মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়াম
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিংহলি: මහින්ද රාජපක්ෂ ජාත්යන්තර ක්රීඩාංගනය, তামিল: மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்) বা সূর্যবিভা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার হাম্বানটোটায় অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২০১১ আইসিসি ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ২০১০ সালে স্টেডিয়ামটি নির্মিত হয়। বিশ্বকাপের মোট দু'টি ম্যাচ স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়। ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-এর উদ্বোধনী ম্যাচসহ মোট তিনটি ম্যাচ এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৩৫,০০০।
সূর্যবিভা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | |
![]() মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | |
স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | সূর্যবিভা, হাম্বানটোটা, শ্রীলঙ্কা |
দেশ | শ্রীলঙ্কা |
স্থানাঙ্ক | ৬°২১′২৩″ উত্তর ৮১°১′৩৫″ পূর্ব / ৬.৩৫৬৩৯° উত্তর ৮১.০২৬৩৯° পূর্ব |
প্রতিষ্ঠা | ২০১০ |
ধারণক্ষমতা | ৩৫,০০০ |
স্বত্ত্বাধিকারী | শ্রীলঙ্কা ক্রিকেট |
পরিচালক | শ্রীলঙ্কা ক্রিকেট |
ভাড়াটে | শ্রীলঙ্কা ক্রিকেট |
প্রান্তসমূহ | |
থানামালউইলা এন্ড সূর্যবিভা এন্ড | |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ ওডিআই | ২০ ফেব্রুয়ারি ২০১১: শ্রীলঙ্কা ![]() ![]() |
সর্বশেষ পুরুষ ওডিআই | ২৪ জুলাই ২০১২: শ্রীলঙ্কা ![]() ![]() |
প্রথম পুরুষ টি২০আই | ১ জুন ২০১২: শ্রীলঙ্কা ![]() ![]() |
৮ অক্টোবর ২০১২ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো |
বিশ্বকাপ ক্রিকেটসম্পাদনা
২০১১ সালে মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুটি সফল বিশ্বকাপ ম্যাচের আয়োজন করে।
২০১১ ক্রিকেট বিশ্বকাপসম্পাদনা
ব
|
||
- Sri Lanka won the toss and elected to bat first.
ব
|
||
- Pakistan won the toss and elected to bat first.
আইসিসি বিশ্ব টুয়েন্টি২০সম্পাদনা
শ্রীলঙ্কা ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বিশ্বকাপের আয়োজক ছিল। তন্মধ্যে মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্য ম্যাচগুলো পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[১]
২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০সম্পাদনা
দল | পরবর্তী স্তর | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | সি২ | ২ | ২ | ০ | ০ | +৩.৫৯৭ | ৪ |
শ্রীলঙ্কা | সি১ | ২ | ১ | ১ | ০ | +১.৮৫২ | ২ |
জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | -৩.৬২৪ | ০ |
ব
|
||
হ্যামিলটন মাসাকাদজা ২০ (২৩)
অজন্তা মেন্ডিজ ৬/৮ (৪ ওভার) |
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক: দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা) এবং ব্রায়ান ভিটোরি (জিম্বাবুয়ে)
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অজন্তা মেন্ডিজের সেরা বোলিংয়ের কৃতিত্ব[২]
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- এরফলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে এবং জিম্বাবুয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- বৃষ্টিজনিত কারণে খেলা দেরীতে আরম্ভ হয় এবং দল প্রতি ৭ ওভার ব্যাটিংয়ের সিদ্ধান্ত
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "England to start ICC World Twenty20 title defence against qualifier"। ১৭ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১১।
- ↑ "The Mendises script big win for Sri Lanka"। ESPN Cricinfo। ১৮ সেপ্টেম্বর ২০১২।