২০১৩ বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর

বাংলাদেশ ক্রিকেট দল এই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলে। হারারে স্পোর্টস ক্লাবে ১৭ এপ্রিল অনুষ্ঠিত প্রথম টেস্ট দিয়েই শুরু হয় বাংলাদেশের সফর। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হয়।[] ৩ ম্যাচের ওডিআই সিরিজে বাংলাদেশ প্রথম ম্যাচ জিতলেও পরের দুইটি ম্যাচ জিতে জিম্বাবুয়ে ২-১ ওডিআই সিরিজ জয় করে নেয়।[] এছাড়া টি২০আই সিরিজও ১-১ এ ড্র হয়।[]

বাংলাদেশ ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর ২০১২–১৩
 
  জিম্বাবুয়ে বাংলাদেশ
তারিখ ১৭ এপ্রিল ২০১৩ – ১২ মে ২০১৩
অধিনায়ক ব্রেন্ডন টেলর মুশফিকুর রহিম
টেস্ট সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান ব্রেন্ডন টেলর (৩১৯) নাসির হোসেন (১৭৪)
সর্বাধিক উইকেট শিঙ্গি মাসাকাদজা (১০) রবিউল ইসলাম (১৫)
সিরিজ সেরা খেলোয়াড় রবিউল ইসলাম (বাংলাদেশ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩ ম্যাচের সিরিজে জিম্বাবুয়ে ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান ভুসি সিবান্দা (১৫২) নাসির হোসেন (১৬৭)
সর্বাধিক উইকেট তেন্দাই চেতারা (৬) জিয়াউর রহমান (৭)
সিরিজ সেরা খেলোয়াড় ভুসি সিবান্দা (জিম্বাবুয়ে)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ২ ম্যাচের সিরিজ ১–১ ব্যবধানে ড্র
সর্বাধিক রান হ্যামিল্টন মাসাকাদজা (৬১) সাকিব আল হাসান (১০৫)
সর্বাধিক উইকেট প্রোসপার উতসেয়া (৪) সাকিব আল হাসান (৬)
সিরিজ সেরা খেলোয়াড় সাকিব আল হাসান (বাংলাদেশ)

দলের সদস্যবৃন্দ

সম্পাদনা
টেস্ট ওডিআই টি২০আই
  জিম্বাবুয়ে   বাংলাদেশ   জিম্বাবুয়ে   বাংলাদেশ   জিম্বাবুয়ে   বাংলাদেশ

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
১৭-২১ এপ্রিল
স্কোরকার্ড
৩৮৯ (১৫২.৩ ওভার)
ব্রেন্ডন টেলর ১৭১ (৩২৪)
রবিউল ইসলাম ৩/৮৪ (৩৮ ওভার)
১৩৪ (৫৪.১ ওভার)
জহুরুল ইসলাম ৪৩ (১৫৬)
শিঙ্গি মাসাকাদজা ৪/৩২ (১৪.১ ওভার)
২২৭/৭ (ডিঃ)
ব্রেন্ডন টেলর ১০২* (২৫৮)
রবিউল ইসলাম ৬/৭১ (১৯ ওভার)
১৪৭ (৪৯.২ ওভার)
মোহাম্মদ আশরাফুল ৪০ (১০৫)
গ্রেইম ক্রিমার ৪/৪ (৫.২ ওভার)
জিম্বাবুয়ে ৩৩৫ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: বিলি বাউডেন (নিউজিল্যান্ড) এবং টনি হিল (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে)

২য় টেস্ট

সম্পাদনা
২৫-২৯ এপ্রিল
স্কোরকার্ড
৩৯১ (১১৩.২ ওভার)
সাকিব আল হাসান ৮১ (১৯৪)
এলটন চিগুম্বুরা ৩/৭৫ (২৪.২ ওভার)
২৮২ (৯৬ ওভার)
এলটন চিগুম্বুরা ৮৬ (১১১)
রবিউল ইসলাম ৫/৮৫ (৩৩ ওভার)
২৯১/৯ (ডিঃ)
মুশফিকুর রহিম ৯৩ (১৫৩)
শিঙ্গি মাসাকাদজা ৪/৫৮ (২৪ ওভার)
২৫৭ (৯৫.৩ ওভার)
হ্যামিল্টন মাসাকাদজা ১১১* (২৫২)
জিয়াউর রহমান ৪/৬৩ (২৩ ওভার)
বাংলাদেশ ১৪৩ রানে জয়ী
হারারে স্পোর্টস ক্লাব, হারারে
আম্পায়ার: ইয়ান গোল্ড (ইংল্যান্ড) এবং টনি হিল (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুশফিকুর রহিম (বাংলাদেশ)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে জিয়াউর রহমানের টেস্ট অভিষেক ঘটে।

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
৩ মে
৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
২৬৯/৮ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
১৪৮ (৩২.১ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা এবং বাংলাদেশের পক্ষে রবিউল ইসলামের ওডিআই অভিষেক ঘটে।

২য় ওডিআই

সম্পাদনা
৫ মে
৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
২৫২/৯ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
২৫৩/৪ (৪৭.৫ ওভার)
শন উইলিয়ামস ৭৮* (৭৫)
শফিউল ইসলাম ২/৫১ (৯ ওভার)
জিম্বাবুয়ে ৬ উইকেটে জয়ী
কুইন্স স্পোর্টস ক্লাব, বুলাওয়াও
আম্পায়ার: ওয়েন চিরুম্বে (জিম্বাবুয়ে) এবং যোহান ক্লোয়েত (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: শন উইলিয়ামস (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৩য় ওডিআই

সম্পাদনা
৮ মে
৯:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
২৪৭/৯ (৫০ ওভার)
  জিম্বাবুয়ে
২৫১/৩ (৪৭.১ ওভার)
ভুসি সিবান্দা ১০৩* (১৩৫)
জিয়াউর রহমান ১/২৫ (৫ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

সম্পাদনা

১ম টি২০আই

সম্পাদনা
১১ মে
১৩:৩০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১৬৮/৫ (২০ ওভার)
  বাংলাদেশ
১৬২/৮ (২০ ওভার)

২য় টি২০আই

সম্পাদনা
১২ মে
১৩:৩০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৬৮/৭ (২০ ওভার)
  জিম্বাবুয়ে
১৩৪/৯ (২০ ওভার)
  • বাংলাদেশ টসে জয়ী হয় এবং ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়।
  • বাংলাদেশের পক্ষে রবিউল ইসলামের টি২০আই অভিষেক ঘটে।

পরিসংখ্যান

সম্পাদনা
টেস্ট
ব্যাটিং[]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
ব্রেন্ডন টেলর   জিম্বাবুয়ে ৩১৯ ১০৬.৩৩ ১৭১
নাসির হোসেন   বাংলাদেশ ১৭৪ ৫৮.০০ ৭৭
মুশফিকুর রহিম   বাংলাদেশ ১৫৯ ৩৯.৭৫ ৯৩
হ্যামিল্টন মাসাকাদজা   জিম্বাবুয়ে ১৫০ ৫০.০০ ১১১*
সাকিব আল হাসান   বাংলাদেশ ১৪৯ ৩৭.২৫ ৮১
বোলিং[]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
রবিউল ইসলাম   বাংলাদেশ ১১০ ১৫ ১৯.৫৩ ৬/৭১
শিঙ্গিরাই মাসাকাদজা   জিম্বাবুয়ে ৬৫.১ ১০ ১৬.৮০ ৪/৩২
কাইল জার্ভিস   জিম্বাবুয়ে ৮০ ৩৩.৩৩ ৪/৪০
গ্রেইম ক্রিমার   জিম্বাবুয়ে ৪৮.২ ২৬.১৪ ৪/৪
সোহাগ গাজী   বাংলাদেশ ৮১.৩ ২৭.৭৪ ৪/৫৯
ওডিআই
ব্যাটিং[]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
নাসির হোসেন   বাংলাদেশ ১৬৭ ৫৫.৬৬ ৬৮
ভুসি সিবান্দা   জিম্বাবুয়ে ১৫২ ১৫২.০০ ১০৩*
শন উইলিয়ামস   জিম্বাবুয়ে ১৪৩ ১৪৩.০০ ৭৮*
মাহমুদুল্লাহ রিয়াদ   বাংলাদেশ ১৪২ ৭১.০০ ৭৫*
হ্যামিল্টন মাসাকাদজা   জিম্বাবুয়ে ৯৪ ৩১.৩৩ ৪১
বোলিং[]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
জিয়াউর রহমান   বাংলাদেশ ২১ ১৩.৮৫ ৫/৩০
টেন্ডাই চাতারা   জিম্বাবুয়ে ৩০ ২৩.৩৩ ২/৩৩
শিঙ্গিরাই মাসাকাদজা   জিম্বাবুয়ে ২০ ২৩.০০ ৪/৫১
শফিউল ইসলাম সুহাস   বাংলাদেশ ২৫ ৩৭.০০ ২/৩৯
এলটন চিগুম্বুরা   জিম্বাবুয়ে ১৫.৫ ২১.৬৬ ৩/৩৯
টুয়েন্টি২০
ব্যাটিং[]
খেলোয়াড় দল ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চ ১০০ ৫০
সাকিব আল হাসান   বাংলাদেশ ১০৫ ৫২.৫০ ৬৫
হ্যামিল্টন মাসাকাদজা   জিম্বাবুয়ে ৬১ ৩০.৫০ ৫৯
শামসুর রাহমান   বাংলাদেশ ৫৫ ২৭.৫০ ৫৩
ব্রেন্ডন টেলর   জিম্বাবুয়ে ৫৫ ২৭.৫০ ৪০
মুশফিকুর রহিম   বাংলাদেশ ৪৫ ২২.৫০ ২৮
বোলিং[]
খেলোয়াড় দল ম্যাচ ওভার উইকেট গড় সেরা ৫ উই ১০ উই
সাকিব আল হাসান   বাংলাদেশ ৬.৮৩ ৪/২১
প্রসপার উতসেয়া   জিম্বাবুয়ে ১২.২৫ ২/১৫
তিনাশি প্যানিয়াঙ্গারা   জিম্বাবুয়ে ১৮.৫০ ৩/৩২
শফিউল ইসলাম সুহাস   বাংলাদেশ ১৬.৩৩ ২/২০
ব্রায়ান ভিটোরি   জিম্বাবুয়ে ২৫.০০ ১/২৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bangladesh level series despite Hamilton ton"। ক্রিকইনফো। ২৯ এপ্রিল ২০১৩। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩ 
  2. "Sibanda ton secures rare series win"। ক্রিকইনফো। ৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩ 
  3. "সাকিবের নৈপুণ্যে বাংলাদেশের জয়"। বিডিনিউজ২৪.কম। ১২ মে ২০১৩। ৭ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৩ 
  4. "Records / Bangladesh in Zimbabwe Test Series, 2013 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২১ 
  5. "Records / Bangladesh in Zimbabwe Test Series, 2013 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২১ 
  6. "Records / Bangladesh in Zimbabwe ODI Series, 2013 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২১ 
  7. "Records / Bangladesh in Zimbabwe ODI Series, 2013 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২১ 
  8. "Records / Bangladesh in Zimbabwe T20I Series, 2013 / Most runs" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২১ 
  9. "Records / Bangladesh in Zimbabwe T20I Series, 2013 / Most wickets" (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২০১৬-০১-২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা