কুলদীপ যাদব

ভারতীয় ক্রিকেটার

কুলদীপ যাদব (জন্ম: ১৪ ডিসেম্বর, ১৯৯৪) একজন ভারতীয় ক্রিকেটার। তিনি উত্তরপ্রদেশের রাজ্য ক্রিকেট দলের পক্ষে ক্রিকেট খেলেন। তিনি ধীর গতির বামহাত চায়নাম্যান বোলার, হিসকবে ক্রিকেট খেলেন ।

কুলদীপ যাদব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
কুলদীপ যাদব
জন্ম (1994-12-14) ১৪ ডিসেম্বর ১৯৯৪ (বয়স ২৯)
কানপুর, উত্তরপ্রদেশ, ভারত
ডাকনামচায়নাম্যান বোলার
ব্যাটিংয়ের ধরনLeft-handed
বোলিংয়ের ধরনবাঁ-হাতি আনঅর্থোডক্স স্পিন
ভূমিকাBowler
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২৮৮)
২৬ মার্চ ২০১৭ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২১৭)
২৩ জুন ২০১৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই শার্ট নং২৩
টি২০আই অভিষেক৯ জুলাই ২০১৭ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০১২মুম্বই ইন্ডিয়ান্স
২০১৪-বর্তমানকলকাতা নাইট রাইডার্স (জার্সি নং ১৮)
২০১৪-বর্তমানউত্তরপ্রদেশ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা Test FC LA ODI
ম্যাচ সংখ্যা ২৩ ১০
রানের সংখ্যা ৩৩ ৭৩০ ৪৯
ব্যাটিং গড় ১৬.৫০ ২৮.০৭ ৯.৮০
১০০/৫০ -/- ১/৫ -/- -/-
সর্বোচ্চ রান ২৬ ১১৭ ২৫
বল করেছে ৩৪০ ৪৪৩৩ ৫১০ ১৮০
উইকেট ৮৫ ১৪
বোলিং গড় ১৮.২২ ৩২.৬২ ২৭.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৪/৪০ ৬/৭৯ ৫/৬০ ৩/৫৪
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১১/- ২/- ০/-
উৎস: Cricinfo, ২৩ জুন ২০১৭

তিনি ২০১৪ সালের চ্যাম্পিয়নস লীগের টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেন।

অক্টোবর ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে তিনি ভারতীয় ক্রিকেট দলের পক্ষে নির্বাচিত হন কিন্তু কোনও ম্যাচেই খেলেননি।[] তিনি ২০১৭ সালের ফেব্রুয়ারিতে একদিনের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে ভারতীয় টেস্ট দলে অংশ গ্রহণ করেন।[] তিনি ২৫ শে মার্চ ২০১৭ তারিখে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হয়ে টেস্ট অভিষেক করেন, ধর্মশালায় ক্রিকেট স্টেডিয়ামে, প্রথম ইনিংসে চার উইকেট লাভ করেন। [] কুলদীপ যাদব টেস্ট ক্রিকেটে ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী প্রথম ধীর- গতির বামহাত চায়নাম্যান বোলার। টেস্ট ক্রিকেটে তিনি কেবল তৃতীয় চায়নাম্যান (বোলার) ক্রিকেটার হিসেবেই অভিষিক্ত হন। অস্ট্রেলিয়ার চক-ফ্লেটউড-স্মিথ (৪/৬৪) অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল এবং শ্রীলঙ্কার ক্রিকেট দলের লক্ষণ সন্দ্বান (৪/৫৮)।

২০১৭ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত সীমিত ওভারের সফরের জন্য তাকে ভারতের দলে রাখা হয়। [] তার ২৩ জুন ২০১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় দলে তার একদিনের আন্তর্জাতিক (ওয়ানডে) অভিষেক ঘটে। [] তবে, এই খেলাটির সময়, তিনি একটি একক ডেলিভারি করতে ব্যর্থ হন কারণ প্রথম ইনিংসের সময় বৃষ্টির কারণে কোনও ফলই হয়নি শেষ পর্যন্ত যখন ভারত ব্যাটিং করছে। তিনি শেষ পর্যন্ত সিরিজের পরবর্তী ম্যাচে বোলিং করতে সক্ষম হন, যেখানে তিনি তিন উইকেট লাভ করেন। [] তিনি জুলাই ২০১৭ সালের ৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের জন্য তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক (টি ২0 আই) অভিষিক্ত হন। []

২০১৪ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ

সম্পাদনা

সংযুক্ত আরব আমিরাতে ফেব্রুয়ারী ,২০১৪ য় অনুষ্ঠিত অনূর্ধ-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেন।  তার সমসাময়িক খেলোয়াড়েরা ছিলেন আভেশ খান , শ্রেয়াস আইয়ার, সরফরাজ খান , মুস্তাফিজুর রহমান, সঞ্জু স্যামসন, মেহেদী হাসান মিরাজ , লিটন দাস , নাজমুল হোসেন শান্ত, হাশমতুল্লাহ শাহিদী, এইডেন মার্করাম, কাগিসো রাবাদা, নিকোলাস পুরাণ, শিমরন হেটমায়ার, কাইল জেমিসন, কুশল মেন্ডিস । দলের হয়ে তিনি ছিলেন টুর্নামেন্ট সেরা স্পিনার । তিনি স্কটল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ।

ঘরোয়া টি২০

সম্পাদনা

২০১৪ সৈয়দ মোশতাক আলী ট্রফিতে উত্তর প্রদেশের হয়ে তার অভিষেক ঘটে। মাত্র ৪ টি ম্যাচ খেললেও তিনি ছিলেন দলের সেরা কৃপণ ও কার্যকরী বোলার।

তিনি ২০১২ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন এবং ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে স্বাক্ষরিত হন। সেই বছর কলকাতা বিজয়ী হলেও তিনি কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।  

বছর দল মূল্য ম্যাচ উইকেট রান রেট
২০১৪ কলকাতা নাইট রাইডার্স ৪০ লক্ষ - -
২০১৫ কলকাতা নাইট রাইডার্স ৪০ লক্ষ - -
২০১৬ কলকাতা নাইট রাইডার্স ৪০ লক্ষ ৮.৩৩
২০১৭ কলকাতা নাইট রাইডার্স ৪০ লক্ষ ১২ ১২ ৮.২৯
২০১৮ কলকাতা নাইট রাইডার্স ৫৮০ লক্ষ ১৬ ১৭ ৮.১৪
২০১৯ কলকাতা নাইট রাইডার্স ৫৮০ লক্ষ ৮.৬৬
২০২০ কলকাতা নাইট রাইডার্স ৫৮০ লক্ষ ৭.৬৬
২০২১ কলকাতা নাইট রাইডার্স ৫৮০ লক্ষ - -
২০২২ দিল্লি ক্যাপিটালস ২০০ লক্ষ ১৪ ২১ ৮.৪৪
২০২৩ দিল্লি ক্যাপিটালস ২০০ লক্ষ ১৮ ১০ ৭.৩৭

আন্তর্জাতিক টি২০

সম্পাদনা

৯ জুলাই ২০১৭ তার আন্তর্জাতিক টি২০ অভিষেক ঘটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

আইপিএল এ তার দূর্বল প্রদর্শন তাকে টি২০ বিশ্বকাপে সুযোগ পেতে বঞ্চিত করে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Kuldeep Yadav selected in India's squad for West Indies ODIs"। Cricbuzz। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১৬ 
  2. "Kuldeep Yadav replaces inured Mishra"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৭ 
  3. "Australia tour of India, 4th Test: India v Australia at Dharamsala, Mar 25-29, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  4. "Pant, Kuldeep picked for West Indies tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭ 
  5. "India tour of West Indies, 1st ODI: West Indies v India at Port of Spain, Jun 23, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০১৭ 
  6. "India tour of West Indies, 2nd ODI: West Indies v India at Port of Spain, Jun 25, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৭ 
  7. "India tour of West Indies, Only T20I: West Indies v India at Kingston, Jul 9, 2017"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা