সিএফএক্স একাডেমি ক্রিকেট দল
জিম্বাবুয়ীয় ক্রিকেট দল
সিএফএক্স একাডেমি ক্রিকেট দল (ইংরেজি: CFX Academy cricket team) জিম্বাবুয়ের ক্রিকেট একাডেমির প্রতিনিধিত্বকারী দল। দেশটির ঘরোয়া আসরের ক্রিকেট প্রতিযোগিতায় প্রথম-শ্রেণীর দল হিসেবে প্রতিনিধিত্ব করতো। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত লোগান কাপে দলটি প্রতিদ্বন্দ্বিতা করে। হারারের কান্ট্রি ক্লাবে দলটি অতিথি দলগুলোর বিপক্ষে নিজেদের খেলা আয়োজন করতো।[১]
দলের তথ্য | |
---|---|
প্রতিষ্ঠা | ১৯৯৯(প্রথম-শ্রেণী) |
শেষ ম্যাচ | ২০০২ |
স্বাগতিক ভেন্যু | কিকি স্পোর্টস ক্লাব |
পরিসংখ্যান
সম্পাদনামৌসুম | অবস্থান | সর্বোচ্চ রান সংগ্রাহক | রান | শীর্ষস্থানীয় উইকেট সংগ্রাহক | উইকেট |
---|---|---|---|---|---|
১৯৯৯-২০০০ | ৩য় | অ্যালেস্টার মারেগেদে | ২৪৬ | গ্রেগ ল্যাম্ব | ১৬ |
২০০০-০১ | ৬ষ্ঠ | বার্নি রজার্স | ৩৯৪ | ইয়ান কোলসন | ৯ |
২০০১-০২ | ৪র্থ | আন্দ্রে হফম্যান | ৩৮৪ | জরদান নিকোল | ১৮ |
খেলোয়াড়
সম্পাদনানিম্নবর্ণিত খেলোয়াড় সিএফএক্স একাডেমির পক্ষে খেলেছেন:[২]
- গ্লেন বারেট
- টমাস বেনাড
- গ্যারি ব্রেন্ট
- কোনান ব্রিউয়ার
- রায়ান বাটারওয়ার্থ
- নিয়াশা চারি
- ইনোসেন্ট চিনোকা
- নিতেন চৌহান
- ইয়ান কোলসন
- চার্লস কভেন্ট্রি
- গাই ক্রক্সফোর্ড
- কিথ দাবেঙ্গা
- কলিন ডেলপোর্ট
- টেরি ডাফিন
- ডিওন ইব্রাহিম
- শন আরভিন
- নীল ফেরেইরা
- ট্রাভিস ফ্রেন্ড
- গ্লেন গুসেন
- গ্রেগ হাকোনসেন
- আন্দ্রে হফম্যান
- ডগলাস হন্ডো
- রায়ান কিং
- গ্রেগ ল্যাম্ব
- জাস্টিন লুইস
- ক্যাম্পবেল ম্যাকমিলান
- ক্লিমেন্ট মাহাচি
- ব্লেজিং মাহওয়ার
- অ্যালেস্টার মারেগেদে
- ডগ মারিলিয়ার
- স্টুয়ার্ট মাতসিকেনিয়েরি
- অ্যালান ময়েঙ্গা
- আন্দ্রে নিথলিং
- জর্দান নিকোল
- এমলুলেকি এনকালা
- রে প্রাইস
- পিট রিঙ্কি
- বার্নি রজার্স
- আর্নল্ড রাশাম্বোয়া
- শেরেজাদ শাহ
- ভুসিমুজি সিবান্দা
- রিচার্ড সিমস
- উইজডম সিজিবা
- লিওন সোমা
- আন্দ্রে স্টোন
- পল স্ট্র্যাং
- অ্যালেক টেলর
- ম্যাথু টাউনসেন্ড
- জন ভন-ডেভিস
- মার্ক ভার্মুলেন
- ডার্ক ভিলজোয়েন
- কিংস্লে ওয়েন্ট
- জেসন ইয়ং
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "First-Class Matches played on Country Club, Harare (20)" । CricketArchive। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১১।
- ↑ "Players who have played for CFX Academy" । CricketArchive। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৬।