পাঠক-শ্রোতা-দর্শক

(দর্শক থেকে পুনর্নির্দেশিত)

পাঠক-শ্রোতা-দর্শক হল ঐ সকল ব্যক্তি বা দল যারা কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিংবা শিল্পকলা, সাহিত্য (এই মাধ্যমে তাদের "পাঠক" বলা হয়), মঞ্চনাটক, সঙ্গীত (এই মাধ্যমে তাদের "শ্রোতা" বলা হয়), ভিডিও গেম, বা শিক্ষামূলক বক্তৃতা সামনে বসে বা অন্যান্য মাধ্যমে দেখেন। বিভিন্ন ধরনের শিল্পকর্মে দর্শকেরা নানা ভাবে অংশগ্রহণ করে থাকে। কোনো কোনো শিল্পে দর্শকদের সক্রিয় অংশগ্রহণ থাকে। আবার অধিকাংশ অনুষ্ঠানেই দর্শকেরা হাত তালি দেয়ার মাধ্যমে উৎসাহ প্রদর্শন করে থাকে।

তেল আভিভের একটি নাট্যশালার দর্শকবৃন্দ

নির্দিষ্ট (বাস্তব)

সম্পাদনা

অলঙ্কারশাস্ত্রে, কিছু পাঠক-শ্রোতা-দর্শক পারিপার্শ্বিক ঘটনা ও অবস্থা এবং কিছু বৈশিষ্টের উপর নির্ভর করে গড়ে ওঠে। এইসকল পাঠক-শ্রোতা-দর্শক বক্তার চিন্তাধারার সাথে জড়িত থাকে।[]

তাত্ত্বিক (কাল্পনিক)

সম্পাদনা

বক্তা অলঙ্কারপূর্ণ বার্তা বা বক্তৃতা রচনা, অনুশীলন ও সমালোচনার সাহায্যার্থে তাত্ত্বিক পাঠক-শ্রোতা-দর্শকদের কল্পনা করে নেয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Rhetorical Situation" (পিডিএফ)আর্কানসাস বিশ্ববিদ্যালয় স্যাম এম. ওয়ালটন কলেজ অব বিজনেস 
  2. লিট, ইডেন; হারজিট্টাই, এসটার (১ জানুয়ারি ২০১৬)। "The Imagined Audience on Social Network Sites"। সোস্যাল মিডিয়া + সোসাইটি (১): 2056305116633482। আইএসএসএন 2056-3051ডিওআই:10.1177/2056305116633482