ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (পূর্ব নাম ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) ওয়েস্ট ইন্ডিজ অঞ্চলের পেশাদার ও শৌখিন ক্রিকেটের সর্বোচ্চ ক্রীড়া পরিচালনা পরিষদ। এক ডজনেরও অধিক ইংরেজি ভাষা-ভাষী ক্যারিবিয় দেশ ও নির্ভরশীল এলাকাসমূহ নিয়ে গঠিত ব্রিটিশ ওয়েস্ট ইন্ডিজ এ ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত। ১৯২০-এর দশকের শুরুতে এ সংস্থাটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামে গঠিত হয় যা এখনও মাঝে-মধ্যে পরিচিতি পেয়ে আসছে। কিন্তু ১৯৯৬ সালে বর্তমান নামে পরিবর্তন করা হয়। অ্যান্টিগুয়া ও বার্বুডা এলাকার সেন্ট জন্সে এ সংস্থার সদর দফতর অবস্থিত।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ লোগো ২০১৭.png
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রজাতীয়
সংক্ষেপেডব্লিউআইসিবি
প্রতিষ্ঠাকাল১৯২০-এর দশক (1920-এর দশক)
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ৩১ মে ১৯২৬ (1926-05-31)
সদর দফতরসেন্ট জন্স
সভাপতি

ওয়েস্ট ইন্ডিজ মহিলা

ক্যারল হুইলবি-ম্যাক্সওয়েল
চেয়ারম্যানহোয়াইক্লিফ (ডেভ) ক্যামেরন
মুখ্য নির্বাহীমাইকেল মুইরহেড
সচিব

ওয়েস্ট ইন্ডিজ মহিলা

মাইকেল সিপারসড
প্রশিক্ষকফিল সিমন্স
স্থলাভিষিক্তওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কন্ট্রোল বোর্ড
(প্রতিষ্ঠা)১৯২৬ (1926)
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.windiescricket.com

ইতিহাসসম্পাদনা

১৮৮০-এর দশক থেকে আন্তঃ-উপনিবেশ প্রতিযোগিতা ও খেলা আয়োজনের জন্য কোন কেন্দ্রীয় পরিচালনা সংস্থা না থাকায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট একাদশ ইংল্যান্ড, কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্র সফর করে। কিন্তু ঐ অঞ্চলে একই ধরনের সংস্থা থাকায় অনানুষ্ঠানিকভাবে বড় ক্লাব দলগুলোর সাথে সংঘাতে পরিণত হয়।[১] এ প্রেক্ষিতে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটারগণ একটি সংস্থা গঠনের উপযোগিতা উপলদ্ধি করেন। কিন্তু ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈষম্য থাকায় তা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ফলে মেরিলেবোন ক্রিকেট ক্লাবের অন্যতম সদস্য ও পরবর্তীকালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ম্যানেজার আর. এইচ. মল্যাট এ সমস্যা দূরীকরণে এগিয়ে আসেন। তিনি অনেকগুলো অঞ্চলে প্রতিনিধিত্ব করে সংস্থাগুলোকে একত্রিত করার প্রয়াস চালিয়ে সফলকাম হন এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কন্ট্রোল বোর্ড নামের সংস্থাটি গঠন করেন। বার্বাডোসের ব্রিজটাউনে অনুষ্ঠিত খসড়া সভাটি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কনফারেন্স নামে ১৯২৬ সালে পরিচিতি পায়।

১৯২৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণাঙ্গ সদস্য হিসেবে স্বীকৃতি পায়।[২] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল এবং ওয়েস্ট ইন্ডিজ এ ক্রিকেট দলের অন্যান্য দেশের বিপক্ষে টেস্ট সফর ও একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনায় এ সংস্থা মূখ্য ভূমিকা পালন করে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেটে আঞ্চলিক চার দিনের প্রতিযোগিতা এবং ঘরোয়া একদিনের (লিস্ট এ) প্রতিযোগিতা ডব্লিউআইসিবি কাপ আয়োজন করে সংস্থাটি। স্যার অ্যালেন স্ট্যানফোর্ডের সম্মানার্থে টুয়েন্টি২০ পদ্ধতির ক্রিকেটে ঘরোয়া স্ট্যানফোর্ড ২০/২০ প্রতিযোগিতায়ও সম্পৃক্ততা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের।

সদস্য সংস্থাসম্পাদনা

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্মকর্তাগণসম্পাদনা

ডব্লিউআইসিবি সভাপতি (পুরুষ)সম্পাদনা

ডব্লিউআইডব্লিউসিবি সভাপতি (মহিলা)সম্পাদনা

  • ক্যারল হুইলবি-ম্যাক্সওয়েল

মাঠসম্পাদনা

নাম শহর দেশ ধারণক্ষমতা টেস্ট ওয়ানডে টি২০ সিপিএল আয়োজনে
কেনসিংটন ওভাল ব্রিজটাউন   বার্বাডোস ২৮,০০০ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বার্বাডোস রয়্যালস ইংল্যান্ড, অস্ট্রেলিয়া
সাবিনা পার্ক কিংস্টন   জ্যামাইকা ১৫,৬০০ হ্যাঁ হ্যাঁ জ্যামাইকা তালাওয়াস পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা
বিউসেজাউর স্টেডিয়াম গ্রস আইলেট   সেন্ট লুসিয়া ১৫,০০০ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেন্ট লুসিয়া কিংস দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া
প্রভিডেন্স স্টেডিয়াম জর্জটাউন   গায়ানা ২০,০০০ হ্যাঁ হ্যাঁ গায়ানা আমাজন ওয়ারিয়র্স
গ্রেনাডা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সেন্ট জর্জ   গ্রেনাডা ২০,০০০ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম নর্থ সাউন্ড   অ্যান্টিগুয়া ও বার্বুডা ১০,০০০ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
কুইন্স পার্ক ওভাল পোর্ট অব স্পেন   ত্রিনিদাদ ও টোবাগো ২০,০০০ হ্যাঁ হ্যাঁ ত্রিনবাগো নাইট রাইডার্স ভারত

গ্রন্থপঞ্জিসম্পাদনা

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা