বিরাট কোহলি

ভারতীয় ক্রিকেটার

বিরাট কোহলি ( উচ্চারণ; জন্ম: ৫ নভেম্বর ১৯৮৮) একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটারভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। তিনি আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ঘরোয়া ক্রিকেটে দিল্লির হয়ে খেলেন। তাকে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন এবং খেলার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের একজন হিসেবে গণ্য করা হয়।[৩] তার প্রভাবশালী খেলার শৈলী এবং জনপ্রিয়তার কারণে তাকে "দ্য কিং" বলে ডাকা হয়। তিনি সমস্ত ফরম্যাটে তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ডের অধিকারী। ২০২০ সালে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে দশকের সেরা পুরুষ ক্রিকেটার হিসাবে মনোনীত করেছিল। কোহলি ভারতের সাফল্যেও অবদান রেখেছেন, ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত দলের অধিনায়কত্ব করেছেন এবং ২০১১ বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন । ভারতের হয়ে ৫০০ টিরও বেশি ম্যাচ খেলেছেন এমন চার ভারতীয় ক্রিকেটারের মধ্যে তিনিও রয়েছেন।[৪]

বিরাট কোহলি
২০২৩ সালে কোহলি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামবিরাট কোহলি
জন্ম (1988-11-05) ৫ নভেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
দিল্লি, ভারত
ডাকনামচিকু[১] , কিং কোহলি[২]
উচ্চতা৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৬৮)
২০ জুন ২০১১ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট২০ জুলাই ২০২৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৭৫)
১৮ আগস্ট ২০০৮ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই১২ সেপ্টেম্বর ২০২৩ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং১৮
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩১)
১২ জুন ২০১০ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই২ অক্টোবর ২০২২ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৬-বর্তমানদিল্লি
২০০৮-বর্তমানরয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই আইপিএল
ম্যাচ সংখ্যা ১১২ ২৯২ ১১৫ ২৩৭
রানের সংখ্যা ৮৭৯০ ১৩,৮৪৮ ৪,০০৮ ৭,২৬৩
ব্যাটিং গড় ৪৯.৩৮ ৫৮.৬৮ ৫২.৭৪ ৩৭.২৫
১০০/৫০ ২৯/৩০ ৫০/৭২ ১/৩৭ ৭/৫০
সর্বোচ্চ রান ২৫৪* ১৮৩ ১২২* ১১৩
বল করেছে ১৭৫ ৬৬২ ১৫২ ২৫১
উইকেট
বোলিং গড় ১৩৬.০০ ৫১.০০ ৯২.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - ১/১৩ ১/১৩ ২/২৫
ক্যাচ/স্ট্যাম্পিং ১১০/- ১৫১/- ৫০/- ১০৭/–

তিনি মাঝারি সারির ডানহাতি ব্যাটসম্যানরূপে পরিচিত। তবে, মাঝে-মধ্যে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ব্যাটিংয়ে নেমে থাকেন তিনি। এছাড়াও, ডানহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন।[৫] মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২০০৮ সালের আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা বিজয়ী ভারতীয় দলের অধিনায়ক ছিলেন তিনি এবং এর কয়েকমাস পরে ১৯ বছর বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের হয়ে ওয়ান ডে তে অভিষেক হয়েছিল তাঁর। তিনি শীঘ্রই ওয়ানডে তে মিডল অর্ডারে নিয়মিত হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং ২০১১ সালের বিশ্বকাপ ভারতের জয়ী দলের সদস্য ছিলেন। তিনি ২০১১ সালে টেস্ট অভিষেক করেছিলেন এবং ২০১৩ সালের মধ্যে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার টেস্টে শতরান করে নিজেকে একজন টেস্টে ক্রিকেটার প্রমাণ করেছিলেন।[৬]

পরবর্তীকালে, তিনি অনেক পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, যেমন ২০১৩ সালে 'অর্জুন' পুরস্কার, ২০১৭ সালে 'পদ্মশ্রী'[৭] এবং ২০১৮ সালে ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান "রাজীব গান্ধী খেলরত্ন" পেয়েছিলেন।[৮] ইএসপিএন দ্বারা কোহলি বিশ্বের অন্যতম বিখ্যাত অ্যাথলেট [৯] এবং ফোর্বসের অন্যতম মূল্যবান অ্যাথলেট ব্র্যান্ড হিসাবে স্থান পেয়েছেন।[১০] ২০১৮ সালে, টাইম ম্যাগাজিন কোহলিকে বিশ্বের অন্যতম ১০০ প্রভাবশালী ব্যক্তি মধ্যে একজনের আখ্যা দিয়েছিল।[১১] ২০১৭ এবং ২০১৮ সাল, পর পর দু বছর কোহলি, স্যার গারফিল্ড সোবার্স ট্রফি (আইসিসির বর্ষসেরা ক্রিকেটার) অর্জন করেছিলেন। আইসিসির টেস্ট প্লেয়ার অফ ২০১৮; ২০১২, ২০১৭ এবং ২০১৮ সালের আইসিসি ওয়ান ডে খেলোয়াড় এবং উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটার ২০১৬, ২০১৭ এবং ২০১৮ সালে।[১২]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

৫ নভেম্বর, ১৯৮৮ তারিখে প্রেমসরোজ কোহলি দম্পতির সন্তান বিরাট কোহলি দিল্লিতে জন্মগ্রহণ করেন।[১৩] বাবা পেশায় আইনজীবী ছিলেন ও ২০০৬ সালে মৃত্যুবরণ করেন।[১৩] তার বিকাশভাবনা নামের বড় দুই ভাই-বোন রয়েছে।[১৪] বিশাল ভারতী ও স্যাভিয়ের কনভেন্টে পড়াশোনা করেন কোহলি।

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

১৮ আগস্ট, ২০০৮ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন কোহলি।

এছাড়াও, বাংলাদেশ-ভারত-শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা বিজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

২০১৩ সালে প্রথমবার তিনি ওয়ান ডে ব্যাটসম্যানদের আইসিসি র‌্যাঙ্কিংয়ের প্রথম স্থানে পৌঁছে যান, টি-টোয়েন্টি ফরম্যাটেও কোহলি সাফল্য এসেছে এবং আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টিতে দু-দুবার তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন (২০১৪ এবং ২০১৬ সালে)। ২০১৪ সালে মহেন্দ্র সিং ধোনির টেস্ট অবসর গ্রহণের পর কোহলি ওয়ানডে দলের সহ-অধিনায়ক নিযুক্ত হয়ে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব পান। ২০১৭ সালের প্রথম দিকে, ধোনি অধিনায়ক পদ থেকে পদত্যাগ করার পরে তিনি ওয়ানডেতেও অধিনায়ক হন। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ১০,০০০ এবং ১১,০০০ রানের রেকর্ডটি তারই করা, যথাক্রমে ২০৫ ও ২২২ রান করে ছিলেন।[১৫][১৬] বর্তমানে, ভারতের আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরে মহেন্দ্র সিং ধোনি’র পরিবর্তে তিনি অধিনায়কের দায়িত্ব পালন করছেন। তিনি বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচিত।[১৭] এছাড়াও তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হয়ে খেলেন, এবং ২০১৩ সাল থেকে দলের অধিনায়ক ছিলেন। অক্টোবর ২০১৭ সাল থেকে তিনি বিশ্বের শীর্ষস্থানীয় ওয়ান ডে ব্যাটসম্যান এবং টেস্ট র‌্যাঙ্কিংয়ে বর্তমানে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।[১৮] ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে কোহলির সেরা টেস্ট রেটিং (৯৩৭ পয়েন্ট), ওয়ানডে রেটিং (৯১১ পয়েন্ট) এবং টি ২০ রেটিং (৮৯৭ পয়েন্ট) রয়েছে।

টেস্ট ক্রিকেট সম্পাদনা

টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে ধোনির অধিনায়কত্বে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিংস্টনে ঘূর্ণি পিচে । রাহুল দ্রাবিড় , ভিভিএস লক্ষ্মণ এর সাথে মধ্যম ক্রমে তিনি ব্যাটিং করেন।

২০১১-১২ প্রথম ঘরোয়া সিরিজ ও প্রথম অর্ধশত রান সম্পাদনা

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে তৃতীয় টেস্টে যুবরাজ সিং-এর পরিবর্তে প্রথম একাদশে স্থান পান। দুই ইনিংসেই অর্ধ শত রান করেন। মাত্র ১ রানের জন্যে ম্যাচটি ড্র হয়।

২০১১-১২ অস্ট্রেলিয়া সফর ও প্রথম শত রান সম্পাদনা

২০১১/১২ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের ব্যাপক বিপর্যয় ঘটে। সেখানে জ্যেষ্ঠ খেলোয়াড়গণ ব্যর্থ হলেও কোহলি অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে তার প্রথম শতক করেন।[১৯]

২০১৪ ইংল্যান্ড সফর সম্পাদনা

২০১৪ র ইংল্যান্ড সফরে সেরকম ভালো প্রদর্শন করতে পারেননি। ১০টি ইনিংস খেলে মাত্র ১৩৪ রান করেন , সর্বোচ্চ ৩৯। ভারত ১-৩ ব্যাবধানে সিরিজ হারে।

২০১৮ ইংল্যান্ড সফর সম্পাদনা

২০১৮ ইংল্যান্ড সফরে ব্যাক্তিগতভাবে ভালো খেলেন , যদিও দল ১-৪ ব্যাবধানে সিরিজে পরাজিত হন।

২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফর সম্পাদনা

২০১৮-১৯ অস্ট্রেলিয়া সফরে ভালো খেলেন , দল ২-১ ব্যাবধানে সিরিজ জেতে ।

২০২০ থেকে সম্পাদনা

২০২০ থেকে পরপর নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া , ইংল্যান্ড , দক্ষিণ আফ্রিকা সফরে কার্যত শতক শুন্য থেকেছেন। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরে দল পরাজিত হয়।  তার ব্যাটিং নিয়ে বিস্তর সমালোচনা হতে থাকে।

ক্রিকেটের বাইরে সম্পাদনা

ব্যক্তিগত জীবন সম্পাদনা

 
ভোগ পুরস্কারে অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি।

২০১৩ সাল থেকে কোহলি বলিউডের অভিনেত্রী অনুষ্কা শর্মার সাথে প্রেমের সম্পর্কে জড়ান৷[২০] তাদের সম্পর্ক নিয়ে গণমাধ্যমে গুঞ্জন শুনা যেত।[২১] তারা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[২২][২৩][২৪]

কোহলি স্বীকার করেন যে তিনি কুসংস্কারে বিশ্বাসী। তিনি হাতে একটি কালো রিস্টব্যান্ড পরতেন। এর পূর্বে তিনি যে গ্লোভস পরে রান পেয়েছিলেন সেই গ্লোভস জোড়া পরে মাঠে নামতেন।

২০২১ সালের ১১ জানুয়ারি বিকালে বিরাট কোহলি প্রথম সন্তানের পিতা হন। তার মেয়ের নাম রাখা হয় ভামিকা কোহলি। [১]

সারা বিশ্বেই বিশেষ করে ভারতে বিরাট কোহলির ব্যাপক জনপ্রিয়তার জন্যে "সুপার ভি" নামে একটি কার্টুনও তৈরি করা হয়েছে তাকে নিয়ে। [২]

বাণিজ্যিক বিনিময়ে সম্পাদনা

কোহলির দ্বিতীয় প্রিয় খেলা হল ফুটবল।[২৫] ২০১৪ সালে তিনি ইন্ডিয়ান সুপার লীগের ক্লাব এফসি গোয়ার সহ-মালিকানা গ্রহণ করেন। তিনি বলেন যে তিনি তার "ফুটবলের প্রতি আগ্রহ" থেকে ক্লাবটিতে বিনিয়োগ করেন এবং চান "ভারতে ফুটবল বিকাশ লাভ করুক"।[২৬] তিনি আরও বলেন, "এটি আমার কাছে ভবিষ্যতের জন্য একটি ব্যবসায়িক বিনিয়োগ। ক্রিকেট আজীবন খেলে যেতে পারব না, তাই আমি অবসরের পর সকল সুযোগ জিইয়ে রাখছি।"[২৫]

আর্থিক প্রতিপত্তি সম্পাদনা

কোহলির মোট সম্পদের পরিমাণ ৩৮২ কোটি রুপি। ফোর্বস সাময়িকীর চোখে ব্র্যান্ডমূল্যে কোহলি এগিয়ে আছেন লিওনেল মেসির চেয়েও। মেসির অবস্থান নয়ে, কোহলির সাত। বছরে তার আয় ১২১ কোটি রুপির মতো। আইপিএল খেলার বিনিময়ে প্রতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছ থেকে ১৬ কোটি রুপি বেতন নেন। বান্দ্রায় ৯ কোটি রুপির ফ্ল্যাট আছে। কোহলি ১৮ ব্র্যান্ডের প্রচার করেন। এক দিনের বিজ্ঞাপনের জন্য কোহলি প্রায় পাঁচ কোটি রুপি নেন।[তথ্যসূত্র প্রয়োজন]

সম্মাননা সম্পাদনা

২০১২ সালে আইসিসির বর্ষসেরা একদিনের ক্রিকেটার হিসেবে আইসিসি পুরস্কার লাভের মর্যাদা লাভ করেন কোহলি।[২৭] ২০১৬ সালে উইজডেন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের মর্যাদা পান।

কোহলি ২০১৭ এবং ২০১৮ সালে জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারের স্যার গারফিল্ড সোবার্স ট্রফি। এর মধ্যে ২০১৮ সালে একই সঙ্গে আইসিসি বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটার হয়েছেন যা ইতঃপূর্বে আর কেউ হতে পারেন নি।

২০১৮ সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান যা ভারতের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। টেন্ডুলকার ও ধোনির পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই সম্মান লাভ করেন। [২৮]

অন্যান্য সম্মাননা সম্পাদনা

২০১৪ সালে মার্টিন ক্রো টেস্ট ক্রিকেটের তরুণ চার ফ্যাবের অন্যতম হিসেবে জো রুট, কেন উইলিয়ামসনস্টিভ স্মিথের সাথে তাকেও অন্তর্ভুক্ত করেন।[২৯][৩০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Kohli will take Indian cricket places"। Rediff। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০১৫ 
  2. ""IPL 2019: De Villiers Has a New Nickname For Virat Kohli" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. * "ICC World Twenty20: Virat Kohli best batsman in the world, says Sunil Gavaskar"India Today। ১১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬ 
  4. "Virat Kohli plays 500th international game, becomes 4th Indian to reach the milestone"CricNerds 
  5. Virat Kohli profile, সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০০৮ 
  6. "India vs South Africa 2013: Post-Tendulkar era begins, Virat Kohli shines"। Zee News। ১৮ ডিসেম্বর ২০১৩। ১৮ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৫ 
  7. "Virat Kohli receives Padma Shri Award at Rashtrapati Bhavan"The Indian Express। ৩১ মার্চ ২০১৭। ৩০ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১৭ 
  8. "Virat Kohli, Mirabai Chanu bask in Khel Ratna glory - Times of India ►"The Times of India। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮ 
  9. "ESPN's World Fame 100"। ESPN। ১৩ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬ 
  10. "Virat Kohli ranked 7th biggest brand in world sports by Forbes"। ২১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  11. Diesel, Vin। "virat kohli"Time। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮ 
  12. http://m.wisdenindia.com/full-story.php?category=Wisden%20Cricketers’%20Almanack%202018&id=296545&[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  13. Ganguly, Arghya (৩ মার্চ ২০০৮), "Virat changed after his father's death: Mother", Times of India, ২১ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২ 
  14. "Being aggressive comes naturally: Virat Kohli - Young turk speaks about his likes and Dislikes"www.telegraphindia.com। ২০১১-০৩-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৪ 
  15. "The Kohli v Tendulkar comparison"। ২৪ অক্টোবর ২০১৮। 
  16. "Virat Kohli becomes fastest batsman to score 11,000 runs in ODIs" 
  17. * "ICC World Twenty20: Virat Kohli best batsman in the world, says Sunil Gavaskar"। India Today। ১১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬ 
  18. "ICC player rankings"ESPNCricinfo 
  19. "Virat Kohli | Cricket Players and Officials"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ জুলাই ২০১২ 
  20. Nath, Deepika (২৪ ফেব্রুয়ারি ২০১১)। "Cricketer Virat Kohli – India's latest sex symbol?"দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০১২ 
  21. "Virat Kohli swears by girlfriend Anushka, abuses HT journalist" (ইংরেজি ভাষায়)। হিন্দুস্তান টাইমস। ২২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  22. "It's official: Anushka Sharma and Virat Kohli are married"দ্য এক্সপ্রেস ট্রিবিউন (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  23. "Virat Kohli officially announces marriage to Anushka Sharma, Twitter goes berserk"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ১১ ডিসেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  24. "CONFIRMED: Anushka Sharma and Virat Kohli get hitched in Italy!"বলিউড হাঙ্গামা (ইংরেজি ভাষায়)। ১১ ডিসে ২০১৭। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  25. "ISL: Virat Kohli starts a new innings as FC Goa co-owner" (ইংরেজি ভাষায়)। মিড ডে। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  26. "Virat Kohli: 25, Cricket star, co-owner of ISL team FC Goa" (ইংরেজি ভাষায়)। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  27. "Virat Kohli wins ICC one-day player of the year award" (ইংরেজি ভাষায়)। ইন্ডিয়া টুডে। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১২ 
  28. "President Kovind confers the Rajiv Gandhi Khel Ratna Award 2018 upon Shri Virat Kohli" 
  29. "Test cricket's young Fab Four"। ESPNcricinfo। 
  30. "Virat Kohli, Joe Root, Steven Smith, Kane Williamson 'Fab Four' of Tests: Martin Crowe" (ইংরেজি ভাষায়)। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

২৮.https://www.espncricinfo.com › ... Virat Kohli Records, Test match, ODI, T20, IPL international batting ... সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর,২০২২

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

পূর্বসূরী
কুমার সাঙ্গাকারা
বর্ষসেরা একদিনের আন্তর্জাতিক খেলোয়াড়
২০১২
উত্তরসূরী
কুমার সাঙ্গাকারা