ইয়ান গোল্ড
ইয়ান জেমস গোল্ড (ইংরেজি: Ian James Gould; জন্ম: ১৯ আগস্ট, ১৯৫৭) বাকিংহ্যামশায়ারের ট্যাপলো এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ইংরেজ ক্রিকেটার। বর্তমানে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকায় অন্যতম ক্রিকেট আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করছেন। এছাড়াও পূর্বে তিনি ইংল্যান্ডের বার্নহ্যাম ফুটবল ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন। এপ্রিল, ২০১৯ সালে ঘোষণা করেন যে, ক্রিকেট বিশ্বকাপ শেষে আম্পায়ার হিসেবে অবসর গ্রহণ করবেন।[১]
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ইয়ান জেমস গোল্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ট্যাপলো, বাকিংহ্যামশায়ার, ইংল্যান্ড | ১৯ আগস্ট ১৯৫৭||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | গানার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক, আম্পায়ার | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ৬৯) | ১৫ জানুয়ারি ১৯৮৩ বনাম নিউজিল্যান্ড | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২২ জুন ১৯৮৩ বনাম ভারত | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭৫-১৯৮০, ১৯৯৬ | মিডলসেক্স | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৮১-১৯৯০ | সাসেক্স | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৮০ | অকল্যান্ড এইসেস | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আম্পায়ারিং তথ্য | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট আম্পায়ার | ৭৪ (২০০৮–বর্তমান) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই আম্পায়ার | ১৩৫ (২০০৬–বর্তমান) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ |
ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। ১৯৮৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে মিডলসেক্স, সাসেক্স ও নিউজিল্যান্ডীয় ক্রিকেটে অকল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষণে অগ্রসর হতেন ‘গানার’ ডাকনামে পরিচিত ইয়ান গোল্ড। এছাড়াও, বামহাতে ব্যাটিংয়ে পারদর্শী ছিলেন তিনি।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাবামহাতি ব্যাটসম্যানরূপে মিডলসেক্স, সাসেক্স এবং অকল্যান্ডের পক্ষ হয়ে উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করেন। তন্মধ্যে, ১৯৮৭ সালে সাসেক্স দলের অধিনায়ক ছিলেন গোল্ড। এছাড়াও, ১৯৭৫-১৯৮০ এবং ১৯৯৬ সালে মিডলসেক্সের ক্রিকেটার এবং একই দলে ১৯৯১-২০০০ সাল পর্যন্ত কাউন্টি ক্রিকেট কোচের ভূমিকায়ও ছিলেন তিনি। ইংল্যান্ড ক্রিকেট দলের পক্ষ হয়ে ১৮টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। তন্মধ্যে ১৯৮৩ সালের বিশ্বকাপ ক্রিকেটেও অংশ নিয়েছেন তিনি।
পুত্র মাইকেল গোল্ড সাসেক্সের দ্বিতীয় একাদশে ক্রিকেট খেলছেন।
আম্পায়ারিত্ব
সম্পাদনা২০০৭ সালে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটের ৩টি খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইয়ান গোল্ড। ১৯-২২ নভেম্বর, ২০০৮ তারিখে ব্লুমফনটেইনের স্প্রিংবক পার্কে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে আম্পায়ার হিসেবে টেস্ট ক্রিকেটে অভিষিক্ত হন। এরপর ২০০৯ সালে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকায় উত্তোরণ ঘটে তার।[২]
২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় খেলা পরিচালনার জন্য ২০জন আম্পায়ারের একজন হিসেবে মনোনীত হন তিনি।[৩] তন্মধ্যে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মধ্যকার গ্রুপ পর্বের খেলা পরিচালনার মধ্য দিয়ে আম্পায়ার হিসেবে তিনি তার শততম একদিনের আন্তর্জাতিকের খেলা পরিচালনা করেন।[৪]
এপ্রিল, ২০১৯ সালে আইসিসি কর্তৃক ক্রিকেট বিশ্বকাপের খেলা পরিচালনার লক্ষ্যে ১৬-সদস্যের আম্পায়ারের তালিকায় তাকেও অন্তর্ভুক্ত করা হয়।[৫]
আম্পায়ার পরিসংখ্যান
সম্পাদনা২৬ এপ্রিল, ২০১৭ তারিখ অনুযায়ী ইয়ান গোল্ড খেলা পরিচালনা করেন:
প্রথম | সর্বশেষ | মোট | |
---|---|---|---|
টেস্ট | দক্ষিণ আফ্রিকা ব বাংলাদেশ, ব্লুমফন্তেইন, নভেম্বর, ২০০৮ | দক্ষিণ আফ্রিকা ব শ্রীলঙ্কা, পোর্ট এলিজাবেথ, ফেব্রুয়ারি, ২০১৯ | ৭৪ |
ওডিআই | ইংল্যান্ড ব শ্রীলঙ্কা, দি ওভাল, জুন, ২০০৬ | ভারত ব ওয়েস্ট ইন্ডিজ, মুম্বই, অক্টোবর, ২০১৮ | ১৩৫ |
টি২০আই | ইংল্যান্ড ব শ্রীলঙ্কা, সাউদাম্পটন, জানুয়ারি, ২০০৬ | ভারত ব ওয়েস্ট ইন্ডিজ, মুম্বই, মার্চ, ২০১৬ | ৩৭ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Umpire Ian Gould to retire after World Cup"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
- ↑ Gould and Hill join ICC Elite
- ↑ "ICC announces match officials for ICC Cricket World Cup 2015"। ICC Cricket। ২ ডিসেম্বর ২০১৪। ৩০ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Ian Gould officiates his 100th ODI in Australia-Sri Lanka match in ICC Cricket World Cup 2015"। Cricket Country। ৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১৫।
- ↑ "Match officials for ICC Men's Cricket World Cup 2019 announced"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১৯।
আরও দেখুন
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনা- ইএসপিএনক্রিকইনফোতে ইয়ান গোল্ড (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ইয়ান গোল্ড (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)
ক্রীড়া অবস্থান | ||
---|---|---|
পূর্বসূরী জন বার্কলে |
সাসেক্স কাউন্টি ক্রিকেট অধিনায়ক ১৯৮৭ |
উত্তরসূরী পল পার্কার |