অস্ট্রিয়া জাতীয় ক্রিকেট দল

অস্ট্রীয় ক্রিকেট দল অস্ট্রিয়ার ক্রিকেটের প্রতিনিধি।

অস্ট্রিয়া জাতীয় ক্রিকেট দল
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমোদিত সদস্য (১৯৯২)
আইসিসি অঞ্চলইউরোপ
বিশ্ব ক্রিকেট লিগN/A
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিক১৮ আগস্ট ১৯৯৭ বনাম মাল্টা, যুজ, সুইজারল্যান্ড
২ সেপ্টেম্বর ২০০৯ অনুযায়ী

অস্ট্রিয়া ১৯৯২ সালে আইসিসি-তে নির্বাচিত হয় এবং বর্তমানে আইসিসি-এর অনুমোদিত সদস্য।

অস্ট্রিয়া ক্রিকেট দল, অস্ট্রীয় ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের নিয়ে গঠিত যারা নিয়মিতভাবে অস্ট্রীয় ক্রিকেট লীগে অংশ নেয়। এই জাতীয় দলটি আইসিসি এর খেলোয়াড় নির্বাচিত হওয়ার যোগ্যতার বিধি অনুসারে গঠিত। এই জাতীয় দলে মিশ্রিতভাবে অস্ট্রীয় নাগরিক, বাসিন্দা এবং পাসপোর্টধারীরা খেলতে পারে এবং সরবচ্চো দুইজন বিদেশি খেলতে পারে যারা ৪ বছর ধরে সেখানে বসবাস করছে।

টুর্নামেন্ট ইতিহাস

সম্পাদনা

ইউরোপীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

সম্পাদনা
  • ২০০২ (দ্বিতীয় বিভাগ): ৬ষ্ঠ
  • ২০০৯ (চতুর্থ বিভাগ): ৩য়

বর্তমান দল

সম্পাদনা

নিম্নের তালিকায় ইউরোপীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ-এ অংশগ্রহণকারী ১৩ জনের নাম রয়েছে। []

  • টিমোথি সিম্পসন (অধিনায়ক)
  • মুহাম্মাদ আকতার
  • ক্লেমেন্স কাচ্যারট
  • আরওয়িন গ্রাসিঙ্গার
  • লাক্মল Kasthuriarachchige
  • সাতিশ কল
  • বেঞ্জামিন লোডার
  • আমার নায়ীম
  • রাঙ্গা পেইরিস
  • ওয়াসিফ সালুজা
  • নিতিন শর্মা
  • শিভম সুভাস
  • সত্যম সুভাস
  • ডমিনিক গুন্ডাকার
  • আমির মালিক

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Austria squad for the European Cricket Championship Division 3"European Cricket Council। ২ সেপ্টেম্বর ২০০৯। ২০ আগস্ট ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০০৯