কলকাতা নাইট রাইডার্স

আইপিএলের একটি দল

কলকাতা নাইট রাইডার্স (সংক্ষেপে কেকেআর বা KKR) হল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নামক ভারতীয় টোয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় কলকাতা শহর থেকে প্রতিনিধিত্বকারী একটি দল। বর্তমানে এই দলের অধিনায়ক হলেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দলের আবহ সঙ্গীত হল: করব, লড়ব, জিতব রে এবং অফিসিয়াল রং হল বেগুনীসোনালি। বলিউডের বিখ্যাত অভিনেতা শাহরুখ খান এই দলের অন্যতম কর্ণধার। অন্যান্য কর্ণধারদের মধ্যে আছেন জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জেয় মেহতা

কলকাতা নাইট রাইডার্স
ডাকনাম
  • কেকেআর
  • দ্য নাইটস্
কর্মীবৃন্দ
অধিনায়কভারত
কোচভারত চন্দ্রকান্ত পণ্ডিত
মালিকনাইট রাইডার্স গ্রুপ (রেড চিলিজ এন্টারটেইনমেন্ট)
প্রধান নির্বাহীভেঙ্কি মাইশোর[]
দলের তথ্য
শহরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
রংKKR
প্রতিষ্ঠা২০০৮
স্বাগতিক মাঠইডেন গার্ডেন্স
ধারণক্ষমতা৬০,০০০ (৯০,০০০ মেরামতের পূ্র্বে)
ইতিহাস
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জয় (২০১২, ২০১৪, ২০২৪)
দাপ্তরিক ওয়েবসাইটkkr.in

টি২০ কিট

২০২৪-এ কলকাতা নাইট রাইডার্স

দলটি স্বল্প সময়ে প্রচুর জনপ্রিয় হয়ে ওঠে তাদের সেলেব্রিটি মালিকদের কারণে। কলকাতা নাইট রাইডার্স আইপিএল টুর্নামেন্টের অন্যতম সফল একটি দল। [] তারা ২০১১ সালে প্রথমবার প্লেঅফে জায়গা করে নেই এবং ২০১২ সালে ফাইনালে চেন্নাই সুপার কিংস কে হারিয়ে তারা প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয় তারা ২০১৪ সালে কিংস এলেভেন পাঞ্জাব কে হারিয়ে তাদের দ্বিতীয় এবং সর্বশেষ ২০২৪ সালে সানরাইজার্স হায়দ্রাবাদ কে হারিয়ে তাদের তৃতীয় শিরোপা ঘরে তুলে।

ঘরোয়া মাঠ

সম্পাদনা

নাইট রাইডার্স এর ঘরের মাঠ হল ইডেন গার্ডেনস। বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশান (CAB) এর মালিকানাধীন এটিতে ৭০,০০০ ধারণক্ষমত ভারতের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম[]

২০০৮ সালের আইপিএলে ইডেন গার্ডেন্স স্টেডিয়ামে এর দৃশ্য
বছর লিগ অবস্থান চূড়ান্ত অবস্থান নক আউট প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়
২০০৮* ৬ষ্ঠ/৮ গ্রুপ পর্যায়
২০০৯ ৮ম/৮ গ্রুপ পর্যায়
২০১০ ৬ষ্ঠ/৮ গ্রুপ পর্যায়
২০১১* ৪র্থ/১০ প্লে-অফ মুম্বই ইন্ডিয়ান্স (৩/৩) মুনাফ প্যাটেল, এইডেন ব্লিজার্ড
২০১২ ২য়/৯ চ্যাম্পিয়নস
২০১৩ ৭ম/৯ গ্রুপ পর্যায়
২০১৪* ২য়/৮ চ্যাম্পিয়নস
২০১৫ ৫ম/৮ গ্রুপ পর্যায়
২০১৬ ৪র্থ/৮ প্লে-অফ সানরাইজার্স হায়দ্রাবাদ (১/৩) যুবরাজ সিং, ভুবনেশ্বর কুমার
২০১৭ ৩য়/৮ প্লে-অফ মুম্বই ইন্ডিয়ান্স

(১/৩)

কর্ণ শর্মা, জসপ্রীত বুমরাহ, ক্রুনাল পাণ্ড্য
২০১৮* ৩য়/৮ প্লে-অফ সানরাইজার্স হায়দ্রাবাদ (২/৩) রশীদ খান, শিখর ধাওয়ান
২০১৯ ৫ম/৮ গ্রুপ পর্যায়
২০২০ ৫ম/৮ গ্রুপ পর্যায়
২০২১ ৪র্থ/৮ রানার্স আপ চেন্নাই সুপার কিংস(১/৩) ফাফ দু প্লেসিস, শার্দুল ঠাকুর
২০২২* ৭ম/১০ গ্রুপ পর্যায়
২০২৩ ৭ম/১০ গ্রুপ পর্যায়
২০২৪ ১ম/১০ চ্যাম্পিয়ন

* তারকা চিহ্নিত স্থানে মহা-নিলাম হয়েছিল।

বছর লিগ অবস্থান চূড়ান্ত অবস্থান
২০০৮ বাতিল
২০০৯ ডিএনকিউ
২০১০
২০১১ ৫/১৩ গ্রুপ পর্যায়
২০১২ ৬/১৪ গ্রুপ পর্যায়
২০১৩ ডিএনকিউ
২০১৪ ২/১২ রানার্স আপ
২০১৫ বিলুপ্ত
  • ডিএনকিউ = যোগ্যতা অর্জন করেননি

বর্তমান স্কোয়াড

সম্পাদনা

ব্যাটসম্যান

সম্পাদনা
নাম আইপিএল ২০২০ মুআট্র ২০২০-২১ আইপিএল ২০২১ মুআট্র ২০২১-২২ আইপিএল ২০২২ মুআট্র ২০২২-২৩
নিতিশ রানা ৩৫২/২৫/১৩৯* ১৮৩/৩৬/১৬৪ ৩৮৩/৩০/১২১ ১৪১/৪৭/১৫৪ ৩৬১/২৭/১৪৩ ৩১৭/৪৫/১৩৯
রিংকু সিং ৩৭/১৮/১০৮ ২০/১০/৮৩ ১১/১১/১০০ ১৮৭/৯৩/১৪৬ ১৭৪/৩৪/১৪৮ ১৩৯/৪৬/১৩২
ভেঙ্কটেশ আইয়ার ২২৭/৭৫/১৪৯ ৩৭০/৪১/১২৮ ১৫৫/৫১/১৪০ ১৮২/১৬/১০৭ ১৮৯/৬৩/১৬১

রান/গড়/স্ট্রারে

নাম আইপিএল ২০২০ মুআট্র ২০২০-২১ আইপিএল ২০২১ মুআট্র ২০২১-২২ আইপিএল ২০২২ মুআট্র ২০২২-২৩
বরুন চক্রবর্তী ২০/১৭/৬.৮৪ ২৪/১৮/৬.৫৮ ৫৫/৬/৮.৫১
বৈভব অরোরা ১৬/১০/৭.৪১ ৬৭/২/৬.৪৮ ৫৪/৩/৯.২ ২০/১০/৭.৪৪
অনুকূল রায় ১১৪/১/৮.৭৬ ২০/৬/৬.৭৭ ৫৫/১/৭.৮৬* ২৩/৩/৫.৩৮
হর্ষিত রানা ৫১/১/১০.২

গড়/উইকেট/ইকোনমি

বিদেশী খেলোয়াড়

সম্পাদনা

সম্ভাব্য প্রথম একাদশ

সম্পাদনা

২০২৪ মৌসুমে

ক্রম নাম ভূমিকা ইমপ্যাক্ট খেলোয়াড় অনুপস্থিতিতে
রহমানুল্লাহ গুরবাজ ওপেনিং বাটসমেন জেসন রয় ↗ (আংশিক সুলভ)
ভেঙ্কটেশ আইয়ার ওপেনিং বাটসমেন বৈভব অরোরা
নিতিশ রানা স্পিনার অলরাউন্ডার
শ্রেয়াস আয়ার (অধি) বাটসমেন
রিংকু সিং বাটসমেন সুয়েশ শর্মা
আন্দ্রে রাসেল পেসার অলরাউন্ডার শেরফেন রাদারফোর্ড
মিচেল স্টার্ক পেসার অলরাউন্ডার গাস অ্যাটকিনসন
সুনীল নারাইন স্পিনার অলরাউন্ডার মুজিব উর রহমান
কে এস ভারত উইকেটকিপার
১০ হর্ষিত রানা পেসার মনিশ পাণ্ডে বৈভব অরোরা
১১ বরুন চক্রবর্তী স্পিনার সুয়েশ শর্মা

পূর্ববর্তী তারকা ১১ খেলোয়াড় তালিকা

সম্পাদনা
২০০৮ ২০০৯ ২০১০ ২০১১ (প্লে অফ) ২০১২ (বিজয়ী)
সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক) ব্রেন্ডন ম্যাককুলাম (অধিনায়ক) সৌরভ গঙ্গোপাধ্যায় (অধিনায়ক) গৌতম গম্ভীর (অধিনায়ক) গৌতম গম্ভীর (অধিনায়ক)
ব্রেন্ডন ম্যাককুলাম মরনে ফন উইক অজিত আগারকার জ্যাকস ক্যালিস(অল রাউন্ডার) জ্যাকস ক্যালিস(অল রাউন্ডার)
ডেভিড হাসি ক্রিস গেইল অশোক দিন্দা ইউসুফ পাঠান(অল রাউন্ডার) মনোজ তিওয়ারী
ঋদ্ধিমান সাহা ব্রাড হজ অ্যাঞ্জেলো ম্যাথিউস মনোজ তিওয়ারী ব্রেন্ডন ম্যাককুলাম
সালমান বাট সৌরভ গঙ্গোপাধ্যায় ব্রাড হজ এয়ন মর‌গ্যান মানবিন্দর বিসলা (|||)
অশোক দিন্দা ডেভিড হাসি ব্রেন্ডন ম্যাককুলাম রায়ান টেন ডেসকাট ইউসুফ পাঠান(অল রাউন্ডার)
মোহাম্মদ হাফিজ চার্ল ল্যাঙ্গভেট চার্ল ল্যাঙ্গভেট জয়দেব উনাদকট ব্রেট লি
শোয়েব আখতার ইশান্ত শার্মা চেতেশ্বর পুজারা রজত ভাটিয়া লক্ষ্মীপতি বালাজি
ইশান্ত শার্মা লক্ষী শুকলা ক্রিস গেইল লক্ষ্মীপতি বালাজি সাকিব আল হাসান
অজিত আগারকার অজন্তা মেন্ডিস ডেভিড হাসি সাকিব আল হাসান রজত ভাটিয়া
উমর গুল অনুরীত সিং ইকবাল আব্দুল্লাহ ইকবাল আব্দুল্লাহ সুনীল নারাইন
আকাশ চোপড়া মইসেস হেনরিকুইস ঋদ্ধিমান সাহা ব্রেট লি দেবব্রত দাস
ক্রিস গেইল মাশরাফী বিন মোর্ত্তজা মানবিন্দর বিসলা লক্ষ্মী রতন শুক্লা
ঋদ্ধিমান সাহা মার্ক বাউচার মার্চেন্ট ডি ল্যাঞ্জ
২০১৩ ২০১৪ (বিজয়ী) ২০১৫ (প্লে অফ) ২০১৬ (প্লে অফ) ২০১৭ (প্লে অফ) ২০১৮ (প্লে অফ)
গৌতম গম্ভীর (অধিনায়ক) গৌতম গম্ভীর (অধিনায়ক) গৌতম গম্ভীর (অধিনায়ক) গৌতম গম্ভীর (অধিনায়ক) গৌতম গম্ভীর (অধিনায়ক) দিনেশ কার্তিক (অধিনায়ক)
ইকবাল আব্দুল্লাহ ক্রিস লিন ইউসুফ পাঠান ইউসুফ পাঠান ইউসুফ পাঠান আন্দ্রে রাসেল
ইউসুফ পাঠান আন্দ্রে রাসেল সুনীল নারাইন সুনীল নারাইন সুনীল নারাইন কুলদীপ যাদব
মনোজ তিওয়ারি দেব্রত দাস আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল আন্দ্রে রাসেল পিযুষ চাওলা
জ্যাক ক্যালিস জ্যাকস ক্যালিস রবিন উথাপ্পা রবিন উথাপ্পা রবিন উথাপ্পা ক্রিস লিন
মানবিন্দার বিসলা কুলদীপ যাদব পিযুষ চাওলা পিযুষ চাওলা মনীশ পাণ্ডে রবিন উথাপ্পা
ইয়ন মর্গ্যান মনিশ পান্ডে মনীশ পাণ্ডে মনীশ পাণ্ডে উমেশ যাদব বিনয় কুমার
লক্ষীপতি বালাজী মানবিন্দার বিসলা উমেশ যাদব উমেশ যাদব সূর্যকুমার যাদব সুনীল নারাইন
রজত ভাটিয়া মরনে মরকেল সূর্যকুমার যাদব সূর্যকুমার যাদব ক্রিস লিন মিচেল জনসন
সুনীল নারাইন প্যাট কামিন্স মরনে মরকেল মরনে মরকেল ক্রিস উকস শিবম মাভি
সচিত্র সেনানায়েকে পিযুষ চাওলা ব্র্যাড হগ সাকিব আল হাসান নাথান কোল্টার-নাইল কমলেশ নাগারকোটি

প্রশাসন ও প্রশিক্ষণ কর্মী

সম্পাদনা

প্রধান প্রশিক্ষক

সম্পাদনা

খেলোয়াড়দের প্রদর্শন

সম্পাদনা
নাম মূল্য (লক্ষ) মরসুম ম্যাচ রান স্ট্রা.রে উইকেট রা.রে
মিচেল স্টার্ক ২৪৭৫ ২০২৪
আন্দ্রে রাসেল ১৬০০ ২০২২ ১৪ ৩৩৫ ১৭৪ ১৭ ৯.৮৬
আন্দ্রে রাসেল ১৬০০ ২০২৩ ১৪ ২২৭ ১৪৫ ১১.৩৪
শ্রেয়াস আইয়ার ১২২৫ ২০২২ ১৪ ৪০১ ১৩৪ - -
বরুন চক্রবর্তী ১২০০ ২০২২ - - - ৮.৫১
বরুন চক্রবর্তী ১২০০ ২০২৩ - - - ২০ ৮.১৪

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাঠে

সম্পাদনা
খেলোয়াড় মূল্য(রুপি) ক্রম মুম্বই ইন্ডিয়ান্স আবুধাবি/আবুধাবি সানরাইজার্স হায়দ্রাবাদ আবুধাবি চেন্নাই সুপার কিংস আবুধাবি
রাহুল ত্রিপাঠি ০.৬ কোটি - - ৮১(৫১)-ব্রাভো
শুভমান গিল ১.৮ কোটি ১,২ ৭(১১)-ট্রেন্ট ৭০(৬২) ১১(১২)-শার্দুল
সুনীল নারাইন ৮.৫ কোটি ২,৪ ৯(১০)-প্যাটিনসন ও ৫.৫-সৌরভ ০(২)-খলীল ও ৭.৭৫ ১৭(৯)-কর্ণ ও ৭.৭৫-ওয়াটসন
নীতিশ রানা ৩.৪ কোটি ৩,৪ ২৪(১৮)-পোলার্ড ২৬(১৩)-নটরাজন ৯(১০)-কর্ণ
দিনেশ কার্তিক(উই) ৭.৪ কোটি ৩,৪,৭ ৩০(২৩)-রাহুল ০(৩)-রাশিদ ১২(১১)-স্যাম
ইয়ন মর্গ্যান ৫.২৫ কোটি ১৬(২০)-বুমরাহ ৪২(২৯) ৭(১০)-স্যাম
আন্দ্রে রাসেল ৭ কোটি ১১(১১)-বুমরাহ ও ৮.৫-হার্দিক ৮-মনীশ ২(৪)-শার্দুল ও ৯-স্যাম
নিখিল নায়েক ০.২ কোটি ১(৩)-বোল্ট - -
প্যাট কামিন্স ১৫ কোটি ৩৩(১২)-প্যাটিনসন ও ১৬.৩৩ ৪.৭৫-বিরেস্টও ১৭(৯) ও ৬.২৫
কমলেশ নাগরকোটি ৩.২ কোটি - ৮.৫ ০(২)-ব্রাভো ও ৭-রায়ুডু
শিবম মাভি ৩ কোটি ৯,১০ ৯(১০)-রাহুল ও ৮-দে কক,রোহিত ৭.৫ ০(১)-ব্রাভো ও ১০.৬৭-ফাফ
কুলদীপ যাদব ৫.৮ কোটি ১০ ১(২) ও ৯.২৫ ৭.৫ -
বরুন চক্রবর্তী ৪ কোটি ১১ - ৬.২৫-ওয়ার্নার ১(১) ও ৭-ধোনি
সন্দ্বীপ ওয়ারিয়র ০.২ কোটি ১১.৩৩ -

বিপক্ষের মাটিতে

সম্পাদনা
খেলোয়াড় মূল্য(রুপি) ক্রম রাজস্থান রয়্যালস দুবাই দিল্লি ক্যাপিটালস শারজা কিংস এলেভেন পাঞ্জাব আবুধাবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর শারজা
টম ব্যান্তন ১ কোটি - - - ৮(১২)-সাইনি
শুভমান গিল ১.৮ কোটি ১,২ ৪৭(৩৪)-জোফরা ২৮(২২)-মিশ্রা ৫৭(৪৭) ৩৪(২৫)
সুনীল নারাইন ৮.৫ কোটি ১৫(১৪)-উনাদকাট ও ১০-শ্রেয়াস ৩(৫)-নরজে ও ১৩ ৭-পুরাণ,মনদীপ -
নীতিশ রানা ৩.৪ কোটি ২২(১৭)-তেবাটিয়া ৫৮(৩৫)-হার্শাল ২(৪) ও ৯(১৪)-সুন্দর
রাহুল ত্রিপাঠি ০.৬ কোটি ১,৭,৮ - ৩৬(১৬)-স্ট্যানিস ৪(১০)-শামি ১৬(২২)-সিরাজ
ইয়ন মর্গ্যান ৫.২৫ কোটি ৪,৬ ৩৪(২৩) ৪৪(১৮)-নরজে ২৪(২৩)-বিষ্ণই ৮(১২)-সুন্দর
আন্দ্রে রাসেল ৭ কোটি ৪.৬ ২৪(১৪)-অঙ্কিত ১৩(৮)-রাবাডা ও ৭.৭৫-পন্ট,স্ট্যানিস ৫(৩)-অর্শদীপ ১৬(১০)-উদানা
দিনেশ কার্তিক(উই) ৭.৪ কোটি ১(৩)-জোফরা ৬(৮)-হার্শাল ৫৮(২৯) ১(২)-চাহাল
প্যাট কামিন্স ১৫ কোটি ৭,৮ ১২(১০)-টম ও ৪.৩৩-স্মিথ ৫(৪)-নরজে ও ১২.২৫ ৫(৪) ও ৭.২৫ ১(৩)-মরিস
কমলেশ নাগরকোটি ৩.২ কোটি ৮,৯ ৮(৫) ও ৬.৫-উথাপ্পা,রায়ান ৩(৩) ও ১১.৬৭-পৃথিবী ১৩.৩৩ ৪(৭)-মরিস
শিবম মাভি ৩ কোটি ১০ ৫-বাটলার,স্যামসন ১(৩) ও ১৩.৩৩ - -
বরুন চক্রবর্তী ৪ কোটি ১০ ৬.২৫-তেবাটিয়া,জোফরা ১২.২৫-শিখর ৬.৭৫ ৭(১০)
প্রসীদ কৃষ্ণা ০.২ কোটি ১১ - - ৭.২৫-রাহুল,মায়াঙ্ক,প্রভাসিমরান ২(৩)
কুলদীপ যাদব ৫.৮ কোটি ৬.৬৭-উনাদকাত - - -

২০২১ আইপিএল

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
দিল্লি ক্যাপিটালস (৩য়) ১৪ ১০ ২০ +০.৪৮১ বাছাই ১-এ অগ্রসর।
চেন্নাই সুপার কিংস (চ্যা) ১৪ ১৮ +০.৪৫৫
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৪র্থ) ১৪ ১৮ −০.১৪০ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
কলকাতা নাইট রাইডার্স (রা) ১৪ ১৪ +০.৫৮৭
মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১৪ +০.১১৬ বাতিল
পাঞ্জাব কিংস ১৪ ১২ −০.০০১
রাজস্থান রয়্যালস ১৪ ১০ −০.৯৯৩
সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১১ −০.৫৪৫


২০২২ আইপিএল

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব গ্রুপ দল খেলা হা ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
বি গুজরাত টাইটান্স (চ্যা) ১৪ ১০ ২০ +০.৩১৬ বাছাই ১-এ অগ্রসর।
রাজস্থান রয়্যালস (রা) ১৪ ১৮ +০.২৯৮
লখনউ সুপার জায়ান্টস (৪র্থ) ১৪ ১৮ +০.২৫১ এলিমিনেটর-পর্বে অগ্রসর।
বি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (৩য়) ১৪ ১৬ −০.২৫৩
দিল্লি ক্যাপিটালস ১৪ ১৪ +০.২০৪
বি পাঞ্জাব কিংস ১৪ ১৪ +০.১২৬
কলকাতা নাইট রাইডার্স ১৪ ১২ +০.১৪৬
বি সানরাইজার্স হায়দ্রাবাদ ১৪ ১২ −০.৩৭৯
বি চেন্নাই সুপার কিংস ১৪ ১০ −০.২০৩
১০ মুম্বই ইন্ডিয়ান্স ১৪ ১০ −০.৫০৬
উৎস: IPLT20.com

বেগুনি রঙে ভাল প্রদর্শন দেখানো হলো , লাল রঙে খারাপ প্রদর্শন দেখানো হলো

ব্যাটিং
খেলোয়াড় Mat Inns NO Runs HS Ave BF SR 100 50 0 4s 6s
AD Russell 14 12 3 335 70* 37.22 192 174.47 0 1 2 18 32
RK Singh 7 7 2 174 42* 34.8 117 148.71 0 0 0 17 7
SS Iyer 14 14 1 401 85 30.84 298 134.56 0 3 0 41 11
N Rana 14 14 1 361 57 27.76 251 143.82 0 2 1 29 22
SW Billings 8 8 1 169 36 24.14 138 122.46 0 0 0 9 10
AM Rahane 7 7 0 133 44 19 128 103.9 0 0 0 14 4
AJ Finch 5 5 0 86 58 17.2 61 140.98 0 1 0 10 3
VR Iyer 12 12 1 182 50* 16.54 169 107.69 0 1 1 17 7
PJ Cummins 5 5 1 63 56* 15.75 24 262.5 0 1 2 5 6
UT Yadav 12 7 3 55 21 13.75 40 137.5 0 0 2 4 4
SP Narine 14 10 2 71 22 8.87 40 177.5 0 0 3 6 6
B Indrajith 3 3 0 21 15 7 30 70 0 0 1 2 0
Rasikh Salam 2 1 0 7 7 7 6 116.66 0 0 0 1 0
SP Jackson 5 5 1 23 8 5.75 26 88.46 0 0 1 0 1
Aman Hakim Khan 1 1 0 5 5 5 3 166.66 0 0 0 1 0
A Tomar 1 1 0 4 4 4 8 50 0 0 0 1 0
Harshit Rana 2 2 1 2 2 2 2 100 0 0 0 0 0
Shivam Mavi 6 3 1 3 2 1.5 7 42.85 0 0 1 0 0
TG Southee 9 5 1 2 1* 0.5 12 16.66 0 0 3 0 0
AS Roy 2 1 0 0 0 0 2 0 0 0 1 0 0
CV Varun 11 4 4 12 10* - 18 66.66 0 0 0 2 0
বোলিং
খেলোয়াড় Mat Inns Overs Mdns Runs Wkts BBI Ave Econ SR 4 5 Ct St
SP Narine 14 14 56 0 312 9 Feb-21 34.66 5.57 37.3 0 0 3 0
Rasikh Salam 2 2 4 0 28 0 - - 7 - 0 0 0 0
SS Iyer 14 1 1 0 7 0 - - 7 - 0 0 5 0
UT Yadav 12 12 48 2 339 16 Apr-23 21.18 7.06 18 1 0 5 0
TG Southee 9 9 35 0 275 14 Mar-20 19.64 7.85 15 0 0 4 0
AS Roy 2 2 7 0 55 1 Jan-28 55 7.85 42 0 0 1 0
CV Varun 11 11 39 0 332 6 Jan-22 55.33 8.51 39 0 0 2 0
AD Russell 14 13 28.1 0 278 17 04-May 16.35 9.86 9.9 1 0 2 0
Harshit Rana 2 2 5 0 51 1 Jan-24 51 10.2 30 0 0 0 0
Shivam Mavi 6 6 22 0 227 5 Jan-33 45.4 10.31 26.4 0 0 4 0
PJ Cummins 5 5 19.5 0 212 7 Mar-22 30.28 10.68 17 0 0 1 0
VR Iyer 12 4 4 0 46 0 - - 11.5 - 0 0 4 0
N Rana 14 2 2 0 23 0 - - 11.5 - 0 0 6 0
Aman Hakim Khan 1 1 1 0 13 0 - - 13 - 0 0 0 0

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "কেকেআর-এর সিইও ভেঙ্কি মাইশোর" 
  2. "Kolkata Knight Riders is richest in IPL" (পিডিএফ)brandfinance.com। ২০১০-০৩-৩১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১ 
  3. Eden Gardens | India | Cricket Grounds | ESPN Cricinfo. Content-ind. cricinfo.com. Retrieved 4 September 2011.
  4. "KKR appoint Venky Mysore as CEO"। Mumbai। ২৪ সেপ্টেম্বর ২০১০। ৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০১১ 
  5. "Dav Whatmore profil"। সংগ্রহের তারিখ ৩১ মে ২০১২ 

বহিঃসংযোগ

সম্পাদনা