লুক রাইট

ইংরেজ ক্রিকেটার

লুক জেমস রাইট (ইংরেজি: Luke James Wright; জন্ম: ৭ মার্চ, ১৯৮৫) গ্রান্থামে জন্মগ্রহণকারী বিশিষ্ট ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি মিডিয়াম বোলার হিসেবে ইংল্যান্ড দলে খেলছেন। লিচেস্টারশায়ারের পক্ষাবলম্বন করে খেলোয়াড়ী জীবন শুরু করেন ও ২০০৪ সাল থেকে সাসেক্সের পক্ষে কাউন্টি ক্রিকেট খেলে আসছেন। ২০০৪ সালে অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন লুক রাইট

লুক রাইট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামলুক জেমস রাইট
জন্ম (1985-03-07) ৭ মার্চ ১৯৮৫ (বয়স ৩৮)
গ্রান্থাম, ইংল্যান্ড
উচ্চতা৬ ফুট ০ ইঞ্চি (১.৮৩ মিটার)
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
সম্পর্কঅ্যাশলে রাইট (ভাই)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০৪)
৫ সেপ্টেম্বর ২০০৭ বনাম ভারত
শেষ ওডিআই২৬ মার্চ ২০১১ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং৬ (সাবেক ৪৫)
টি২০আই অভিষেক
(ক্যাপ ৩২)
১৩ সেপ্টেম্বর ২০০৭ বনাম জিম্বাবুয়ে
শেষ টি২০আই১৫ ফেব্রুয়ারি ২০১৩ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪-বর্তমানসাসেক্স (জার্সি নং ১০)
২০০৩লিচেস্টারশায়ার
২০১১-বর্তমানমেলবোর্ন স্টার্স
২০১২-বর্তমানপুনে ওয়ারিয়র্স ইন্ডিয়া
২০১৩-বর্তমানঢাকা গ্ল্যাডিয়েটর্স
২০১২ইম্পালাস ক্রিকেট টিম
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ টি২০আই
ম্যাচ সংখ্যা ৪৬ ৮২ ১৬০ ৪২
রানের সংখ্যা ৭০১ ৩,৭৭৯ ২,৯৩৭ ৬৪৯
ব্যাটিং গড় ২২.৬১ ৩৬.৬৮ ২৭.৪৪ ১৯.৬৬
১০০/৫০ ০/২ ১০/১৯ ৫/৭ ০/৩
সর্বোচ্চ রান ৫২ ১৮৭ ১২৫ ৯৯*
বল করেছে ১,০২০ ৭,৬৩৪ ৪,৬২০ ২৭৬
উইকেট ১৫ ১১৪ ১০৫ ১৪
বোলিং গড় ৫৭.৫৩ ৩৯.৫৬ ৩৯.০৫ ২৬.৩৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ২/৩৪ ৫/৬৫ ৪/১২ ২/৩৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১৭/- ৩৭/- ৪৭/- ১৩/-
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২২ জুন ২০১৩

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সাসেক্সের পক্ষ হয়ে অভিষেকেই সেঞ্চুরি করেন রাইট। ঘরোয়া ক্রিকেটে পৃথকভাবে তিনবার ডেনিস কম্পটন পদক জয় করেন তিনি।[১] ২৬ জুন, ২০০৭ তারিখে টুয়েন্টি২০ কাপ প্রতিযোগিতায় তার প্রথম শতক হাঁকান। ইয়াসির আরাফাতের কাছে বোল্ড হলেও মাত্র ৪৫ বলে ১০৩ রান সংগ্রহ করেন ও কেন্টকে তার দল ৭ উইকেটে বিজয়ী হয়। সেমি-ফাইনালে নিজ দল পরাজিত হলেও লুক রাইট প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক হন।[২] এছাড়াও তিনি ঘরোয়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে গ্লুচেস্টারশায়ারের বিপক্ষে ১২৫ রান করেন ৭৩ বলে।[৩][৪]

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে জুলাই, ২০০৭ সালে প্রাথমিকভাবে ৩০-সদস্যের ইংল্যান্ড দলে স্থান পান।[৫] ৬ আগস্ট তারিখে ১৫-সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয় তাকে। সেপ্টেম্বর, ২০০৭ সালে অনুষ্ঠিত টুয়েন্টি২০ বিশ্ব চ্যাম্পিয়নশীপে দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

আহত রবি বোপারাঅ্যান্ড্রু ফ্লিনটফের স্থলে দলে যোগদানের জন্য ৩ সেপ্টেম্বর তারিখে সিরিজের শেষ দু’টি একদিনের খেলায় অংশগ্রহণের জন্য তার নাম ঘোষণা করা হয়।[৫] ৫ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে লন্ডনের ওভালে অনুষ্ঠিত ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হন রাইট। ওয়াইজ শাহের সাথে ৬ষ্ঠ উইকেটে ১০৬ রান সংগ্রহ করেন; যাতে তিনি ব্যক্তিগতভাবে অর্ধ-শতক হাঁকান। ৩৯ বলে ৫০ রান করে রান আউটের শিকার হলে মাঠে উপস্থিত দর্শকেরা তাকে দাঁড়িয়ে উষ্ণ অভিনন্দন জানান।[৬] লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় খেলায় মাত্র দুই বলের মুখোমুখি হয়ে শূন্য রানে আউট হন। তবে পরবর্তীতে গৌতম গম্ভীরের সুন্দর ক্যাচ লুফেন তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Luke Wright at Cricinfo retrieved 3 September 2007
  2. Luke Wright ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ মার্চ ২০০৭ তারিখে at the ECB retrieved 3 September 2007
  3. Wright races to the top ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ সেপ্টেম্বর ২০০৭ তারিখে ECB retrieved 3 September 2007
  4. Wright marks call-up with hundred BBC News retrieved 3 September 2007
  5. England call up Wright as cover BBC News retrieved 3 September 2007
  6. England v India 6th ODI BBC News retrieved 5 September 2007

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা