আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল
আফগানিস্তান জাতীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল হল অনূর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের প্রতিনিধিত্বকারী দল। দলটি ক্রিকেট আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক পরিচালিত হয়, যা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসির সহযোগী সদস্য।
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | ইশানুল্লাহ জানাত |
কোচ | দৌলত আহমাদজাই |
মালিক | আফগানিস্তান ক্রিকেট বোর্ড |
দলের তথ্য | |
প্রতিষ্ঠা | ২০০৯ |
দাপ্তরিক ওয়েবসাইট | http://www.afghancricket.af/ |
ইতিহাস
সম্পাদনাআফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলটি নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১০ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় আফগানিস্তান এ গ্রুপে ছিল এবং ইংল্যান্ড, হংকং ও ভারত অনূর্ধ্ব-১৯ দলের মোকাবেলা করে।
দলটি ২০১২ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করে। সেখানে পাকিস্তান, নিউজিল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলে।
বর্তমান দল
সম্পাদনা২০১৫ এসিসি অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার লিগ এর জন্য নির্বাচিত দল:[১]
প্রতিযোগিতার ইতিহাস
সম্পাদনাবছর | স্বাগতিক | ফলাফল |
---|---|---|
১৯৮৮ | অস্ট্রেলিয়া | |
১৯৯৮ | দক্ষিণ আফ্রিকা | |
২০০০ | শ্রীলঙ্কা | |
২০০২ | নিউজিল্যান্ড | |
২০০৪ | বাংলাদেশ | |
২০০৬ | শ্রীলঙ্কা | |
২০০৮ | মালয়েশিয়া | |
২০১০ | নিউজিল্যান্ড | অংশগ্রহণকারী |
২০১২ | অস্ট্রেলিয়া | অংশগ্রহণকারী |
২০১৪ | সংযুক্ত আরব আমিরাত | অংশগ্রহণকারী |
২০১৬ | বাংলাদেশ | ৯ম স্থান |
২০১৮ | নিউজিল্যান্ড |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Afghanistan Under-19s Squad / Players – ESPNcricinfo. Retrieved 26 August 2015.