ক্রিকেট সাউথ আফ্রিকা

ক্রিকেট সাউথ আফ্রিকা (ইংরেজি: Cricket South Africa) পেশাদার ও শৌখিন - উভয় ধরনের ক্রিকেট খেলায় দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ পরিচালনা পরিষদ। প্রকৃতপক্ষে ১৯৯১ সালে এ সংস্থাটি দক্ষিণ আফ্রিকা ইউনাইটেড ক্রিকেট বোর্ড নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ২৯ জুন, ১৯৯১ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্য পদ লাভ করে। জোহানেসবার্গ ভিত্তিক এ সংস্থার প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন গ্রেইম স্মিথদক্ষিণ আফ্রিকা দলের কোচ হিসেবে রয়েছেন রাসেল ডোমিঙ্গো

ক্রিকেট সাউথ আফ্রিকা
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রজাতীয় পর্যায়ের
সংক্ষেপেCSA
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
অধিভুক্তের তারিখ২৯ জুন ১৯৯১ (1991-06-29)
সদর দফতরজোহানেসবার্গ, গুটেং, দক্ষিণ আফ্রিকা
মুখ্য নির্বাহীগ্রেইম স্মিথ
প্রশিক্ষকরাসেল ডোমিঙ্গো
স্থলাভিষিক্তদক্ষিণ আফ্রিকা ইউনাইটেড ক্রিকেট বোর্ড
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.cricket.co.za

ইতিহাস

সম্পাদনা

১৮৮৯ সালে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে। কিন্তু ঐ সময়কার খেলোয়াড়দের সম্পর্কে খুব কমই জানা গেছে।[] ১৯৭০ সাল পর্যন্ত দলটি ধারাবাহিকভাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ানিউজিল্যান্ডের বিপক্ষে অংশ নিয়েছিল।[] কিন্তু মে, ১৯৬১ সালে কমনওয়েলথ ত্যাগ করলে দক্ষিণ আফ্রিকাকে তৎকালীন ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্সের সভায় দলের সদস্যপদ বাতিল করা হয়। ১৯৬৪ সালে আইসিসি’র নিয়ম পরিবর্তন করা হয় ও অন্যান্য দেশকে সহযোগী সদস্যের মর্যাদা দেয়া হয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ থেকে পুনরায় সদস্যপদের জন্য আবেদন করা হয়নি।[] ১৯৪৮ সালে প্রবর্তিত বর্ণবাদ আইনের কারণে অ-শ্বেতাঙ্গ (কালো, ভারতীয়) কোন খেলোয়াড়কে দক্ষিণ আফ্রিকার পক্ষে টেস্ট খেলায় বিধি-নিষেধ আরোপ করা হয়।[] বর্ণবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে ওঠলে আইসিসি ১৯৭০ সালে সফরের ওপর নিষেধাজ্ঞা প্রদান করে।[]

ঘরোয়া ক্রিকেট

সম্পাদনা

দক্ষিণ আফ্রিকায় তিনটি প্রধান ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেগুলো হচ্ছে -

সচরাচর কমপক্ষে একাধিক প্রাদেশিক সহযোগী দল ও ছয়টি প্রথম-শ্রেণীর দল উপরিউক্ত প্রতিযোগিতাসমূহে অংশ নিয়ে থাকে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Williamson, Martin (২৮ নভেম্বর ২০০৯)। "The ignorant internationals"ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১ 
  2. "Records / South Africa / Test matches / Series results"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১ 
  3. "History of the International Cricket Council"International Cricket Council। ৬ জুলাই ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১১ 
  4. Minty, Abdul (এপ্রিল ১৯৭১)। "International Boycott of Apartheid Sport"। United Nations Unit on Apartheid। 
  5. Booth, Douglas (১৯৯৮)। The Race Game: Sport and Politics in South AfricaRoutledge। পৃষ্ঠা 99। আইএসবিএন 0-7146-4799-3 

বহিঃসংযোগ

সম্পাদনা