ডেল স্টেইন

দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার

ডেল উইলেম স্টেইন (/ˈstn/; ইংরেজি: Dale Willem Steyn; জন্ম: ২৭ জুন, ১৯৮৩) ট্রান্সভাল প্রদেশের ফালাবোরা এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেট তারকা। তিনি দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ হয়ে টেস্ট, একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিতভাবে অংশগ্রহণ করছেন।

ডেল স্টেইন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
ডেল উইলেম স্টেইন
জন্ম (1983-06-27) ২৭ জুন ১৯৮৩ (বয়স ৪১)
ফালাবোরা, ট্রান্সভাল প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ডাকনামস্টেইন রিমোভার, স্টেইন গান, ফালাবোরা এক্সপ্রেস, দ্য মাস্টার
উচ্চতা১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৯৭)
১৭ ডিসেম্বর ২০০৪ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট২৬ ডিসেম্বর ২০১৫ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ৮২)
১৭ আগস্ট ২০০৫ বনাম এশিয়া একাদশ
শেষ ওডিআই১৪ অক্টোবর ২০১৫ বনাম ভারত
ওডিআই শার্ট নং
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩১)
২৩ নভেম্বর ২০০৭ বনাম নিউজিল্যান্ড
শেষ টি২০আই২৮ মার্চ ২০১৬ বনাম শ্রীলঙ্কা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৩-২০০৪নর্দান্স
২০০৪-২০১০টাইটান্স (জার্সি নং ৮)
২০০৫এসেক্স
২০০৭ওয়ারউইকশায়ার
২০০৭-২০১০রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (জার্সি নং ২)
২০১১-২০১২ডেক্কান চার্জার্স (জার্সি নং ৮)
২০১০-বর্তমানক্যাপ কোবরাস (জার্সি নং ৮)
২০১২ব্রিসবেন হিট (জার্সি নং ১)
২০১৩-২০১৫সানরাইজার্স হায়দ্রাবাদ (জার্সি নং ৮)
২০১৬-বর্তমানগুজরাত লায়ন্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই এফসি
ম্যাচ সংখ্যা ৮৫ ১১৬ ৪২ ১২৮
রানের সংখ্যা ১১৬২ ২৯৮ ১৫ ১,৬৭০
ব্যাটিং গড় ১৪.০০ ৮.২৭ ৩.০০ ১৪.১৫
১০০/৫০ -/২ ০/০ ০/০ ০/৪
সর্বোচ্চ রান ৭৬ ৩৫ ৮২
বল করেছে ১৭,২৮৬ ৫,৮২১ ৯০১ ২৫,০০৬
উইকেট ৪১৭ ১৮০ ৫৮ ৫৭৬
বোলিং গড় ২২.৩০ ২৬.৬২ ১৭.৩৯ ২৩.২৮
ইনিংসে ৫ উইকেট ২৬ ৩৪
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ৭/৫১ ৬/৩৯ ৪/৯ ৮/৪১
ক্যাচ/স্ট্যাম্পিং ২২/– ২৬/– ১১/০ ২৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৫ জানুয়ারি ২০১৭

টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ে তিনি প্রথম স্থান তিন বছর ধরে অবস্থান করেছেন। ১৩ নভেম্বর, ২০১১ সালে ৯০০+ পয়েন্ট অর্জন করেছিলেন ডেল স্টেইন[][] তিনি ডানহাতি ফাস্ট বোলার হিসেবে পরিচিত। পেস বোলিং বিশেষজ্ঞ ইয়ান পন্টের নির্দেশনায় তিনি সফলতার কেন্দ্রবিন্দুতে প্রবেশ করেন।[]

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

বিশ্বের জনপ্রিয় বন্যপ্রাণী সংরক্ষণাগার হিসেবে স্বীকৃত ক্রুজার ন্যাশনাল পার্কের এক প্রান্তে অবস্থিত ছোট্ট শহর ফালাবোরায় শৈশবকাল অতিবাহিত করেন। সক্রিয় ও উদ্যমী ডেল স্টেইন ক্রীড়ামোদী হিসেবে পরিচিত ছিলেন সেই শৈশবকালেই। মাছ ধরা এবং নৌকাচালনায়ও সিদ্ধহস্তের অধিকারী তিনি। এগার বছর বয়সে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেন। বড়দিনের উপহার হিসেবে হানসি ক্রনিয়ের কাছ থেকে ক্রিকেট সেট পান। বিদ্যালয়ে অধ্যয়নকালীন ব্যতিক্রমধর্মী ও উদীয়মান পেসার হিসেবেও স্বীকৃতি পান তিনি।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট লীগে কেপ কোবরাস দলের পক্ষ হয়ে স্টেইন খেলে থাকেন। এছাড়াও ২০০৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ বা আইপিএলেও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সদস্য ছিলেন তিনি। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের ফলে তিনি $৩২৫,০০০ মার্কিন ডলার উপার্জন করেন।[] ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্স দলের বিপক্ষে ১৫৬.২ কিলোমিটার/ঘণ্টা গতিবেগে তার সর্বাপেক্ষা দ্রুতগতির বল নিক্ষেপ করে রেকর্ড গড়েন। তার বোলিং গতিবেগ ১৪৫-১৫০ কিলোমিটার/ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ। আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে তার দ্রুততম বল নিক্ষেপ করেন ১৫৫.৭ কিমি/ঘ বেগে। ২০১১ মৌসুমে $১.২ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ডেক্কান চার্জার্স তাকে কিনে নেয়।[]

১৭ ডিসেম্বর, ২০০৪ তারিখে ইংল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলের পক্ষ হয়ে ইংল্যান্ডের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টেস্টে অংশগ্রহণের মাধ্যমে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। মার্কাস ট্রেসকোথিককে সরাসরি বোল্ড করার মাধ্যমে প্রথম উইকেট লাভ করেন স্টেইন।[] কিন্তু সামগ্রিক ফলাফলের বিচারে তার ক্রীড়াশৈলী তেমন উল্লেখযোগ্য ছিল না। ৫২.০০ গড়ে ৮ উইকেট লাভ করেছিলেন তিনি।[] জানুয়ারি, ২০০৫ সালে ৪র্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯ ওভারে আটটি নো-বল করে ৪৭ রান দিয়েছিলেন তিনি।[] ঐ খেলায় ইংল্যান্ড দল ৭৭ রানের ব্যবধানে বিজয়ী হয়েছিল।

সাফল্যগাঁথা

সম্পাদনা

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সবচেয়ে কম টেস্ট খেলে ১০০ উইকেট লাভ করেন। ২ মার্চ, ২০০৮ তারিখে এ মাইলফলক স্পর্শ করেন।[] এরফলে, হিউ টেফিল্ডের গড়া দক্ষিণ আফ্রিকান রেকর্ড ভেঙ্গে যায়। স্টেইন বর্তমানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সেরা বোলিং স্ট্রাইক রেটে অবস্থান করছেন। তার সম্মুখে রয়েছেন জর্জ লোহম্যান এবং নিউজিল্যান্ডের শেন বন্ড। কমপক্ষে ২৫০০ বল করা বোলারদের মধ্যে এ পরিসংখ্যান প্রযোজ্য।[১০] কমপক্ষে দশ হাজার বল নিক্ষেপের স্ট্রাইক রেটে বর্তমানে তিনি সর্বকালের সেরা বোলারের মর্যাদা পেয়ে আসছেন।[১১] ২০০৭-০৮ মৌসুমে ডেল স্টেইন ১৬.২৪ গড়ে ৭৮টি উইকেট লাভ করেন।[১২] এরফলে তিনি ২০০৮ সালে মর্যাদাসম্পন্ন আইসিসি পুরস্কার লাভ করেছিলেন।[১৩] ২০১৩ সালে উইজডেন কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারে ভূষিত করে।[১৪] এছাড়াও তিনি ২০১৩ ও ২০১৪ সালে পরপর দুইবার উইজডেন বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিকেটারের মর্যাদায় ভূষিত হন।[১৫] [১৬] [১৭]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Reliance ICC Player Rankings
  2. "England consolidate No. 1 spot; India remain 4th"। ১২ জুন ২০১২। 
  3. "The Man Who Made Dale Steyn Now Plots His Downfall"। theIndianexpress.com। ২০১১-০৩-১৭। 
  4. Vaidyanathan, Siddhartha (২০ ফেব্রুয়ারি ২০০৮)। "How the teams stack up"Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০০৮ 
  5. Ugra, Sharda (৯ জানুয়ারি ২০১১)। "Batsmen, Australians cash in during ground-breaking auction"ESPN Cricinfo 
  6. "[[Sahara Oval St George's|Port Elizabeth]]"Cricket Archive। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০০৮  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  7. "List of Test match bowling by season"Cricket Archive। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০০৮ 
  8. "[[New Wanderers Stadium|Johannesburg]]"Cricket Archive। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০০৮  ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  9. "Matches taken to reach 100 wickets in Tests"Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০০৮ 
  10. "Best Test career strike rates."Cricinfo। সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০০৮ 
  11. "Best Test career strike rates."Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৩ 
  12. "Bowling records | Test matches | Cricinfo Statsguru | ESPN Cricinfo"। Stats.cricinfo.com। ১৯৭০-০১-০১। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-২১ 
  13. Dale Steyn | South Africa Cricket | Cricket Players and Officials | ESPN Cricinfo
  14. "Kallis, Amla, Steyn among Wisden's five Cricketers of the Year"। Wisden India। ১০ এপ্রিল ২০১৩। ১৬ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  15. "Sachin Tendulkar adorns cover of 2014 Wisden Cricketers' Almanack"। NDTV। এপ্রিল ২০১৪। ১৩ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০১৪ 
  16. "Leading Cricketer in the World Dale Steyn"। ESPN Cricinfo। এপ্রিল ২০১৪। 
  17. "2014"। ESPN Cricinfo। এপ্রিল ২০১৪। 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা