১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বকাপ ক্রিকেটের ৬ষ্ঠ আসর

১৯৯৬ ক্রিকেট বিশ্বকাপ (আনুষ্ঠানিকভাবে উইলস বিশ্বকাপ ১৯৯৬ নামে পরিচিত) হল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরিচালিত বিশ্বকাপ ক্রিকেটের ৬ষ্ঠ আসর। প্রতিযোগিতাটি ১৪ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চ তারিখ পর্যন্ত ভারতপাকিস্তানে দ্বিতীয়বার এবং শ্রীলঙ্কায় প্রথমবারের মতো যৌথভাবে অনুষ্ঠিত হয়। ব্যবসায়িক অংশীদারীত্বের কারণে এ প্রতিযোগিতাটি আইটিসি’র উইলস ব্র্যান্ডের সৌজন্যে উইলস বিশ্বকাপ নামে পরিচিতি পায়।

১৯৯৬ উইলস বিশ্বকাপ
তারিখ১৪ ফেব্রুয়ারি – ১৭ মার্চ
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিননক-আউট
আয়োজকভারত ভারত
পাকিস্তান পাকিস্তান
শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
বিজয়ী শ্রীলঙ্কা (১ম শিরোপা)
রানার-আপ অস্ট্রেলিয়া
অংশগ্রহণকারী দলসংখ্যা১২
খেলার সংখ্যা৩৭
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়শ্রীলঙ্কা সনাথ জয়াসুরিয়া
সর্বাধিক রান সংগ্রহকারীভারত শচীন তেন্ডুলকর (৫২৩)
সর্বাধিক উইকেটধারীভারত অনিল কুম্বলে (১৫)

পাঞ্জাবের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় অস্ট্রেলিয়া দলকে পরাজিত করার মাধ্যমে সহঃ স্বাগতিক দল শ্রীলঙ্কা প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে।

স্বাগতিক দেশ সম্পাদনা

শ্রীলঙ্কার মাঠসমূহ

১৯৯৬ বিশ্বকাপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা যৌথভাবে স্বাগতিক দেশের মর্যাদা পায়। প্রতিযোগিতার কোন খেলা আয়োজনের পূর্বেই বিতর্ক তুঙ্গে পৌঁছে। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ দল জানুয়ারি, ১৯৯৬ সালে তামিল টাইগার্সের কেন্দ্রীয় ব্যাংকে বোমাবর্ষণের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলে। শ্রীলঙ্কা কর্তৃপক্ষ দল দু’টোর জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা প্রদানের ঘোষণা দেয়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষও দেশটি নিরাপদ বলে ঘোষণা দেয়। ব্যাপক আলোচনা হওয়া স্বত্ত্বেও অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত খেলায় অংশ নেয়নি। ফলে, আইসিসি উভয় খেলায় শ্রীলঙ্কা দলকে বিজয়ী ঘোষণা দেয় ও স্বয়ংক্রিয়ভাবে দলটি কোয়ার্টার-ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

স্বাগতিক শহর ও মাঠ সম্পাদনা

ভারতে ১৭টি পৃথক স্টেডিয়ামে ১৭ খেলা, পাকিস্তান ৬ স্টেডিয়ামে ১৬ খেলা এবং শ্রীলঙ্কার ৩ স্টেডিয়ামে ৪ খেলা অনুষ্ঠিত হয়।

ভারত সম্পাদনা

শহর মাঠ দর্শক ধারণ ক্ষমতা খেলার সংখ্যা
কলকাতা, পশ্চিমবঙ্গ ইডেন গার্ডেন্স ৯০,০০০
কানপুর, উত্তরপ্রদেশ গ্রিন পার্ক ৪৫,০০০
মোহালি, পাঞ্জাব পাঞ্জাব ক্রিকেট সংস্থা আইএস বিন্দ্রা স্টেডিয়াম ৪০,০০০
বেঙ্গালুরু, কর্ণাটক এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ৫৫,০০০
চেন্নাই, তামিলনাড়ু এম. এ. চিদম্বরম স্টেডিয়াম ৫০,০০০
হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম ৩০,০০০
কটক, ওড়িশা বড়বাটি স্টেডিয়াম ২৫,০০০
গোয়ালিয়র, মধ্যপ্রদেশ রূপ সিং স্টেডিয়াম ২৫,০০০
বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ ইন্দিরা প্রিয়দর্শীনি স্টেডিয়াম ২৫,০০০
পাটনা, বিহার মঈন-উল-হক স্টেডিয়াম ২৫,০০০
পুনে, মহারাষ্ট্র নেহরু স্টেডিয়াম ২৫,০০০
মুম্বই, মহারাষ্ট্র ওয়াংখেড়ে স্টেডিয়াম ৪৫,০০০
আহমেদাবাদ, গুজরাত সরদার প্যাটেল স্টেডিয়াম ৪৮,০০০
বড়োদরা, গুজরাত মতি বাগ স্টেডিয়াম ১৮,০০০
জয়পুর, রাজস্থান সয়াই মানসিং স্টেডিয়াম ৩০,০০০
নাগপুর, মহারাষ্ট্র বিদর্ভ ক্রিকেট সংস্থা মাঠ ৪০,০০০
দিল্লি ফিরোজ শাহ কোটলা মাঠ ৪৮,০০০

পাকিস্তান সম্পাদনা

শহর মাঠ দর্শক ধারণ ক্ষমতা খেলার সংখ্যা
পেশাওয়ার, খাইবার পাখতুনখোয়া আরবাব নিয়াজ স্টেডিয়াম ৩০,০০০
লাহোর, পাঞ্জাব গাদ্দাফি স্টেডিয়াম ৬০,০০০
ফয়সালাবাদ, পাঞ্জাব ইকবাল স্টেডিয়াম ২৫,০০০
গুজরানওয়ালা, পাঞ্জাব জিন্নাহ স্টেডিয়াম ১২,০০০
করাচি, সিন্ধু জাতীয় স্টেডিয়াম ৩০,০০০
রাওয়ালপিন্ডি, পাঞ্জাব রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ১৫,০০০

শ্রীলঙ্কা সম্পাদনা

শহর মাঠ দর্শক ধারণ ক্ষমতা খেলার সংখ্যা
ক্যান্ডি অ্যাসগিরিয়া স্টেডিয়াম ২৫,০০০
কলম্বো আর. প্রেমাদাসা স্টেডিয়াম ৩৫,০০০
কলম্বো সিংহলীজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ড ১০,০০০

অংশগ্রহণকারী দল সম্পাদনা

১৯৯৬ বিশ্বকাপে তিনটি দেশের অভিষেক ঘটে: সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডসকেনিয়া। তন্মধ্যে নেদারল্যান্ডস গ্রুপ-পর্বের ৫টি খেলাতেই পরাজিত হয়; সংযুক্ত আরব আমিরাত কেবলমাত্র নেদারল্যান্ডসকে পরাভূত করে। অন্যদিকে কেনিয়া পুনেতে অনুষ্ঠিত খেলায় ওয়েস্ট ইন্ডিজকে বিস্ময়করভাবে পরাজিত করে।

দলের সদস্য সম্পাদনা

গ্রুপ-পর্ব সম্পাদনা

শ্রীলঙ্কা দলের কোচ ডেভ হোয়াটমোরঅধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা প্রথম ১৫ ওভারের ফিল্ডিং সীমাবদ্ধতাকে কাজে লাগাতে ম্যান অব দ্য সিরিজ পুরস্কার বিজয়ী সনাথ জয়াসুরিয়া[১]রমেশ কালুবিতরাণাকে ব্যাটিং উদ্বোধন করতে পাঠান। একসময় ৫০ কিংবা ৬০ রানের উদ্বোধনী জুটিকে যেখানে সাফল্যজনক বলা হতো, সেখানে তারা প্রথম ১৫ ওভারে ভারত ও কেনিয়ার বিপক্ষে রান তোলে যথাক্রমে ১১৭ ও ১২৩ রান। এছাড়াও, কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১২১ এবং সেমি-ফাইনালে ৮৬ তোলে ভারতের বিপক্ষে।

কেনিয়ার বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কা ৫ উইকেটে ৩৯৮ রান করে যা একদিনের আন্তর্জাতিকে তৎকালীন সর্বোচ্চ রান ছিল। পরবর্তীতে এপ্রিল, ২০০৬ সালে এ রেকর্ডটি ভেঙ্গে যায়।

