২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০
২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ (ইংরেজি: 2012 ICC World Twenty20) ৪র্থ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা। আন্তর্জাতিক টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ১৮ সেপ্টেম্বর-৭ অক্টোবর, ২০১২ পর্যন্ত শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।[২] এতে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়ন হয়।[৩] সময়সূচীটি আইসিসি বা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক অনুমোদনকৃত। এর ফলে প্রথমবারের মতো এশিয়ার কোন একটি দেশে আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পূর্বের তিনটি প্রতিযোগিতা দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হয়েছিল। শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা প্রতিযোগিতায় আইসিসি কর্তৃক শুভেচ্ছা দূত মনোনীত হয়েছেন।[৪]
তারিখ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর – রবিবার, ৭ অক্টোবর |
---|---|
তত্ত্বাবধায়ক | আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল |
ক্রিকেটের ধরন | টুয়েন্টি২০ ইন্টারন্যাশনাল |
প্রতিযোগিতার ধরন | গ্রুপ এবং নকআউটভিত্তিক |
আয়োজক | শ্রীলঙ্কা |
বিজয়ী | ওয়েস্ট ইন্ডিজ (১ম বার) |
অংশগ্রহণকারী দলসংখ্যা | ১২[১] |
খেলার সংখ্যা | ২৭ |
প্রতিযোগিতার সেরা খেলোয়াড় | শেন ওয়াটসন |
সর্বাধিক রান সংগ্রহকারী | শেন ওয়াটসন (২৪৯) |
সর্বাধিক উইকেটধারী | অজন্তা মেন্ডিস (১৫) |
আনুষ্ঠানিক ওয়েবসাইট | আইসিসিওয়ার্ল্ডটুয়েন্টি২০.কম |
২১ সেপ্টেম্বর, ২০১১ তারিখে খেলার সময়সূচী ঘোষণা করা হয়।[২] একই তারিখে আইসিসি প্রতিযোগিতার লোগো উন্মোচন করে। লোগোর নাম নির্ধারণ করা হয়েছে মডার্ন স্পিন।[৫]
নিয়ম-কানুন
সম্পাদনাগ্রুপ পর্ব এবং সুপার এইটে ফলাফল নির্ধারণের জন্যে নিম্নবর্ণিত পয়েন্ট বরাদ্দ রাখা হয়েছে:
ফলাফল | পয়েন্ট |
---|---|
জয় | ২ পয়েন্ট |
ফলাফল না হলে | ১ পয়েন্ট |
পরাজয় | ০ পয়েন্ট |
যদি টাই হয়, তাহলে সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। এ প্রক্রিয়াটি প্রতিযোগিতার সবগুলো খেলার জন্যেই প্রযোজ্য হবে।[৬]
প্রত্যেক গ্রুপ ও সুপার এইট পর্বে দলের শীর্ষস্থান নির্ধারণে নিম্নবর্ণিত শর্তাদি রাখা হয়েছে:[৭]
- সর্বোচ্চসংখ্যক পয়েন্ট সংগ্রহ
- সমান হলে, সর্বাধিক জয়
- তারপরও সমান হলে, সর্বোচ্চ নেট রান রেট
- তারপরও সমান হলে, সর্বনিম্ন বোলিং স্ট্রাইক রেট
- তারপরও সমান হলে, একে-অপরের বিরুদ্ধে ফলাফল
মাঠ
সম্পাদনাআন্তর্জাতিক মানসম্পন্ন ৩টি স্টেডিয়ামে সর্বমোট ২৭টি খেলা অনুষ্ঠিত হয়। গ্রুপ পর্যায়ে ১২টি, সুপার-এইট পর্যায়ে ১২টি, সেমি-ফাইনাল ২টি এবং ফাইনাল বা চূড়ান্ত খেলা ১টি।[৮][৯] সকল খেলা শ্রীলঙ্কার স্থানীয় সময় (ইউটিসি+০৫:৩০) অনুযায়ী অনুষ্ঠিত হয়।
নিম্নবর্ণিত তিনটি স্টেডিয়ামে প্রতিযোগিতার ২৭টি খেলা অনুষ্ঠিত হয়:
ক্যান্ডি | কলম্বো | হাম্বানটোটা |
---|---|---|
পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম | আর. প্রেমাদাসা স্টেডিয়াম | মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম |
ধারণক্ষমতা: ৩৫,০০০ | ধারণক্ষমতা: ৩৫,০০০ | ধারণক্ষমতা: ৩৫,০০০ |
|
গ্রুপ
সম্পাদনা২১ সেপ্টেম্বর, ২০১১ তারিখে গ্রুপ বিন্যাস করা হয়:[২]
|
|
|
|
খেলোয়াড় তালিকা
সম্পাদনাগ্রুপ পর্ব
সম্পাদনাগ্রুপ এ
সম্পাদনাদল | পরবর্তী স্তর | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
ভারত | এ২ | ২ | ২ | ০ | ০ | +২.৮২৫ | ৪ |
ইংল্যান্ড | এ১ | ২ | ১ | ১ | ০ | +০.৬৫০ | ২ |
আফগানিস্তান | ২ | ০ | ২ | ০ | -৩.৪৭৫ | ০ |
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
- আফগানিস্তান টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- এ ম্যাচের ফলে ইংল্যান্ড ও ভারত সুপার এইটে উঠে যায় এবং আফগানিস্তান টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
ব
|
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।
- আইসিসি বিশ্ব টি২০ ক্রিকেটে টেস্টভূক্ত দেশ হিসেবে ইংল্যান্ডের ৮০ রানে অল আউট সর্বনিম্ন রান হিসেবে চিহ্নিত।
গ্রুপ বি
সম্পাদনাদল | পরবর্তী স্তর | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | বি১ | ২ | ২ | ০ | ০ | +২.১৮৪ | ৪ |
ওয়েস্ট ইন্ডিজ | বি২ | ২ | ০ | ১ | ১ | -১.৮৫৫ | ১ |
আয়ারল্যান্ড | ২ | ০ | ১ | ১ | -২.০৯২ | ১ |
ব
|
||
- আয়ারল্যান্ড টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
ব
|
||
শেন ওয়াটসন ৪১* (২৪)
ফিদেল এডওয়ার্ডস ১/১৬ (২ ওভার) |
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- দ্বিতীয় ইনিংসে ৯.১ ওভারের পর বৃষ্টিজনিত কারণে ম্যাচ পরিত্যক্ত।
- ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ওয়েস্ট ইন্ডিজের রান সংখ্যা ৮৩। ফলে, জয়ের ব্যবধান দাঁড়ায় ১৭
- খেলার ফলাফলে অস্ট্রেলিয়া সুপার এইট পর্বে উত্তীর্ণ।
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ের জন্যে আমন্ত্রণ জানায়।
- বৃষ্টিজনিত কারণে ১৯ ওভারে সীমাবদ্ধ
- ২য় ইনিংস শুরুর পূর্বেই বৃষ্টিজনিত কারণে খেলা পরিত্যক্ত।
- অধিকতর নেট রান রেট ও ভাগ্যের সহায়তা নিয়ে ওয়েস্ট ইন্ডজ সুপার এইট পর্বে উত্তীর্ণ এবং প্রতিযোগিতা থেকে আয়ারল্যান্ডের বিদায়।
গ্রুপ সি
সম্পাদনাদল | পরবর্তী স্তর | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
দক্ষিণ আফ্রিকা | সি২ | ২ | ২ | ০ | ০ | +৩.৫৯৭ | ৪ |
শ্রীলঙ্কা | সি১ | ২ | ১ | ১ | ০ | +১.৮৫২ | ২ |
জিম্বাবুয়ে | ২ | ০ | ২ | ০ | -৩.৬২৪ | ০ |
ব
|
||
- জিম্বাবুয়ে টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অভিষেক: দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা) এবং ব্রায়ান ভিটোরি (জিম্বাবুয়ে)
- টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অজন্তা মেন্ডিজের সেরা বোলিংয়ের কৃতিত্ব[১০]
ব
|
||
রিচার্ড লেভি ৫০* (৪৩)
|
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- এরফলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে এবং জিম্বাবুয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
ব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- বৃষ্টিজনিত কারণে খেলা দেরীতে আরম্ভ হয় এবং দল প্রতি ৭ ওভার ব্যাটিংয়ের সিদ্ধান্ত
গ্রুপ ডি
সম্পাদনাদল | পরবর্তী স্তর | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|
পাকিস্তান | ডি১ | ২ | ২ | ০ | ০ | +০.৭০৬ | ৪ |
নিউজিল্যান্ড | ডি২ | ২ | ১ | ১ | ০ | +১.১৫০ | ২ |
বাংলাদেশ | ২ | ০ | ২ | ০ | -১.৮৬৮ | ০ |
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ব্রেন্ডন ম্যাককুলামের ১২৩ রান টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড
ব
|
||
- পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- খেলার ফলাফলে নিউজিল্যান্ড সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে
ব
|
||
- বাংলাদেশ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- খেলার ফলাফলে পাকিস্তান সুপার এইট পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবং বাংলাদেশ প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
- টি২০ আন্তর্জাতিকে পাকিস্তানের সর্বোচ্চ রানের লক্ষ্যমাত্রা অর্জন[১১]
- সাকিব আল হাসানের ৫৪ বলে ৮৪ রান পাকিস্তানের বিরুদ্ধে সেরা ব্যক্তিগত নৈপুণ্য
সুপার এইট
সম্পাদনাসুপার এইট পর্বে প্রত্যেক গ্রুপের শীর্ষ দু'টি দল করে সর্বমোট ৮টি দল খেলবে। দলগুলোকে পুনরায় ই এবং এফ নামে দু'টি গ্রুপে রাখা হয়েছে। ই গ্রুপে এ এবং সি গ্রুপের শীর্ষস্থান অধিকারী দু'টি দল ও বি এবং ডি গ্রুপের ২য় শীর্ষস্থান অধিকারী দু'টি দলসহ মোট ৪টি দল খেলবে। একইভাবে এফ গ্রুপে বি এবং ডি গ্রুপের শীর্ষস্থান অধিকারী দু'টি দল ও এ এবং সি গ্রুপের ২য় শীর্ষস্থান অধিকারী দু'টি দলসহ মোট ৪টি দল খেলবে।[১২]
গ্রুপ ১
সম্পাদনাদল[১৩] | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
শ্রীলঙ্কা | ৩ | ৩ | ০ | ০ | +০.৯৯৮ | ৬ |
নিউজিল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | -০.৩৭৫ | ৪ |
ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | -০.৩৯৭ | ২ |
ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ০ | ৩ | ০ | -০.১৬৯ | ০ |
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়লাভ করে ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- টি২০ আন্তর্জাতিকে অভিষেক: আকিলা ধনঞ্জয় (শ্রীলঙ্কা)
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
- ইয়ন মর্গ্যানের ২৫ বলে ৫০ রান প্রতিযোগিতায় ইংল্যান্ডের পক্ষে দ্রুততম
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয় ও ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
ব
|
||
- নিউজিল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
- খেলার ফলাফলে নিউজিল্যান্ডের প্রতিযোগিতা থেকে বিদায়
ব
|
||
- ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- খেলার এ ফলাফলের প্রেক্ষাপটে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং ইংল্যান্ড প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
গ্রুপ ২
সম্পাদনাদল[১৪] | খেলা | জয় | পরাজয় | ফলাফল হয়নি | নেট রান রেট | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|
অস্ট্রেলিয়া | ৩ | ২ | ১ | ০ | +০.৪৬৪ | ৪ |
পাকিস্তান | ৩ | ২ | ১ | ০ | +০.২৭২ | ৪ |
ভারত | ৩ | ২ | ১ | ০ | -০.২৭৪ | ৪ |
দক্ষিণ আফ্রিকা | ৩ | ০ | ৩ | ০ | -০.৪২১ | ০ |
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
ব
|
||
- ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
ব
|
||
শেন ওয়াটসন ৭০ (৪৭)
মরনে মরকেল ১/২৩ (৩ ওভার) |
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
ব
|
||
- পাকিস্তান টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
ব
|
||
- অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
- খেলার ফলাফলে অস্ট্রেলিয়া অধিকতর নেট রান রেটে সেমি-ফাইনাল পর্বে উত্তীর্ণ হয় এবং দক্ষিণ আফ্রিকা প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
ব
|
||
- দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে
- খেলার ফলাফল ও শ্রেয়তর রান রেটে পাকিস্তান সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে * ও একমাত্র দল হিসেবে প্রত্যেক আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায় সেমিফাইনালে খেলার অধিকারী এবং ভারত প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
নকআউট পর্ব
সম্পাদনাসেমিফাইনাল | ফাইনাল | |||||||
শ্রীলঙ্কা | ১৩৯/৪ (২০ ওভার) | |||||||
পাকিস্তান | ১২৩/৭ (২০ ওভার) | |||||||
ওয়েস্ট ইন্ডিজ | ১৩৭/৬ (২০ ওভার) | |||||||
শ্রীলঙ্কা | ১০১ (১৮.৪ ওভার) | |||||||
ওয়েস্ট ইন্ডিজ | ২০৫/৪ (২০ ওভার) | |||||||
অস্ট্রেলিয়া | ১৩১ (১৬.৪ ওভার) |
সেমিফাইনাল
সম্পাদনাব
|
||
- শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- খেলার ফলাফলে স্বাগতিক দেশ হিসেবে শ্রীলঙ্কা ফাইনালে উত্তীর্ণ হয় এবং পাকিস্তান প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
- অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে ২য় বারের মতো সেমি-ফাইনালে উত্তীর্ণ হয়
- ওয়েস্ট ইন্ডিজ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে এবং অস্ট্রেলিয়া প্রতিযোগিতা থেকে বিদায় নেয়
ফাইনাল
সম্পাদনাব
|
||
- টসে জয়ী হয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করে
- ওয়েস্ট ইন্ডিজ ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ শিরোপা লাভ করে
- ওয়েস্ট ইন্ডিজের ১ম বারের মতো ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ শিরোপা লাভ
পরিসংখ্যান
সম্পাদনানিচের ছকগুলোয় শীর্ষ-৫ খেলোয়াড়/দলের তালিকা বিভাগওয়ারী দেয়া হয়েছে। যদি কোন কারণে ৫ম স্থানে সমান হয়, তাহলে তাদের তালিকাও উল্লেখ করা হবে। সকল পরিসংখ্যানই ক্রিকইনফো থেকে সংগৃহীত।
ব্যাটিং
সম্পাদনাখেলোয়াড়[১৫] | ইনিংস | রান | গড় | স্ট্রাইক রেট | সর্বোচ্চ | শতক | অর্ধ-শতক | চার | ছয় |
---|---|---|---|---|---|---|---|---|---|
শেন ওয়াটসন | ৬ | ২৪৯ | ৪৯.৮০ | ১৫০.০০ | ৭২ | ০ | ৩ | ১৯ | ১৫ |
মাহেলা জয়াবর্ধনে | ৭ | ২৪৩ | ৪০.৫০ | ১১৬.২৬ | ৬৫* | ০ | ১ | ২৯ | ৫ |
মারলন স্যামুয়েলস | ৬ | ২৩০ | ৩৮.৩৩ | ১৩২.৯৪ | ৭৮ | ০ | ৩ | ১৪ | ১৫ |
ক্রিস গেইল | ৬ | ২২২ | ৪৪.৪০ | ১৫০.০০ | ৭৫* | ০ | ৩ | ১৯ | ১৬ |
ব্রেন্ডন ম্যাককুলাম | ৫ | ২১২ | ৪২.৪০ | ১৫৯.৩৯ | ১২৩* | ১ | ০ | ২০ | ১০ |
বোলিং
সম্পাদনাসর্বাধিক উইকেট
সম্পাদনাখেলোয়াড়[১৬] | ইনিংস | উইকেট | গড় | ইকোনোমি | সেরা | স্ট্রাইক রেট | ৪ উইকেট | ৫ উইকেট |
---|---|---|---|---|---|---|---|---|
অজন্তা মেন্ডিস | ৬ | ১৫ | ৯.৮০ | ৯.৬ | ৬/৮ | ৯.৬ | ১ | ১ |
শেন ওয়াটসন | ৬ | ১১ | ১৬.০০ | ৭.৩৩ | ৩/২৬ | ১৩.০ | ০ | ০ |
মিচেল স্টার্ক | ৬ | ১০ | ১৬.৪০ | ৬.৮৩ | ৩/২০ | ১৪.৪ | ০ | ০ |
লক্ষ্মীপতি বালাজি | ৪ | ৯ | ৯.৭৭ | ৭.৩৩ | ৩/১৯ | ৮.০ | ০ | ০ |
সাঈদ আজমল | ৬ | ৯ | ১৮.১১ | ৬.৭৯ | ৪/৩৪ | ১৬.০ | ১ | ০ |
দলগত
সম্পাদনা- দলীয় সর্বোচ্চ
দল | রান | ওভার | রান রেট |
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ২০৫/৪ | ২০ | ১০.২৫ |
ইংল্যান্ড | ১৯৬/৫ | ২০ | ৯.৮০ |
নিউজিল্যান্ড | ১৯১/৩ | ২০ | ৯.৫৫ |
ওয়েস্ট ইন্ডিজ | ১৯১/৮ | ২০ | ৯.৫৫ |
শ্রীলঙ্কা | ১৮২/4 | ২০ | ৯.১০ |
- উভয় দলের সম্মিলিত সর্বোচ্চ রান
দল ১ | দল ২ | উভয় দলের সর্বমোট রান | ওভার | রান রেট |
---|---|---|---|---|
বাংলাদেশ | পাকিস্তান | ৩৫৩/৮ | ৩৮.৪ | ৯.১২ |
শ্রীলঙ্কা | নিউজিল্যান্ড | ৩৪৮/১৩ | ৪০.০ | ৮.৭০ |
ইংল্যান্ড | ওয়েস্ট ইন্ডিজ | ৩৪৩/৯ | ৪০.০ | ৮.৫৭ |
নিউজিল্যান্ড | পাকিস্তান | ৩৪১/১৫ | ৪০.০ | ৮.৫২ |
ওয়েস্ট ইন্ডিজ | অস্ট্রেলিয়া | ৩৩৬/১৪ | ৩৬.৪ | ৯.১৬ |
সম্প্রচার স্বত্ত্ব
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "England to face India in World Twenty20"। ESPN Cricinfo। ২১ সেপ্টেম্বর ২০১১।
- ↑ ক খ গ "England to start ICC World Twenty20 title defence against qualifier"। ICC। ২১ সেপ্টেম্বর ২০১১। ১৭ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১২।
- ↑ ক খ "Samuels special the spur for epic West Indies win"। Wisden India। ৭ অক্টোবর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Malinga named event ambassador for Twenty20 World Cup"। ৮ জুন ২০১২।
- ↑ "India to open ICC World T20 campaign against a qualifier"। The Times of India। PTI। ২১ সেপ্টেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১১।
- ↑ Playing conditions ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ জুলাই ২০০৮ তারিখে, from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007 [অকার্যকর সংযোগ]
- ↑ Final WorldTwenty20 Playing conditions ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১১ সেপ্টেম্বর ২০০৮ তারিখে, from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007 [অকার্যকর সংযোগ]
- ↑ "ICC World Twenty20 Fixtures". Cricinfo. 8 October 2012.
- ↑ "ICC World Twenty20 Results". Cricinfo. 8 October 2012.
- ↑ "The Mendises script big win for Sri Lanka"। ESPN Cricinfo। ১৮ সেপ্টেম্বর ২০১২।
- ↑ "Statistical highlights: Pakistan vs Bangladesh, World Twenty20". Retrieved 01-10-2012.
- ↑ "ICC World Twenty20 / Groups"। Cricinfo। ২ মে ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১০।
- ↑ "ICC World Twenty20 Standings"। Wisden India। ১৮ সেপ্টেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "ICC World Twenty20 Standings"। Cricinfo। ৩ অক্টোবর ২০১২।
- ↑ "ICC World Twenty20 Most Runs"। Cricinfo। ৮ অক্টোবর ২০১২।
- ↑ "ICC World Twenty20 Most Wickets"। Cricinfo। ১৮ সেপ্টেম্বর ২০১২।
- ↑ Broadcasters iccworldtwenty20.com. Retrieved on 13 Sept, 2012. [নিজস্ব উৎস]