জয়পুর জেলা
ভারতের রাজস্থানের একটি জেলা
জয়পুর জেলা উত্তর ভারতের রাজস্থান রাজ্যের একটি জেলা। রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুর শহরে এই জেলার সদর দপ্তর অবস্থিত। জেলাটি জনসংখ্যার নিরিখে দেশের মধ্যে ১০ তম স্থান অধিকার করেছে (মোট ৬৪০ টি জেলার মধ্যে)।[৩]
জয়পুর জেলা जयपुर जिला | |
---|---|
রাজস্থানের জেলা | |
রাজস্থানে জয়পুরের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | রাজস্থান |
প্রশাসনিক বিভাগ | জয়পুর বিভাগ |
সদরদপ্তর | জয়পুর |
তহশিল | 16[১] |
সরকার | |
• বিধানসভা আসন | [২] |
আয়তন | |
• মোট | ১১,১৫২ বর্গকিমি (৪,৩০৬ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৬,৬৬,৬৩,৯৭১উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগে অবৈধ প্যারামিটার |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৬% |
• লিঙ্গানুপাত | ৯১০ |
প্রধান মহাসড়ক | জাতীয় সড়ক ১১ (এনএইচ-১১), জাতীয় সড়ক ৮ (এনএইচ-৮) |
স্থানাঙ্ক | ২৬°৫৫′৩৪″ উত্তর ৭৫°৪৯′২৫″ পূর্ব / ২৬.৯২৬° উত্তর ৭৫.৮২৩৫° পূর্ব |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ৪৫৯.৮ মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
বিভাগ
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sub-Divisions/Panchayat Samitis/Tehsils"। ২০১৬। সংগ্রহের তারিখ ২০১৬-১২-২৯।
- ↑ "Assembly Constituencies of Jaipur district" (পিডিএফ)। gisserver1.nic.in/। ২০১২। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "District Census 2011"। Census2011.co.in। ২০১১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১১।