আইসিসি প্লেয়ার র্যাঙ্কিং
আইসিসি প্লেয়ার র্যাঙ্কিং (ইংরেজি: ICC Player Rankings) হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট খেলার সাথে সংশ্লিষ্ট খেলোয়াড়দেরকে তাদের সাম্প্রতিক ক্রীড়ানৈপুণ্যের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী অনুসৃত পদ্ধতি। এ র্যাঙ্কিংয়ের বর্তমান ব্যবসায়িক অংশীদার হিসেবে আইসিসি'র সাথে এম আর এফ টাইয়ার্স কোম্পানী ২০২০ সাল পর্যন্ত চুক্তিতে আবদ্ধ হয়েছে।[১]
১৯৮৭ সালে টেড ডেক্সটার র্যাঙ্কিং পদ্ধতির ধারণা তুলে ধরেন ও এর প্রভূত উন্নতি ঘটান। র্যাঙ্কিং পদ্ধতির ফলে একটি অধিকতর ভালো নির্দেশক ও সূচক ব্যবস্থা তৈরী হয়েছে যা কোন খেলায় খেলোয়াড়দের বর্তমান অবস্থা ও তাদের গড় সম্বন্ধে একটি ধারণা লাভ করা যায়। খেলোয়াড়ী জীবনে গড়ের ভিত্তি হচ্ছে - একজন খেলোয়াড়ের পূর্ণাঙ্গ খেলোয়াড়ী জীবন। খেলার গতিপ্রকৃতি কিংবা বিপক্ষ দলের শক্তিমত্তা এর উপর নির্ভরশীল নয়।
মূলতঃ টেস্ট ক্রিকেটকে ঘিরে র্যাঙ্কিং প্রথার উদ্ভব ঘটেছে। কিন্তু পৃথকভাবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও র্যাঙ্কিংয়ের অনুপ্রবেশ ঘটেছে ১৯৯৮ সালে। এছাড়া, টুয়েন্টি২০ ক্রিকেটেও র্যাঙ্কিং প্রথা রয়েছে। ২০০৩ সাল থেকে অদ্যাবধি ডেভিড কেনডিক্স হিসাব-নিকাশ ও র্যাঙ্কিং রক্ষণাবেক্ষনের সাথে জড়িত রয়েছেন।
দলীয় র্যাঙ্কিংসম্পাদনা
|
|
|
টেস্ট ক্রিকেটসম্পাদনা
|
|
|
বছর শেষে শীর্ষ খেলোয়াড়সম্পাদনা
সর্বকালের শ্রেষ্ঠসম্পাদনা
একদিনের আন্তর্জাতিকসম্পাদনা
এম আর এফ টায়ার্স আইসিসি প্লেয়ার র্যাঙ্কিং কর্তৃপক্ষ ব্যাটসম্যান, বোলার ও অল-রাউন্ডারের যোগ্যতাকে নিরূপণ করে নিম্নরূপ শীর্ষ ১০ ব্যাটসম্যান, বোলার ও অল-রাউন্ডারের তালিকা তৈরী করেছে।[৪]
|
|
|
বছর শেষে শীর্ষ খেলোয়াড়সম্পাদনা
তারিখ | শীর্ষ ব্যাটসম্যান | দল/দেশ | শীর্ষ বোলার | দল/দেশ |
---|---|---|---|---|
২০১৮ | বিরাট কোহলি | ভারত | জসপ্রীত বুমরাহ | ভারত |
২০১৭ | বিরাট কোহলি | ভারত | হাসান আলী | পাকিস্তান |
২০১৬ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | ট্রেন্ট বোল্ট | নিউজিল্যান্ড |
২০১৫ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | মিচেল স্টার্ক | অস্ট্রেলিয়া |
২০১৪ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | সুনীল নারাইন | ওয়েস্ট ইন্ডিজ |
২০১৩ | এবি ডি ভিলিয়ার্স | দক্ষিণ আফ্রিকা | সাঈদ আজমল | পাকিস্তান |
২০১২ | হাশিম আমলা | দক্ষিণ আফ্রিকা | মোহাম্মদ হাফিজ | পাকিস্তান |
২০১১ | হাশিম আমলা | দক্ষিণ আফ্রিকা | সাঈদ আজমল | পাকিস্তান |
২০১০ | হাশিম আমলা | দক্ষিণ আফ্রিকা | ড্যানিয়েল ভেট্টোরি | নিউজিল্যান্ড |
২০০৯ | মহেন্দ্র সিং ধোনি | ভারত | ড্যানিয়েল ভেট্টোরি | নিউজিল্যান্ড |
২০০৮ | মাইকেল হাসি | অস্ট্রেলিয়া | নাথান ব্র্যাকেন | অস্ট্রেলিয়া |
২০০৭ | রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
২০০৬ | মাইকেল হাসি | অস্ট্রেলিয়া | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
২০০৫ | রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | গ্লেন ম্যাকগ্রা | অস্ট্রেলিয়া |
২০০৪ | অ্যাডাম গিলক্রিস্ট | অস্ট্রেলিয়া | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
২০০৩ | শচীন তেন্ডুলকর | ভারত | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
২০০২ | ম্যাথু হেইডেন | অস্ট্রেলিয়া | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
২০০১ | মাইকেল বেভান | অস্ট্রেলিয়া | মুত্তিয়া মুরালিধরন | শ্রীলঙ্কা |
২০০০ | মাইকেল বেভান | অস্ট্রেলিয়া | মুত্তিয়া মুরালিধরন | শ্রীলঙ্কা |
১৯৯৯ | মাইকেল বেভান | অস্ট্রেলিয়া | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
১৯৯৮ | শচীন তেন্ডুলকর | ভারত | সাকলাইন মুশতাক | পাকিস্তান |
১৯৯৭ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | শন পোলক | দক্ষিণ আফ্রিকা |
১৯৯৬ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | কার্টলি অ্যামব্রোস | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৯৫ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | পল রেইফেল | অস্ট্রেলিয়া |
১৯৯৪ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | ওয়াসিম আকরাম | পাকিস্তান |
১৯৯৩ | ব্রায়ান লারা | ওয়েস্ট ইন্ডিজ | ওয়াসিম আকরাম | পাকিস্তান |
১৯৯২ | ডিন জোন্স | অস্ট্রেলিয়া | কোর্টনি ওয়ালশ | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৯১ | ডিন জোন্স | অস্ট্রেলিয়া | কোর্টনি ওয়ালশ | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৯০ | ডিন জোন্স | অস্ট্রেলিয়া | কোর্টনি ওয়ালশ | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৯ | ডিন জোন্স | অস্ট্রেলিয়া | কোর্টনি ওয়ালশ | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৮ | জাভেদ মিয়াঁদাদ | পাকিস্তান | ম্যালকম মার্শাল | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৭ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | মনিন্দর সিং | ভারত |
১৯৮৬ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | জোয়েল গার্নার | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৫ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | জোয়েল গার্নার | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৪ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | জোয়েল গার্নার | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৮৩ | জহির আব্বাস | পাকিস্তান | রিচার্ড হ্যাডলি | নিউজিল্যান্ড |
১৯৮২ | ভিভ রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ডেনিস লিলি | অস্ট্রেলিয়া |
১৯৮১ | গ্রেগ চ্যাপেল | অস্ট্রেলিয়া | ডেনিস লিলি | অস্ট্রেলিয়া |
১৯৮০ | গ্রেগ চ্যাপেল | অস্ট্রেলিয়া | ডেনিস লিলি | অস্ট্রেলিয়া |
১৯৭৯ | গ্রেগ চ্যাপেল | অস্ট্রেলিয়া | অ্যান্ডি রবার্টস | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৭৮ | গ্রেগ চ্যাপেল | অস্ট্রেলিয়া | ক্রিস ওল্ড | ইংল্যান্ড |
১৯৭৭ | গ্রেগ চ্যাপেল | অস্ট্রেলিয়া | ম্যাক্স ওয়াকার | অস্ট্রেলিয়া |
১৯৭৬ | ডেনিস অ্যামিস | ইংল্যান্ড | বার্নার্ড জুলিয়েন | ওয়েস্ট ইন্ডিজ |
১৯৭৫ | কিথ ফ্লেচার | ইংল্যান্ড | ম্যাক্স ওয়াকার | অস্ট্রেলিয়া |
১৯৭৪ | কিথ ফ্লেচার | ইংল্যান্ড | জিওফ আর্নল্ড | ইংল্যান্ড |
১৯৭৩ | ডেনিস অ্যামিস | ইংল্যান্ড | জিওফ আর্নল্ড | ইংল্যান্ড |
১৯৭২ | কিথ স্ট্যাকপোল | অস্ট্রেলিয়া | জিওফ আর্নল্ড | ইংল্যান্ড |
১৯৭১ | জন এডরিচ | ইংল্যান্ড | কিথ স্ট্যাকপোল | অস্ট্রেলিয়া |
সর্বকালের শ্রেষ্ঠসম্পাদনা
|
|
টি২০আই ক্রিকেটসম্পাদনা
|
|
|
বছর শেষে শীর্ষ খেলোয়াড়সম্পাদনা
তারিখ | শীর্ষ ব্যাটসম্যান | দল/দেশ | শীর্ষ বোলার | দল/দেশ |
---|---|---|---|---|
২০১৮ | বাবর আজম | পাকিস্তান | রশীদ খান | আফগানিস্তান |
২০১৭ | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | ইমাদ ওয়াসিম | পাকিস্তান |
২০১৬ | বিরাট কোহলি | ভারত | ইমরান তাহির | দক্ষিণ আফ্রিকা |
২০১৫ | অ্যারন ফিঞ্চ | অস্ট্রেলিয়া | সুনীল নারাইন | ওয়েস্ট ইন্ডিজ |
২০১৪ | বিরাট কোহলি | ভারত | স্যামুয়েল বদ্রি | ওয়েস্ট ইন্ডিজ |
২০১৩ | অ্যালেক্স হেলস | ইংল্যান্ড | সুনীল নারাইন | ওয়েস্ট ইন্ডিজ |
২০১২ | শেন ওয়াটসন | অস্ট্রেলিয়া | সাঈদ আজমল | পাকিস্তান |
২০১১ | ইয়ন মর্গ্যান | ইংল্যান্ড | অজন্তা মেন্ডিস | শ্রীলঙ্কা |
২০১০ | কেভিন পিটারসন | ইংল্যান্ড | গ্রেম সোয়ান | ইংল্যান্ড |
২০০৯ | গ্রেইম স্মিথ | দক্ষিণ আফ্রিকা | শহীদ আফ্রিদি | পাকিস্তান |
২০০৮ | মিসবাহ-উল-হক | পাকিস্তান | উমর গুল | পাকিস্তান |
২০০৭ | অ্যান্ড্রু সাইমন্ডস | অস্ট্রেলিয়া | উমর গুল | পাকিস্তান |
২০০৬ | গ্রেইম স্মিথ | দক্ষিণ আফ্রিকা | আন্দ্রে অ্যাডামস | নিউজিল্যান্ড |
২০০৫ | রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ব্রেট লি | অস্ট্রেলিয়া |
সর্বকালের শ্রেষ্ঠসম্পাদনা
|
|