জয়পুর

ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী

জয়পুর (হিন্দি: जयपुर; /ˈpʊər/ (শুনুন)) ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর।

জয়পুর
जयपुर
মহানগরী
ডাকনাম: গোলাপী শহর
জয়পুর রাজস্থান-এ অবস্থিত
জয়পুর
জয়পুর
স্থানাঙ্ক: ২৬°৫৫′৩৪″ উত্তর ৭৫°৪৯′২৫″ পূর্ব / ২৬.৯২৬০° উত্তর ৭৫.৮২৩৫° পূর্ব / 26.9260; 75.8235
দেশভারত
রাজ্যরাজস্থান
জেলাজয়পুর
প্রতিষ্ঠিত১৮ নভেম্বর ১৭২৭
প্রতিষ্ঠাতাদ্বিতীয় জয় সিংহ
নামকরণের কারণদ্বিতীয় জয় সিংহ
সরকার
 • ধরনপৌর সংস্থা
 • শাসকজয়পুর পৌর নিগম
 • মেয়রজ্যোতি খান্ডেলওয়াল (আইএনসি)
 • পুলিশ কমিশনারজঙ্গা শ্রীনিবাস রাও
আয়তন
 • মহানগরী৬৪৫ বর্গকিমি (২৪৯.২ বর্গমাইল)
এলাকার ক্রমপ্রথম (রাজস্থান)
উচ্চতা৪৩১ মিটার (১,৪১৪ ফুট)
জনসংখ্যা (২০১১)[]
 • মহানগরী৩০,৪৬,১৮৯
 • ক্রমদশম (ভারত)
 • জনঘনত্ব৪,৭০০/বর্গকিমি (১২,০০০/বর্গমাইল)
 • মহানগর৩০,৭৩,৩৫০
 • Metro rankভারতে দশম
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিনকোড৩০২০xx
টেলিফোন কোড+৯১-১৪১-XXX-XXXX
যানবাহন নিবন্ধনRJ-14 (জয়পুর দক্ষিণ), RJ-45 (জয়পুর উত্তর), RJ-52 (শাহপুরা, জয়পুর), RJ-41 (চোমু, জয়পুর), RJ-47 (দুদু, জয়পুর), RJ-32 (কোটপুটলি, জয়পুর)
কথ্য ভাষা
ওয়েবসাইটwww.jaipur.nic.in

ইতিহাস

সম্পাদনা

জয়পুর রাজ্য

সম্পাদনা

১৭২৭ সালে ১৮ নভেম্বর আমের রাজ দ্বিতীয় জয় সিং-এর আমলে এই শহরের গোড়াপত্তন হয়। বর্ধিত জনগোষ্ঠী ও পানীয় জলের সহজলভ্যতার সুবিধার্থে রাজার নির্দেশে বিদ্যাধর ভট্টাচার্য শহরের স্থাপত্যনকশা করেন।

জয়পুরের রাজপরিবারের শেষ রাজা ছিলেন ভবানী সিং। রাজার অপুত্রক , তাই নিজের মেয়ের সন্তান অর্থাৎ নাতিকেই তিনি সেই পরিবারের রাজা হিসেবে ঘোষণা করেছেন। তিনিই এখন উদয়পুরের ২৩ বর্ষীয় মহারাজ, পদ্মনাভ সিং। প্রায় ২০ হাজার কোটি টাকার সম্পত্তির রয়েছে রাজপরিবারের । রমবাগ প্যালেস এখন তাজ হোটেলের অন্তর্গত। []

বিশেষ দর্শনীয় স্থান

সম্পাদনা

শহরের কেন্দ্রস্থলে

সম্পাদনা
  1. যন্তর মন্তর
  2. সিটি প্যালেস
  3. হাওয়া মহল
  4. বিড়লা মন্দির

শহরের বহির্ভাগে

সম্পাদনা

প্রাচীন জয়পুরের প্রধান কেল্লাগুলো শহরের উত্তর-পূর্বে আরাবল্লী পর্বতচূড়ায় অবস্থিত।

  1. আমের কেল্লা (স্থা, ১৫৯২), সবচেয়ে প্রাচীন কেল্লা ও উত্তরভাগে অবস্থিত।
  2. জয়গড় কেল্লা (স্থা, ১৭২৬), আমের কেল্লার পাশেই অবস্থিত, মূলত এটি প্রতিরক্ষামূলক কেল্লা।
  3. নাহারগড় কেল্লা (স্থা, ১৭৩৪), দক্ষিণভাগে অবস্থিত, বর্তমান শহরের সুউচ্চ দর্শন পেতে আদর্শস্থান।

খেলাধুলা

সম্পাদনা

ক্রিকেট এখানে সবচেয়ে জনপ্রিয় খেলা। সয়াই মানসিং স্টেডিয়াম রাজ্যের প্রধান স্টেডিয়াম। এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়। রাজস্থান রয়্যালস দলটি ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ-এ শহরের প্রতিনিধিত্ব করে।

যোগাযোগ

সম্পাদনা

আকাশপথে

সম্পাদনা

জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর শহরের তথা রাজ্যের প্রধান বিমানবন্দর।

রেলপথে

সম্পাদনা

জয়পুর জংশন রেলওয়ে স্টেশন শহরের তথা রাজ্যের প্রধান রেলওয়ে স্টেশন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Census of India 2011" (PDF)। Office of the Registrar General & Census Commissioner, India। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১২ 
  2. "জয়পুরের রাজপরিবার" 

আরো পড়ুন

সম্পাদনা

  এই নিবন্ধটি একটি প্রকাশন থেকে অন্তর্ভুক্ত পাঠ্য যা বর্তমানে পাবলিক ডোমেইনেচিসাম, হিউ, সম্পাদক (১৯১১)। ব্রিটিশ বিশ্বকোষ (১১তম সংস্করণ)। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস। 

বহিঃসংযোগ

সম্পাদনা