২০১৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ২০ জুলাই থেকে ৬ আগস্ট, ২০১৩ তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফর করে। সফরকারী দলটি ৫টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং ৩টি টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করে।[১] সম্প্রচার স্বত্ত্বের কারণে উভয় সিরিজের নামকরণ করা হয়েছে ডায়ালগ কাপ। ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ত্রি-দেশীয় সিরিজের চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কা দল ধীরগতিতে বোলিং করায় ওডিআই অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস প্রথম দু’টি ওডিআইয়ে খেলতে পারেননি। দলের অন্যান্য সদস্যদেরকে ম্যাচ ফি’র ৪০% অর্থ জরিমানা করা হয়।[২] ম্যাথিউসের পরিবর্তে দীনেশ চন্ডিমাল অধিনায়কত্ব করেন। ২৩ বছর বয়সে অধিনায়কের দায়িত্ব পাবার ফলে তিনি শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়কের মর্যাদার আসন গ্রহণ করেন।[৩]
২০১৩ দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর | |||
---|---|---|---|
শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা | ||
তারিখ | ২০ জুলাই, ২০১৩ – ৬ আগস্ট, ২০১৩ | ||
অধিনায়ক |
অ্যাঞ্জেলো ম্যাথিউস (শেষ ৩ ওডিআই) দীনেশ চন্ডিমাল (প্রথম ২ ওডিআই ও টি২০আই) | এবি ডি ভিলিয়ার্স | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে শ্রীলঙ্কা ৪–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুমার সাঙ্গাকারা (৩৭২) | জেপি ডুমিনি (১৬৫) | |
সর্বাধিক উইকেট | অজন্তা মেন্ডিস (১০) | মরনে মরকেল (৭) | |
সিরিজ সেরা খেলোয়াড় | কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | কুমার সাঙ্গাকারা (৯৮) | জেপি ডুমিনি (১৩২) | |
সর্বাধিক উইকেট | সচিত্র সেনানায়েকে (৫) |
ওয়েন পারনেল (৪) মরনে মরকেল (৪) | |
সিরিজ সেরা খেলোয়াড় | জেপি ডুমিনি (দক্ষিণ আফ্রিকা) |
দলের সদস্য
সম্পাদনাএকদিনের আন্তর্জাতিক | টুয়েন্টি২০ আন্তর্জাতিক | ||
---|---|---|---|
শ্রীলঙ্কা[৪] | দক্ষিণ আফ্রিকা | শ্রীলঙ্কা | দক্ষিণ আফ্রিকা |
প্রস্তুতিমূলক খেলা
সম্পাদনাশ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড সভাপতি একাদশ ব দক্ষিণ আফ্রিকা একাদশ
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা একাদশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কুমার সাঙ্গাকারা’র ১৬৯ রান শ্রীলঙ্কার মাটিতে যে-কোন শ্রীলঙ্কান ব্যাটসম্যানের ব্যক্তিগত সর্বোচ্চ রান।
২য় ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির জন্য শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪৯.২ ওভারে। পুনরায় বৃষ্টি নামলে দক্ষিণ আফ্রিকার ইনিংস ২৯ ওভারে সীমাবদ্ধ রাখা হয়। পরে দক্ষিণ আফ্রিকার ইনিংসকে ২১ ওভারে নিয়ে আসা হয়।
৩য় ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- শ্রীলঙ্কার পক্ষে অ্যাঞ্জেলো পেরেরার ওডিআই অভিষেক হয়।
৪র্থ ওডিআই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৫ম ওডিআই
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে বিজয়ী হয়ে ব্যাটিং করে।
টি২০আই সিরিজ
সম্পাদনা১ম টি২০আই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দক্ষিণ আফ্রিকার পক্ষে ইমরান তাহির এবং ডেভিড উইসের টি২০ অভিষেক ঘটে।
২য় টি২০আই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
৩য় টি২০আই
সম্পাদনাব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
সম্প্রচার ব্যবস্থা
সম্পাদনাটেলিভিশন সম্প্রচার | দেশ | মন্তব্য |
---|---|---|
টেন স্পোর্টস | পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা |
আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা সম্প্রচার করে |
টেন ক্রিকেট | বাংলাদেশ ভারত |
|
সুপারস্পোর্ট | দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "South Africa tour of Sri Lanka 2013"। ১৮ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
- ↑ "Mathews suspended for two ODIs for slow over-rate in Trinidad"। ২৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
- ↑ "Chandimal becomes youngest Sri Lanka ODI captain"। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
- ↑ "Sri Lanka National Squad for the 1st & 2nd ODI against South Africa"। জুলাই ২০, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ১৮, ২০১৩।
আরও দেখুন
সম্পাদনা- ২০১৩ অ্যাশেজ সিরিজ
- ২০১৩-এ আন্তর্জাতিক ক্রিকেট
- ২০১৩-১৪ আন্তর্জাতিক ক্রিকেট
- ২০১৩ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
- ২০১৩ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর
- ২০১৩ নিউজিল্যান্ড ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
- ২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের স্কটল্যান্ড সফর
- ২০১৩ পাকিস্তান ক্রিকেট দলের আয়ারল্যান্ড সফর
- ২০১৩ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ইংল্যান্ড সফর