ওয়াংখেড়ে স্টেডিয়াম

ওয়াঙখেড়ে স্টেডিয়াম (মারাঠি: वानखेडे स्टेडियम) ভারতের মুম্বইয়ে অবস্থিত একটি ক্রিকেট স্টেডিয়াম। এতে ৪৫,০০০ দর্শকের ধারণ ক্ষমতা আছে। অতীতে এই মাঠে অনেক হাই প্রোফাইল ক্রিকেট খেলা হয়েছে, যার মাঝে রবি শাস্ত্রী একটি ওভার ছয়টা ছয় মারা থেকে শুরু করে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, যেখানে ভারত দ্বিতীয়বারের মত ওডিআই ক্রিকেট বিশ্বকাপ জয় করে। এছাড়াও এই স্টেডিয়াম শচীন টেন্ডুলকারের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের ঐতিহাসিক শেষ ম্যাচের সাক্ষী।

ওয়াংখেড়ে স্টেডিয়াম
वानखेडे स्टेडियम
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কা ও ভারতের মধ্যে ২০১১ ক্রিকেট বিশ্ব কাপ এর ফাইনাল ম্যাচ
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানমুম্বই, মহারাষ্ট্র, ভারত
দেশভারত
প্রতিষ্ঠা১৯৭৪
ধারণক্ষমতা৩১,৩৭২[]
স্বত্ত্বাধিকারীমুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
স্থপতিশশী প্রভু এন্ড অ্যাসোসিয়েটস (১৯৭৪ এবং ২০১০)
ঠিকাদারবিল্লিমোরিয়া এন্ড কোম্পানি
পরিচালকমুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন
ভাড়াটেভারত জাতীয় ক্রিকেট দল
মুম্বই ক্রিকেট দল
মুম্বই ইন্ডিয়ান্স
প্রান্তসমূহ
গারওরে প্যাভিলিয়ন এন্ড
টাটা এন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ টেস্ট23–29 January 1975:
ভারত  বনাম  ওয়েস্ট ইন্ডিজ
সর্বশেষ পুরুষ টেস্ট3–6 December 2021:
ভারত  বনাম  নিউজিল্যান্ড
প্রথম পুরুষ ওডিআই17 January 1987:
ভারত  বনাম  শ্রীলঙ্কা
সর্বশেষ পুরুষ ওডিআই15 November 2023:
ভারত  বনাম  নিউজিল্যান্ড
প্রথম পুরুষ টি২০আই22 December 2012:
ভারত  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ পুরুষ টি২০আই3 January 2023:
ভারত  বনাম  শ্রীলঙ্কা
প্রথম নারী টেস্ট10–13 February 1984:
ভারত  বনাম  অস্ট্রেলিয়া
সর্বশেষ নারী টেস্ট21–24 December 2023:
ভারত  বনাম  অস্ট্রেলিয়া
প্রথম নারী ওডিআই23 December 1997:
আয়ারল্যান্ড  বনাম  নিউজিল্যান্ড
সর্বশেষ নারী ওডিআই2 January 2024:
ভারত  বনাম  অস্ট্রেলিয়া
প্রথম নারী টি২০আই31 March 2016:
ওয়েস্ট ইন্ডিজ  বনাম  নিউজিল্যান্ড
সর্বশেষ নারী টি২০আই10 December 2023:
ভারত  বনাম  ইংল্যান্ড
2 January 2024 অনুযায়ী
উৎস: Cricinfo

উল্লেখযোগ্য ঘটনা

সম্পাদনা

একদিবসীয় আন্তর্জাতিক

সম্পাদনা
  • ১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ এর ভারত অস্ট্রেলিয়ার গ্রুপ লীগ ম্যাচ আয়োজন করে। এই মাঠের এটিই টুর্নামেন্টের একমাত্র আয়োজিত ম্যাচ। ম্যাচে মার্ক ওয়াহ ভারতের বিরুদ্ধে তার প্রথম একদিবসীয় শতরানটি করেন।
  • ২০১২ সালে প্রথম আন্তর্জাতিক টি২০ ম্যাচ আয়োজন করে।
  • ২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-এর সেমিফাইনাল সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়।
  • ২০১৬ সালে ক্রিস গেইল এই মাঠে ৪৮ বলে অপরাজিত ১০০ রান করে যা এই মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
  • ভারত ৩ টি ম্যাচ খেলেছে। মাত্র ১টিতে জয় পেয়েছে।
  • রান তাড়া করে জেতার ক্ষেত্রে এই মাঠ আদর্শ। পরে ব্যাট করে চতুর্থ সর্বোচ্চ রানের স্কোরটি এই মাঠে হয়। []

আইপিএল রেকর্ড

সম্পাদনা
মরসুম গড় রান সর্বনিম্ন রানের প্রতিপক্ষ
২০১৮ ১৮৯ চেন্নাই , কলকাতা ও হায়দরাবাদ
Panoramic shot of Wankhede Stadium during the 2011 Cricket World Cup final between Sri Lanka and India.

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা