জ্যঁ-পল ডুমিনি (ইংরেজি: Jean-Paul Duminy; জন্ম: ১৪ এপ্রিল, ১৯৮৪) কেপ টাউনের স্ট্যান্ডফন্টেইনে জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান ক্রিকেট ধারাভাষ্যকার ও প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার। সংক্ষেপে তিনি জেপি ডুমিনি নামে বৈশ্বিকভাবে পরিচিত।[]

জেপি ডুমিনি
২০০৯ সালের সংগৃহীত স্থিরচিত্রে জেপি ডুমিনি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জ্যঁ-পল ডুমিনি
জন্ম (1984-04-14) ১৪ এপ্রিল ১৯৮৪ (বয়স ৪০)
স্ট্র্যান্ডফন্টেইন, কেপ টাউন, দক্ষিণ আফ্রিকা
ডাকনামজেপি, কোপ
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩০২)
১৭ ডিসেম্বর ২০০৮ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট৯ আগস্ট ২০১৪ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক
(ক্যাপ ৭৭)
২০ আগস্ট ২০০৪ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই১৮ মার্চ ২০১৫ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং২১
টি২০আই অভিষেক১৫ সেপ্টেম্বর ২০০৭ বনাম বাংলাদেশ
শেষ টি২০আই১৪ জানুয়ারি ২০১৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩-বর্তমানকেপ কোবরাস/ওয়েস্টার্ন প্রভিন্স বোল্যান্ড (জার্সি নং ২৪)
২০০১-২০০৪ওয়েস্টার্ন প্রভিন্স
২০০৩ডেভন
২০০৯-২০১০মুম্বাই ইন্ডিয়ান্স
২০১১-বর্তমানডেকান চার্জার্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৪৬ ১৯৯ ৮১ ১০৮
রানের সংখ্যা ২,১০৩ ৫,১১৭ ১,৯৩৪ ৬,৭৭৪
ব্যাটিং গড় ৩২.৮৫ ৩৬.৮১ ৩৮.৬৮ ৪৬.০৮
১০০/৫০ ৬/৮ ৪/২৭ ০/১১ ২০/৩০
সর্বোচ্চ রান ১৬৬ ১৫০* ৯৬* ২৬০*
বল করেছে ২,৭০৩ ৩,৫১৩ ৪৬৩ ৫,৪৩৪
উইকেট ৪২ ৬৯ ২১ ৭৭
বোলিং গড় ৩৮.১১ ৪৫.৫৫ ২৮.৫২ ৪১.০৬
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৪৭ ৪/১৬ ৩/১৮ ৫/১০৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৮/– ৮২/– ৩৫/– ৭৯/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৪ জুন ২০২০

দক্ষিণ আফ্রিকা দলে বামহাতি ব্যাটসম্যান ও ডানহাতি অফ স্পিন বোলার হিসেবে খেলে থাকেন। কেপে জন্মগ্রহণ করলেও বড় হয়েছেন ওয়েস্টার্ন কেপে।[] বর্তমানে ঘরোয়া ক্রিকেটে নিজ রাজ্য দল কেপ কোবরাজে খেলছেন।

ক্রীড়া জীবন

সম্পাদনা

শীর্ষসারির ব্যাটসম্যানরূপে ডুমিনি সফলতা লাভ করেছেন, দক্ষ ফিল্ডার ও কার্যকর পরিবর্তিত বোলাররূপে পরিচিত পেয়েছেন। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষিক্ত হয়েছেন। আঘাতপ্রাপ্ত সহ-অধিনায়ক অ্যাশওয়েল প্রিন্সের পরিবর্তে ডুমিনির টেস্ট অভিষেক ঘটে ১৭ ডিসেম্বর, ২০০৮ তারিখে পার্থের ওয়াকায়অপরাজিত অর্ধ-শতকের পাশাপাশি দ্বিতীয় ইনিংসের জয়সূচক রানটি আসে এবি ডি ভিলিয়ার্সের সাথে অবিচ্ছিন্ন জুটি বেঁধে। পরের টেস্টে নিচের সারির ব্যাটসম্যানদের নিয়ে প্রথম সেঞ্চুরি করেন। বক্সিং ডে টেস্টের খেলাটিতে ২০০ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায়। এ অবস্থায় ডেল স্টেইনকে (৭৬) সাথে নিয়ে ১৮০ রান করেন। এর মাধ্যমে গ্রেইমপিটার পোলকের অস্ট্রেলিয়ার বিপক্ষে সৃষ্ট রেকর্ডটি ভেঙ্গে ফেলেন। দক্ষিণ আফ্রিকা ৬২ রানে এগিয়ে থেকে ৯ উইকেটের বিজয় অর্জন করে। এরফলে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো সিরিজ জয় করে। পাশাপাশি ১৬ বছরের মধ্যে অস্ট্রেলিয়া নিজ মাটিতে প্রথমবারের মতো হারে।

ক্রিকেট বিশ্বকাপ

সম্পাদনা

৭ জানুয়ারি, ২০১৫ তারিখে ক্রিকেট সাউথ আফ্রিকা কর্তৃপক্ষ ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য তাদের পরিচালনাধীন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[] এতে ডুমিনিও দলের অন্যতম সদস্য মনোনীত হন। ১৫ ফেব্রুয়ারি, ২০১৫ তারিখে গ্রুপ পর্বের ১ম খেলায় জিম্বাবুয়ের বিপক্ষে তিনি অংশগ্রহণ করেন। ৫ম উইকেট জুটিতে ডেভিড মিলারকে সাথে নিয়ে অবিচ্ছেদ্যভাবে একদিনের আন্তর্জাতিকের ইতিহাসের সর্বোচ্চ ২৫৬* রানের নতুন রেকর্ড গড়েন।[]

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের নক-আউট পর্বের কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দক্ষিণ আফ্রিকান হিসেবে বিশ্বকাপে হ্যাট্রিক করেন ডুমিনি।[] ধারাবাহিকভাবে তিনি অ্যাঞ্জেলো ম্যাথিউস, নুয়ান কুলাসেকারাথারিন্ডু কৌশলকে আউটের মাধ্যমে দুই ওভারের সমন্বয়ে গড়া একদিনের আন্তর্জাতিকের ৩৮তম হ্যাট্রিক সম্পন্ন করেন।[] এরফলে প্রথমবারের মতো বিশ্বকাপের নক-আউট পর্বের কোন খেলা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে শেষ হয়ে যায়।[] তার দল ৯ উইকেটেব ব্যবধানে জয়সহ প্রথমবারের মতো বিশ্বকাপের নক-আউট পর্বে জয় পায়।[]

বছর দল মূল্য
২০০৯ মুম্বই ইন্ডিয়ান্স ৪৭৫ লক্ষ
২০১১ ডেকান চার্জার্স ১৩৫ লক্ষ
২০১৪ দিল্লি ডেয়ারডেভিলস ২২০ লক্ষ
২০১৮ মুম্বই ইন্ডিয়ান্স ১০০ লক্ষ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Peter Roebuck (২১ ডিসেম্বর ২০০৮)। "Steely youths score greatest win"The Sydney Morning Herald। smh.com.au। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৮ 
  2. Moonda, Firdose। "South Africa Gamble on Quinton de Kock"ESPNCricinfo। ESPN। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৫ 
  3. Mitchener, Mark (১৫ ফেব্রুয়ারি ২০১৫)। "World Cup 2015: South Africa beat Zimbabwe after record stand"। BBC Sport (British Broadcasting Corporation)। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. |http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/engine/current/match/656483.html
  5. "JP Duminy Becomes First South African to Claim World Cup Hat-Trick"। NDTV। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫ 
  6. "SA v SL (Scorecard and ball-by-ball details)"ESPN। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫ 
  7. "South Africa beat Sri Lanka for their first-ever World Cup knockout win"। NDTV। ১৮ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১৫ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা