সন্তান

প্রজননের সৃষ্টি

সন্তান, সন্ততি বা অপত্য বলতে কোনো নবসৃষ্ট জীবকে বোঝায়। যৌন বা অযৌন প্রজননের মাধ্যমে সন্তানের প্রসব হয়। একইসঙ্গে একাধিক সন্তানের প্রসব হতে পারে (যেমন তা দেওয়া একাধিক ডিম থেকে মুরগির ছানার জন্ম), কিংবা সময়ের সঙ্গে একাধিক সন্তানের প্রজনন হতে পারে (যেমন বাচ্চা মৌমাছি)। যৌনমিলন, কৃত্রিম পরিনিষেক বা ক্লোনিঙের পর সন্তান প্রসব হয়।

মানব পুরুষ সন্তানকে পুত্র বা ছেলে ও স্ত্রী-সন্তানকে কন্যা, দুহিতা বা মেয়ে বলে। মানব সন্তানের সন্তানকে "নাতি" (পুং) বা "নাতনি" (স্ত্রী) বলে, পুত্রের সন্তানকে "পৌত্র" (পুং) বা "পৌত্রী" (স্ত্রী) এবং কন্যার সন্তানকে "দৌহিত্র" (পুং) বা "দৌহিত্রী" (স্ত্রী) বলে। মানব সন্তানের সন্তানের সন্তানকে "প্রপৌত্র" (পুং) বা "প্রপৌত্রী" (স্ত্রী) বলে।

কোনো সন্তানের মধ্যে পিতামাতা উভয়ের বংশাণু রয়েছে।[] প্রত্যেক সন্তানের মধ্যে একাধিক বংশাণু রয়েছে, আর প্রত্যেক বংশাণুতে কোনো নির্দিষ্ট কর্ম ও বৈশিষ্ট্যের জন্য কোডিং করা থাকে। পিতা ও মাতা উভয়ই সমানভাবে তাদের সন্তানের জিনোটাইপে অবদান রাখে, আর সেখানে গ্যামেটগুলো একত্রিত হয় ও গঠন করে।[]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "chromosome"। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৪