রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (কন্নড়: ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು; প্রায়শই সংক্ষিপ্তাকারে RCB বলা হয়ে থাকে) হল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের বেঙ্গালুরু, কর্ণাটক ভিত্তিক ক্রিকেট প্রতিনিধিত্বকারী একটি দল। দলটি এখন পর্যন্ত দুই বার ফাইনাল খেলতে পেরেছে, যেখানে যথাক্রমে ২০০৯ ডেকান চার্জার্সের কাছে এবং ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজিত হয়। এছাড়াও দলটি ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০ প্রতিযোগীতায় রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। চ্যালেঞ্জার্সের ঘরের মাঠ হল ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়াম

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর
ರಾಯಲ್ ಚಾಲೆಂಜರ್ಸ್ ಬೆಂಗಳೂರು
কর্মীবৃন্দ
অধিনায়কবিরাট কোহলি
কোচসাইমন ক্যাটিচ
মালিকইউনাইটেড স্পিরিট
ডিয়াজ
দলীয় তথ্য
শহরবেঙ্গালুরু, কর্ণাটক, ভারত
রঙRCB
প্রতিষ্ঠাকাল২০০৮ (2008)
স্বাগতিক ভেন্যুএম. চিন্নাস্বামী স্টেডিয়াম
(ধারণক্ষমতা: ৩৬,৭৬০)
অফিসিয়াল ওয়েবসাইটwww.royalchallengers.com
Kit left arm yellowborder.png
Kit right arm yellowborder.png

টি২০আই কিট

বর্তমানে দলটির অধিনায়ক হিসেবে বিরাট কোহলি এবং ড্যানিয়েল ভেট্টোরি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজয় মালিয়া দলটির মালিক।[১] এছাড়াও দলটির পরিচালক হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মালিয়া।[২]

মৌসুমসম্পাদনা

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নোট
২০০৮ গ্রুপ পর্ব
২০০৯ রানার্স-আপ
২০১০ সেমিফাইনাল
২০১১ রানার্স-আপ
২০১২ গ্রুপ পর্ব
২০১৩ গ্রুপ পর্ব
২০১৪ গ্রুপ পর্ব
২০১৫ গ্রুপ পর্ব
২০১৬ রানার্স-আপ দলের পক্ষে মোট ৫টি শতরান হয় এই মৌসুমে। কোহলি একাই ৪টি শতরান করেন।
২০১৭ গ্রুপ পর্ব
২০১৮ গ্রুপ পর্ব
২০১৯ গ্রুপ পর্ব
২০২০ এলিমিনেটর

প্রধান কোচসম্পাদনা

অধিনায়কসম্পাদনা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অধিনায়ক [৩]
খেলোয়াড় জাতীয়তা প্রথম শেষ খেলা বিজয়ী পরাজিত টাই নেরে জয়%
রাহুল দ্রাবিড়   ভারত ২০০৮ ২০০৮ ১৪ ১০ ২৮.৫৭
কেভিন পিটারসেন   ইংল্যান্ড ২০০৯ ২০০৯ ৩৩.৩৩
অনিল কুম্বলে   ভারত ২০০৯ ২০১০ ৩৫ ১৯ ১৬ ৫৪.২৮
ড্যানিয়েল ভেট্টোরি   নিউজিল্যান্ড ২০১১ ২০১২ ২৮ ১৫ ১৩ ৫৩.৫৭
বিরাট কোহলী   ভারত ২০১২ ২০১৫ ৪০ ২১ ১৬ ৫২.৫০

বর্তমান স্কোয়াডসম্পাদনা

অধিনায়কসম্পাদনা

 1. বিরাট কোহলী (২০১৫ আইপিএলে দলের জন্য সবচেয়ে বেশি রান)

ভারতীয় খেলোয়াড়সম্পাদনা

ব্যাট্সমেনসম্পাদনা

 1. দেবদূত পাদিক্কাল - ২০১৯-২০ সৈয়দ মুশতাক আলী ট্রফি-র সর্বোচ্চ রানসংগ্রহকারী [৪]
 2. পার্থিব প্যাটেল
 3. গুরকীরত সিং মন

অল রাউন্ডারসম্পাদনা

 1. ওয়াশিংটন সুন্দর
 2. মনদীপ সিং
 3. পবন নেগি

বোলারসম্পাদনা

 1. যুজবেন্দ্র চাহাল
 2. উমেশ যাদব
 3. নবদ্বীপ সাইনি
 4. মোহাম্মদ সিরাজ
 5. মুরুগণ অশ্বিন

বিদেশী খেলোয়াড়সম্পাদনা

ব্যাট্সমেনসম্পাদনা

 1. এবি ডি ভিলিয়ার্স
 2. শিমরন হেটমায়ার

অল রাউন্ডারসম্পাদনা

 1. ক্রিস উকস
 2. কলিন ডি গ্র্যান্ডহোম
 3. মঈন আলী

বোলারসম্পাদনা

 1. নাথান কোল্টার-নিল
 2. টিম সাউদি

সম্ভাব্য প্রথম একাদশসম্পাদনা

ক্রম নাম ভূমিকা অনুপস্থিতে
দেবদূত পাদিক্কাল ওপেনিং উইকেটকিপার বাটসমেন
বিরাট কোহলি ওপেনিং বাটসমেন
ডে ভিলিয়ার্স ↗ বাটসমেন
গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট্সমেন
ওয়াশিংটন সুন্দর স্পিনার অলরাউন্ডার
কাইল জেমিসন অলরাউন্ডার
ড্যানিয়েল ক্রিস্টিয়ান বোলার
হার্শাল প্যাটেল পেসার রজত পাটিদর
শাহবাজ আহমেদ স্পিনার সচিন বেবি
১০ মোহাম্মদ সিরাজ পেসার সাইনি
১১ যুজবেন্দ্র চাহাল স্পিনার

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ মৌসুমসম্পাদনা

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর অগ্রসর
  মুম্বাই ইন্ডিয়ানস (Q) ১৪ ১৮ ১.১০৭ বাছাই ১-এ অগ্রসর।
  দিল্লি ক্যাপিটালস (Q) ১৪ ১৬ −০.১০৯
  সানরাইজার্স হায়দ্রাবাদ (Q) ১৪ ১৪ ০.৬০৮ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Q) ১৪ ১৪ −০.১৭২
  কলকাতা নাইট রাইডার্স (E) ১৪ ১৪ −০.২১৪ বাতিল
  কিংস এলেভেন পাঞ্জাব (E) ১৪ ১২ −০.১৬২
  চেন্নাই সুপার কিংস (E) ১৪ ১২ −০.৪৫৫
  রাজস্থান রয়্যালস (E) ১৪ ১২ −০.৫৬৯
৩ নভেম্বর ২০২০ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: ক্রিকইনফো, আইপিএল
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) জয়; ৩) নেট রান রেট;
(E) বাদ; (Q) টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত।

২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ দলের সদস্যের প্রদর্শনসম্পাদনা

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাটিতে ম্যাচসম্পাদনা

খেলোয়াড় মূল্য ক্রম মুম্বই ইন্ডিয়ান্স দুবাই রাজস্থান রয়্যালস আবুধাবি দিল্লি ক্যাপিটালস দুবাই কলকাতা নাইট রাইডার্স শারজা
দেবদূত পাদিক্কাল ০.২ কোটি ৫৪(৪০)-বোল্ট ৬৩(৪৫)-জোফরা ৪(৬)-অশ্বিন ৩২(২৩)-রাসেল
অ্যারন ফিঞ্চ ১ কোটি ৫২(৩৫)-বোল্ট ৮(৭)-গোপাল ১৩(১৪)-আক্সার ৪৭(৩৭)-কৃষ্ণা
বিরাট কোহলি ১৭ কোটি ৩(১১)-রাহুল ৭২(৫৩) ৪৩(৩৯)-রাবাডা ৩৩(২৮)
এবি ডি ভিলিয়ার্স ১১ কোটি ৫৫(২৪) ১২(১০) ৯(৬)-নোটজে ৭৩(৩৩)
মঈন আলী ১.৭ কোটি - - ১১(১৩)-আক্সার ও ১০.৫-শ্রেয়াস
শিবম দুবে ৫ কোটি ৫,৭ ২৭(১০) ১১(১২)-রাবাডা
ওয়াশিংটন সুন্দর ৩.২ কোটি ৩-রোহিত ১৭(১১)-রাবাডা ও ৫-রানা,মরগ্যান
ইসুরু উদানা ০.৫ কোটি ১১.২৫-সূর্য,ঈশান ১০.২৫-স্মিথ ,রায়ান ১(৩)-রাবাডা ও ১০-শিখর ৯.৫-রাসেল
নভদীপ সাইনি ৩ কোটি ১০.৭৫ ৯.২৫-বাটলার ১২(১২) ও ১৬ ৫.৬৭-বণ্টন
মোহাম্মদ সিরাজ ২.৬ কোটি ১০ - - ৫(৪)-নর্টেজে ও ৮.৫-পৃথিবী,রিষব ৮-ত্রিপাঠি
যুজবেন্দ্র চাহাল ৬ কোটি ১১ ১২-দে কক ৬-সানজু,উথাপ্পা,মহিপাল ০(০) ও ৯.৬৭ ৩-কার্তিক
ক্রিস মরিস ১০ কোটি - - - ৪.২৫-কামিন্স,নাগারকোটি
অ্যাডাম জাম্পা ১.৫ কোটি ১৩.২৫-হার্দিক -
গুরকীরাত সিং ০.৫ কোটি -
উমেশ যাদব ৪.২ কোটি

বিরোধী মাটিতে ম্যাচসম্পাদনা

খেলোয়াড় মূল্য ক্রম সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাই কিংস এলেভেন পাঞ্জাব দুবাই/শারজা চেন্নাই সুপার কিংস দুবাই
দেবদূত পাদিক্কাল ০.২ কোটি ৫৬(৪২)-বিজয় ১(২)-কট্রেল ৩৩(৩৪)-ঠাকুর
অ্যারন ফিঞ্চ ১ কোটি ২৯(২৭)-অভিষেক ২০(২১)-বিষ্ণই ২(৯)-দীপক
বিরাট কোহলি ১৭ কোটি ৩,৪ ১৪(১৩)-নটরাজন ১(৫)-কটেল ৯০(৫২)
এবি ডি ভিলিয়ার্স ১১ কোটি ৪,৫ ৫১(৩০) ২৮(১৮)-মুরুগণ ০(২)-শার্দুল
জোস ফিলিপে ০.২ কোটি ৩,৬ ১(২) ০(৩)-শামি -
ওয়াশিংটন সুন্দর ৩.২ কোটি ৫,৬ ৩০(২৭)-বিষ্ণই ও ৬.৫ ১০(১০)-স্যাম ও ৫.৩৩-ওয়াটসন,ফাফ
শিবম দুবে ৫ কোটি ৫,৬,৭ ৭(৮) ও ৫-প্রিয়াম,মিচেল ১২(১২)-ম্যাক্সওয়েল ও ১১-পূরণ,ম্যাক্সওয়েল ২২(১৪) ও ১৪
উমেশ যাদব ৪.২ কোটি ১২ ০(২)-বিষ্ণই ও ১১.৬৭ -
নভদীপ সাইনি ৩ কোটি ৬.২৫-রাশিদ,ভুবনেশ্বর ৬(৭)-মুরুগণ ও ৯.২৫ ৪.৫
ডেল স্টেইন ২ কোটি ১০ ৯-সন্দ্বীপ ১(২) ও ১৪.২৫ -
যুজবেন্দ্র চাহাল ৬ কোটি ১১ ৪.৫-বিয়েরস্তো, মনীষ , বিজয় ১(৩)-মুরুগণ ও ৬.২৫-মায়াঙ্ক ৮.৭৫-ধোনি
ক্রিস মরিস ১০ কোটি - - ৪.৭৫-স্যাম,জাদেজা,ব্রাভো
ইসুরু উদানা ০.৫ কোটি - - ৭.৫-রায়ুডু
পার্থিব প্যাটেল ১.৭ কোটি
মনদীপ সিং ১.৪ কোটি
টিম সাউদি ১ কোটি
মোহাম্মদ সিরাজ ২.৬ কোটি

২০২১ আইপিএলসম্পাদনা

পয়েন্ট তালিকাসম্পাদনা

অব দল খেলা হা ফহ পয়েন্ট এনআরআর অগ্রসর
  দিল্লি ক্যাপিটালস ১২ ০.৫৪৭ বাছাই ১-এ অগ্রসর।
  চেন্নাই সুপার কিংস ১০ ১.২৬৩
  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১০ −০.১৭১ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
  মুম্বাই ইন্ডিয়ানস ০.০৬২
  পাঞ্জাব কিংস −০.৩৬৮ বাতিল
  কলকাতা নাইট রাইডার্স −০.৪৯৪
  রাজস্থান রয়্যালস −০.৬৯০
  সানরাইজার্স হায়দ্রাবাদ −০.৬২৩
২ মে ২০২১ তারিখের ম্যাচ খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: আইপিএল

তথ্যসূত্রসম্পাদনা

 1. G. Krishnan (২০ ফেব্রুয়ারি ২০০৮)। "Bangalore team named 'Royal Challengers'"Hindustan Times। India। পৃষ্ঠা 3। সংগ্রহের তারিখ ২০ ফেব্রুয়ারি ২০০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
 2. "Jadeja hits it big in closely fought IPL 5 auction"The Hindu Business Line। ২৭ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১৫ 
 3. RCB Captains
 4. "SMA Trophy Most Run" 

বহিঃসংযোগসম্পাদনা