সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন

উত্তর আমেরিকার রাষ্ট্র

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন (ইংরেজি ভাষায়: Saint Vincent and the Grenadines) ক্যারিবীয় সাগরের ক্ষুদ্রতর অ্যান্টিল দ্বীপপুঞ্জে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। ৩৮৯ বর্গকিলোমিটার এলাকাবিশিষ্ট রাষ্ট্রটি সমগ্র সেন্ট ভিনসেন্ট দ্বীপ এবং গ্রেনাডাইন দ্বীপপুঞ্জের উত্তরের দুই-তৃতীয়াংশ নিয়ে গঠিত। দেশটি অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল। বর্তমানে এটি কমনওয়েল্‌থ অফ নেশন্‌স এবং ক্যারিবীয় সম্প্রদায়ের সদস্য।

Saint Vincent and the Grenadines
Saint Vincent and the Grenadines জাতীয় পতাকা
পতাকা
নীতিবাক্য: "Pax et justitia"  (Latin)
"Peace and justice"
জাতীয় সঙ্গীত: St Vincent Land So Beautiful
Saint Vincent and the Grenadines অবস্থান
রাজধানী
ও বৃহত্তম নগরী বা বসতি
কিংসটাউন
সরকারি ভাষাইংরেজি
জাতীয়তাসূচক বিশেষণভিনসেন্টীয়
সরকারসংসদীয় গণতন্ত্র (সাংবিধানিক রাজতন্ত্র)
যুক্তরাজ্যের রাণী দ্বিতীয় এলিজাবেথ
স্যার ফ্রেডেরিক ব্যালানটাইন
রাল্‌ফ গনসালবেস
স্বাধীনতা
২৭শে অক্টোবর, ১৯৭৯
আয়তন
• মোট
৩৮৯ কিমি (১৫০ মা) (২০১তম)
• পানি (%)
নগণ্য
জনসংখ্যা
• ২০০৫ আনুমানিক
১১৯,০০০ (১৯০তম)
• ঘনত্ব
৩০৭/কিমি (৭৯৫.১/বর্গমাইল) (৩৯তম)
জিডিপি (পিপিপি)২০০২ আনুমানিক
• মোট
$৩৪২ মিলিয়ন (২১২তম)
• মাথাপিছু
$৭,৪৯৩ (৮২তম)
মানব উন্নয়ন সূচক (২০০৪)বৃদ্ধি ০.৭৫৯
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · ৮৮তম
মুদ্রাEast Caribbean dollar (XCD)
সময় অঞ্চলইউটিসি-4
কলিং কোড1 784
ইন্টারনেট টিএলডি.vc
গ্রেনাডাইনে মস্তিক দ্বীপ