জাভেদ মিয়াঁদাদ

পাকিস্তানী ক্রিকেটার

মোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ (উর্দূ: محمد جاوید میانداد; জন্ম: জুন ১২, ১৯৫৭), জাভেদ মিয়াঁদাদ হিসেবে ক্রিকেট বিশ্বে পরিচিত (উর্দূ: جاوید میانداد), করাচি, পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন।একজন ক্রিকেটার হিসেবে ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে একটি দীর্ঘ ক্যারিয়ার ছিল। তাকে ক্রিকেট ইতিহাসে একজন উচু সারির এবং পাকিস্তানের সর্বকালের অন্যতম সফল ব্যাটসম্যান হিসেবে গণ্য করা হয়।

জাভেদ মিয়াঁদাদ
Rene Schoonheim and Javed Miandad 1978.jpg
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামমোহাম্মদ জাভেদ মিয়াঁদাদ
জন্ম (1957-06-12) ১২ জুন ১৯৫৭ (বয়স ৬৫)
করাচি, সিন্ধু, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডান-হাতের ব্যাট
বোলিংয়ের ধরনডান-হাতি লেগ ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক৯ই অক্টোবর ১৯৭৬ বনাম নিউজিল্যান্ড
শেষ টেস্ট১৬ই ডিসেম্বর ১৯৯৩ বনাম জিম্বাবুয়ে
ওডিআই অভিষেক১১ই জুন ১৯৭৫ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই৮ই মার্চ ১৯৯৬ বনাম ভারত
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৭৫–১৯৯১হাবিব ব্যাংক লিমিটেড
১৯৮০–১৯৮৫গ্ল্যামারগন
১৯৭৬–১৯৭৯সাসেক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ১২৪ ২৩৩ ৪০২ ৪৩৯
রানের সংখ্যা ৮,৮৩২ ৭,৩৮১ ২৮,৬৬৩ ১৩,৯৭৩
ব্যাটিং গড় ৫২.৫৭ ৪১.৭০ ৫৩.৩৭ ৪২.৬০
১০০/৫০ ২৩/৪৩ ৮/৫০ ৮০/১৩৯ ১৩/১০১
সর্বোচ্চ রান ২৮০* ১১৯* ৩১১ ১৫২*
বল করেছে ১,৪৭০ ২৯৭ ১১২,৬৯০ ৮৩০
উইকেট ১৭ ১৯১ ১৮
বোলিং গড় ৪০.১১ ৪২.৪২ ৩৪.০৬ ৩৪.০৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a -
সেরা বোলিং ৩/৭৪ ২/২২ ৭/৩৯ ৩/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ৯৩/১ ৭১/২ ৩৪১/৩ ১৪২/২
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ১০ই মার্চ ২০০৯

টেস্ট ক্যারিয়ারসম্পাদনা

তিনি পাকিস্তানের হয়ে সর্বাধিক সংখ্যক টেস্ট ম্যাচ খেলেছেন।

দ্বিশত রানসম্পাদনা

৬ টি দ্বিশত রান রয়েছে তার।

দ্বিশত রান
সাল বিপক্ষ আয়োজক মাঠ
১৯৭৬   নিউজিল্যান্ড জাতীয় স্টেডিয়াম, করাচি
১৯৮৩   ভারত নিয়াজ স্টেডিয়াম, হায়দ্রাবাদ, সিন্ধু
১৯৮৫   শ্রীলংকা ইকবাল স্টেডিয়াম
১৯৮৭   ইংল্যান্ড দি ওভাল
১৯৮৮   অস্ট্রেলিয়া জাতীয় স্টেডিয়াম, করাচি
১৯৮৯   নিউজিল্যান্ড ইডেন পার্ক

মাইলস্টোন টেস্ট ম্যাচসম্পাদনা

মাইলস্টোন
মাইলস্টোন বিপক্ষ আয়োজক মাঠ ফল
৫০তম টেস্ট   ভারত নিয়াজ স্টেডিয়াম, হায়দ্রাবাদ, সিন্ধু পাকিস্তান একটি ইনিংস এবং ১১৯ রানের ব্যবধানে জিতেছিল #
১০০ তম টেস্ট   ভারত গাদ্দাফি স্টেডিয়াম ম্যাচ ড্র
# - এই ম্যাচের প্রথম ইনিংসে তিনি ২৮০* রান করেন যা ৪থ ক্রমতে ৭ম সর্বোচ্ছ।

পুরস্কারসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা

পূর্বসূরী
আসিফ ইকবাল
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক
১৯৮০–১৯৮১
উত্তরসূরী
জহির আব্বাস
পূর্বসূরী
ইমরান খান
পাকিস্তান ক্রিকেট অধিনায়ক
১৯৯২
উত্তরসূরী
সেলিম মালিক