নায়ল ও’ব্রায়ান

আইরিশ ক্রিকেটার

নায়ল জন ও’ব্রায়ান (জন্ম: ৮ নভেম্বর, ১৯৮১) ডাবলিনে জন্মগ্রহণকারী আইরিশ ক্রিকেটারআন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আয়ারল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। নায়ল ও’ব্রায়ান মূলতঃ উইকেট-কিপার। এছাড়াও বামহাতে ব্যাটিংয়ে দক্ষ তিনি। কাউন্টি ক্রিকেটে লিচেস্টারশায়ার দলের প্রতিনিধিত্ব করছেন।

নায়ল ও’ব্রায়ান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
নায়ল জন ও’ব্রায়ান
জন্ম (1981-11-08) ৮ নভেম্বর ১৯৮১ (বয়স ৪২)
ডাবলিন, আয়ারল্যান্ড
ডাকনামপ্যাডি[]
উচ্চতা৫ ফুট ৭ ইঞ্চি (১.৭০ মিটার)
ব্যাটিংয়ের ধরনবামহাতি
ভূমিকাউইকেট-কিপার/ব্যাটসম্যান
সম্পর্কব্রেন্ডন ও’ব্রায়ান (বাবা)
কেভিন ওব্রায়ান (ভ্রাতা)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ১৩)
৫ আগস্ট ২০০৬ বনাম স্কটল্যান্ড
শেষ ওডিআই৮ সেপ্টেম্বর ২০১৩ বনাম স্কটল্যান্ড
টি২০আই অভিষেক
(ক্যাপ )
২ আগস্ট ২০০৮ বনাম স্কটল্যান্ড
শেষ টি২০আই১৬ নভেম্বর ২০১৩ বনাম কানাডা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৪-২০০৬কেন্ট
২০০৫-বর্তমানআয়ারল্যান্ড
২০০৭-২০১২নর্দাম্পটনশায়ার
২০১২খুলনা রয়েল বেঙ্গলস
২০১৩-বর্তমানলিচেস্টারশায়ার (জার্সি নং ১০)
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই টি২০আই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৫৮ ২১ ১২৬ ১৬৪
রানের সংখ্যা ১,৪৬৯ ৩৬২ ৬,২৩২ ৩,৭৪৩
ব্যাটিং গড় ২৮.২৫ ১৯.০৫ ৩৫.৬১ ২৯.৭০
১০০/৫০ ০/১১ ০/১ ১২/২৯ ২/২৪
সর্বোচ্চ রান ৭২ ৫০ ১৮২ ১২১
বল করেছে ১৮
উইকেট
বোলিং গড় ৯.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - - -
সেরা বোলিং ১/৪
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৯/৭ ১২/৮ ৩২৯/৩৬ ১৩৪/৩২
উৎস: CricketArchive, ১ ফেব্রুয়ারি ২০১৪

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

ঘরোয়া ক্রিকেটে ২০০৪ সালে কেন্ট দলে অংশগ্রহণের মাধ্যেম পেশাদারী ক্রিকেট জীবনের সূচনা করেন। এরপর ২০০৭ সালের প্রথমার্ধ্বে নর্দাম্পটনশায়ার দলে যোগদান করেন। ছয় মৌসুম পর ২০১৩ সালে লিচেস্টারশায়ারে চলে যান। ২০০৮ সালে ইন্ডিয়ান ক্রিকেট লীগে অংশগ্রহণ করেন।

২০১২ সালে নব-প্রবর্তিত বাংলাদেশ প্রিমিয়ার লীগে বিদেশী খেলোয়াড়রূপে অংশ নেন। খুলনা রয়েল বেঙ্গলসের সাথে $৮০,০০০ মার্কিন ডলারের বিনিময়ে ঘরোয়া টুয়েন্টি২০ প্রতিযোগিতায় খেলার লক্ষ্যে চুক্তিবদ্ধ হন।[] পাঁচ খেলায় তিনি ৫৪ রান সংগ্রহ করেছিলেন।[]

আন্তর্জাতিক ক্রিকেট

সম্পাদনা

২০০৬ সালে একদিনের আন্তর্জাতিকে আয়ারল্যান্ডের পক্ষে অভিষেক ঘটে তার। দুই বছর পর প্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিকে প্রথমবারের মতো অংশগ্রহণ করেন।

ক্রিকেট আয়ারল্যান্ড কর্তৃপক্ষ ৫ জানুয়ারি, ২০১৫ তারিখে ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের জন্য ও’ব্রায়ানসহ ১৫-সদস্যের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।[] ১৬ ফেব্রুয়ারি, ২০১৪ তারিখে আয়ারল্যান্ড দল গ্রুপ-পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম খেলায় অংশগ্রহণ করে। ওয়েস্ট ইন্ডিজের বিশাল ৩০৪/৭কে তাড়া করতে গিয়ে পল স্টার্লিং, এড জয়েসের সহায়তায় নায়ল ও’ব্রায়ান ৬০ বলে অপরাজিত ৭৯ রান তোলে চার ওভারেরও বেশি বল বাকী থাকতে দলকে ৪ উইকেটের জয় এনে দেন। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে টেস্টখেলুড়ে দলের বিপক্ষে আয়ারল্যান্ডের চতুর্থ জয়লাভ।[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

বলসব্রিজ এলাকায় অবস্থিত ম্যারিয়ান কলেজে অধ্যয়ন করেন।[] তার ভাই কেভিন ও’ব্রায়ান আয়ারল্যান্ড দলে খেলছেন। তাদের বাবা ব্রেন্ডন ও’ব্রায়ান ১৯৬৬ থেকে ১৯৮১ সাল পর্যন্ত আয়ারল্যান্ড দলের প্রতিনিধিত্ব করেন ও সর্বমোট ৫২ খেলায় অংশ নিয়েছিলেন।[][] বোন সিয়ারা ও’ব্রায়ান আয়ারল্যান্ড মহিলা হকি দলের সদস্য।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Niall O'Brien player profile, Cricinfo, সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১১ 
  2. Bangladesh Premier League: players standing after auction (PDF), ESPNcricinfo, সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২ 
  3. Bangladesh Premier League, 2011/12 / Records / Most runs, ESPNcricinfo, সংগ্রহের তারিখ ৬ এপ্রিল ২০১২ 
  4. ""World Cup 2015: Ireland name unchanged squad""। BBC Sport। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৫ 
  5. "Cricket World Cup 2015: Ireland stun West Indies in Nelson"BBC Sport। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১৫ 
  6. Kevin O'Brien –Congrats!, Marian College, ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা, সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১১ 
  7. Brendan O'Brien, Cricketarchive.com  Retrieved on 11 March 2008.
  8. O'Brien is toast of Ireland. Retrieved on 8 June 2009.

বহিঃসংযোগ

সম্পাদনা