গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব

ইংরেজ ক্রিকেট ক্লাব

গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ইংল্যান্ড এবং ওয়েলসের ঘরোয়া ক্রিকেট অবকাঠামোয় পরিচালিত আঠারোটি প্রথম-শ্রেণীর কাউন্টি ক্লাবগুলোর অন্যতম। গ্লুচেস্টারশায়ারের ঐতিহাসিক কাউন্টির প্রতিনিধিত্বকারী দল এটি। ১৮৭০ সালে ক্লাবটি গঠন করা হয়। এরপর থেকেই সর্বদাই প্রথম-শ্রেণীর ক্রিকেটসহ ইংল্যান্ডভিত্তিক শীর্ষ-পর্যায়ের প্রতিটি ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করছে। ১৮৭০ সালে প্রথমবারের মতো ক্লাবটি বড়োদের খেলায় অংশ নেয়। ঐ খেলায় ডব্লিউ. জি. গ্রেস দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। ব্রিস্টলের উত্তরাঞ্চলীয় এলাকা বিশপটনের ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের নিজেদের খেলাগুলো আয়োজন করে গ্লুচেস্টারশায়ার দল। এছাড়াও, চেল্টেনহামের কলেজ গ্রাউন্ডে চেল্টেনহাম ক্রিকেট উৎসবে এবং গ্লুচেস্টারের দ্য কিংস স্কুলে গ্লুচেস্টার ক্রিকেট উৎসবে বেশ কিছু খেলায় অংশ নিয়েছে।

গ্লুচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব
একদিনের ম্যাচ নামগ্লুচেস্টারশায়ার
কর্মীবৃন্দ
অধিনায়কইংল্যান্ড ক্রিস ডেন্ট
ওডিআই অধিনায়কইংল্যান্ড ক্রিস ডেন্ট (এলএ)
অস্ট্রেলিয়া মাইকেল ক্লিঙ্গার (টি২০)
কোচইংল্যান্ড রিচার্ড ডসন
বিদেশি খেলোয়াড়অস্ট্রেলিয়া ড্যানিয়েল ওর‍্যাল
অস্ট্রেলিয়া মাইকেল ক্লিঙ্গার (টি২০)
দলের তথ্য
রং      
প্রতিষ্ঠা১৮৭০
স্বাগতিক মাঠব্রিস্টল কাউন্টি গ্রাউন্ড
ধারণক্ষমতা৭,৫০০ – ১৭,৫০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকসারে
১৮৭০ সালে
ডারহাম ডাউন, ব্রিস্টল
চ্যাম্পিয়নশীপ জয়০ (৪বার অনানুষ্ঠানিক চ্যাম্পিয়ন কাউন্টি)
ওয়ান-ডে কাপ জয়(২)
এফপি ট্রফি/ন্যাটওয়েস্ট ট্রফি জয়(৫)
  • ১৯৭৩
  • ১৯৯৯
  • ২০০০
  • ২০০৩
  • ২০০৪
বেনসন এন্ড হেজেস কাপ জয়(৩)
  • ১৯৭৭
  • ১৯৯৯
  • ২০০০
দাপ্তরিক ওয়েবসাইটgloscricket.co.uk

First-class

One-day

T20

গ্লুচেস্টারশায়ারের সর্বাধিক জনপ্রিয় খেলোয়াড়দের মধ্যে ডব্লিউ. জি. গ্রেস অন্যতম। তার পিতাই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও, ওয়ালি হ্যামন্ড ক্লাবের পক্ষে সর্বাধিকসংখ্যক ১১৩টি শতরানের ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠার পর থেকে ক্লাবটি দুইবার সফলতম সময় অতিবাহিত করে। ১৮৭০-এর দশকে কমপক্ষে তিনবার অনানুষ্ঠানিকভাবে চ্যাম্পিয়ন কাউন্টির মর্যাদা লাভ করে। ১৯৯৯ থেকে ২০০৬ সালের মধ্যে সাতবার সীমিত ওভারের ট্রফি জয় করে। তন্মধ্যে, ১৯৯৯ ও ২০০০ সালে ‘ডাবল ডাবল’ পায়। উভয় মৌসুমেই দলটি বেনসন এন্ড হেজেস কাপ ও সিএন্ডজি ট্রফির শিরোপা জয়লাভে সক্ষমতা দেখায়। ২০০০ সালে সানডে লীগের শিরোপা জয় করেছিল গ্লুচেস্টারশায়ার দল।[]

সম্মাননা

সম্পাদনা

প্রথম একাদশের সম্মাননা

সম্পাদনা
  • চ্যাম্পিয়ন কাউন্টি[] (৩) – ১৮৭৪, ১৮৭৬, ১৮৭৭; যৌথভাবে (১) – ১৮৭৩
  • কাউন্টি চ্যাম্পিয়নশীপ (০)
রানার্স-আপ (৬) – ১৯৩০, ১৯৩১, ১৯৪৭, ১৯৫৯, ১৯৬৯, ১৯৮৬
২০০০ থেকে ২ বিভাগে (ডি২: ২০০০-২০০৩, ডি১: ২০০৩-২০০৫, ডি২: ২০০৬ থেকে)
দ্বিতীয় বিভাগ - ২০০৩, ৩য়, প্রথম বিভাগ উত্তরণ; ২০০৫, দ্বিতীয় বিভাগে অবনমন
  • রয়্যাল লন্ডন ওয়ান-ডে কাপ (১) - ২০১৫
  • সানডে/ন্যাশনাল লীগ/প্রো৪০ (১) – ২০০০
রানার্স-আপ (২) ১৯৮৮, ২০০৩
দ্বিতীয় বিভাগ (২) – ২০০২, ২০০৬
  • জিলেট/ন্যাটওয়েস্ট/সিএন্ডজি ট্রফি (৫) – ১৯৭৩, ১৯৯৯, ২০০০, ২০০৩, ২০০৪,
সেমি-ফাইনাল (৫) – ১৯৬৮, ১৯৭১, ১৯৭৫, ১৯৮৭, ২০০৯
  • বেনসন এন্ড হেজেস কাপ (৩) – ১৯৭৭, ১৯৯৯, ২০০০
ফাইনাল (১) – ২০০১
সেমি-ফাইনাল (১) – ১৯৭২
  • টুয়েন্টি২০ কাপ
ফাইনাল (১) – ২০০৭
সেমি-ফাইনাল (১) – ২০০৩

দ্বিতীয় একাদশের সম্মাননা

সম্পাদনা
  • দ্বিতীয় একাদশ চ্যাম্পিয়নশীপ (১) – ১৯৫৯

আন্তর্জাতিক খেলোয়াড়

সম্পাদনা

গ্লুচেস্টারশায়ারের প্রতিনিধিত্বকালী আন্তর্জাতিক খেলোয়াড়ের তালিকা নিম্নরূপ:

ক্লাব অধিনায়ক

সম্পাদনা

রেকর্ড

সম্পাদনা
 
পুণঃগঠনের পূর্বে ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডের স্থিরচিত্র

দলীয় সর্বমোট

  • দলের পক্ষে সর্বোচ্চ - ৬৯৫/৯ডি., ব মিডলসেক্স, আর্কডিকন মিডো, গ্লুচেস্টার, ২০০৪
  • দলের বিপক্ষে সর্বোচ্চ - ৭৭৪/৭ডি., অস্ট্রেলিয়া একাদশ, ব্রিস্টল, ১৯৪৮
  • দলের পক্ষে সর্বনিম্ন - ১৭ ব অস্ট্রেলিয়া একাদশ, চেল্টেনহাম (স্পা), ২২ আগস্ট, ১৮৯৬
  • দলের বিপক্ষে সর্বনিম্ন - ১২, নর্দাম্পটনশায়ার, গ্লুচেস্টার, ১৯০৭

ব্যাটিং

  • ব্যক্তিগত সর্বোচ্চ রান - ৩৪১, ক্রেগ স্পিয়ারম্যান ব মিডলসেক্স, গ্লুচেস্টার, ২০০৪
  • মৌসুমে সর্বাধিক রান - ২৮৬০, ডব্লিউআর হ্যামন্ড, ১৯৩৩
  • খেলোয়াড়ী জীবনে সর্বাধিক রান - ৩৩৬৬৪, ডব্লিউআর হ্যামন্ড, ১৯২০ থেকে ১৯৫১
  • খেলোয়াড়ী জীবনে সর্বাধিক শতরান - ১১৩, ডব্লিউআর হ্যামন্ড, ১৯২০ থেকে ১৯৫১

প্রত্যেক উইকেটে সেরা জুটি

  • ১ম - ৩৯৫, ডিএম ইয়ং-আরবি নিকোলস ব অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড, ১৯৬২
  • ২য় - ২৫৬, সিটিএম পিউ-টিডব্লিউ গ্রাভনি ব ডার্বিশায়ার, চেস্টারফিল্ড, ১৯৬০
  • ৩য় - ৩৯২, এপিআর গিডম্যান-জিএইচ রড্রিক ব লিচেস্টারশায়ার, ব্রিস্টল, ২০১৪
  • ৪র্থ - ৩২১, ডব্লিউআর হ্যামন্ড-ডব্লিউএল নীল ব লিচেস্টারশায়ার, গ্লুচেস্টার, ১৯৩৭
  • ৫ম - ২৬১, ডব্লিউজি গ্রেস-ডব্লিউও মোবার্লি ব ইয়র্কশায়ার, চেল্টেনহাম, ১৮৭৬
  • ৬ষ্ঠ - ৩২০, জিএল জেসপ-জেএইচ বোর্ড ব সাসেক্স, হোভ, ১৯০৩
  • ৭ম - ২৪৮, ডব্লিউজি গ্রেস-ইএল টমাস ব সাসেক্স, হোভ, ১৮৯৬
  • ৮ম - ২৩৯, ডব্লিউআর হ্যামন্ড-এই উইলসন ব ল্যাঙ্কাশায়ার, ব্রিস্টল, ১৯৩৮
  • ৯ম - ১৯৩, ডব্লিউজি গ্রেস-এসএপি কিটক্যাট ব সাসেক্স, ব্রিস্টল, ১৮৯৬
  • ১০ম - ১৩৭, এলসি নরওয়েল-সিএন মাইলস ব ওরচেস্টারশায়ার, চেল্টেনহাম, ২০১৪[]

বোলিং

  • ইনিংসে সেরা বোলিং - ১০/৪০, ইজি ডেনেট ব এসেক্স, ব্রিস্টল, ১৯০৬
  • খেলায় সেরা বোলিং - ১৭/৫৬, সিডব্লিউএল পার্কার ব এসেক্স, গ্লুচেস্টার, ১৯২৫
  • মৌসুমে সর্বাধিক উইকেট - ২২২, টিডব্লিউজে গডার্ড, ১৯৩৭ ও ১৯৪৭
  • সমগ্র খেলোয়াড়ী জীবনে সর্বাধিক উইকেট - ৩১৭০, সিডব্লিউএল পার্কার, ১৯৩০ থেকে ১৯৩৫

শার্ট সরবরাহকারী

সম্পাদনা

একদিনের/টি২০ ক্রিকেট

মৌসুম পোশাক সরবরাহকারী পোশাকের বিজ্ঞাপনদাতা
এফসি এলএ টি২০
২০০০ আভেক মার্চেন্ট ইনভেস্টরস প্রযোজ্য নয়
২০০১ জিএম
২০০২
২০০৩ সারিজ অ্যাকর্ন রিক্রুটম্যান্ট
২০০৪ মারস্টোনস
২০০৫
২০০৬
২০০৭
২০০৮
২০০৯ গ্রে-নিকোলস
২০১০
২০১১ টোটাল সাইটেক
২০১২
২০১৩

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Reliving Gloucestershire's limited-overs glory days"Espncricinfo.com। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৮ 
  2. An unofficial seasonal title sometimes proclaimed by consensus of media and historians prior to December 1889 when the official County Championship was constituted. Although there are ante-dated claims prior to 1873, when residence qualifications were introduced, it is only since that ruling that any quasi-official status can be ascribed.
  3. "Scorecard - Gloucestershire CCC vs Worcestershire CCC, 21-24 July 2014"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৪ 

গ্রন্থপঞ্জি

সম্পাদনা
  • H S Altham, A History of Cricket, Volume 1 (to 1914), George Allen & Unwin, 1962
  • Derek Birley, A Social History of English Cricket, Aurum, 1999
  • Rowland Bowen, Cricket: A History of its Growth and Development, Eyre & Spottiswoode, 1970
  • Simon Rae, W G Grace, Faber & Faber, 1998
  • J R Webber, The Chronicle Of W.G., The Association Of Cricket Statisticians and Historians, 1998
  • Roy Webber, The Playfair Book of Cricket Records, Playfair Books, 1951
  • Playfair Cricket Annual – various editions
  • Wisden Cricketers' Almanack – various editions

বহিঃসংযোগ

সম্পাদনা