চেন্নাই সুপার কিংস
চেন্নাই সুপার কিংস (তামিল: சென்னை சூப்பர் கிங்க்ஸ்) (CSK নামেও পরিচিত) হল একটি ক্রিকেট টিম যা প্রধানত খেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলে এবং এই টিমটি প্রধানত চেন্নাই, তামিলনাড়ুর টিম। এই টিমটি প্রথম তৈরি হয়েছিল ২০০৮ সালে, যে টিমের অধিনায়ক হল মহেন্দ্র সিং ধোনি এবং কোচ হল স্টিফেন ফ্লেমিং, যিনি একজন প্রাক্তন নিউজিল্যান্ডের খেলোয়াড়। এই টিমের ঘরের মাঠ হল এম. এ. চিদম্বরম স্টেডিয়াম যা চেন্নাইয়ের চিপকে অবস্থিত।
சென்னை சூப்பர் கிங்க்ஸ் | ||
![]() | ||
কর্মীবৃন্দ | ||
---|---|---|
অধিনায়ক | ![]() | |
কোচ | ![]() | |
মালিক | এন. শ্রীনিবাসন[২] | |
দলের তথ্য | ||
শহর | চেন্নাই, তামিলনাড়ু, ভারত | |
রং | ![]() | |
প্রতিষ্ঠা | ২০০৮ | |
স্বাগতিক মাঠ | এম. এ. চিদম্বরম স্টেডিয়াম, চেন্নাই | |
ধারণক্ষমতা | ৫০,০০০ | |
ইতিহাস | ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় | ৫ (২০১০, ২০১১, ২০১৮, ২০২১,২০২৩) | |
চ্যাম্পিয়নস লিগ টোয়েন্টি২০ জয় | ২ (২০১০, ২০১৪) | |
দাপ্তরিক ওয়েবসাইট | chennaisuperkings.com | |
| ||
![]() |
চেন্নাই সুপার কিংস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল টিম যারা তিনবার আই পি এল খেতাব জিতেছে এবং প্রত্যেক বছর এই টিমটি প্লে-অফে পৌঁছায়।[৩] ২০১৫ সালের আই পি এল ৮ এ তাদের কাছে তাদের জয়ের ধারা বজায় রাখবার সুযোগ ছিল কিন্তু ২০১৫ সালের আই পি এলে তারা রানার্স হয়। তারাই হল প্রথম কোন ভারতীয় দল যারা চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-২০ জিতেছিল। এই দলের হয়ে সর্বাধিক রান করেছেন তিন জন খেলোয়াড় এবং তারা হলেন মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না এবং মাইকেল হাসি, এবং সর্বাধিক উইকেট নিয়েছেন আলবি মরকেল, রবিচন্দ্রন অশ্বিন, ডোয়েন ব্র্যাভো।[৪][৫] ২০১২ সালে চেন্নাই সুপার কিংসের ব্র্যান্ড মূল্য ছিল মার্কিন ডলার ৭৫.১৩ মিলিয়ন, যা তাদেরকে আই পি এলের সবচেয়ে মুল্যবান দল করে তোলে।[৬]
দলের ইতিহাসসম্পাদনা
২০০৮সম্পাদনা
২০০৮ এর নিলামে ধোনিকে কেনে চেন্নাই। এবং সেটাই দলের সাফল্যের এখনো অব্দি বৃহৎ চাবিকাঠি। রাজস্থানের সাথে ২টি গ্রুপ ও ফাইনাল ম্যাচ হারলেও রায়না - ধোনির ব্যাটিংয়ে ও ২৭ বর্ষীয় আলবি মরকেল - মানপ্রীত গনির বোলিংয়ে টুর্নামেন্টে রানার্স আপ হয়।
২০০৯সম্পাদনা
ব্যাঙ্গালোরের সাথে ২টি গ্রুপ হারলেও ৩৮ বর্ষীয় ম্যাথু হেইডেন - রায়নার ব্যাটিংয়ে ও ৩৭ বর্ষীয় মুত্তিয়া মুরালিধরন - জাকাতি - বালাজি - আলবি মরকেল-এর বোলিংয়ে টুর্নামেন্টে সেমিফাইনালিস্ট হয়।
২০১০সম্পাদনা
ডেকানের সাথে ২টি গ্রুপ হারলেও রায়না - মুরলি বিজয়-এর ব্যাটিংয়ে ও ৩৮ বর্ষীয় মুত্তিয়া মুরালিধরন - জাকাতি - অশ্বিন -এর বোলিংয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
২০১১সম্পাদনা
৩৬ বর্ষীয় মাইকেল হাসি - রায়না-র ব্যাটিংয়ে ও রবিচন্দ্রন অশ্বিন - ডগ বলিঙ্গার-এর বোলিংয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
২০১২সম্পাদনা
কলকাতা , মুম্বাই ও পাঞ্জাবের সাথে ২টি গ্রুপ হারলেও রায়না - ফাফ দু প্লেসিস-র ব্যাটিংয়ে ও ডোয়েন ব্র্যাভো - রবিচন্দ্রন অশ্বিন - বেন হিলফেনহস-এর বোলিংয়ে টুর্নামেন্টে রানার্সআপ হয়।
২০১৩সম্পাদনা
মুম্বাইয়ের সাথে ২টি গ্রুপ ও ফাইনাল ম্যাচ হারলেও ৩৮ বর্ষীয় মাইকেল হাসি - রায়না-র ব্যাটিংয়ে ও ডোয়েন ব্র্যাভো - মোহিত শর্মা-এর বোলিংয়ে টুর্নামেন্টে রানার্সআপ হয়।
২০১৪সম্পাদনা
মুম্বাইয়ের সাথে ২টি গ্রুপ ও কোয়ালিফায়ার ম্যাচ হারলেও ডোয়াইন স্মিথ - রায়না-র ব্যাটিংয়ে ও মোহিত শর্মা - রবীন্দ্র জাদেজা-এর বোলিংয়ে টুর্নামেন্টে ৩য় হয়।
২০১৫সম্পাদনা
মুম্বাইয়ের সাথে ১টি গ্রুপ , কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ হারলেও ব্রেন্ডন ম্যাককুলাম - ডোয়াইন স্মিথ-র ব্যাটিংয়ে ও ডোয়েন ব্র্যাভো - ৩৬ বর্ষীয় আশীষ নেহরা-এর বোলিংয়ে টুর্নামেন্টে রানার্সআপ হয়।
২০১৮সম্পাদনা
আম্বতি রায়ডু - ৩৬ বর্ষীয় শেন ওয়াটসন-র ব্যাটিংয়ে ও শার্দুল ঠাকুর - ডোয়েন ব্র্যাভো-এর বোলিংয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স হয়।
২০১৯সম্পাদনা
মারাত্মক খেলায় মাত্র ১ রানের জন্য পরাজিত হয় মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস । গোটা টুর্নামেন্ট এ ভালো খেলেই ফাইনাল এ উঠে এ দল। ফাইনাল এ মুম্বই ইন্ডিয়ান্স জয়ী হয়।
২০২০সম্পাদনা
আইপিএল এর ইতিহাস এ প্রথম বার চেন্নাই কোয়ালিফাই করতে পারে নি। এবং ৩ ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বাতিল হয়ে যায়। মহেন্দ্র সিং ধোনির অফ ফর্ম এবং আইপিএল এর ম্যাচ গুলো করোনাভাইরাস এর কারনে সংযুক্ত আরব আমিরাত এ হওয়া এর মূল কারন হিসাবে মনে করেন ক্রিকেটীয় বিশেষজ্ঞরা।
২০২১সম্পাদনা
৪র্থ বার চ্যাম্পিয়ন হয়।
ধোনি-জাদেজা-ব্রাভোসম্পাদনা
বছর | ধোনি (রান) | জাদেজা (রান/উইকেট) | ব্রাভো (রান/উইকেট) | দলের সাফল্য |
---|---|---|---|---|
২০০৮ | ৪১৪ | রাজস্থান দলে ছিলেন | মুম্বাই দলে ছিলেন | রানার্সআপ |
২০০৯ | ৩৩২ | রাজস্থান দলে ছিলেন | মুম্বাই দলে ছিলেন | |
২০১০ | ২৮৭ | নিষিদ্ধ ছিলেন | মুম্বাই দলে ছিলেন | বিজয়ী |
২০১১ | ৩৯২ | কোচি দলে ছিলেন | - | বিজয়ী |
২০১২ | ৩৫৮ | ১৯১ | ৩৭১ | রানার্সআপ |
২০১৩ | ৪৬১ | ২০১ | ১২১ | রানার্সআপ |
২০১৪ | ৩৭১ | ১৪৬ | ৮ | |
২০১৫ | ৩৭২ | ১৩২ | ১৯৫ | রানার্সআপ |
২০১৬ | পুনে দলে ছিলেন | গুজরাট দলে ছিলেন | গুজরাট দলে ছিলেন | |
২০১৭ | পুনে দলে ছিলেন | গুজরাট দলে ছিলেন | গুজরাট দলে ছিলেন | |
২০১৮ | ৪৫৫ | ৮৯ | ১৪১ | বিজয়ী |
২০১৯ | ৪১৬ | ১০৬ | ৮০ | রানার্সআপ (১ রানে হার) |
বর্তমান স্কোয়াডসম্পাদনা
খেলোয়াড় ২০২৩সম্পাদনা
ব্যাট্সমেনসম্পাদনা
উইকেট রক্ষকসম্পাদনা
অলরাউন্ডারসম্পাদনা
- রবীন্দ্র জাদেজা
- বেন স্টোকস
- মিচেল স্যান্টনার
- মঈন আলী
- ড্রোয়েন প্রিটোরিয়াস
- শিভব দুবে
- নিশান্ত সিন্ধু
- ভগৎ ভার্মা
- অজয় জাদাব মন্ডল
বোলারসম্পাদনা
- দীপক চাহার
- মুকেশ চৌধুরী
- সিমরাজিৎ সিং
- রাজবর্ধনে হঙ্গারঙ্গেকার
- প্রশান্ত সোলাঙ্কি
- তুষার দেশপান্ডে
- মাথিসা পাথীরানা
- ক্যাইল জমিসন
- মহেশ ত্থিকশানা
সম্ভাব্য প্রথম একাদশসম্পাদনা
ক্রম | নাম | ভূমিকা | অনুপস্থিতিতে |
---|---|---|---|
১ | রুতুরাজ গায়কোয়াড় | ওপেনিং বাটসম্যান | আম্বতি রায়ডু |
২ | আম্বতি রায়ডু | ওপেনিং বাটসম্যান | ডেভন কনওয়ে ↗ |
৩ | মঈন আলী ↗ | অলরাউন্ডার | আম্বতি রায়ডু |
৪ | বেন স্টোস্ ↗ | অলরাউন্ডার | মিচেল স্যান্টনার / মহেশ থিকসেনা |
৫ | রবীন্দ্র জাদেজা | অলরাউন্ডার | |
৬ | শিবম দুবে | অলরাউন্ডার | |
৭ | মহেন্দ্র সিং ধোনি | উইকেটকিপার বাটসম্যান | |
৮ | দীপক চাহার | অলরাউন্ডার | |
৯ | মিচেল স্যান্টনার ↗ | অলরাউন্ডার | |
১০ | কাইল জেমিসন ↗ | অলরাউন্ডার | মহেশ থেকশানা ↗ |
১১ | মুকেশ চৌধুরী | পেসার | সিমারজিৎ সিং |
২০২০সম্পাদনা
অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | এনআরআর | অগ্রসর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +১.১০৭ | বাছাই ১-এ অগ্রসর |
২ | দিল্লি ক্যাপিটালস | ১৪ | ৮ | ৬ | ০ | ১৬ | −০.১০৯ | |
৩ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.৬০৮ | এলিমিনেটর-পর্বে অগ্রসর |
৪ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | −০.১৭২ | |
৫ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | −০.২১৪ | বাতিল |
৬ | কিংস এলেভেন পাঞ্জাব | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.১৬২ | |
৭ | চেন্নাই সুপার কিংস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.৪৫৫ | |
৮ | রাজস্থান রয়্যালস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.৫৬৯ |
২০২০ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-এ দলের সদস্যের প্রদর্শনসম্পাদনা
বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো
ঘরের মাঠে ম্যাচসম্পাদনা
খেলোয়াড় | মূল্য(রুপি) | ক্রম | দিল্লি ক্যাপিটালস দুবাই | সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাই | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুবাই |
---|---|---|---|---|---|
মুরলী বিজয় | ২ কোটি | ১ | ১০(১৫)-নর্টেজে | - | - |
শেন ওয়াটসন | ৪ কোটি | ১,২ | ১৪(১৬)-অক্সার | ১(৬)-ভুবি | ১৪(১৮)-সুন্দর |
ফাফ দু প্লেসিস | ১.৬ কোটি | ২,৩ | ৪৩(৩৫)-রাবাডা | ২২(১৯) | ৮(১০)-সুন্দর |
আম্বতি রায়ডু | ২.২ কোটি | ৩ | - | ৮(৯)-নটরাজন | ৪২(৪০)-উদানা |
নারায়ান জগদীশন | ০.২ কোটি | ৪ | - | - | ৩৩(২৮) |
ঋতুরাজ গায়কোয়াড | ০.২ কোটি | ৪ | ৫(১০) | - | - |
কেদার যাদব | ৭.৮ কোটি | ৪,৫ | ২৬(২১)-নর্টেজে | ৩(১০)-সামাদ | - |
মহেন্দ্র সিং ধোনি | ১৫ কোটি | ৫,৬ | ১৫(১২)-রাবাডা | ৪৭(৩৬) | ১০(৬)-চাহাল |
রবীন্দ্র জাদেজা | ৭ কোটি | ৬,৭ | ১২(৯)-রাবাডা ও ১১ | ৫০(৩৫)-নটরাজন ও ৮ | ৭(৬)-মরিস ও ৩.৫ |
স্যাম কারেন | ৫.৫ কোটি | ৬,৭,৮ | ১(২) ও ৬.৭৫-শ্রেয়াস | ১৫(৫) ও ১২.৩৩ | ০(১)-মরিস ও ১২-সুন্দর |
ডোয়েন ব্র্যাভো | ৬.৪ কোটি | ৮ | - | ৭ | ৭(৫)-মরিস ও ৯.৬৭ |
দীপক চাহার | ৮০ লক্ষ | ৯ | ৯.৫ | ৭.৭৫-বাইরস্ত,অভিষেক | ৫(৫) ও ৩.৩৩-ফিঞ্চ |
শার্দুল ঠাকুর | ২.৬ কোটি | ১০ | - | ৮-মনীশ | ১(১) ও ১০-দেবদূত,দে ভিলিয়ার্স |
কর্ণ শর্মা | ৫ কোটি | - | - | ৮.৫ | |
পিযুষ চাওলা | ৬.৭৫ কোটি | ৮.২৫-পৃথিবী,শিখর | ৬.৬৭-ওয়ার্নার | ||
জোশ হজলউড | ২ কোটি | ৭ | - |
বিরোধী মাটিতে ম্যাচসম্পাদনা
খেলোয়াড় | মূল্য(রুপি) | ক্রম | মুম্বই ইন্ডিয়ান্স আবুধাবি | রাজস্থান রয়্যালস শারজা | কিংস এলেভেন পাঞ্জাব দুবাই | কলকাতা নাইট রাইডার্স আবুধাবি | সানরাইজার্স হায়দ্রাবাদ দুবাই |
---|---|---|---|---|---|---|---|
মুরলী বিজয় | ২ কোটি | ১ | ১(৭)-প্যাটিনসন | ২১(২১)-শ্রেয়াস | - | - | |
শেন ওয়াটসন | ৪ কোটি | ১,২ | ৪(৫)-বোল্ট | ৩৩(২১)-তেওয়াটিয়া | ৮৩(৫৩) | ৫০(৪০)-নারিন | |
ফাফ দু প্লেসিস | ১.৬ কোটি | ২,৩ | ৫৮(৪৪) | ৭২(৩৭)-জোফরা | ৮৭(৫৩) | ১৭(১০)-মভি | |
আম্বতি রায়ডু | ২.২ কোটি | ৩,৪ | ৭১(৪৮)-চাহার | - | - | ৩০(২৭)-নাগারকোটি | |
ঋতুরাজ গায়কোয়াড | ০.২ কোটি | ৫ | - | ০(১)-তেওয়াটিয়া | - | - | |
স্যাম কারেন | ৫.৫ কোটি | ৪,৫,৬ | ১৮(৬)-বুমরাহ ও ৭-দে কক | ১৭(৬)-তেওয়াটিয়া ও ৮.২৫-স্মিথ,তেওয়াটিয়া,রায়ান | ১০.৩৩ | ১৭(১১)-রাসেল ও ৬.৫-মরগ্যান,কার্তিক | |
মহেন্দ্র সিং ধোনি | ১৫ কোটি | ৪,৭ | ০(২) | ২৯(১৭) | - | ১১(১২)-বরুন | |
কেদার যাদব | ৭.৮ কোটি | ৬ | - | ২২(১৬)-টম কারান | - | ৭(১২) | |
রবীন্দ্র জাদেজা | ৭ কোটি | ৫,৮ | ১০(৫)-ক্রুনাল ও ১০.৫-সৌরভ-হার্দিক | ১(২) ও ১০ | ৭.৫-মনদীপ | ২১(৮) | |
দীপক চাহার | ০.৮ কোটি | ৮-সূর্য | ৭.৭৫-যশস্বী | ৫.৬৭ | ১১.৭৫ | ||
পিযুষ চাওলা | ৬.৭৫ কোটি | ৫.২৫-রোহিত | ১৩.৭৫-রবিন | ১১-মায়াঙ্ক | |||
লুঙ্গি এনগিডি | ০.৫ কোটি | ৯.৫-পোলার্ড,করুনাল | ১৪-সানজু | - | - | ||
শার্দুল ঠাকুর | ২.৬ কোটি | - | - | ৯.৭৫-রাহুল ,পুরান | ৭-গিল,রাসেল | ||
ডোয়েন ব্র্যাভো | ৬.৪ কোটি | - | - | ৯.৫ | ৯.২৫-ত্রিপাঠী,নাগারকোটি,মভি | ||
কর্ণ শর্মা | ৫ কোটি | - | - | - | ৬.২৫-রানা,নারিন | ||
ইমরান তাহির | ১ কোটি |
২০২১সম্পাদনা
পয়েন্ট তালিকাসম্পাদনা
অব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | এনআরআর | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|
১ | দিল্লি ক্যাপিটালস (৩য়) | ১৪ | ১০ | ৪ | ০ | ২০ | +০.৪৮১ | বাছাই ১-এ অগ্রসর। |
২ | চেন্নাই সুপার কিংস (চ্যা) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.৪৫৫ | |
৩ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | −০.১৪০ | এলিমিনেটর-পর্বে অগ্রসর। |
৪ | কলকাতা নাইট রাইডার্স (রা) | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.৫৮৭ | |
৫ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.১১৬ | বাতিল |
৬ | পাঞ্জাব কিংস | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.০০১ | |
৭ | রাজস্থান রয়্যালস | ১৪ | ৫ | ৯ | ০ | ১০ | −০.৯৯৩ | |
৮ | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৩ | ১১ | ০ | ৬ | −০.৫৪৫ |
২০২২সম্পাদনা
পয়েন্ট তালিকাসম্পাদনা
অব | গ্রুপ | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | এনআরআর | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বি | গুজরাত টাইটান্স (চ্যা) | ১৪ | ১০ | ৪ | ০ | ২০ | +০.৩১৬ | বাছাই ১-এ অগ্রসর। |
২ | এ | রাজস্থান রয়্যালস (রা) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.২৯৮ | |
৩ | এ | লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) | ১৪ | ৯ | ৫ | ০ | ১৮ | +০.২৫১ | এলিমিনেটর-পর্বে অগ্রসর। |
৪ | বি | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়) | ১৪ | ৮ | ৬ | ০ | ১৬ | −০.২৫৩ | |
৫ | এ | দিল্লি ক্যাপিটালস | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.২০৪ | |
৬ | বি | পাঞ্জাব কিংস | ১৪ | ৭ | ৭ | ০ | ১৪ | +০.১২৬ | |
৭ | এ | কলকাতা নাইট রাইডার্স | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | +০.১৪৬ | |
৮ | বি | সানরাইজার্স হায়দ্রাবাদ | ১৪ | ৬ | ৮ | ০ | ১২ | −০.৩৭৯ | |
৯ | বি | চেন্নাই সুপার কিংস | ১৪ | ৪ | ১০ | ০ | ৮ | −০.২০৩ | |
১০ | এ | মুম্বই ইন্ডিয়ান্স | ১৪ | ৪ | ১০ | ০ | ৮ | −০.৫০৬ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ আনন্দ, ওয়েব ডেস্ক, এবিপি (২০২২-০৩-২৪)। "চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হচ্ছেন রবীন্দ্র জাদেজা"। bengali.abplive.com। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২৬।
- ↑ "India cements transfers CSK to new subsidiary with effect from jan 1"। CNN-IBN। ১১ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ তৃতীয়বারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হলো চেন্নাই। [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] Retrieved on 28 may 2018
- ↑ "Indian Premier League - Chennai Super Kings / Records / Most runs"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩।
- ↑ "Indian Premier League - Chennai Super Kings / Records / Most wickets"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩।
- ↑ "Chennai Super Kings Biography, Chennai Super Kings Bio, Chennai Super Kings Photos, Videos, Wallpapers, News"। In.com। ৮ অক্টোবর ২০১২। ২৪ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৩।