মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (সিংহলি: මහින්ද රාජපක්ෂ ජාත්‍යන්තර ක්‍රීඩාංගනය, তামিল: மகிந்த ராசபக்ச பன்னாட்டுத் துடுப்பாட்ட அரங்கம்) বা সূর্যবিভা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শ্রীলঙ্কার হাম্বানটোটায় অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম২০১১ ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে ২০১০ সালে স্টেডিয়ামটি নির্মিত হয়। বিশ্বকাপের মোট দু'টি ম্যাচ স্টেডিয়ামটিতে অনুষ্ঠিত হয়। ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০-এর উদ্বোধনী ম্যাচসহ মোট তিনটি ম্যাচ এ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৩৫,০০০।

মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
সূর্যবিভা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
হাম্বানটোটা
স্টেডিয়ামের তথ্যাবলি
অবস্থানসূর্যবিভা, হাম্বানটোটা, শ্রীলঙ্কা
দেশশ্রীলঙ্কা
স্থানাঙ্ক৬°২১′১৪.৫″ উত্তর ৮১°১′৩৬.৫″ পূর্ব
প্রতিষ্ঠা২০১০
ধারণক্ষমতা৩৫,০০০
স্বত্ত্বাধিকারীশ্রীলঙ্কা ক্রিকেট
পরিচালকশ্রীলঙ্কা ক্রিকেট
ভাড়াটেশ্রীলঙ্কা ক্রিকেট
প্রান্তসমূহ
থানামালউইলা এন্ড
সূর্যবিভা এন্ড
আন্তর্জাতিক খেলার তথ্য
প্রথম পুরুষ ওডিআই২০ ফেব্রুয়ারি ২০১১:
শ্রীলঙ্কা  বনাম  কানাডা
সর্বশেষ পুরুষ ওডিআই২৪ আগস্ট ২০২৩:
আফগানিস্তান  বনাম  পাকিস্তান
প্রথম পুরুষ টি২০আই১ জুন ২০১২:
শ্রীলঙ্কা  বনাম  পাকিস্তান
সর্বশেষ পুরুষ টি২০আই৬ আগস্ট ২০১৩:
শ্রীলঙ্কা  বনাম  দক্ষিণ আফ্রিকা
প্রথম নারী ওডিআই১৬ মার্চ ২০১৯:
শ্রীলঙ্কা  বনাম  ইংল্যান্ড
সর্বশেষ নারী ওডিআই১৮ মার্চ ২০১৯:
শ্রীলঙ্কা  বনাম  ইংল্যান্ড
৭ জুন ২০২৩ অনুযায়ী

বিশ্বকাপ ক্রিকেট

সম্পাদনা

২০১১ সালে মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম দুটি সফল বিশ্বকাপ ম্যাচের আয়োজন করে।

২০১১ ক্রিকেট বিশ্বকাপ

সম্পাদনা
২০ ফেব্রুয়ারি, ২০১১ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
৩৩২/৭ (৫০ ওভার)
  কানাডা
১২২ (৩৬.৫ ওভার)
মাহেলা জয়াবর্ধনে ১০০ (৮১)
জন ডেভিসন ২/৫৬ (৮ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
২৩ ফেব্রুয়ারি, ২০১১ (দিন/রাত)
পাকিস্তান  
৩১৭/৭ (৫০ ওভার)
  কেনিয়া
১১২ (৩৩.১ ওভার)
উমর আকমল ৭১ (৫২)
টমাস ওদোয়ো ৩/৪১ (৭ ওভার)
  পাকিস্তান ২০৫ রানে জয়ী
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হাম্বানটোটা, শ্রীলঙ্কা
আম্পায়ার: টনি হিলনাইজেল লং
ম্যাচ সেরা খেলোয়াড়: উমর আকমল (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

সম্পাদনা

শ্রীলঙ্কা ২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বিশ্বকাপের আয়োজক ছিল। তন্মধ্যে মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক স্টেডিয়ামে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। অন্য ম্যাচগুলো পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামরানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

২০১২ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০

সম্পাদনা
দল পরবর্তী স্তর খেলা জয় পরাজয় ফলাফল হয়নি নেট রান রেট পয়েন্ট
  দক্ষিণ আফ্রিকা সি২ +৩.৫৯৭
  শ্রীলঙ্কা সি১ +১.৮৫২
  জিম্বাবুয়ে -৩.৬২৪
১৮ সেপ্টেম্বর
১৯:৩০ (দিন/রাত)
শ্রীলঙ্কা  
১৮২/৪ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১০০ (১৭.৩ ওভার)
শ্রীলঙ্কা ৮২ রানে জয়ী
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হাম্বানটোটা, শ্রীলঙ্কা
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: অজন্তা মেন্ডিস (শ্রীলঙ্কা)

২০ সেপ্টেম্বর
১৯:৩০ (দিন/রাত)
জিম্বাবুয়ে  
৯৩/৮ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
৯৪/০ (১২.৪ ওভার)
ক্রেগ আরভিন ৩৭ (৪০)
জ্যাক ক্যালিস ৪/১৫ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১০ উইকেটে জয়ী
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হাম্বানটোটা, শ্রীলঙ্কা
আম্পায়ার: স্টিভ ডেভিস (অস্ট্রেলিয়া) ও রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • এরফলে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুপার এইটে খেলার যোগ্যতা অর্জন করে এবং জিম্বাবুয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয়

২২ সেপ্টেম্বর
১৫:৩০ (দিন/রাত)
দক্ষিণ আফ্রিকা  
৭৮/৪ (৭ ওভার)
  শ্রীলঙ্কা
৪৬/৫ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৩২ রানে জয়ী
মহিন্দ রাজাপক্ষ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, হাম্বানটোটা, শ্রীলঙ্কা
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • বৃষ্টিজনিত কারণে খেলা দেরীতে আরম্ভ হয় এবং দল প্রতি ৭ ওভার ব্যাটিংয়ের সিদ্ধান্ত

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা