সৌদি আরব জাতীয় ক্রিকেট দল

জাতীয় ক্রীড়া দল

সৌদি আরব জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেট খেলায় সৌদি আরব এর প্রতিনিধিত্বকারী দল। সৌদি ক্রিকেট সেন্টার সৌদি আরব দল গঠন করে। দলটি ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এর অনুমোদিত সদস্যপদ লাভ করে[১] এবং ২০১৬ সালে সহযোগী সদস্যপদ লাভ করে। ২০০৪ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিত এসিসি ট্রফি তে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরবের অভিষেক ঘটে। এর পর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত প্রতিযোগিতাগুলোতে সৌদি আরব নিয়মিত অংশগ্রহণ করে। ২০১৪ এসিসি এলিট লীগ-এ ২য় স্থান লাভ করার ফলে সৌদি আরব প্রথমবারের মত বিশ্ব ক্রিকেট লীগ-এ খেলার যোগ্যতা অর্জন করে। সৌদি আরবের ২০১৫ ষষ্ঠ বিভাগ এ অংশগ্রহণ করার কথা থাকলেও, দলের সদস্যগণ আয়োজক দেশের ভিসা না পাওয়ায় বাধ্য হয়ে সৌদি আরবকে নাম প্রত্যাহার করে নিতে হয়।[২]

সৌদি আরব জাতীয় ক্রিকেট দল
সৌদি আরব জাতীয় ক্রিকেট দল এর লোগো.gif
সংঘসৌদি ক্রিকেট সেন্টার
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
আইসিসি মর্যাদাঅনুমোদিত (২০০৩)
সহযোগী (২০১৬)
আইসিসি অঞ্চলএশিয়ান ক্রিকেট কাউন্সিল
বিশ্ব ক্রিকেট লিগ২০১৫ ষষ্ঠ বিভাগ
আন্তর্জাতিক ক্রিকেট
প্রথম আন্তর্জাতিকসৌদি আরব সৌদি আরব বনাম কুয়েত 
(কুয়ালালামপুর, মালয়েশিয়া; ১৩ জুন ২০০৪)
২৯ নভেম্বর ২০১৬ অনুযায়ী

আন্তর্জাতিক প্রতিযোগিতাসম্পাদনা

২০০৪ সালের এসিসি ট্রফিতে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে সৌদি আরব দলের অভিষেক ঘটে, তবে সেই টুর্নামেন্টে তারা ১ম রাউন্ড অতিক্রম করতে ব্যর্থ হয়। তারা ২০০৬ সালের টুর্নামেন্টেও ১ম রাউন্ড অতিক্রম করতে ব্যর্থ হয় তবে সেই টুর্নামেন্টে ব্রুনাই এর বিপক্ষে ৫০ ওভারে ৪৯৯ রান করার অসাধারণ কৃতিত্ব প্রদর্শন করে। এর আগে ঐ বছরের শুরুতে অনুষ্ঠিত মিডল ইস্ট কাপে সৌদি আরব ৪র্থ স্থান লাভ করে।

তর্কাতীতভাবে সৌদি আরবের ক্রিকেটের সেরা মুহূর্ত আসে ২০০৮ এসিসি ট্রফি এলিট টুর্নামেন্টে, যেখানে তারা পূর্বে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতাসম্পন্ন সংযুক্ত আরব আমিরাত দলকে ২৯ রান পরাজিত করে।[৩]

এসিসি ট্রফি এলিট ও চ্যালেঞ্জ দুইভাগে বিভক্ত হয়ে গেলে, ২০০৬ এসিসি ট্রফিতে তাদের পারফরম্যান্সের জন্য সৌদি আরব ২০০৮ প্রতিযোগিতার এলিট বিভাগে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু সেখানে ১০ম স্থান লাভ করে তারা অবনমিত হয়। অবনমনের ফলে তাদের ২০০৯ এসিসি ট্রফি চ্যালেঞ্জ টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা থাকলেও তারা অংশগ্রহণ করে নি। তবে পরের বছর ২০১০ সালের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ২য় স্থান লাভ করে এবং আবার এলিট বিভাগে উত্তীর্ণ হয়।

৫০ ওভারের ক্রিকেট ছাড়াও সৌদি আরব টুয়েন্টি২০ ক্রিকেটেও অংশগ্রহণ করে। এই ফরম্যাট এর ২০০৭ এসিসি টুয়েন্টি২০ কাপ এ অংশ নিয়ে তারা গ্রুপপর্ব অতিক্রম করতে ব্যর্থ হয় এবং ২০০৯ এসিসি টুয়েন্টি২০ কাপ এ তারা ৮ম স্থান লাভ করে।

টুর্নামেন্ট ইতিহাসসম্পাদনা

এসিসি ট্রফিসম্পাদনা

এসিসি টুয়েন্টি২০ কাপসম্পাদনা

রেকর্ডসমূহসম্পাদনা

এসিসি প্রতিযোগিতায় সৌদি আরবের পরিসংখ্যান।

বর্তমান স্কোয়াড
নাম ম্যাচ রান উইকেট
আবদুল কাদির
মোহাম্মদ নাজিম ১০২
আবদুল্লাহ কুরেশি
আফজাল সালিম ২৯৯
আকরাম আসলাম ১৫
ফাহিম আফরাদ ১০
সমবুরুদ্দিন মোহাম্মদ ১৪ ৩১৯
হুসেইন আনওয়ার ১০ ১০৫ ১১
ইবরাউল হক ১১২
মোহাম্মদ আবদুল্লাহ ৫৮
মোহাম্মদ নাদিম ৪৭৬ ১৬
শাহবাজ রাশিদ ৩৬৬
শোয়েইব আলি ১৬৪ ১১
উসমান কুদ্দুসি
উল্লেখযোগ্য সাবেক খেলোয়াড়
নাম ম্যাচ রান উইকেট
শফিক আহমেদ ১০ ১৬৮ ১৪
মোহাম্মদ আফজাল ৩৫৩
হুসেইন ভাট্টি ৫৮ ১০
খালিদ বাট ১১৫
মোহাম্মদ রমজান

সর্বোচ্চ রানসম্পাদনা

হাম্মাদ সায়ীদ – ১৮১ বনাম ভুটান - দ্যা পাদাং, সিঙ্গাপুর, ৮ জুন ২০১৪

শাহবাজ রাশিদ – ১৩৮* বনাম মালদ্বীপ - ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সৌদি, ১১ জুন ২০১৪

খালিদ বাট – ১১০ বনাম সংযুক্ত আরব আমিরাত - রয়্যাল মিলিটারি কলেজ, কুয়ালালামপুর, ২৫ জুলাই ২০০৮

শাহবাজ রাশিদ – ১০৮ বনাম ভুটান - দ্যা পাদাং, সিঙ্গাপুর, ৮ জুন ২০১৪

মোহাম্মদ আফজাল – ১০৩ বনাম থাইল্যান্ড - এআইটি গ্রাউন্ড, ৯ ডিসেম্বর ২০১০

আফজাল সালিম – ১০০* বনাম মালদ্বীপ - ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সৌদি, ১১ জুন ২০১৪

সমবুরুদ্দিন মোহাম্মদ – ৮৭* বনাম মালদ্বীপ - ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সৌদি, ১১ জুন ২০১৪

সেরা বোলিং ফিগারসম্পাদনা

হুসেইন ভাট্টি – ৭/৬৫ বনাম ব্রুনাই - পিটিআই স্কুল, চিয়াং মাই, ৫ ডিসেম্বর ২০১০

শোয়েইব আলি – ৫/২৫ বনাম মালদ্বীপ - থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ড, ব্যাংকক, ১১ ডিসেম্বর ২০১০

শফিক আহমেদ – ৫/৪৫ বনাম সংযুক্ত আরব আমিরাত - রয়্যাল মিলিটারি কলেজ, কুয়ালালামপুর, ২৫ জুলাই ২০০৮

মোহাম্মদ রমজান – ৪/৩৮ বনাম ভুটান - আইসিসি অ্যাকাডেমি ওভাল #২, দুবাই, ১০ অক্টোবর ২০১২

ইবরাউল হক – ৪/৪২ বনাম বাহরাইন - ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গ্রাউন্ড, সৌদি, ১০ জুন ২০১৪

বর্তমান স্কোয়াডসম্পাদনা

নিচের তালিকায় ২০১০ এসিসি ট্রফি চ্যালেঞ্জ এর স্কোয়াড এর ১৪ জন খেলোয়াড়ের নাম রয়েছে:[৪]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "CricketArchive – Saudi Arabia page"CricketArchive। ৬ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১০ 
  2. Other matches played by Saudi Arabia ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০১৫ তারিখে – CricketArchive. Retrieved 17 September 2015.
  3. "Saudi Arabia v UAE"CricketArchive। ২৫ জুলাই ২০০৮। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০১০ 
  4. "ACC Trophy Challenge 2010 – Saudi Arabia"Asian Cricket Council। ৫ ডিসেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১০ 

বহিসংযোগসম্পাদনা