অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: ICC Under-19 Cricket World Cup) বিভিন্ন দেশের জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-১৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। ১৯৮৮ সালে অস্ট্রেলিয়ায় ক্রিকেটের অন্যতম অংশ হিসেবে সর্বপ্রথম অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে ১৯৯৮ সাল থেকে দ্বি-বার্ষিকভিত্তিতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিযোগিতায় প্রধান নিয়ন্ত্রণকারী সংস্থা হিসেবে রয়েছে আইসিসি।
আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ | |
---|---|
![]() আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের লোগো | |
ব্যবস্থাপক | আইসিসি |
খেলার ধরন | একদিনের আন্তর্জাতিক ক্রিকেট |
প্রথম টুর্নামেন্ট | ১৯৮৮ ![]() |
শেষ টুর্নামেন্ট | ২০২২ ![]() |
পরবর্তী টুর্নামেন্ট | ২০২৪ |
প্রতিযোগিতার ধরন | রাউন্ড রবিন নক-আউট |
দলের সংখ্যা | ১৬ |
বর্তমান চ্যাম্পিয়ন | ![]() |
সর্বাধিক সফল | ![]() |
সর্বাধিক রান | ![]() |
সর্বাধিক উইকেট | ![]() |
ওয়েবসাইট | আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ |
টুর্নামেন্টসমূহ | |
---|---|
প্রথম প্রতিযোগিতায় মাত্র আট দল অংশ নেয়। কিন্তু পরবর্তী প্রতিযোগিতাগুলোয় ১৬-দলের অংশগ্রহণ ঘটে। অস্ট্রেলিয়া ও ভারত - প্রত্যেকেই তিনবার শিরোপা জয় করে। পাকিস্তান ২-বার এবং ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ ১-বার শিরোপা পায়। নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা চূড়ান্ত খেলায় অংশগ্রহণ করলেও শিরোপা জয়ে ব্যর্থ হয়। জুন, ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ঘোষণা করে যে, ভারতীয় খেলোয়াড়গণ প্রতিযোগিতায় বয়সের শর্তাদি পালন করলেও কেবলমাত্র একবারই অনূর্ধ্ব-১৯ দলে খেলবে।[১]
ইতিহাসসম্পাদনা
১৭৮৮ সালে ক্যাপ্টেন আর্থার ফিলিপের ১১টি জাহাজ নিয়ে সিডনী হার্বারে প্রত্যাবর্তনের ২০০ বছর উদ্যাপন উপলক্ষে ১৯৮৮ সালে ম্যাকডোনাল্ড'স বাইসেন্টিনিয়াল ইয়ুথ ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল। ৭টি টেস্ট ক্রিকেটভূক্ত দেশসহ আইসিসি'র সহযোগী সদস্য একাদশ দলসমূহ রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলায় অংশ নেয়। অস্ট্রেলিয়া পাকিস্তানকে চূড়ান্ত খেলায় পরাভূত করেছিল।[২]
এ প্রতিযোগিতায় উল্লেখযোগ্যসংখ্যক খেলোয়াড় অংশগ্রহণ করেছিলেন যারা পরবর্তীকালে আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড় হিসেবে আবির্ভূত হন। তারা হলেন - ইংল্যান্ডের অধিনায়ক নাসের হুসেন এবং মাইকেল অ্যাথারটন, ভারতের স্পিনার ভেঙ্কটাপতি রাজু, নিউজিল্যান্ডের অল-রাউন্ডার ক্রিস কেয়ার্নস, পাকিস্তানের মুশতাক আহমেদ এবং ইনজামাম-উল-হক, শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, রিডলি জ্যাকবস ও জিমি এডামস।[৩]
৫২.৩৩ রান গড়ে ৪৭১ রান নিয়ে অস্ট্রেলিয়ার ব্রেট উইলিয়াম সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং ১৯ উইকেট নিয়ে ওয়েন হোল্ডওর্থ (অস্ট্রেলিয়া) ও মুশতাক আহমেদ যথাক্রমে ১২.৫২ ও ১৬.২১ রান দিয়ে সংগ্রহ করেন।[৪]
২০১০ সালে প্রতিযোগিতাটি নিউজিল্যান্ডে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়া ২৫ রানের ব্যবধানে পাকিস্তানকে চূড়ান্ত খেলায় পরাজিত করেছিল। ২০১২ সালের প্রতিযোগিতাটি অস্ট্রেলিয়ায় আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। ২৬ আগস্ট, ২০১২ তারিখে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় স্বাগতিক অস্ট্রেলিয়া ভারতের কাছে ৬ উইকেটে পরাজিত হয়। বিজয়ী দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ ১১১* রান করে ম্যান অব দ্য ম্যাচ, অস্ট্রেলিয়ার উইলিয়াম বশিষ্ট ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন। সর্বাধিক রান করেন বাংলাদেশের এনামুল হক, ইংল্যান্ডের সর্বাধিক উইকেট পান রিস টপলী।
২০১৪ সালের প্রতিযোগিতাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়। পূর্ণাঙ্গ দেশবিহীন সদস্য হিসেবে একমাত্র আফগানিস্তান দল প্রথমবারের মতো ও প্রতিযোগিতার ইতিহাসে নেপালের পর দ্বিতীয়বারের মতো কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে সক্ষমতা দেখায়। চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকা দল পাকিস্তানকে পরাভূত করে প্রথমবারের মতো শিরোপা লাভ করে। সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার টারটিয়াস বসের সন্তান করবিন বস ম্যান অব দ্য ম্যাচ এবং এইডেন মার্করাম ম্যান অব দ্য সিরিজ পুরস্কারে ভূষিত হন। পুরো প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকা দল কোন খেলায় পরাজিত হয়নি।
২০২০ (বিজয়ী: বাংলাদেশ)সম্পাদনা
২০২০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রথমবারের মত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জেতে। ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ চূড়ান্ত খেলায় দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৩ উইকেটে হারায়।[৫]
টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার ও রান সংগ্রহ করেন ভারতের দুই খেলোয়াড়। যশস্বী জয়সওয়াল করেন ৪০০ রান এবং রবি বিষ্ণুই ১৭ শিকার করেন। চূড়ান্ত ম্যাচে বাংলাদেশের অধিনায়ক আকবর আলী সেরা খেলোয়াড় নির্বাচিত হোন।
ফলাফলসম্পাদনা
প্লেট ফাইনাল ফলাফলসম্পাদনা
নতুন দলের আত্মপ্রকাশসম্পাদনা
বছর | নতুন দল | মোট |
---|---|---|
১৯৮৮ | অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, অ্যাসোসিয়েট একাদশ | ৮ |
১৯৯৮ | ডেনমার্ক, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, জিম্বাবুয়ে, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি, কেনিয়া | ৯ |
২০০০ | আমেরিকা একাদশ, নেপাল, নেদারল্যান্ডস | ৩ |
২০০২ | কানাডা | ১ |
২০০৪ | উগান্ডা | ১ |
২০০৬ | মার্কিন যুক্তরাষ্ট্র | ১ |
২০০৮ | বারমুডা, মালয়েশিয়া | ২ |
২০১০ | আফগানিস্তান, হংকং | ২ |
২০১২ | কোনো নতুন দল অংশ নেয়নি | ০ |
২০১৪ | সংযুক্ত আরব আমিরাত | ১ |
২০১৬ | ফিজি | ১ |
২০১৮ | কোনো নতুন দল অংশ নেয়নি | ০ |
২০২০ | জাপান, নাইজেরিয়া | ২ |
২০২২ | কোনো নতুন দল অংশ নেয়নি | ০ |
সর্বমোট | ৩১ |
দলসমূহের পারফরম্যান্সসম্পাদনা
১ম | চ্যাম্পিয়ন |
২য় | রানার্স-আপ |
৩য় | তৃতীয় স্থান |
Q | যোগ্যতা অর্জনে সক্ষম |
§ | যোগ্যতা অর্জনে সক্ষম হয়েও প্রত্যাহার |
† | অযোগ্য |
আয়োজক |
দল | ১৯৮৮ |
১৯৯৮ |
২০০০ |
২০০২ |
২০০৪ |
২০০৬ |
২০০৮ |
২০১০ |
২০১২ |
২০১৪ |
২০১৬ |
২০১৮ |
২০২০ |
২০২২ |
মোট |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আফগানিস্তান | — | — | — | — | — | — | — | ১৬শ | ১০ম | ৭ম | ৯ম | ৪র্থ | ৭ম | ৪র্থ | ৭ |
অস্ট্রেলিয়া | ১ম | ৪র্থ | ৪র্থ | ১ম | ১০ম | ৩য় | ৬ষ্ঠ | ১ম | ২য় | ৪র্থ | § | ২য় | ৬ষ্ঠ | ৩য় | ১৩ |
বাংলাদেশ | — | ৯ম | ১০ম | ১১শ | ৯ম | ৫ম | ৮ম | ৯ম | ৭ম | ৯ম | ৩য় | ৬ষ্ঠ | ১ম | ৮ম | ১৩ |
বারমুডা | — | — | — | — | — | — | ১৫শ | — | — | — | — | — | — | — | ১ |
কানাডা | — | — | — | ১৫শ | ১৫শ | — | — | ১১শ | — | ১৫শ | ১৫শ | ১২শ | ১৩শ | ১৫শ | ৮ |
ডেনমার্ক | — | ১৩শ | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | ১ |
ইংল্যান্ড | ৪র্থ | ১ম | ৬ষ্ঠ | ৭ম | ৪র্থ | ৪র্থ | ৫ম | ৮ম | ৫ম | ৩য় | ৬ষ্ঠ | ৭ম | ৯ম | ২য় | ১৪ |
ফিজি | — | — | — | — | — | — | — | — | — | — | ১৬শ | — | — | — | ১ |
হংকং | — | — | — | — | — | — | — | ১৪শ | — | — | — | — | — | — | ১ |
জাপান | — | — | — | — | — | — | — | — | — | — | — | — | ১৬শ | — | ১ |
কেনিয়া | — | ১১শ | ১৩শ | ১৪শ | — | — | — | — | — | — | — | ১৫শ | — | — | ৪ |
মালয়েশিয়া | — | — | — | — | — | — | ১৬শ | — | — | — | — | — | — | — | ১ |
নামিবিয়া | — | ১৫শ | ১৫শ | ১২শ | — | ১৫শ | ১১শ | — | ১৬শ | ১৪শ | ৭ম | ১৪শ | — | — | ৯ |
নেদারল্যান্ডস | — | — | ১৪শ | — | — | — | — | — | — | — | — | — | — | — | ১ |
নেপাল | — | — | ৮ম | ১০ম | ১৩শ | ৯ম | ১০ম | — | ১৩শ | — | ৮ম | — | — | — | ৭ |
পরিসংখ্যানসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
- Williamson, Martin। "The Under-19 World Cup"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-০৫।
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "India players barred from playing multiple U-19 World Cups". ESPN Cricinfo. Retrieved 24 June 2016.
- ↑ "Under-19 World Cup in Australia, February–March 1988"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-০৫।
- ↑ "Australia 1998"। ICC। ২০০৭-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-০৫।
- ↑ "McDonald's Bicentennial Youth World Cup 1987/88"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-০৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Recent Match Report - Bangladesh Under-19s vs India Under-19s, Under-19s World Cup, Final | ESPNcricinfo.com"। ESPNcricinfo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০২০।
বহিঃসংযোগসম্পাদনা
- ICC U-19 CWC (অফিসিয়াল সাইট)