ভিভ রিচার্ডস

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

ভিভ রিচার্ডস ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়। সর্বকালের সেরা ব্যাটস্‌ম্যানদের অন্যতম বলে তিনি স্বীকৃত। তার আমলে ত্রাস সৃষ্টিকারী ব্যাটস্‌ম্যান ছিলেন। ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫৬ বলে শত রান করেন যেটি বহুদিন টেস্ট ক্রিকেটে সবথেকে কম বলে শতরানের বিশ্ব রেকর্ড ছিল। ২০১৪ সালের নভেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একই সংখ্যক বলে শতরান করে পাকিস্তানের মিসবা উল হক উনার বিশ্ব রেকর্ড স্পর্শ করেন। আরো পরে নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককুলাম ২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৫৪ বলে শতরান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েন। []

স্যার ভিভ রিচার্ডস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
স্যার আইজাক ভিভিয়ান আলেকজান্ডার রিচার্ডস
জন্ম (1952-03-07) ৭ মার্চ ১৯৫২ (বয়স ৭২)
সেন্ট জোন্স, এন্টিগুয়া
ডাকনামমাস্টার ব্লাস্টার, স্মোকি, স্মোকিন জো, কিং ভিভ
উচ্চতা৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম/অফ-ব্রেক
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৫১)
২২ নভেম্বর ১৯৭৪ বনাম ভারত
শেষ টেস্ট৮ আগস্ট ১৯৯১ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৪)
৭ জুন ১৯৭৫ বনাম শ্রীলঙ্কা
শেষ ওডিআই২৭ মে ১৯৯১ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৯০–১৯৯৩গ্ল্যামারগন
১৯৭৬–১৯৭৭কুইন্সল্যান্ড
১৯৭৪-১৯৮৬সমারসেট
১৯৭১–১৯৯১লিওয়ার্ড দ্বীপপুঞ্জ
১৯৭১–১৯৮১সংযুক্ত দ্বীপপুঞ্জ
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১২১ ১৮৭ ৫০৭ ৫০০
রানের সংখ্যা ৮,৫৪০ ৬,৭২১ ৩৬,২১২ ১৬,৯৯৫
ব্যাটিং গড় ৫০.২৩ ৪৭.০০ ৪৯.৪০ ৪১.৯৬
১০০/৫০ ২৪/৪৫ ১১/৪৫ ১১৪/১৬২ ২৬/১০৯
সর্বোচ্চ রান ২৯১ ১৮৯* ৩২২ ১৮৯*
বল করেছে ৫,১৭০ ৫,৬৪৪ ২৩,২২৬ ১২,২১৪
উইকেট ৩২ ১১৮ ২২৩ ২৯০
বোলিং গড় ৬১.৩৭ ৩৫.৮৩ ৪৫.১৫ ৩০.৫৯
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/১৭ ৬/৪১ ৫/৮৮ ৬/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ১২২/– ১০০/– ৪৬৪/১ ২৩৮/–
উৎস: ক্রিকেটআর্কাইভ.কম, ১০ আগস্ট ২০১৬

ভারতীয় উপমহাদেশে

সম্পাদনা

টেস্টে

সম্পাদনা

নিচে ভারতীয় উপমহাদেশে করা তার টেস্ট শতকগুলো দেয়া হলো:

সাল মাঠ স্কোর প্রতিপক্ষ বোলার
১৯৭৪ অরুন জেটলি স্টেডিয়াম ১৯২* বিষাণ বেদি, ইরাপল্লী প্রসন্ন, শ্রীনিবাস ভেঙ্কটরাঘবন[]
১৯৮৩ ওয়াংখেড়ে স্টেডিয়াম ১২০ শিবলাল যাদব, রবি শাস্ত্রী, মনিন্দর সিং
১৯৮৭ অরুন জেটলি স্টেডিয়াম ১০৯* আরশাদ আইয়ুব, মনিন্দর সিং, কপিল দেব[]

একদিবসীয়

সম্পাদনা

নিচে ভারতীয় উপমহাদেশে করা তার একদিবসীয় শতকগুলো দেয়া হলো:

সাল মাঠ স্কোর প্রতিপক্ষ বোলার
১৯৮৩ কিনান স্টেডিয়াম ১৪৯ মহিন্দর অমরনাথ, মদন লাল, চেতন শর্মা[]
১৯৮৭ ন্যাশনাল স্টেডিয়াম করাচি ১৮১ শ্রীলংকান বোলার
১৯৮৮ মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট গ্রাউন্ড ১১০* আরশাদ আইয়ুব, রবি শাস্ত্রী, কপিল দেব[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Fastest Test Centuries"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০১৭ 
  2. "194*" 
  3. "109*" 
  4. "149" 
  5. "110*"