ফারহান বেহার্ডিন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার
(ফারহান বেহারদিন থেকে পুনর্নির্দেশিত)

ফারহান বেহার্ডিন (ইংরেজি: Farhaan Behardien; জন্ম: ৯ অক্টোবর, ১৯৮৩) হলেন একজন দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার যিনি দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের হয়ে একদিনের আন্তর্জাতিক এবং টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রতিনিধিত্ব করে থাকেন। এছাড়াও তিনি নাশুয়া টাইটানস ক্লাবের হয়ে খেলে থাকেন। ফারহান ২০০৪-০৫ সিজনে প্রথম শ্রেনীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ফারহান হলেন একজন ডানহাতি আক্রমণাত্মক ব্যাটসম্যান এবং ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার। এছাড়াও তিনি একজন সুদক্ষ ফিল্ডারও বটে।

ফারহান বেহার্ডিন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1983-10-09) ৯ অক্টোবর ১৯৮৩ (বয়স ৪০)
জোহানেসবার্গ, ট্রান্সভাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা[১]
ডাকনামআবাদি
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১০৭)
২২ জানুয়ারী ২০১৩ বনাম নিউজিল্যান্ড
শেষ ওডিআই৩১ জুলাই ২০১৩ বনাম শ্রীলঙ্কা
টি২০আই অভিষেক৩০ মার্চ ২০১২ বনাম ভারত
শেষ টি২০আই৩ মার্চ ২০১৩ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪–বর্তমানপশ্চিম প্রদেশ
২০০৭টাইটানস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১৬ ১৯ ৮৬ ১১০
রানের সংখ্যা ২৮৯ ১৪৬ ৪,৯৫১ ২,৫৩৮
ব্যাটিং গড় ২২.২৩ ২০.৮৫ ৩৯.৯২ ৩৫.২৫
১০০/৫০ ১/১২ ৬/২৭ ২/১৮
সর্বোচ্চ রান ৬৩ ৩১* ১৫০* ১১৩*
বল করেছে ৩০০ ২,০৩৫ ৯৫৮
উইকেট ৩১ ২২
বোলিং গড় ৩০.১২ ৩৫.১২ ৩৭.৭৭
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a
সেরা বোলিং ৩/১৯ ৩/৪৮ ৩/১৬
ক্যাচ/স্ট্যাম্পিং ৫/– ৬/০ ৫৭/– ৩৬/–
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ৬ নভেম্বর ২০১৩

ইমার্জিং প্লেয়ারস টুর্নামেন্ট এবং হংকং সিক্সেস টুর্নামেন্ট সম্পাদনা

জুলাই ২০০৯ সালে ফারহান ৩ সপ্তাহের সফরে সাউফ আফ্রিকান ইমার্জিং স্কোয়াডের সাথে অস্ট্রেলিয়া ভ্রমনে যান।[২] তিনি ২০০৯ হংকং সিক্সেস টুর্নামেন্ট এ দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিত্ব করেন, যেখানে তিনি ফাইনালে শেষ বলে হিট করে হংকং এর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার এক অসাধারণ জয় এনে দেন।[৩]

আন্তর্জাতিক জীবনী সম্পাদনা

ফারহানের টি২০ আন্তর্জাতিক ২০১২ সালের ৩০ মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ঘটে। উক্ত খেলায় তিনি ১১ বলে ২০ রানে অপরাজিত থাকেন। এরপর তিনি ২০১২ সালের আইসিসি ওয়ার্ল্ডকাপ টুয়েন্টি২০ খেলায় নিজের নাম লেখাতে সামর্থ্য হন। যদিও তিনি উক্ত টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শুধামাত্র একটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩১ রানে অপরাজিত ছিলেন। ফারহানে ২২ জানুয়ারি ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয়।

আন্তর্জাতিক পুরস্কার সম্পাদনা

একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সম্পাদনা

ম্যাচ সেরা পুরস্কার সম্পাদনা

ক্রঃ নঃ প্রতিপক্ষ মাঠ তারিখ ম্যাচে অবদান ফলাফল
অস্ট্রেলিয়া প্রভিঞ্চ স্টেডিয়াম, গায়ানা ৭ জুন ২০১৬ ৬২ (৮২ বল, ৪x৪, ১x৫) ; DNB   দক্ষিণ আফ্রিকা ৪৭ রানে বিজয়ী[৪]

তথ্যসূত্র সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা