ইএসপিএন

(ESPN থেকে পুনর্নির্দেশিত)

ইএসপিএন (ইংরেজি: ESPN); (এটি মূলত Entertainment and Sports Programming Network বা বিনোদন ও ক্রীড়া প্রোগ্রামিং নেটওয়ার্ক-এর সংক্ষিপ্ত রূপ) হল একটি মার্কিন ভিত্তিক বৈশ্বিক কেবল এবং স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, যেটি ওয়াল্ট ডিজনি কোম্পানি (যা তার ৮০% মালিকানা) এবং (একটি ২০%) হার্চস্ট কর্পোরেশনের যৌথ উদ্যোগ হিসাবে মালিক। চ্যানেলটি সরাসরি অনুষ্ঠান এবং রেকর্ডকৃত ইভেন্ট টেলিভিশন, ক্রীড়া আলাপ শো এবং অন্যান্য মূল প্রোগ্রামিং সহ খেলা সংক্রান্ত প্রোগ্রামিং উপর দৃষ্টি দিয়ে তৈরী করা হয়।

ইএসপিএন
ইএসপিএন লোগো ১৯৮৫ সাল থেকে
উদ্বোধনসেপ্টেম্বর ৭, ১৯৭৯
মালিকানাইএসপিএন ইনক
(ওয়াল্ট ডিজনি কোম্পানি, ৮০%
হার্চস্ট কর্পোরেশন, ২০%)
চিত্রের বিন্যাস720p (এইচডিটিভি)
480i (এসডিটিভি/১৬:৯ letterbox)
স্লোগানদ্যা ওয়ার্ল্ডওয়াড লিডার ইন স্পোর্টস
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রচারের স্থানবিশ্বব্যাপী
প্রধান কার্যালয়ব্রিস্টল, কানেকটিকাট, মার্কিন যুক্তরাষ্ট্র
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ইএসপিএন ২
ইএসপিএন ৩
ইএসপিএন ফিল্ম
ইএসপিএন নিউজ
ইএসপিএন ইউ
ইএসপিএন ব্রাজিল
ইএসপিএন ক্লাসিক
ইএসপিএন ডিপোর্টস
ইএসপিএন প্লাস
ইএসপিএন অব এবিসি
লংহর্ন নেটওয়ার্ক
সেক নেটওয়ার্ক
ওয়েবসাইটESPN
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
DirecTV206 (HD/SD)
209-1 (alternate feed; HD)
209-1 (alternate feed; SD)
1206 (VOD)
Dish Network140 (HD/SD)
145, 147 and 148 (alternate feeds)
ক্যাবল
Available on most cable providersCheck local listings for channels
Verizon FiOS৫৭০ (এইচডি)
৭০ (এসডি)
আইপিটিভি
AT&T U-Verse১৬০২ (এইচডি)
৬০২ (এসডি)
স্ট্রিমিং মিডিয়া
WatchESPNWatch live (U.S. cable internet subscribers only)
ইএসপিএন এর প্রথম লোগো, ১৯৭৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ব্যবহৃত

অনুষ্ঠানমালা

সম্পাদনা

চ্যানেলটি সরাসরি ক্রীড়া সম্প্রচার পাশাপাশি, ক্রীড়া হাইলাইট, টক শো এবং তথ্যচিত্র স্টাইল শো ইত্যাদি প্রচার করে থাকে। এগুলির মধ্যে রয়েছে:

  • স্পোর্টস সেন্টার: ইএসপিএন, সর্বশেষ ক্রীড়া খবর এবং হাইলাইট প্রদানমূল অনুষ্ঠান, প্রতিদিনের দৈনিক ক্রীড়া খবর
  • এ্যারাউন্ড দ্যা হর্ণ: টনি রিয়েলী কর্তৃক সারা দেশে চার ক্রীড়া লেখক, মধ্যে কম্পিটিটিভ ডিবেটিং অনুষ্ঠান
  • বেসবল টুনাইট: বেসবল মৌসুম জুড়ে চলতি যে দিন এর মেজর লিগ বেসবল কর্মের একটি দৈনিক অনুষ্ঠান

কার্য নির্বাহকদয়

সম্পাদনা
  • জন স্কিপার: সভাপতি, ইএসপিএন, ইনক.[]
  • সিন ব্রাথেস: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সেলস ও মার্কেটিং[]
  • খ্রীস্টিন ড্রিসন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার[]
  • এড ডুরসো: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রশাসন[]
  • চার্লস পাগানো: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং চিফ টেকনোলজি অফিসার[]
  • নরবি উইলিয়ামসন: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, প্রোগ্রামিং[]
  • রাসেল উলফ: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, ইএসপিএন ইন্টারন্যাশনাল[]
  • জন উইল্ডহাক: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, উত্পাদনের
  • জন কসনার: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ডিজিটাল ও প্রিন্ট মিডিয়া
  • জন এ ওয়ালশ: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং নির্বাহী সম্পাদক

নেটওয়ার্ক স্লোগান

সম্পাদনা
  • দ্যা টোটাল স্পোর্টস নেওয়ার্ক (১৯৭৯–১৯৮৫)
  • দ্যা নাম্বার অন স্পোর্টস নেওয়ার্ক (১৯৮৫–১৯৯১)
  • অল স্পোর্টস, অল দ্যা টাইম (১৯৯১–১৯৯৪)
  • আমেরিকাস নাম্বার ওয়ান স্পোর্টস নেটওয়ার্ক (১৯৯৪–১৯৯৮)
  • দ্যা ওয়াল্ডওয়াড লিডা ইন স্পোর্টস (১৯৯৮–বর্তমান)

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. James, Meg (২৩ নভেম্বর ২০১১)। "John Skipper is promoted to ESPN president"Los Angeles Times। ২৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১২ 
  2. "SEAN R. H. BRATCHES Executive Vice President, Sales and Marketing"ESPN। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৭ 
  3. "CHRISTINE F. DRIESSEN Executive Vice President and Chief Financial Officer"ESPN। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৭ 
  4. "EDWIN M. DURSO Executive Vice President, Administration"ESPN। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৭ 
  5. "CHUCK PAGANO Executive Vice President, Technology"ESPN। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৭ 
  6. "NORBY WILLIAMSON Executive Vice President, Studio and Remote Production"ESPN। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৭ 
  7. "RUSSELL WOLFF Executive Vice President and Managing Director, ESPN International"ESPN। সংগ্রহের তারিখ এপ্রিল ৭, ২০০৭ 

বিবলিওগ্রাফি

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা