উমর আকমল
উমর আকমল (উর্দু: عمر اکمل; জন্ম: ২৬ মে ১৯৯০) হলেন একজন পাকিস্তানি আন্তর্জাতিক ক্রিকেটার। তিনি পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০৯ সালের ১ আগস্ট একদিনের আন্তর্জাতিকে এবং টেষ্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০০৯ সালে ২৩ নভেম্বর তারিখে আত্মপ্রকাশ করেন। উমর হলেন একজন ডানহাতি ব্যাটসম্যান এবং মাঝে মধ্যে দলের প্রয়োজনে অফস্পিন বলও করে থাকেন। উমরের দুটি ভাই রয়েছেন যারা পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন; একজন হলেন কামরান আকমল এবং অন্যজন আদনান আকমল। বর্তমানে তিনি উইকেটরক্ষক এর দায়িত্ব পালন করছেন। এই দুজন ছাড়া পাকিস্তান দলের তরুণ উদীয়মান ক্রিকেট বাবর আজম ও তার আপন চাচাতো ভাই।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | উমর আকমল | |||||||||||||||||||||||||||||||||||
জন্ম | লাহোর, পাঞ্জাব, পাকিস্তান | ২৬ মে ১৯৯০|||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান, উইকেটরক্ষক | |||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | কামরান আকমল (ভাই), আদনান আকমল (ভাই) | |||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১৯৭) | ২৪ নভেম্বর ২০০৯ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১ সেপ্টেম্বর ২০১১ বনাম জিম্বাবুয়ে | |||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৭৪) | ১ আগস্ট ২০০৯ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২০ ডিসেম্বর ২০১৩ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৯৬ | |||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৩৪) | ১২ আগস্ট ২০০৯ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ১৩ ডিসেম্বর ২০১৩ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএন ক্রিকইনফো, ১৬ মার্চ ২০১৪ |
তিনি ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ফ্রাঞ্জাইন একজন খেলোয়াড়। তার সাথে পাকিস্তান দলের আরও দুজন খেলোয়াড় হলেন মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক।[১] এছাড়াও উক্ত প্রতিযোগীতায় আহমেদ শেহজাদ প্রতিনিধিত্ব করেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাউমর হলেন তিন ভাইয়ের মধ্যে সর্বকনিষ্ট। তার অন্য দুইজন ভাই আদনান আকমল এবং কামরান আকমল যারা উভয়ই পাকিস্তান দলের হয়ে উইকেট রক্ষক এর দায়িত্ব পালন করে থাকেন। বাবর আজম ও তার সম্পর্কের আপন খালাত ভাই।
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাউমর পাকিস্তান দলের হয়ে মালয়েশিয়া অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার মাধ্যমে ক্রিকেটের জগতে আবির্ভূত হন। পরে তার সাফল্য তাকে প্রথম শেনীর ক্রিকেটে ২০০৭-০৮ সিজনের খেলায় "কায়েদ আযম ট্রফিতে" সুই সাউদান গ্যাস এর হয়ে খেলেছেন। তাকে পাকিস্তান দলের ভবিষ্যত প্রজন্মের অন্যতম সেরা একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত তিনি আক্রমণাত্মক ক্রিকেট খেলে থাকেন। উমরের ৬ ম্যাচের প্রথম শেণীর ক্রিকেটে ২৪৮ রান করেন মাত্র ২২৫ বলে যাতে ছিল চারটি ছয়ের মার।[২] পরবর্তীতে তিনি তার ৮ম ম্যাচে মাত্র ১৭০ বলে অপরাজিত ১৮৬ রান করেন।
টেষ্ট ক্রিকেট
সম্পাদনাটেস্ট সেঞ্চুরি
সম্পাদনাউমর আকমল এর টেস্ট শতকসমূহ | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | ম্যাচ | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | বছর | |
১ | ১২৯ | ১ | নিউজিল্যান্ড | ডানেডিন, নিউজিল্যান্ড | ওভাল বিশ্ববিদ্যালয় | ২০০৯ |
একদিনের এবং টি-২০ জীবনী
সম্পাদনাএকদিনের আন্তর্জাতিক শতকসমূহ
সম্পাদনাউমর আকমলের একদিনের শতকসমূহ | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | রান | ম্যাচ | প্রতিপক্ষ | শহর/দেশ | মাঠ | বছর | |
১ | ১০২* | ৩ | শ্রীলঙ্কা | কলম্বো, শ্রীলঙ্কা | প্রেমাদাসা স্টেডিয়াম | ২০০৯ | |
২ | ১০২* | ৯১ | আফগানিস্তান | ফতুল্লা, বাংলাদেশ | খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম | ২০১৪ |
টুয়েন্টি-২০ আন্তর্জাতিক অর্ধশতক
সম্পাদনাউম আকমলের টুয়েন্টি-২০ আন্তর্জাতিক অর্ধশতক | |||||||
---|---|---|---|---|---|---|---|
ক্রম | রান | খেলা | বিরুদ্ধে | শহর/দেশ | মাঠ | বছর | ফলাফল |
১ | ৫৬* | ৩ | নিউজিল্যান্ড | দুবাই, আরব আমিরাত | ডি,এস,সি ক্রিকেট ষ্টেডিয়াম | ২০০৯ | বিজয়ী |
২ | ৫১ | ১১ | দক্ষিণ আফ্রিকা | গ্রস ইসলেট, সেন্ট লুসিয়া | বিজনেসর ষ্টেডিয়াম | ২০১০ | বিজয়ী |
৩ | ৫৬* | ১২ | অস্ট্রেলিয়া | গ্রস ইসলেট, সেস্ট লুসিয়া | বিজনেসর ষ্টেডিয়াম | ২০১০ | হার |
৪ | ৬৪ | ১৩ | অস্ট্রেলিয়া | বার্মিংহাম, ইংল্যান্ড | এডগাষ্টন ক্রিকেট ষ্টেডিয়াম | ২০১০ | বিজয়ী |
৫ | ৯৪ | ৫৪ | অস্ট্রেলিয়া | মিরপুর, বাংলাদেশ | শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম | ২০১৪ | বিজয়ী[৩] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৩।
- ↑ Umer Akmal 248 for Sui Southern Gas[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.theguardian.com/sport/2014/mar/23/australia-pakistan-world-twenty20-report-umar-akmal