গ্রুপ এ সম্পাদনা

দল খে ফ হ টাই নেরারে
  শ্রীলঙ্কা ১০ ১.৬০
  অস্ট্রেলিয়া ০.৯০
  ভারত ০.৪৫
  ওয়েস্ট ইন্ডিজ −০.১৩
  জিম্বাবুয়ে −০.৯৩
  কেনিয়া −১.০০
১৬ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১৫১/৯ (৫০ ওভার)
বনাম
  ওয়েস্ট ইন্ডিজ
১৫৫/৪ (২৯.৩ ওভার)

১৭ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
বনাম
  • অস্ট্রেলিয়া নিরাপত্তাজনিত কারণে খেলায় অংশ নেয়নি। খেলার দিন দলটি বোম্বেতে অবস্থান করছিল।

১৮ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
কেনিয়া  
১৯৯/৬ (৫০ ওভার)
বনাম
  ভারত
২০৩/৩ (৪১.৫ ওভার)
স্টিভ টিকোলো ৬৫ (৮৩)
অনিল কুম্বলে ৩/২৮ (১০ ওভার)
শচীন তেন্ডুলকর ১২৭* (১৩৮)
স্টিভ টিকোলো ১/২৬ (৩ ওভার)

২১ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
২২৮/৬ (৫০ ওভার)
বনাম
  শ্রীলঙ্কা
২২৯/৪ (৩৭ ওভার)
অরবিন্দ ডি সিলভা ৯১ (৮৬)
হিথ স্ট্রিক ৩/৬০ (১০ ওভার)

২১ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৭৩ (৫০ ওভার)
বনাম
  ভারত
১৭৪/৫ (৩৯.৪ ওভার)
রিচি রিচার্ডসন ৪৭ (৭০)
অনিল কুম্বলে ৩/৩৫ (১০ ওভার)

২৩ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
৩০৪/৭ (৫০ ওভার)
বনাম
  কেনিয়া
২০৭/৭ (৫০ ওভার)
মার্ক ওয়াহ ১৩০ (১২৮)
রজব আলী ৩/৪৫ (১০ ওভার)
কেনেডি ওটিয়েনো ৮৫ (১৩৭)
পল রেইফেল ২/১৮ (৭ ওভার)

২৬ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
বনাম
  • ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তাজনিত কারণে খেলায় অংশ নেয়নি।

২৬ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
কেনিয়া  
২৩৪ (৪৯.৪ ওভার)
বনাম
  জিম্বাবুয়ে
১৩৭/৫ (৪২.২ ওভার)
দীপক চুদাসামা ৩৪ (৬৬)
পল স্ট্র্যাং ৫/২১ (৯.৪ ওভার)
গ্র্যান্ট ফ্লাওয়ার ৪৫ (১১২)
রজব আলী ৩/২২ (৮ ওভার)
  • ২৫ ফেব্রুয়ারি খেলার সময় ধার্য্য করা হলেও জিম্বাবুয়ের ইনিংসের ১৫.৫ ওভার পর বৃষ্টির কারণে স্থগিত হয়ে যায়।

২৭ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৫৮ (৫০ ওভার)
বনাম
  ভারত
২৪২ (৪৮ ওভার)
মার্ক ওয়াহ ১২৬ (১৩৫)
ভেঙ্কটপতি রাজু ২/৪৮ (১০ ওভার)

২৯ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
কেনিয়া  
১৬৬ (৪৯.৩ ওভার)
বনাম
  ওয়েস্ট ইন্ডিজ
৯৩ (৩৫.২ ওভার)

১ মার্চ
স্কোরকার্ড
জিম্বাবুয়ে  
১৫৪ (৪৫.৩ ওভার)
বনাম
  অস্ট্রেলিয়া
১৫৮/২ (৩৬ ওভার)
অ্যান্ডি ওয়ালার ৬৭ (১০১)
শেন ওয়ার্ন ৪/৩৪ (৯.৩ ওভার)
মার্ক ওয়াহ ৭৬* (১০৯)
পল স্ট্র্যাং ২/৩৩ (১০ ওভার)

২ মার্চ
স্কোরকার্ড
ভারত  
২৭১/৩ (৫০ ওভার)
বনাম
  শ্রীলঙ্কা
২৭২/৪ (৪৮.৪ ওভার)

৪ মার্চ
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২২৯/৬ (৫০ ওভার)
বনাম
  ওয়েস্ট ইন্ডিজ
২৩২/৬ (৪৮.৫ ওভার)
রিকি পন্টিং ১০২ (১১২)
কোর্টনি ওয়ালশ ২/৩৫ (৯ ওভার)
রিচি রিচার্ডসন ৯৩* (১৩৩)
মার্ক ওয়াহ ৩/৩৮ (১০ ওভার)

৬ মার্চ
স্কোরকার্ড
ভারত  
২৪৭/৫ (৫০ ওভার)
বনাম
  জিম্বাবুয়ে
২০৭ (৪৯.৪ ওভার)
বিনোদ কাম্বলি ১০৬ (১১০)
চার্লি লক ২/৫৭ (১০ ওভার)
হিথ স্ট্রিক ৩০ (৩৯)
ভেঙ্কটাপতি রাজু ৩/৩০ (১০ ওভার)

৬ মার্চ
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
৩৯৮/৫ (৫০ ওভার)
বনাম
  কেনিয়া
২৫৪/৭ (৫০ ওভার)
অরবিন্দ ডি সিলভা ১৪৫ (১১৫)
টিটো ওদুম্বে ২/৩৪ (৫ ওভার)

গ্রুপ বি সম্পাদনা

দল খে ফ হ টাই নেরারে
  দক্ষিণ আফ্রিকা ১০ ২.০৪
  পাকিস্তান ০.৯৬
  নিউজিল্যান্ড ০.৫৫
  ইংল্যান্ড ০.০৮
  সংযুক্ত আরব আমিরাত −১.৮৩
  নেদারল্যান্ডস −১.৯২
১৪ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৩৯/৬ (৫০ ওভার)
বনাম
  ইংল্যান্ড
২২৮/৯ (৫০ ওভার)
নাথান অ্যাসলে ১০১ (১৩২)
গ্রেইম হিক ২/৪৫ (৯ ওভার)
গ্রেইম হিক ৮৫ (১০২)
ডিওন ন্যাশ ৩/২৬ (৭ ওভার)

১৬ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৩২১/২ (৫০ ওভার)
বনাম
  সংযুক্ত আরব আমিরাত
১৫২/৮ (৫০ ওভার)

১৭ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
৩০৭/৮ (৫০ ওভার)
বনাম
  নেদারল্যান্ডস
১৮৮/৭ (৫০ ওভার)

১৮ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১৩৬ (৪৮.৩ ওভার)
বনাম
  ইংল্যান্ড
১৪০/২ (৩৫ ওভার)
মাজহার হুসাইন ৩৩ (৫৯)
নিল স্মিথ ৩/২৯ (? ওভার)
গ্রাহাম থর্প ৪৪* (৬৬)
আরশাদ লাইক ১/২৫ (৭ ওভার)

২০ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৭৭/৯ (৫০ ওভার)
বনাম
  দক্ষিণ আফ্রিকা
১৭৮/৫ (৩৭.৩ ওভার)

২২ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৭৯/৪ (৫০ ওভার)
বনাম
  নেদারল্যান্ডস
২৩০/৬ (৫০ ওভার)

২৪ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
সংযুক্ত আরব আমিরাত  
১০৯/৯ (৩৩ ওভার)
বনাম
  পাকিস্তান
১১২/১ (১৮ ওভার)

২৫ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
২৩০ (৫০ ওভার)
বনাম
  ইংল্যান্ড
১৫২ (৪৪.৩ ওভার)
গ্রাহাম থর্প ৪৬ (৬৯)
শন পোলক ২/১৬ (৮ ওভার)

২৬ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৪৫/৭ (৫০ ওভার)
বনাম
  পাকিস্তান
151/2 (৩০.৪ ওভার)

২৭ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৭৬/৮ (৪৭ ওভার)
বনাম
  সংযুক্ত আরব আমিরাত
১৬৭/৯ (৪৭ ওভার)
রজার টোজ ৯২ (১১২)
আজহার সাঈদ ৩/৪৫ (৭ ওভার)
  • প্রচণ্ড কুয়াশার জন্য খেলার শুরু থেকে ৪৭ ওভার নির্ধারণ করা হয়।

২৯ ফেব্রুয়ারি
স্কোরকার্ড
পাকিস্তান  
২৪২/৬ (৫০ ওভার)
বনাম
  দক্ষিণ আফ্রিকা
২৪৩/৫ (৪৪.২ ওভার)
আমির সোহেল ১১১ (১৩৯)
হানসি ক্রনিয়ে ২/২০ (৫ ওভার)
  • পাকিস্তানের পক্ষ থেকে ইয়ান রবিনসনের বিরুদ্ধে আপত্তি উত্থাপন করায় স্টিভ বাকনর আম্পায়ারিত্ব করেন।

১ মার্চ
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
২১৬/৯ (৫০ ওভার)
বনাম
  সংযুক্ত আরব আমিরাত
২২০/৩ (৪৪.২ ওভার)
  • আনুষ্ঠানিকভাবে দুই আইসিসি সহযোগী সদস্যের প্রথম মোকাবেলা।

৩ মার্চ
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৪৯/৯ (৫০ ওভার)
বনাম
  পাকিস্তান
২৫০/৩ (৪৭.৪ ওভার)
রবিন স্মিথ ৭৫ (৯২)
মুশতাক আহমেদ ৩/৫৩ (১০ ওভার)
সাঈদ আনোয়ার ৭১ (৭২)
ডমিনিক কর্ক ২/৫৯ (১০ ওভার)

৫ মার্চ
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
৩২৮/৩ (৫০ ওভার)
বনাম
  নেদারল্যান্ডস
১৬৮/৮ (৫০ ওভার)
অ্যান্ড্রু হাডসন ১৬১ (১৩২)
এরিক গোকা ১/৩২ (২ ওভার)

৬ মার্চ
স্কোরকার্ড
পাকিস্তান  
২৮১/৫ (৫০ ওভার)
বনাম
  নিউজিল্যান্ড
২৩৫ (৪৭.৩ ওভার)

নক-আউট পর্ব সম্পাদনা

 
কোয়ার্টার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
৯ মার্চ - ফয়সালাবাদ, পাকিস্তান
 
 
  ইংল্যান্ড২৩৫/৮
 
১৩ মার্চ – কলকাতা, ভারত
 
  শ্রীলঙ্কা২৩৬/৫
 
  শ্রীলঙ্কা২৫১/৮
 
৯ মার্চ – বেঙ্গালুরু, ভারত
 
  ভারত১২০/৮
 
  ভারত২৮৭/৮
 
১৭ মার্চ – লাহোর, পাকিস্তান
 
  পাকিস্তান২৪৮/৯
 
  শ্রীলঙ্কা২৪৫/৩
 
১১ মার্চ – করাচি, পাকিস্তান
 
  অস্ট্রেলিয়া২৪১/৭
 
  ওয়েস্ট ইন্ডিজ২৬৪/৮
 
১৪ মার্চ – মোহালি, ভারত
 
  দক্ষিণ আফ্রিকা২৪৫
 
  ওয়েস্ট ইন্ডিজ২০২
 
১১ মার্চ – চেন্নাই, ভারত
 
  অস্ট্রেলিয়া২০৭/৮
 
  নিউজিল্যান্ড২৮৬/৯
 
 
  অস্ট্রেলিয়া২৮৯/৪
 

কোয়ার্টার ফাইনাল সম্পাদনা

৯ মার্চ
স্কোরকার্ড
ইংল্যান্ড  
২৩৫/৮ (৫০ ওভার)
বনাম
  শ্রীলঙ্কা
২৩৬/৫ (৪০.৪ ওভার)

৯ মার্চ
স্কোরকার্ড
ভারত  
২৮৭/৮ (৫০ ওভার)
বনাম
  পাকিস্তান
২৪৮/৯ (৪৯ ওভার)
নভজোৎ সিঁধু ৯৩ (১১৫)
মুশতাক আহমেদ ২/৫৬ (১০ ওভার)
আমির সোহেল ৫৫ (৪৬)
ভেঙ্কটেশ প্রসাদ ৩/৪৫ (১০ ওভার)
  • ধীরগতিতে বোলিংয়ের জন্য পাকিস্তানকে ১ ওভার জরিমানা করা হয়

১১ মার্চ
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
২৬৪/৮ (৫০ ওভার)
বনাম
  দক্ষিণ আফ্রিকা
২৪৫ (৪৯.৩ ওভার)

১১ মার্চ
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২৮৬/৯ (৫০ ওভার)
বনাম
  অস্ট্রেলিয়া
২৮৯/৪ (৪৭.৫ ওভার)
মার্ক ওয়াহ ১১০ (১১২)
নাথান অ্যাশলে ১/২১ (৩ ওভার)

সেমি-ফাইনাল সম্পাদনা

প্রথম সেমি-ফাইনাল খেলাটি ১,১০,০০০ দর্শকের উপস্থিতিতে কলকাতার ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হয়। এতে শ্রীলঙ্কা জয়লাভ করে। টসে জয়ী হয়ে অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দীন শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানান। শ্রীলঙ্কার ৮ উইকেটে ২৫১ রানের বিপরীতে বিপরীতে প্রথম ২০ ওভারে শচীন তেন্ডুলকরের ৬৫ রানের ওপর ভর করে ৯৮ রানে ১ উইকেট হারায়।[২] ভারতের ব্যাটসম্যানরা চলমান ৩৫ ওভারে ৮ উইকেটে মাত্র ১২০ রান সংগ্রহ করা অবস্থায় উত্তেজিত দর্শকেরা মাঠে ফল ও প্লাস্টিকের বোতল নিক্ষেপ করতে থাকে। দর্শকদের শান্ত রাখার চেষ্টা করা হয়। খেলোয়াড়েরা পুনরায় মাঠে নামলে আরও বোতল নিক্ষিপ্ত হতে থাকে এবং স্ট্যান্ডে আগুন জ্বালিয়ে দেয়। অবশেষে বাধ্য হয়ে ম্যাচ রেফারি ক্লাইভ লয়েড শ্রীলঙ্কাকে বিজয়ী ঘোষণা করতে বাধ্য হন।[৩] এ ঘটনাটি টেস্ট কিংবা একদিনের আন্তর্জাতিকে প্রথম অনাকাক্ষিত ঘটনা হিসেবে বিবেচিত হয় যা ২০১২ সাল পর্যন্ত মাত্র দু’টি ঘটনা ঘটে।

মোহালিতে অনুষ্ঠিত দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া বিজয়ী হয়। একপর্যায়ে মাত্র ১৫ রানে ৪ উইকেটের পতন ঘটলেও তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২০৭ রান করে। ৪২ ওভারে ২ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করেও শেষ ৫০ বলে ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানের ব্যবধানে ৮ উইকেট হারায়।

১৩ মার্চ
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
২৫১/৮ (৫০ ওভার)
বনাম
  ভারত
১২০/৮ (৩৪.১ ওভার)

১৪ মার্চ
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২০৭/৮ (৫০ ওভার)
বনাম
  ওয়েস্ট ইন্ডিজ
২০২ (৪৯.৩ ওভার)

ফাইনাল সম্পাদনা

চূড়ান্ত খেলায় শ্রীলঙ্কার অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা টসে জয়ী হয়ে ফিল্ডিং নেয় ও অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। উল্লেখ্য যে, পূর্ববর্তী পাঁচটি বিশ্বকাপে প্রথমে ব্যাটিংকারী দল বিজয়ী হয়েছিল। ২য় উইকেট জুটিতে মার্ক টেলর-রিকি পন্টিং ১০১ রান তোলেন। পন্টিং ও টেলর আউট হলে দলের রান ৫ উইকেটে ১৭০ হয়। অধিনায়ক মার্ক টেলর দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন ৮৩ বলে, ৮টি চার ও ১টি ছক্কার মার মেরে। অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৪১ রান করে।

জবাবে ৪৭তম ওভারেই শ্রীলঙ্কা জয়ের বন্দরে পৌঁছে যায়। অরবিন্দ ডি সিলভা ৪২ রানে ৩ উইকেট সংগ্রহের পাশাপাশি অপরাজিত ১০৭* রান করেন ও ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে স্বাগতিক কিংবা সহ-স্বাগতিক দেশের বিশ্বকাপ জয়ের প্রথম ঘটনার সূচনা করে শ্রীলঙ্কা।

১৭ মার্চ
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
২৪১/৭ (৫০ ওভার)
বনাম
  শ্রীলঙ্কা
২৪৫/৩ (৪৬.২ ওভার)

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Wills World Cup, 1995/96, Final"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০০৭ 
  2. "Wills World Cup - 1st Semi Final. India v Sri Lanka"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-১০-২৭ 
  3. Siddhartha Vaidyanathan। "Tears in vain as India crash out"Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-১০-২৭ 

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা