
  22. "Ireland become first team to qualify for the 2015 Cricket World Cup"Independent.ie। Independent News & Media। ৯ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩ 
  23. "Afghanistan celebrates cricket World Cup qualification"BBC News। British Broadcasting Corporation। ৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৩ 
  24. "Scotland Win World Cup Qualifier"Cricket World Media। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৪ 
  25. "ICC rankings for Tests, ODIs and Twenty20"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  26. John Harnden announced as ICC Cricket World Cup 2015 CEO[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ICC Official Website. Retrieved 26 January 2012
  27. James Strong announced as ICC Cricket World Cup 2015 Chairman[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ICC Official Website. Retrieved 26 January 2012
  28. Ralph Waters announced as ICC Cricket World Cup 2015 Deputy Chairman[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ICC Official Website. Retrieved 26 January 2012
  29. "2015 Cricket World Cup Trans-Tasman Visa Arrangements"। Immigration New Zealand। ৩ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ 
  30. "Two countries, one visa for the 2015 Cricket World Cup"। Senator Michaelia Cash Assistant Minister for Immigration and Border Protection। ৩ সেপ্টেম্বর ২০১৪। ১৮ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ 
  31. "Trans-Tasman Visa Arrangement for 2015 Cricket World Cup"। Australian Government Department of Immigration and Border Protection। ২ জুন ২০১৪। ১৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৫ 
  32. Prime Ministers Gillard and Key open innings for CWC2015[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ICC Official Website. Retrieved 28 January 2012
  33. "ICC World Cup Cricket 2015 Live TV Channels Broadcasters List | Morningringer"। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  34. "FOX SPORTS and the Nine Network home to ICC's Cricket World Cups from 2012-2015"। Foxtel। ২৯ আগস্ট ২০১২। ১৪ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪ 
  35. "ICC World Cup Cricket 2015 Live TV Channels, Radio Broadcasters List | Morningringer"। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  36. "ESPN STAR Sports and ESPN International Announce Agreement for ICC Events and Champions League Twenty20 for the Caribbean through 2015"। BusinessWire India। ২৭ জুন ২০১২। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৪ 
  37. "Sky wins new ICC deal"। Sky Sports। ১ মে ২০১২। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪ 
  38. Connolly, Eoin (২৬ জুলাই ২০১৩)। "Sky to show Cricket World Cup in New Zealand"। SportsPro। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪ 
  39. Connolly, Eoin (২৬ জুলাই ২০১৩)। "Ptv to show Cricket World Cup in Pakistan"। SportsPro। ৭ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৪ 
  40. "ICC World Cup Cricket Live Streaming TV Channels | Morningringer"। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  41. "ESPN buys US rights for 2015 World Cup"। ESPNCricinfo। ২৩ মার্চ ২০১১। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৪ 
  42. "2015 World Cup Cricket Live TV Channels, Radio, Internet, Website Streaming List | Morningringer"। ৩ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৪ 
  43. Warner, Michael (১৪ জুন ২০১২)। "Melbourne and Sydney will jostle for the right to host the final of the 2015 ICC Cricket World Cup"Fox Sports। Fox Sports Australia। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০১৩ 
  44. "ICC World Cup 2015 : World Cup final returns to Melbourne"ESPNcricinfo। ESPN EMEA। ২৯ জুলাই ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩ 
  45. "ICC announces match officials for ICC Cricket World Cup 2015"। ICC Cricket। ২ ডিসেম্বর ২০১৪। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫ 
  46. "ICC Cricket World Cup 2015 squad lists"। BBC। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৪ 
  47. "ICC announces schedule of warm-up matches for ICC Cricket World Cup 2015"। ICC-Cricket। ১৩ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  48. "Fixtures - Cricket World Cup 2015"। ICC। ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪ 
  49. "World Cup knock-out round FAQs"ESPNcricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫ 
  50. "FIXTURES"। ICC। ৮ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫ 
  51. "BANGLADESH AND SRI LANKA QUALIFY FOR ICC CRICKET WORLD CUP 2015 QUARTER-FINALS"। ICC। ৯ মার্চ ২০১৫। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৫ 
  52. "2015 Cricket World Cup pools and venues revealed"Herald Sun। জুলাই ৩০, ২০১৩। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১৪ 
  53. "Records / ICC Cricket World Cup, 2014/15 / Most runs"ESPNcricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  54. "Records / ICC Cricket World Cup, 2014/15 / Most wickets"ESPNcricinfo। ESPN Sports Media। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  55. "ICC accepts umpiring error on Anderson run-out"ESPNcricinfo। ESPN Sports Media। ১৪ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৫ 
  56. "DRS controversy in India-Pakistan World Cup match"oneindia। oneindia.com। ১৫ ফেব্রুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  57. "Catch controversy hits World Cup as Sean Williams, Zimbabwe 'cheated'"। oneindia। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৫ 
  58. "Responsible Rohit sees off Bangladesh threat"। ESPN Cricinfo। ১৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৫ 
  59. "Bangladeshi ICC prez threatens to quit over Rohit 'no-ball'"Hindustan Times। ২০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫ 
  60. "ICC president claims QF was 'fixed'"sport24। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫ 
  61. "World Cup: ICC President threatens to quit alleging foul play in India-Bangladesh QF"IBN Live। IBN। ২২ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫ 
  62. "Sheikh Hasina says India won against Bangladesh in World Cup QF due to 'umpiring errors'"Hindustan Times। ২১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৫ 
  63. "ICC Boss Slams Bangladesh President Mustafa Kamal For Fixing Accusations On Umpires"The Huffington Post। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৫ 
  64. "ICC disappointed with Kamal comments; says no-ball was a 50/50 call"। Cricbuzz। ২০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৫ 
  65. "Smith, Hazlewood book semi-final berth"ESPNcricinfo। ESPN (Sports Media)। ২৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৫ 
  66. "Smith, Hazlewood book semi-final berth"ESPNcricinfo। ESPN Sports Media। ২০ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০১৫ 
  67. "World Cup 2015: Jayawardene, Sangakkara bid adieu to ODI cricket"। The Times of India। ১৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫ 
  68. "Cricket World Cup 2015: South Africa ease into semi-finals"। BBC Sport (British Broadcasting Corporation)। ১৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫ 
  69. "Khurram Khan expecting to retire from UAE duty soon"। Zawya। ১৯ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৫ 
  70. "Family Requirements Prompted me to Retire: Zimababwe's Brendan Taylor"। NDTV Sports। ১৩ মার্চ ২০১৫। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৫ 

বহিঃসংযোগ